No video

ব্রণ দূর করার জন্য কার্যকরী ফেসওয়াশ || Best Japanese Face Wash For Acne, Pimple || Elma Nur

  Рет қаралды 52,242

Elma Nur

Elma Nur

Күн бұрын

📌 Face wash From 👉 / jbeautybykirei
📌 Facebook Group 👉 / jbeautyusers
Cow Brand | Skin Life Foaming Face Wash Pump
কাউ ব্র্যান্ড সোপ কিয়োশিনশা এর স্কিন লাইফ হল একটি স্কিন কেয়ার সিরিজ ডিজাইন করেছে যার মূল কনসার্ন হল একনি। এখন, এটা তো গেল ব্র্যান্ড এর দাবি। আসলেই কি তাই? দাবির সত্যিটা কতটুকু একটু দেখি।
🌿🌿 একনি কমানোর দাবি করলেই তো আর মুখের একনি ভ্যানিশ হয়ে যাবে না, তার জন্য প্রয়োজন ভাল ভাল উপাদান এর। একটু উপাদান তালিকা দেখি:
প্রধান উপাদান হিসেবে আছে:
🌷 𝙄𝙨𝙤𝙥𝙧𝙤𝙥𝙮𝙡 𝙈𝙚𝙩𝙝𝙮𝙡𝙚𝙥𝙝𝙚𝙣𝙤𝙡:
এটাকে যদি এক বাক্যে বলি তাহলে জীবাণু ধরে মেরে ফেলাতে এর জুড়ি মেলা ভার। জীবাণু মারার সাথে মুখের একনি কি সম্পর্ক? খুবই সিম্পল। মুখে যত জীবাণু, তাদের সাথে আমাদের মুখের সেবাম এর প্রেম ,এবং ফল স্বরূপ একনি 😭। তাই, ফেসওয়াশ এ যদি একটি 𝘼𝙣𝙩𝙞𝙢𝙞𝙘𝙧𝙤𝙗𝙞𝙖𝙡 উপাদান থাকে, তাহলে মুখ ধোয়ার সময়, মুখ পরিষ্কারের সাথে সাথে সুন্দর করে জীবাণুমুক্ত হয়ে যাবে।
🌷 𝙇𝙖𝙪𝙧𝙞𝙘 𝘼𝙘𝙞𝙙:
জাপানিজ ফেসওয়াশ এ lauric এসিড অনেক বেশি কমন। কিন্তু কেন? এটা একটা উপাদান যেটা একই সাথে 𝘼𝙣𝙩𝙞 𝙖𝙘𝙣𝙚, 𝙜𝙤𝙤𝙙 𝙘𝙡𝙚𝙖𝙣𝙨𝙞𝙣𝙜 𝙖𝙜𝙚𝙣𝙩 & 𝙚𝙢𝙪𝙡𝙨𝙞𝙛𝙞𝙚𝙧 𝙖𝙡𝙨𝙤. Wow 😳. এত ভাল একটা উপাদান, যেটা স্কিনকে পরিষ্কার ও করবে আবার স্কিনের একনি causing জীবাণু মেরে ফেলবে।
🌷 𝙆 𝙡𝙞𝙦𝙪𝙞𝙙:
Anti Inflammatory উপাদান। বলা হয়ে থাকে, এটা একনি কমায় এবং pore এর জন্য ভাল।
🌿🌿 এখন ভাবছেন, এইভাবে জীবাণু যেইভাবে বিদায় করবে, তাহলে irritating হতে পারে🥲 just এই কথাটা Cow brand ও ভেবেছে। এই কারণে তারা উপাদান তালিকায় কিছু soothing উপাদান রেখেছেন ।সেগুলো হলো:
🌷2𝙆 𝙂𝙡𝙮𝙘𝙮𝙧𝙧𝙝𝙞𝙯𝙞𝙣𝙖𝙩𝙚:
Licorice Root Extract থেকে একে নেয়া হয়। Widely use করা হয় irritated ত্বক কে প্রশান্তি দেয়ার জন্য। বিশেষ করে ,যাদের একনি প্রণ স্কিন, তাদের inflammation কমাতে অনেক বেশি হেল্প করে।
🌷 𝘾𝙚𝙣𝙩𝙚𝙡𝙡𝙖 𝘼𝙨𝙞𝙖𝙩𝙞𝙘𝙖 𝙀𝙭𝙩𝙧𝙖𝙘𝙩:
এরমত শান্তির উপাদান আর নেই। বিশেষ করে, একনি খুটাখুটি করে যখন ত্বকের বাজে অবস্থা ,তখন এই উপাদান আপনার ত্বকের ছোট ছোট ক্ষত সরিয়ে তুলতে সাহায্য করে এবং ত্বক কে calming করে, প্রশান্তি দেয় ।সবথেকে বড় কথা, এটা অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর।
🌷 𝘾𝙤𝙞𝙭 𝙨𝙚𝙚𝙙 𝙚𝙭𝙩𝙧𝙖𝙘𝙩:
Coix বীজে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিটক্সিন, ক্ষত নিরাময়, অ্যান্টি-এজিং, ইমিউনোমোডুলেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে।
🌷 𝙋𝙖𝙥𝙖𝙞𝙣:
পেঁপের নির্যাস। ত্বকের জন্য খুবই calming, soothing উপাদান। এবং একটি অ্যান্টি inflammatory উপাদান, যা একনি প্রণ স্কিনের জন্য আশীর্বাদ
🌿🌿 এতে খুব ভাল।ভাল surfactant আছে। যেটা স্কিনকে সুন্দর করে পরিষ্কার করবে ।এবং ভাল ভাল emulsifier ও আছে।
🌿🌿 হাইলুরণিক এসিড, Centella এশিয়া এক্সট্র্যাক্ট , গ্লিসারিন সহ অনেক সুন্দর সুন্দর humectant আছে,। তাই ত্বক কে dry out না করে ত্বক পরিষ্কার করবে।
এছাড়া ভাল ভাল emollient ও আছে।
🌿🌿 coconut oil fatty acid acylglycine এটা দেখে কে কে একনি প্রণ স্কিনে ইউজ করতে ভয় পাচ্ছেন?
ভাবছেন, coconut oil আছে, আবার দাবি করছে oil free. আমিও একবার আপনার মত ধোঁকা খেয়ে গিয়েছিলাম। আসলে, এটা একটি cleansing এজেন্ট।
🌿🌿 ছেলে মেয়ে সকল ত্বকের জন্য একেবারে পারফেক্ট।
🌿🌿 একনি প্রণ, irritated স্কিনের জন্য অনেক বেশি পারফেক্ট.
🌿🌿 সাইট্রাস fragrance আছে।
🌿🌿 কিভাবে ব্যাবহার করবেন?
এটি একটি পাম্প বোতলে আসে।।auto ফেনা তৈরি হয়। মেঘের মত ফেনা। দুই পাম্প নিয়ে হালকা ভেজা মুখে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
🌿 পরিমান: ১৬০ মিলি
🌿 দাম: ১২০০ টাকা ।
কিন্তু আপনি যদি গ্রুপে join হয়ে কেনাকাটা করেন পেয়ে যাবেন ১০% ডিসকাউন্ট। সাথে ৮০০+ টাকার শপিং করে ডেলিভারি চার্জ ফ্রি।

Пікірлер: 126
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
24 Feminine Hygiene Tips EVERY Girl NEEDS To Know
29:14
Adete Dahiya
Рет қаралды 865 М.