Рет қаралды 5,154
একশ বছর ধরে অজস্র এককের সৃষ্টির আনন্দ, ধ্বংসের উল্লাস, প্রেমের মাধুর্য, আর্তের সমানুভূতি, বিদ্রোহের ঝংকার এবং সব কিছুর ওপরে মানবতার, ভালোবাসার জয়গান, এই সবেরই মিলিত সিম্ফনি, একশ বছর বাঙালি একক ভাবে, সমবেত ভাবে নিজেকেই খুঁজে পেয়েছে এই যুগান্তকারী সৃষ্টিতে । বাইশ বছর বয়সে যা লিখেছিলেন সেই কবিতাই (১৯২২ সালে প্রথম প্রকাশ), তাঁর বাকি জীবনের সৃষ্টির, যাপনের রূপরেখা তৈরী করে দেয়। তাই 'বিদ্রোহী' এবং সেই সুরের কিছু কবিতার কোলাজ নিয়ে 'কথা ও কবিতা, শিলিগুড়ি' র সমবেত প্রয়াস 'বিদ্রোহীর সিম্ফনি'। সিম্ফনি কেনো? আমাদের মনে হয়েছে - নজরুল শুধু কবি নন, এক শ্রেষ্ঠ গীতিকার, তাঁর কবিতাতেও এমন এক গীতধর্মিতা আছে, যা মনে রাখলে আবৃত্তি হয়ে উঠতে পারে গীতধ্বনিত, কোনো যন্ত্রনুসঙ্গ ছাড়াই। সম্মিলিত এবং একক আবৃত্তিতে আমরা চেষ্টা করেছি একটা সিম্ফনির পরিমণ্ডল তৈরী করতে।
গত ০৯/০৩/২৪ তারিখে কলকাতার শিশির মঞ্চে শোভন সুন্দর বসুর প্রতিষ্ঠান 'শোভনসুন্দর একাডেমি অফ পারফর্মিং পোয়েট্রি'র আমন্ত্রণে 'বিদ্রোহীর সিম্ফনি' পরিবেশন করে 'কথা ও কবিতা, শিলিগুড়ি। অংশ নিয়েছিলেন অরুময় চক্রবর্তী, সঞ্চিতা ভট্টাচার্য, রীনা সাহা, হৈমন্তী মজুমদার এবং পার্থপ্রতিম পান।
রেকর্ডিং করেছেন অনন্যা বারিক।