’বিস্তীর্ণ দু'পারের অসংখ্য মানুষের’-মাসুম আজিজ এর কন্ঠে ড.ভূপেন হাজারিকা’র গান #MASUM AZIZ OFFICIAL BISTIRNO DUPARER OSHONKHO MANUSHER..... A SONG OF D.VUPEN HAZARICA SANGED BY MASUM AZIZ.
Пікірлер: 1 000
@palashdafadar26202 жыл бұрын
আমি ভারতের গুজরাট থেকে আপনার গান মাঝে মধ্যে শুনি আর চিন্তা করি যে আপনার মতো এক বিশ্ব সম্পদের সঠিক সূযোগ না পাওয়ায় বিশ্ববাসী এক বড় বঞ্চনার শিকার হলেন।
@masumazizofficial48442 жыл бұрын
♥️♥️♥️
@ramkrishnabhattacharya63922 жыл бұрын
💞💖💕💞💕💕💕From Bengal 🇮🇳
@shamimdp47772 жыл бұрын
সঠিক সুযোগ পায়নি বললে ভুল হবে। সে গানের জগতের চেয়ে অভিনয়ে বেশি মনোযোগী। সে সুপ্রতিষ্ঠিত একজন শিল্পী। সে সুযোগ না পেলে বলতে হবে সুযোগ করে নিতে পারেনি।
@sajibbairagi3412 жыл бұрын
উনি মারা গেছেন ১৮.১০.২২ তারিখ। উনার জন্য প্রার্থনা করবেন।
@prasundas39782 жыл бұрын
উনি বহুগুণে গুণান্বিত মহান ব্যক্তিত্বের অধিকারি ছিল। পরপারে তাঁর আত্মার শান্তি কামনা করি।
@tanbirahemed95822 жыл бұрын
আমি ভূপেন হাজারিকা মহাশয়ের অন্ধ ভক্ত, ভূপেন বাবুর অসংখ্য গান বিভিন্ন শিল্পীর কন্ঠে শুনেছি কিন্তু আপনার কন্ঠ এজাবৎ কালে সবাইকে ছাপিয়ে গেছে ।
@suryagiri72737 ай бұрын
😊😊😊
@suryagiri72737 ай бұрын
😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊l
@nioncreative37722 жыл бұрын
ভূপেন হাজারিকার গান গাইতে অনেক সঙ্গীত শিল্পী ভয় পায় । আপনি এত সাবলীলতার সঙ্গে ভূপেন হাজারিকার গান গান, সত্যিই অপূর্ব ।
@masumazizofficial48442 жыл бұрын
♥️♥️♥️♥️
@MdIsmail-ip3th4 ай бұрын
ভুপেন হাজারিকা একজন মহাশিল্পী!
@morshedalam90342 жыл бұрын
উনি ভালো নাটক করেন এতদিন তাই দেখে এসেছি এবং জেনেছি আজ উনার কণ্ঠ শুনে শিহরিত হয়ে গেলাম এত সুন্দর একটা কণ্ঠ থেকে আমরা এতদিন বঞ্চিত ছিলাম.. আপনার প্রতি সন্মান টা আরো বেড়ে গেল
@masumazizofficial48442 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@sampapal33425 ай бұрын
আপনাকে অনেক প্রণাম জানাই@@masumazizofficial4844
@arupchoudhury23217 ай бұрын
আমি ভারত বাংলার সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার আগরতলায় থাকি, ভূপেন হাজারিকার লাইভ প্রোগ্রাম দেখার সুযোগ আমার হয়েছে, অন্য শিল্পীর কন্ঠেও ভূপেন হাজারিকার গান শুনেছি, কিন্তু আপনার কন্ঠে ভূপেন হাজারিকার গান শুনে অবাক হয়ে যাই। ভেবে পাই না এতটা অনুকরণ করা কিভাবে সম্ভব !!! চোখ বন্ধ করে যখন শুনি তখন মনে হয় ভূপেন হাজারিকা নিজেই গাইছেন। আপনি কন্ঠ অসাধারণ, অতুলনীয় । আপনি যেখানেই আছেন ভালো থাকবেন দাদা 🙏
@abualaalfasani75626 ай бұрын
উনি আর দুনিয়াতে নাই। লিজেন্ড 🙏🙏
@pijushkantiroy7525 ай бұрын
এনি বাংলাদেশের একজন বড় মাপের অভিনতা।He is a versatile genius. Thank you very much for speaking highly of our people.God bless you.I am spell bound to having listen to his voice.Bhupen Hazarika is someone unique to me-- to us all.Now I am 47 of age.I have been listening to Bhupen' s songs since I was 16.My profound respect and reverend to the depareted spul of my favourite singer,Bhupenji.
