আলী (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শীঘ্রই মানুষের উপর এমন এক যুগ আসবে, যখন শুধু নাম ব্যাতীত ইসলামের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেদিন কুরআনের অক্ষরই শুধু অবশিষ্ট থাকবে। তাদের মাসজিদ্ গুলোতো বাহ্যিক ভাবে আবাদ হতে থাকবে, কিন্তু হিদায়াত শুন্য থাকবে। তাদের ‘আলিমগন হবে আকাশের নিচে সর্বাপেক্ষা নিকৃষ্ট লোক, তাদের নিকট থেকেই (দ্বীনের) ফিতনাহ-ফাসাদ সৃষ্টি হবে। অতঃপর এ ফিতনাহ তাদের দিকেই ফিরে আসবে। শু‘আবুল ঈমান ১৯০৮, মিশকাতুল মাসাবিহ ২৭৬
@10shahad16 Жыл бұрын
😅😅😅
@nasirahmed9333 Жыл бұрын
মাশা-আল্লাহ। জাজাকাল্লাহ খাইরান।
@muradahtnd620011 ай бұрын
এ হাদীস বর্তমান জাহেলে হাদীসের সাথে মিলে যায়।
@jahidulislam747410 ай бұрын
কিল্লাও কেন!@@10shahad16
@vivosteady226710 ай бұрын
১০০% রাইট এই হাদিস দারা এই কানার মতো আলেম দের মিল আছে,,,,,,,, সাদাকাল্লাহুল আজিম নতুন কোনো হাদিস নয় এই ফেতনার যুগে আহলে হাদিস গ্রুপের পুরু আলেমদের সাতে দাজ্জালের কিচু ফেতনার মিল আছে