I was not personally familiar with Nabanita Debsen. But I am really familiar with her by her writings. Somehow I have some intense inspiration of life from her writings. This is really nice presentation I am listening from thousands mile away from Kolkata. Thank you!
@sharmilamajumdar97003 жыл бұрын
Osmbhob bhalo laglo.
@diptisarkar55442 жыл бұрын
দিদি আমার প্রণাম নেবেন। যাদবপুরে আমি পড়তাম ইংরেজি বিভাগে।আপনি ছিলেন তুলনামূলক সাহিত্য বিভাগের একজন সর্ব্বজনপ্রিয় শিক্ষিকা ।কতসময় বারান্দায় বা সিঁড়িতে আপনাকে নিষ্পলোক চোখে দেখেছি ।দেখেছি ইংরেজির অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে আলাপচারিতায়। আপনার ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করেছে ।আপনার লাল ফিয়াট এ আপনার মাকে দেখেছি মেয়েদের দেখেছি ।আপনার সম্বন্ধে কতজনের মুখে কতগল্প শুনে আপনার প্রতি শ্রদ্ধা ভাল বাসা তৈরী হয়েছিল। তারপর আমি কলকাতা ছেড়ে চলে যাই বারাকপুর সেখানেই এক স্কুলের কাজে জীবন কেটেগেছে। সংসার আ র বাচ্চাদের নিয়েই। কিন্তু মনে মনে গর্ব ছিল আপনাদের দেখেই বড় হওয়ার। আজও এই অনুষ্ঠান আমাকে একই ভাবে গর্বিত করে আপনি আমার আদর্শ ছিলেন আছেন থাকবেন আমি যতদিন থাকব ।আমার আভূমি প্রণতি আপনার উদ্দেশ্যে ।