@tikendrabaidya88652 ай бұрын
আমিও আগরতলা থাকি। প্রায় প্রতি দিনই গানটি শুনি।
@tikendrabaidya88652 ай бұрын
কিযে দরদ দিয়ে গেয়েছেন দাদা 🙏
@mml41a Жыл бұрын
এতো সুন্দর করে গান গাইতে পারেন আপনি.........আপনি তো একজন জাত শিল্পী এ পরিচয় হয়ে গেছে। ❤️❤️❤️
@uttambanik39463 жыл бұрын
আমি ভারতে থাকি, আপনার গান শুনি এবং নাটক দেখি, ভূপেন হাজারিকার গান আপনার কন্ঠে শুনতে খুবই ভালো লাগে, ভালো থাকবেন।
@masumazizofficial48443 жыл бұрын
ধন্যবাদ দাদা।
@narayanbiswas9222 жыл бұрын
Maxum Aziz is great as Bhupen Hazarika. Great........
@patharprathimabjp51932 жыл бұрын
@@masumazizofficial4844 tomar program kortychai jogajog korbo ki kore
@resunward65992 жыл бұрын
dhonnbad apnake
@mahiuddink.m.5392 жыл бұрын
You may knew, he died recently.
@prodipdey2 жыл бұрын
কত দেখা কত কথা কত স্মৃতি আহারে জীবন শেষ দেখাটা হলো না। আপনার আত্মার শান্তি হোক। মাসুম আজিজ ভাই । ওপারে শান্তিতে থাকুন। অনেক শ্রদ্ধা আর ভালোবাসা মাসুম আজিজ ভাই।
@biplabbiswas51802 жыл бұрын
আমি এসি বাসে দীঘা থেকে ফিরতে ফিরতে গানটা শুনছিলাম, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ধন্যবাদ স্যার। আপনার সাকিন সারিসুরী নাটকটি আমার ভীষন প্রিয়। ভালো থাকবেন।
@zillurrahmanshaheen15725 ай бұрын
তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই। আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন।
@himadrishekarbhattacharya11602 жыл бұрын
গুণী জনকে দেশের গণ্ডীতে বাঁধা যায় না। আপনি বিশ্বের মহার্ঘ্য সম্পদ। আপনাকে আমার স্বশ্রদ্ধ প্রণাম।
@ashokdas70415 ай бұрын
খুব সত্য কথা বলে বলেছেন, আপনি।
@proudsm7352 жыл бұрын
আমি ভারত থেকে লিখছি। ভুপেন হাজারিকা বাবুর live অনুষ্ঠান দেখেছি আপনার এই গান চোখ বুজে শুনলে মনেহচ্ছে যেন ভুপেন বাবু গাইছেন। শুনতে দারুন লাগছে। আপনার দীর্ঘায়ু কামনা করছি।
@prasundas39782 жыл бұрын
সহমত।
@ahsanulkabir44052 жыл бұрын
উনি পরপারে চলে গেছেন।
@cynomatekennel65292 жыл бұрын
ড. ভূপেন হাজারিকার গান আপনার থেকে ভালো আর কাউকে গাইতে শুনিনি ❤️ ভালো থাকবেন, প্রণাম নেবেন 🙏
আপনার গ্রামের পাশের গ্রাম থেকে বলছি, স্যার। আপনার উপরে আমার ভীষণ রাগ! ভীষণ রাগ! এত ভাল গলা নিয়ে আপনি সারাজীবন কাটিয়ে গেলেন গান না করে??? অথচ আপনি জননন্দিত শিল্পী হতে পারতেন। আপনি যদি অফিসিয়ালি গান করতে চান, আমি সব ব্যবস্থা করব স্যার।
@masumazizofficial48442 жыл бұрын
নাটকটাই যে জীবন।
@faridahmed8128 ай бұрын
কী সুন্দর প্রতিভা এভাবেই চলে যাচ্ছে...
