বিভিন্ন ধরনের Pruning সম্বন্ধে জানুন। Maity Dragon Fruit Farm,খাকুড়দা, পশ্চিম মেদিনীপুর। ৯৯৩২৯৩৮৫৬৫

  Рет қаралды 241,487

Maity Dragon Fruit Farm

Maity Dragon Fruit Farm

Жыл бұрын

Welcome to Khakurda Maity Dragon Fruit Farm,Paschim Medinipur.Today in this video we are going to discuss about many kinds of pruning. Pruning is one of the most important parts of Dragon Farming . Watch till the end and if you like it kindly like 👍, share and subscribe 🔔our channel.
If you have any question or to order plant contact us on 9932938565

Пікірлер: 334
@Madeinjadupur446
@Madeinjadupur446 Жыл бұрын
দারুন হয়েছে দাদা অনেক ডাউট ছিলো সব ক্লিয়ার হয়ে গেলো ভিডিও টা খুব helpfull হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে
@arpanbikashsahoo3649
@arpanbikashsahoo3649 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ দাদা। আমি সঠিক ভাবে ড্রাগন গাছের প্রুনিং নিয়ে সমস্যায় পড়েছিলাম। আপনার এই ভিডিও দেখার পর প্রুনিং এর নিয়মটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। ❤❤🙏🙏🙏
@sagarmandal2621
@sagarmandal2621 Жыл бұрын
স্যার আপনার ভিডিও টি অসাধারণ এবং অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর ভাবে সাহায্য করার জন্য। 🙏🙏🙏🙏
@user-tk5id1ls7x
@user-tk5id1ls7x 9 ай бұрын
আপনার পরামর্শ মানুষের অনেক উপকারে আসে, মানুষ উপকৃত হয়, এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে।
@md.abusufian2507
@md.abusufian2507 Жыл бұрын
ড্রাগন গাছের প্রুনিং করার বিষয়ে সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ ও নিরাপদ থাকুন এ শুভ কামনা করছি।
@nasiruddinalmamunofficial
@nasiruddinalmamunofficial 2 ай бұрын
সাবাস! অসংখ্য ধন্যবাদ। নিঃসংকোচে সবকিছুই প্রকাশ করেছেন। অনেকেই ব্যবসায়িক উদ্দেশ্যে অনেক কিছুই গোপন রাখেন।
@enamulhoque845
@enamulhoque845 Жыл бұрын
খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন, অসংখ্য ধন্যবাদ।
@jerinhaque5133
@jerinhaque5133 Жыл бұрын
বাংলাদেশ থেকে দেখলাম আপনার ভিডিও। এইটার সমাধান চেয়ে কত অভিজ্ঞ বাগানীদের হেল্প চেয়েছি, কেউ করেনি। ভিডিও শুরুর মাঝপথে পজ করে এক দৌড়ে গিয়ে প্রুনিং করে এসে আবার শেষ পর্যন্ত দেখে কমেন্ট করলাম। ধন্যবাদ আপনাকে
@shahariarkhan6618
@shahariarkhan6618 Жыл бұрын
পরিচ্ছন্ন ভাষায় সুন্দর ভাবে বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
@themohazab7847
@themohazab7847 Жыл бұрын
দাদা আমি ড্রাগন গাছ লাগিয়েছি যতদিন হয়েছে কত ভিডিও দেখলাম আপনার মত এতো ভালো করে বুঝিয়ে বুঝিয়ে ভিডিও আজ অব্দি পাইনি আপনার কথা অনেক মজা পাই ধন্যবাদ আপনাকে।❤❤
@user-jj2pr1qz9u
@user-jj2pr1qz9u 4 ай бұрын
দাদা-ভাই আপনার শেখানোর পদ্ধতি একজন আর্দশ শিক্ষকের মত ।দারুণ সুন্দর।
@mehedimasud9159
@mehedimasud9159 10 ай бұрын
ড্রাগন বিষয়ে নতুন আমি আপনার মাধ্যমে জ্ঞান অর্জন করে উপকৃত হলাম। বাংলাদেশ থেকে ধন্যবাদ ও সালাম জানাই আপনাকে।
@abuarif9910
@abuarif9910 6 ай бұрын
দাদা ঢাকা, বাংলাদেশ থেকে বলছি, অনেকগুলো ট্যাকনিক্যাল বিষয় জানতে পারলাম আপনার ভিডিও দেখে। অনেক ধন্যবাদ ও আপনার জন্য অনেক শুভকামনা রইল ❤❤️💐🤲
