kzbin.info/www/bejne/i6LUY2Bnqdtobrc kzbin.info/www/bejne/f16YZHxrhsmqq5I কোরফা নিয়ে এই দুইটি ভিডিও দেখতে পারেন।
@businesslife85952 ай бұрын
স্যার আপনার কাছে একটা বিষয় জানার ছিল । পার্টিশন মামলা বিষয়ক, দোতরফা সূত্রে প্রাথমিক ডিগ্রি হয়েছে। আলোচ্য বিষয় হচ্ছে তফসিলে বর্ণিত আছে ( দলিলে উল্লেখিত) এক্স এর পূর্ব পাশে বিশ্বরোড সংলগ্ন ৪ শতক। সাবেক দাগ দিন ৩ হাল দাগ ১৬ । এভাবে ।। এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে তফসিলে উল্লেখিত দখল এক্স এর পাশে দলিল মোতাবেক চার শতক অবস্থান দখলে ।। কিন্তু ম্যাপে আসতেছে হাল 16 দাগ আমার দখলীয় জমির পাশে।। এখন রায় যদি তফসিল অনুযায়ী দেওয়া হয় তাহলে আমার দখলীয় জমি এবং হালদাগ নাম্বার জমিটি এক হচ্ছে না।। এখন আমার দলিল মোতাবেক জমিটি বুঝে পাওয়ার উপায় কি?? এক কথায় ম্যাপে ভুল রয়েছে দখলীয় জমি অনুযায়ী ম্যাপ হয়নি এক্ষেত্রে আমার করনীয় কি।। রায় পেয়েছি আমাদের পক্ষে বাটোয়ারা পার্টিশন মামলার। বোঝার অসুবিধা হলে স্যার আপনার সাথে যোগাযোগের যে কোনো মাধ্যম দিয়েন। স্যার আমাকে উত্তরটি দিয়ে উপকৃত করবেন।।
@deskoflawyer2 ай бұрын
আপনারা খুব জটিল সমস্যা দেখতে পাচ্ছি আপনি এক কাজ করেন আপনি যে কমিশনার মহোদয় যাবেন তার কাছে সাবেক এবং হাল ম্যাপ করে নেন যদি হালদার না মেলে তাহলে কমিশন করে কোর্টে আবার কমিশন করবেন করে তারপরে আর যে সংশোধন করে তারপরে জমি কিনেছেন সেখানে রায় নিয়ে তারপরে ফাইনাল কমিশন করবেন
@businesslife85952 ай бұрын
@@deskoflawyer ধন্যবাদ স্যার আপনাকে। আমি তাহলে কোর্টের মাধ্যমে কমিশন করবো। অথবা কোর্টের মাধ্যমে ম্যাপটি সমাধান করব।
@businesslife85952 ай бұрын
@@deskoflawyer স্যার আপনার সাথে যোগাযোগের কোন মাধ্যম দিলে উপকৃত হতাম।
@pghs493 ай бұрын
ক্রয় ১৯৬০ এর ভিতরে যে মালিক তার মেয়ে এর অংশ ক্রয় করে,, তবে রেকর্ড হয় ছেলের নামে বেশি, মেয়ের নামে কম, তারা আবার ছেলের আংশ ক্রয় করে। আমার দাদা মেয়ের টা ক্রয়করে। আরএস দিয়ে ১ম দে: ৪৪/৭২ মামলায় রায় পাইছি, ২য় মামলা১৫/৯১ তারা মামলা করে ১ম টা বহাল রাখে,বিআরএস ফাইনাল ৮৮ তে, আপিল করে ৯১/৯২ মামলা রায় ১৯৯৫ শালে তাতে ১ম টা বহাল রাখে, তারপরও আমি নামজারি করতে পারছি না ক্ষমতার বলে কি করতে পারি। বিআরএস দাগ গাইনি। প্লিজ সহায়তা করেন