@mdmukhlesurrahmanakand26302 жыл бұрын
অভিনেতা মাসুম আজিজ তার গানের মাধ্যমে বুঝিয়ে দিলেন গান যদি হৃদয়ের গভীরে অনুরণিত হয় তাহলে যেকোনো বয়সে বিশুদ্ধ ভাবে এর চর্চা করা যায়, নিজের জন্য এবং মানুষের জন্য...
কলকাতায় থেকে আপনার গান শুনতে শুনতে ভাবছি প্রয়াত ড: ভুপেন হাজারিকা থাকলে তিনিও বোধ হয় আপনার গলায় তার গান শুনে নির্বাক হয়ে যেতেন। আর আপনার অভিনয় তো লা-জবাব। ভালো থাকুন।
@zillurrahman80968 ай бұрын
তিনি নির্বাক হয়েছিলেন সত্যি। এবং উনি নিজে মাসুম আজিজের গান ক্যাসেট প্লেয়ারে রেকর্ড করে রেখেছিলেন। উনার সাক্ষাতকারে শুনেছি।
@KamrulIslam-of5yx9 ай бұрын
ভূপেন হাজারিকার গান এতো নিখুঁত ভাবে আর কারো কন্ঠে শুনিনি।
@musiclife17772 жыл бұрын
আমি ভারতের আসাম থেকে বলছি l আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নাই l আপনিও সংগীত জগতের এক বরো সম্পদ l আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন l
@ashiskumarchakraborty7198 ай бұрын
সত্যিই অসাধারন.... কাউকে না জানিয়ে এই গানটা শুনালে ..... সবাই ভূপেন হাজারিকার গান ই বলবে ... সেলাম জানালাম......
@biplabroynandi48422 жыл бұрын
মাসুম আজীজ সাহেবের আমি একজন ছাএ মাএ । সুদু শুনে যাই ও ভাবি এমন একজন মানুষ কত বরো মাপের ।নিজেও জানেন না । সত্যি কি সৃষ্টি উপরে যে আছেন তার ধন্যবাদ জানিয়ে আসছি। স্যার ভাল থাকবেন।
@masumazizofficial48442 жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ♥️♥️♥️♥️
@suvajitdasjoy84632 жыл бұрын
জানি আপনি সাড়া দিবেন না আর,কিন্তু হয়তো দেখবেন উপর থেকে,ভূপেন হাজারিকার পর এই গান টা এত দরদ দিয়ে ভিতরের সবটুকু অনুভূতি নিংড়ে দিয়ে এত সুন্দর ভাবে আর কেউ গাইতে পারেনি,গায়ে কাঁটা দিয়ে উঠল। ভাল থাকুন ওপারে,শান্তি তে থাকুন প্রিয় অভিনেতা প্রিয় শিল্পী। 🖤
@salmaumme25693 ай бұрын
❤
@tapanchanda6558 Жыл бұрын
ভুপেন হাজারিকার কণ্ঠস্বরের সঙ্গে আপনার কণ্ঠস্বরের খুবই মিল। তিনি চলে গেছেন ২০১১ সালে। তাঁর গান আপনার গলায় শুনে কিছুটা স্বান্তনা পেতাম। আপনিও চলে গেলেন ২০২২ শে। বাংলার সংস্কৃতি প্রিয় মানুষের কাছে আপনি আপনার গান এবং নাট্য জগতে আপনার অবদানের জন্য অমর হয়ে থাকবেন।
@mdriazulislam68267 ай бұрын
ইশ কি অস্থির কণ্ঠ সুর গানের কি কথা কি মায়া মাখা মুখের ভাব ভঙ্গি শরীরের লুম দাড়িয়ে যায় ওনি এতো অস্থির সুন্দর গান গায় আগে জানা ছিলোনা মনে হয় মিস করে ফেলছি আগে কেনো ওনার গান পাইনি শ্রদ্ধা ওনার প্রতি আল্লাহ ওনার ভুল ক্ষমা করে জান্নাত দান করুক