@abdullahalhasib4233
@abdullahalhasib4233 8 ай бұрын
এতো সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ।আমার খুব উপকার হলো
@HasanAhamed-dh4jl
@HasanAhamed-dh4jl Жыл бұрын
দাদা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। অনেক কিছুই শিখতে পারবো।
@FunnyJaks4
@FunnyJaks4 Жыл бұрын
সাধারণ অভিজ্ঞতা শেয়ার করলেন অনেকের উপকারে আসবে. আপনার সাথে যুক্ত হলাম
@satyadevmodak6671
@satyadevmodak6671 10 ай бұрын
ধন্যবাদ দাদা আপনার ভিডিও টা দেখে অনেক টা শিখলাম আমাদের বাড়িতে ডাগোন গাছ করেছি আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম
@subratapatra5928
@subratapatra5928 Жыл бұрын
ভাই অনেক ধন্যবাদ তোমার এই সৎ প্রচেষ্টার জন্য। আরও সাফল্য কামনা করি।
@aninditabose278
@aninditabose278 8 ай бұрын
Khub clear video, sob bujhte parlam, thank you dada.
@user-nw7cr5pn5d
@user-nw7cr5pn5d 4 ай бұрын
খুব ভালো ভাবে বুঝতে পারলাম।অনেক ধন্যবাদ মাইতি দা। ড্রাগন গাছের স্ট্যান্ড কিভাবে করতে হয় জানাবেন।
@snitakoley2957
@snitakoley2957 10 ай бұрын
🎉Thanks Dada eto sundar kore pruning of Dragan plants bojhanor jonne....
@MoshiurRahman_143
@MoshiurRahman_143 10 ай бұрын
বাংলাদেশ হতে দেখছি,ধন্যবাদ, খুব উপকারী ভিডিও।
@madhuchhandabiswas3239
@madhuchhandabiswas3239 Жыл бұрын
খুব উপকার হলো, অসংখ্য ধন্যবাদ !
@mdfahimmia6013
@mdfahimmia6013 Жыл бұрын
ধন্যবাদ দাদা অনেক কিছু শিখতে পারলাম
@khushidabanu1939
@khushidabanu1939 10 ай бұрын
বাংলাদেশ থেকে দাদা অনেক অনেক ধন্যবাদ আপনার ফোন নাম্বার লিখে রেখেছি আমি দুই টি ড্রাগন চারা এনেছিলাম এখন তিনটি ডাল বেরিয়েছে ভিডিও দেখলা খুব খুব ভালো লেগেছে আশীর্বাদ রইলো ধন্যবাদ শুভ রাত্রি দাদা।
@JahangirHossain-gk3ce
@JahangirHossain-gk3ce Жыл бұрын
দাদা বাংলাদেশে চলে আসুন, আমাদের অনেক বড় বাগান, আপনি কয়েকদিন থাকলে বাগানটি আরও সমৃদ্ধ হবে।
@samsuddingazi7281
@samsuddingazi7281 Жыл бұрын
ধন্যবাদ দাদা ভিডিও টি দেখলাম খুব ভালো লাগলো
@Torikul200
@Torikul200 10 ай бұрын
thank you
@shohelrana5845
@shohelrana5845 Жыл бұрын
দাদা আপনার ভিডিওটায় অনেক কিছু শিখলাম।ধন্যবাদ।
@shovonagrofarm5811
@shovonagrofarm5811 Жыл бұрын
খুব শিক্ষনীয় একটি ভিডিও হাতে-কলমে শিক্ষা
@bittuhalder201
@bittuhalder201 Жыл бұрын
Khub valo kore bojalen, khub valo laglo🥰🥰🥰
@abdullahmahdi7371
@abdullahmahdi7371 Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে, আমার এরকম একটা ভিডিওর খুবই প্রয়োজন ছিল
@nasimayeasmin700
@nasimayeasmin700 10 ай бұрын
অনেক সুন্দর বুঝিয়েছেন, ধন্যবাদ।
@asmadilafroz6735
@asmadilafroz6735 6 ай бұрын
অসাধারণ দাদা।বাংলাদেশ থেকে দেখছি ।
@rupshachoudhury8394
@rupshachoudhury8394 Жыл бұрын
দাদা আমার ডাগন ফল ধরেছে একটা পিঁপড়া আক্রমণ করে আমি লাউ গাছের মাচার উপরে জুলাইয়ে ছি। আপনি খুব সুন্দর ভাবে বুজিয়েছন।
@sudarsanmaji8141
@sudarsanmaji8141 Жыл бұрын
Very nice and clear presentation regarding the prunning of dragon plants.Thank you.