@abdurrahim-ld4op Жыл бұрын
গানটা এত সুন্দর দরুদ দিয়ে গাওয়া হয়েছে, সত্যই দেহে শক্তি সঞ্চারিত হয়। অসাধারণ
@zahidulislamislam152 жыл бұрын
আমার প্রিয় শিল্পী ভুপেন হাজারিকার গান গুলো শুনতে আপনার কন্ঠে খুবই ভালো লাগে
@rainbowcolor8402 жыл бұрын
স্যালুট স্যার, আহা কি দরদ। মনটা খারাপ ছিল কদিন থেকে। আপনার কন্ঠে কালজয়ী গানটি শুনে মন ভালো হয়ে গেল।
@sukhendas5312 жыл бұрын
ভারত থেকে বলছি, আপনার গলায় ডা.ভূপেন হাজারিকার গান শুনতে খুব ভালো লাগে। গলায় এত দরদ, খুব কম গায়কের গলায় দেখেছি। আপনাকে স্যালুট স্যার। আমার একটা আবদার আছে। আপনি আরো ডা.ভূপেন হাজারিকার গান গেয়ে আপলোড করুন। আমরা আরো সমৃদ্ধ হই।💓💓🙏🙏
@SunitaSharma-jb5se5 ай бұрын
মাসুম আজিজের প্রতি শতসহস্র শ্রদ্ধা বেড়ে গেল। এত প্রতিভা উঁনার ! আমি তাঁর আজীবন সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করি।
@leohaq3605 ай бұрын
আপনি হয়তো জানেন না, এই গুনী মানুষটি ২০২২ সালে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন..
@leohaq3605 ай бұрын
উনি ২০২২ সালে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন😣 আপনি হয়তো জানেন না..
@sukantagoswami60942 жыл бұрын
অসাধারণ! চোখ বুজে শুনলে মনে হচ্ছে ভূপেন হাজারিকার কণ্ঠে গানটা শুনছি।🙏🙏🙏
@masumazizofficial48442 жыл бұрын
ধন্যবাদ। ♥️♥️♥️
@AbhijitDas-bg5np2 жыл бұрын
অসাধারণ স্যার অসাধারণ! 🙏🙏🙏 ভূপেন হাজারিকা - র পর আবার সেই দরদ ফিরে পেলাম l ধন্যবাদ আপনাকে l সুস্থ থাকুন, ভালো থাকুন l
@masumazizofficial48442 жыл бұрын
,🙏🙏🙏🙏
@sheikhabdulkaium78862 жыл бұрын
তিনি আজ মারা গেছেন
@basudebmondal54252 жыл бұрын
এই গানটি বিশ্বের অগণিত বঞ্চিত মানুষদের সংগ্রামের অন্যতম হাতিয়ার। আপনাকে প্রণাম 🙏
@rajibsk60392 жыл бұрын
আমি পূর্ব বর্ধমান থেকে, ভূপেন হাজারিকার গান মাসুম আজিজ এর কন্ঠে শুনতে খুবই ভালো লাগে। উনার অভিনীত নাটক দেখতেও খুব ভালো লাগে।
@masumazizofficial48442 жыл бұрын
🙏🙏🙏🙏
@shyamaprosadadhikari86312 жыл бұрын
তিনি অসাম্প্রদায়িক বাঙ্গালীর মধ্যেই চির দিন বেঁচে থাকবেন। তার আত্মার চির শান্তি লাভ হোক এই কামনা রইল।
হৃদয় আমার ভরে গেল। এই ভূপেন হাজারিকা কন্ঠ ছাড়া এবং আপনার কন্ঠ ছাড়া আর কারো কন্ঠে আমার ভালো লাগেনি। আপনি ভালো থাকুন। ভগবানের কাছে এই প্রার্থনা করি। পশ্চিম বঙ্গ, জেলা দক্ষিণ দিনাজপুর,শহর বালুরঘাট।
@NishanKhan862 жыл бұрын
গান শুনছি, শিহরিত হচ্ছি আর চিন্তা করছি একটা মানুষ কতটা দরদ দিয়ে গান গাইলে এরকম অনুভূত হয়!
@ujjwalkumarutthasani96978 ай бұрын
মন ভরে গেল!ভাল থাকুন, মানুষ কে এভাবেই আরও আনন্দ দিতে থাকুন।
@anwarulkarim34542 жыл бұрын
কি দরাজ গলা। উনার কন্ঠে ভূপেন হাজারিকাকে যেন ফিরে পাই। আগে উনার অভিনয়ের ভক্ত ছিলাম। কতটা দরদ দিয়ে গাইলে হৃদয়কে এমন ষ্পর্শ করে। বেঁচে থাকুন আরও অনেক দিন।
আপনার কন্ঠে গান শুনে য়া আমার অনুভূতি হয়।য়েমানুষে মানুষে ভেদ নেই।নেই জাত পাত নাআছে ধর্মের বিভেদ আপনাকে প্রনাম জানাই
@sreechoranchowdhury150210 ай бұрын
a o or b ak 9 kintoo goof
@gokulmaity57832 жыл бұрын
অসাধারন ,অভিভূত। যতবার শুনি ততবার শুনতে ইচ্ছে করে । ভূপেন হাজরীকার কণ্ঠে এখনও পর্যন্ত এমন ভাবে কাউকে পাইনি । নাট্য জীবনের বাইরে ও সারা বাংলার কাছে আলাদা ভাবে আপনার পরিচিতি ঘটেছে, এবং ব্যপক ভাবে ।এপার বাংলা থেকে অসংখ্য প্রণাম ও সুস্থতা কামনা করি । আপনার নাট্য জীবনের চরম সংগ্রামের কথা গুলি শুনে অভিভূত.......
@parthamukherjee6292 жыл бұрын
Super duper, খুব দরদ মাখানো গলা, আমি আপনার ভক্ত হয়ে গেলাম
@ebcapresentation2 жыл бұрын
আমি দিলিপ গারো, আমি গর্বিত যে আমার বড় ভাই মাসুম আজিজ। আপনার তুলনা আপনি নিজেই এক প্রতিষ্ঠান
@masumazizofficial48442 жыл бұрын
🙏🙏🙏
@asimachakrabarty59122 жыл бұрын
আপনি কি তুরাতে থাকেন ?
@pranabpatra42768 ай бұрын
খুব দরদ দিয়ে গেয়েছেন গানটি, মন ভরে গেলো
@anjanachakrabarti91532 жыл бұрын
শুনেই বোঝা যায় কত দরদ দিয়ে গেয়েছেন! গলায় ধার ও ভার দুটোই আছে সঙ্গে আন্তরিকতা! Salute Sir! শিল্পীকে কোন দেশের গণ্ডিতে যেমন আটকে রাখা যায় না, তেমন politics কেও! Politics এর চেহারা সর্বত্র একই!
@Nusrat-6-2-222 ай бұрын
একজন দক্ষ অভিনেতা দক্ষ শিল্পী মন ছুয়ে যায় ওনার অভিনয় ওনার সঙ্গীত ❤
@uzzalbhai2995 ай бұрын
ভুপেন হাজারিকার গান শুনলে আমার নেশা হয়ে যায় ❤️❤️❤️
@Sankalpa-rv9iv2 жыл бұрын
গুরু আপনার কন্ঠে অনেক বেশি শান্তি পেলাম , অফুরান ভালবাসা ও শুভকামনা অবিরাম।
@AnirudhyaMazumdar2 жыл бұрын
সত্যি অদ্ভুত সুন্দর আপনার গলার আওয়াজ...