@samirkumarbose63
@samirkumarbose63 10 ай бұрын
খুবই সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও।
@hossain786100
@hossain786100 Жыл бұрын
অতি সুন্দর demonstration
@anjanupadhaya7917
@anjanupadhaya7917 Жыл бұрын
1st dekhlam.. darun information ❤
@samsuzzamantalukder4392
@samsuzzamantalukder4392 Жыл бұрын
ভালো জ্ঞানের কথা বললেন ড্রাগন চাষের জন্য❤
@maawal1824
@maawal1824 Жыл бұрын
🎉
@sukumarmaiti8875
@sukumarmaiti8875 7 ай бұрын
খুব সুন্দর ভিডিও । কাজে লাগবে । অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ।
@sabihaakter2710
@sabihaakter2710 Жыл бұрын
দাদা খুব উপকৃৃত হলাম ভিডিও দেখে
@md.mahfuzrahman2567
@md.mahfuzrahman2567 Жыл бұрын
আপনার ভিডিও গুলো খুবই সুন্দর ও পরিচ্ছন্ন,,, সুন্দর সাবলীল ভাষা,,,,,🇧🇩
@nahidsultana6430
@nahidsultana6430 Жыл бұрын
Onek din jabot Dragon gaser porichorja jante chaye silam ajj paye galam....Vaiya apnake onek onek valo bash roilo......amader jonno doa korben amra jeno apner moto kore Dragon chash korte pari.....
@akhimoni8325
@akhimoni8325 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।
@ziaulmonsur
@ziaulmonsur Жыл бұрын
Thank you for your clear presentation. I am from Dhaka, Bangladesh.
@sahajadaifran-sn7et
@sahajadaifran-sn7et 10 ай бұрын
সাবস্ক্রাইবার করলাম আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো
@khaledahabib3391
@khaledahabib3391 11 ай бұрын
চমৎকার বুঝিয়েছেন দাদা
@mehedihassan3207
@mehedihassan3207 8 ай бұрын
আপনার বিডিও দেখে আজ দুটো চারা আনলাম। দাদা বাংলাদেশ থেকে আপনাকে ফলো করছি,
@keyadas8846
@keyadas8846 Жыл бұрын
Osadharon apnar bojhanor padhoyti.. Please eibhabei aamader guide kore jan
@depanwitanandi124
@depanwitanandi124 Жыл бұрын
কাকু, pruning করা ভোঁতা ডালগুলো কি অন্য টবে রোপণ করতে পারি?
@santababu6422
@santababu6422 Жыл бұрын
Khub valo dada, upokar pelam onektai
@sufiakhatun8832
@sufiakhatun8832 10 ай бұрын
Bohut kisu janlam. ❤️👍. Thank you.