@AhmedHossain-r8e17 күн бұрын
উনি একজন বড়মাপের অভিনেতা ভূপেন হাজারিকার গান উনার কন্ঠে অসাধারন এবং সাবলীল হয়।
@জয়শ্রীকৃষ্ণ-ন৯চ2 жыл бұрын
🙏ভালো মানুষের ভালো গুনগুলি প্রকাশিত হতে বাধ্য। উনি এক পবিত্র মনের মানুষ। ওনার গান আমাকে তৃপ্ত করেছে। ধন্যবাদ দিলে কম হবে। আমার অন্তরের প্রনাম। 🙏
@masumazizofficial48442 жыл бұрын
❤️❤️ভালোবাসা দাদা।
@dr.sanathaldar98682 жыл бұрын
'মঘা সর্দার' এর ভূমিকায় আপনাকে প্রথম দেখি , আপনার গান শুনেও আজ মুগ্ধ হলাম। ভারতবর্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
@masumazizofficial48442 жыл бұрын
♥️♥️🙏🙏🙏
@tapasmandal5822 жыл бұрын
Amio moga chacha hisabe sir k dekhi sakin sarisuri te. Sotti pagol hoye gelam. Westbengal
সাকিন সারিসুরিতে আপনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম, আর এবার আপনার গান শুনে বিষ্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছি। শুধু উচ্চারিত গান নয় আপনার যাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ আপনার পারফর্মেন্সকে এক অসাধারণ মাত্রায় পৌঁছে দিয়েছে। গানের প্রতিটি কথা, না, ভুপেন হাজারিকাও এত মুর্ত করতে পারেননি।
@masumazizofficial48442 жыл бұрын
🙏🙏🙏🙏
@ganeshadhikary24282 жыл бұрын
খুব সুন্দর লেগেছে এই গানের ভিতরে এমন কিছু আছো যা মানুষ কে বদলে দিতে পারে যদি মানুষ ভালো দিক নেয় ধন্যবাদ আপনাকে শুভ সন্ধ্যা
অসাধারণ মাসুম আজিজ মহাশয়, কি দরদ.... কি দরদ... কত সাধারণ আয়োজন, কিন্তু হৃদয়ের গহীনে নিঃশব্দে নিরবে অবাহনের এক বহমান প্রক্রিয়া- আপনি গায়াকীতেই সেরা-ভালবাসা অবিরাম।
@sudipdas40202 жыл бұрын
আমার শুধু একটি কথা মনে হচ্ছে, অসাধারণ👏✊👍
@nityagopalmajumder86842 жыл бұрын
ভূপেন হাজৰিকা আজও বেঁচে আছেন আপনার কণ্ঠর ভেতর /
@RamprasadBiswas-e5g9 ай бұрын
Asadharon.... Mugdha holam ❤
@AbdulAziz-yk2yk2 жыл бұрын
আমার প্রাণপ্রিয় অভিনেতা এতো সুন্দর ভাবে গান গাইতে পারে তা, আমার জানা ছিলো না, অনেক অনেক শুভেচ্ছা, তার প্রতি আমার ভালবাসা আরো অনেক বেড়ে গেছে
@Magpie120443 жыл бұрын
গর্ব করে বলি,আমাদের একজন মাসুম আজিজ আছেন। প্রিয় মানুষ ভালো থাকুন সবসময়। ❤️❤️
@masumazizofficial48443 жыл бұрын
ধন্যবাদ আপনাকে।
@joydevkalita92852 жыл бұрын
Bhalo thakon Aajij bhai.
@sayedparvez45322 жыл бұрын
শক্তিমান অভিনেতা আমাদের❤️❤️❤️❤️
@pankajsarkar94642 жыл бұрын
গান শুনে কথা বলার সাহস হারিয়ে ফেললাম শুধু বলবো দারুন দারুন ❤️❤️
@mdimteazahmed7005Күн бұрын
এমন মানুষ কি আর জন্মাবে বাংলাদেশে!! 😢 হারিয়ে যাওয়া সোনার মানুষ।
@somnathbakshi2 жыл бұрын
স্যালুট স্যার, আহা কি দরদ সত্যি প্রাণ খুলে গাইলেন স্যার, গানটি শুনলেই চোখ ভিজে আসে আর বুকে এক ধরনের বদ্ধ দম অনুভব করি, আপনার গাওয়াতেও সমান আবহ পেয়েছি।
@bappabaidya87132 жыл бұрын
স্যালুট জানাই আপনার
@recitationmehedi23408 ай бұрын
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি শুধু বলতে চায় অসাধারন গুরু
@kalidasmondal49612 жыл бұрын
ভূপেন হাজারিকা মহাশয়ের চেয়ে আপনাকে এগিয়ে রাখলাম
@DrighangchooPandit9 ай бұрын
Brilliant !
@arunsarkar62202 жыл бұрын
অসাধারণ অভিনয়ের পাশাপাশি আপনার গানের প্রতিভা দেখে আমি মুগ্ধ,,,,, ভগবানের কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি,,,,, 🇮🇳 পশ্চিম বঙ্গ থেকে।
@shahmonijiko40652 жыл бұрын
উনি আমাদের ছেড়ে সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন
@kktvbykrishnakantamalik56522 жыл бұрын
অসাধারণ মাসুম আজীজ বাবু।যেমন মঞ্চের মানুষ, নাটক, টেলিভিশন, সিনেমা পারদর্শী। তেমনি ছোট বেলার দুষ্টমি,ডাঃ না পড়ার বায়না।আবার মধুর কন্ঠের জাদুতে ভুপেন হাজারিকাকে ধরে রেখেছেন। ওনার দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে।
@masumazizofficial48442 жыл бұрын
আপনি আমার সব খবরই রাখেন। কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। ভালো থাকবেন দাদা। অনেক অনেক ভালোবাসা।
@marjukrusselhera81432 жыл бұрын
সত্যি প্রাণ খুলে গাইলেন স্যার, গানটি শুনলেই চোখ ভিজে আসে আর বুকে এক ধরনের বদ্ধ দম অনুভব করি, আপনার গাওয়াতেও সমান আবহ পেয়েছি।
@masumazizofficial48442 жыл бұрын
ধন্যবাদ আপনাকে।
@susmitroy51422 жыл бұрын
আপনিও একজন অত্যন্ত প্রতিভাবান গীতিকার স্যার। আপনাদের দুজনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।🙏🙏
@MrSnow-sm9hn4 ай бұрын
বড় অবাক লাগছে আপনার গলায় এই প্রথম শুনে । সত্যি আমার হৃদয় ❤️ ছুঁয়ে গেল । হয়তো আমরা মানুষ বলেই এরকম হয় ।
@shyamalchandradas86612 жыл бұрын
আমি ভারতে থাকি। আপনার দরদী কণ্ঠে যে আবেগ তৈরি হয় এটা অসাধারণ।অনেক শুভেচ্ছা রইল।
@dilipchakrabarti87972 жыл бұрын
অপূর্ব। আপনার গান এই প্রথমবার শোনার সৌভাগ্য হল।
@knightgamerz59852 жыл бұрын
আপনি দুই বাংলাকে দুই চোখে মিলিয়ে অন্তরের অন্তঃস্থলে এনে ফেললেন। প্রনাম আপনাকে।
@Bhuyanbbs2 жыл бұрын
আহা আপনার মধ্যেই কেন জানি আমাদের সুধাকণ্ঠ ভুপেন হাজারিকা কে খুঁজে পাই
@abidanam14402 жыл бұрын
যারা হৃদয়ের কথা গানের মাঝে প্রকাশ তারা অন্য হৃদয় জয় করে নিতে পারে তাই না এই বয়সে এসে এত একটা কঠিন গান খুব ভালো গেয়েছেন অনেক ধন্যবাদ আপনার জন্যে
@milansasmal7619 ай бұрын
উফ্ দাদা কোনো কথা হবেনা, এতো সুন্দর পরিবেশন, ভাবতেই পারছিনা, আপনার সব অভিনয় দেখি, আমি কলকাতা থেকে
@muhammadhannan62969 ай бұрын
অনেক গুনি একজন শিল্পী,আমার মনে হয় আমরা উনার সঠিক মূল্যায়ন করতে পারি নি। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
@DipankarBachar-s9y4 ай бұрын
আমি ভারত এর পশ্চিমবঙ্গ থেকে বলছি, আপনার কন্ঠে গানটা চোখ বন্ধ করে বহুবার শুনেছি, মুগ্ধ হয়ে যাই। আপনার মতো শিল্পী যুগ যুগ বেঁচে থাকবে আমার বুকে।
@rrm67202 жыл бұрын
আপনার কন্ঠে এমন জাদু আছে আগে জানতাম না।ভালোবাসা নিবেন।
@jayantasingharoy16722 жыл бұрын
অপূর্ব। ভালোবাসা ও regards.