@AnupKumar-ey6ct
@AnupKumar-ey6ct Жыл бұрын
Khub bhalo keep it up dada
@gopalchandrasarkar6530
@gopalchandrasarkar6530 Жыл бұрын
ধন্যবাদ দাদা। পরবর্তী ভিডিওর জন্য আসাই রইলাম।
@JOY0987
@JOY0987 Жыл бұрын
শিক্ষনীয় ভিডিও।👍
@firozhasan7975
@firozhasan7975 Жыл бұрын
অনেক-অনেক ধন্যবাদ দাদা,,,,,,,,অনেক ভালো লাগলো।
@bindurrokomariranna
@bindurrokomariranna 6 ай бұрын
অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ।
@pradippal3431
@pradippal3431 8 ай бұрын
Ami new dragon chader chasi 🤭.onek vlo vabe bujte parlam এই ব্যাপার গুলো
@kamrunnahar6067
@kamrunnahar6067 9 ай бұрын
পরিস্কার ভাবে বোঝানোর জন্য ধন্যবাদ।
@supriyasur8208
@supriyasur8208 7 ай бұрын
Khub sundor vabe bujhiyachan
@Shree-chandidas
@Shree-chandidas Жыл бұрын
চমকার নির্দেশনা। 🙏🙏
@rekhahaldar2421
@rekhahaldar2421 Жыл бұрын
Namoskar, Amar khub valo legheche .
@Afrinridita123
@Afrinridita123 Жыл бұрын
খুব ভালো লাগলো দাদা ভিডিও টা ।
@jayantanaskar44
@jayantanaskar44 Жыл бұрын
অসাধাৱন টিপস দিয়েছেন দাদা ধন্যবাদ
@user-pr8bp7ko3g
@user-pr8bp7ko3g Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ । পরবর্তী vedio অপেক্ষায় রইলাম ।
@anilroy8217
@anilroy8217 16 күн бұрын
দাদা খুব উপকার পেলাম
@suprasanta
@suprasanta 8 ай бұрын
খোলাখুলি সব আলোচনা করার জন্য ধন্যবাদ।
@tanimasarkar2253
@tanimasarkar2253 Жыл бұрын
সুন্দর ভাবে বুঝলাম অনেক ধন্যবাদ
@apbangla
@apbangla 7 ай бұрын
ভালো লাগলো❤
@UmmeUsama
@UmmeUsama 6 ай бұрын
পূর্বেই লাইকও দেয়া, সাবস্ক্রাইবও করা। তবুও এই ভিডিওটা দেখলে ইচ্ছে করে আরো একটা লাইক দিয়ে যাই। কিন্তু একের অধিক লাইক দেয়ার অপশন নাই।
@tanjinaakhter94
@tanjinaakhter94 6 ай бұрын
Dada apnaka onek onek donnbad
@DharmaDas-fg3mg
@DharmaDas-fg3mg 3 ай бұрын
খুব সুন্দর বোঝানো হয়েছে
@jhumkimukherjee8303
@jhumkimukherjee8303 Ай бұрын
এ বাবা আমি তো ভগবানের নামে ছেড়ে রেখেছিলাম...গতবারের তুলনায় ফল কম পেয়ে ইউটিউব ঘাটছিলাম, আপনার দেখা পেয়ে গেলাম, কিছুটা শিখলাম, আরো শিখতে হবে
@salehabegum9949
@salehabegum9949 Жыл бұрын
আপনি খুবই ভাল মানুষ। 🙏🏼🇧🇩
@rupkotha280
@rupkotha280 Жыл бұрын
খুব ভালো লাগলো দাদা
@NajmunnaharNajmu
@NajmunnaharNajmu 9 ай бұрын
Khub valo laglo
@farukansari5752
@farukansari5752 9 ай бұрын
Khub bhalo..... 🙂
@mousumighosh8181
@mousumighosh8181 10 ай бұрын
Khub bhalo bujhte parlam dada
@ChanchalHalder-jp7bb
@ChanchalHalder-jp7bb Жыл бұрын
Valo laglo dada
@khaledaakter3158
@khaledaakter3158 9 ай бұрын
উপকৃত হলাম ধন্যবাদ
@ShilpiMondal-dn5mr
@ShilpiMondal-dn5mr 23 күн бұрын
Asadharon
@tahminachowdhury897
@tahminachowdhury897 8 ай бұрын
Otuloniyo bhabey bujhiyechen..🙏
@user-nw1mh5lb7l
@user-nw1mh5lb7l Жыл бұрын
দাদা আপনার ভিডিও এত বেশী তথ্যবহুল যে এক ঘন্টা কথা বললেও আপনার কোনো কথা দুই বার রিপিট হয় না। তাই বিরক্তিও লাগে না । সত্যিই অনেক কিছু শিখছি আপনার অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ।
@pabitramaity9705
@pabitramaity9705 Жыл бұрын
ধন্যবাদ দাদা 😊🙏🏻
@singwithjoy6221
@singwithjoy6221 2 ай бұрын
ASADHARON laglo SIR.. anek kichu jante parlam.. amio ekta gaach bosiachi Tub A... apnar theke guidelines nebo sir.. please Guide korben 🙏💖
@knowledgepower.