@____-ww5me2 жыл бұрын
অসাধারণ গেয়েছেন শিল্পী। 'গঙ্গা আমার মা, পদ্মা আমার মা' অনুরোধ করলাম।
@bidyutpaul6112 жыл бұрын
অসাধারণ এই গানটা শুনলে সমাজের অবহেলিত মানুষের কথা মনে পরে
"ঘড়ের কাছে আরশী নগর সেথায় আমার পড়সী বসত করে"---কতো কাছে বাস করেন কিন্তু বিদেশ। খুবই ভালো আপনার গান।
@akashhossain47212 жыл бұрын
আমাদের একবিংশ শতকের ভূপেন হাজারিকা স্রষ্টার ডাকে সারা দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে ১৭/১০/২০২২ তারিখে পরপারে চলে গিয়েছেন। 😥😥 প্রিয় অভিনেতা প্রিয় শিল্পী আত্মার শান্তি কামনা করি ❤️❤️
@apurbasaha118Ай бұрын
আমি কোলকাতা থেকেআপনার গান নাটক দেখি।অসাধারন প্রতিভা আপনার। ভূপেন হাজারিকার গান আপনার কন্ঠে দারুণ। আপনি নাটকে যে অভিনয় করেন সত্যিই অসাধারণ।
@anitamandal78832 жыл бұрын
অসাধারণ গেয়েছেন আপনি,অনেক অনেক শুভকামনা রইলো
@amarsunderban2 жыл бұрын
স্যার আমি হৃদয় দিয়ে শুনেছি আপনার গান।
@animeshdas57522 жыл бұрын
আমি কোলকাতায় থেকে আপনার গান শুনে আর অভিনয় দেখে আমার খুবই খুব ভালো লেগেছে, এর সাথে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ ও ভালো থাকুন, আর আমাদের কে গান শুনান,আপনি সত্যি ই বিশ্ব মানের শিল্পী, কিন্তু দুঃখের কথা হলো, সেই যোগ্য সম্মান পাচ্ছেন কি, পাওয়া অবশ্যই উচিৎ।
@ornobboruanitu1972 жыл бұрын
ভূপেন হাজারিকা না থাকলেও শ্রদ্ধেয় আজিজ ভাই তো আছে, অনেক গুলো নাটক দেখছি আপনার,, এত সুন্দর গান করতে পারেন তো জানি না তো এক কথায় অসাধারণ হয়েছে
@shadhanbasu28622 жыл бұрын
অনেক দিন পর আপনার গান শুনে মনটা স্থির হয়ে গেল অসাধারণ নমস্কার আর শ্রদ্ধা রইল আপনার প্রতি
@bholanathghosh11042 жыл бұрын
অসামান্য প্রতিভা।আমদের ন্যায় 🇮🇳সাধ্রানের আপনার প্রশংসা করার ঔদ্ধত্য নাকারাই উপযুক্ত সন্মান করা বলে এই ক্ষুদ্র বিবেচনায় মোনে করি।আমি এখানকার সিরিয়াল নাদেখে আপনাদের সিরিয়াল একমাত্র সুযোগ পেলেই ইউটিউব এ অনেক সময় অনেক রাত্রি প্রযন্ত দেখি।আপনাদের সমগ্র টিম ওয়ার্ক খুব ভালো।আপনার অভিনয়ও কেনো, সকলের অভিনয়ই ভালো। আর আ খ মল হাসানের খুব প্রিয়।তবে আপনার এই সঙ্গীত প্রতিভায় মুগ্ধ করেছে।আমার পিতা এবং মাতার কূল ও ফরিদ পুর। এখনও পিতার ভাইদের অনেকেই আছে।আমার ধন্যবাদ গ্রহণ করুন অন্যদেরও 🦚🎸জানাবেন।🌹🌼🌻🌸🌹🦋🙏🏻
@shyamaprosadmaji61888 ай бұрын
অসাধারণ গান অসাধারণ মন ছুঁয়ে গেলো, ভূপেন হাজারিকা অসাধারণ আগমন এই দেশে,
@mostakimnurunnabi63652 жыл бұрын
বেঁচে থাকার জন্য একটি সুন্দর কাজ-ই যথেষ্ট। আরো গাইলে ভালো লাগবে। দীর্ঘজীবী হোন, দোয়া রইলো।