@knowledgepower. Жыл бұрын
Darun bolechhen
@sksaifuddin3506
@sksaifuddin3506 Жыл бұрын
এখন মে মাস। সার, কিটনাশক, ভিটামিন,ছত্রাকনাশক প্রয়োগের বিধানটা বললে উপকৃত হতাম
@kudratalam1272
@kudratalam1272 Жыл бұрын
Very god teaching. Thanku khakur da.
@pabitramaity9705
@pabitramaity9705 Жыл бұрын
Hehehe… my name is Pavitra Maity
@jagannathbarman1639
@jagannathbarman1639 13 күн бұрын
খুব সুন্দর
@seuliroy1444
@seuliroy1444 5 ай бұрын
Khub bhalo
@smritikanamajumdar9629
@smritikanamajumdar9629 Жыл бұрын
Thank u. Vison sundor kore bojhalen
@ajitkumarchatterjee5722
@ajitkumarchatterjee5722 3 ай бұрын
খুবই ভালো উপস্থাপনায় সমৃদ্ধ হলাম; প্রশ্ন হলো, কাটা ডালগুলো কি ফেলে দেবো ?
@a.j6320
@a.j6320 Жыл бұрын
Osadharon
@bulbulmd.sharifuddin339
@bulbulmd.sharifuddin339 Жыл бұрын
অনেক ধন্যবাদ দাদা
@kartickkar3383
@kartickkar3383 Жыл бұрын
দাদা অনেক ধন্যবাদ🙏
@sharmisthasarkar4728
@sharmisthasarkar4728 5 ай бұрын
খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আমার ড্রাগন গাছ এক বছর হয়ে গেলো ফুল ফলের দেখা নেই কি করলে ফুল ফল পাবো একটু গাইড করলে উপকৃত হব 🙏
@brindabandas3678
@brindabandas3678 10 ай бұрын
আপনার বোঝানোয় মুগ্ধ হয়ে, সাবস্ক্রাইব করলাম ভাই। আমি পরীক্ষা মূলক ভাবে কয়েকটি গাছ করেছি। একবছরেই এখন কয়েকটি ফল ধরেছে। আগ্রহী হয়েছি। মাটিতে ৩০ ৪০ টা করার ইচ্ছা। জমি আছে। প্রয়োজনে সাহায্য পেতে চাই। এখন যে ফলগুলো হল, বা রয়েছে এগুলো কি অসময়ে? নমস্কার নেবেন।
@diphalder4367
@diphalder4367 8 ай бұрын
অনেক ধন্যবাদ দাদা 💞
@user2k257
@user2k257 Жыл бұрын
কেটে ফেলা ডালগোলো কি করবেন আপনার ভিডিও আমার অনেক উপকারে লেগেছে... ধন্যবাদ.......
@artandlife352
@artandlife352 9 ай бұрын
Kub kub dhonobad dada
@sujataacharya8261
@sujataacharya8261 Жыл бұрын
Excellent work 🌹🌹
@swapanpal9801
@swapanpal9801 Жыл бұрын
অপূর্ব
How I grow dragon fruit using tires, no need for a garden but too many fruits
11:38
Terrace garden ideas
Рет қаралды 2,4 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 51 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН