আমি হুগলী, ভারত থেকে। দশ বছর বয়স থেকে বাংলাদেশের গানের ভক্ত। এমন সুমধুর গান শুনতে শুনতে বড় হয়েছি। এখন এই শেষ বয়সে এসে বাংলাদেশের নতুন গান ( রক ,পপ) শুনে মনটা দুঃখে,রাগে ভরে ওঠে। কোথায় গেল শত শত মন ভরানো সুর আর গান। রক আর পপ গান বাংলাদেশের গানের নিজস্ব বৈশিষ্ট্য, ঐতিহ্য নষ্ট করে দিল। খুব কম সংখ্যক ঐতিহ্যবাহী গান ভালো লাগে।
@dive91710 ай бұрын
First n foremost not enough practice & dedication & specially no clue of scale. Today's Bangladeshi pop or so-called rock is like runaway trains. singer in Dhaka accompanied band is in Jessore. please notice next time the drummers & guitarists then you will understand what I am talking about.🤣😂
@m.a.quashem198910 ай бұрын
Ekdom thik kotha ti bolechen bhai.
@md.mizanurrahman15973 жыл бұрын
অমর সৃষ্টি গান। আর কখনো এরকম সুরেলা গান আসার সুযোগ কিংবা সম্ভাবনা কোনটাই দেখি না। তাইতো বারবার শুনেও যে মন অতৃপ্তই থেকে যায়। যেমন শিল্পি, তেমনি সুর ও কথা এবং মিউজিক। কী অপূর্ব মেলবন্ধন!
@mandaroitijjo6547 Жыл бұрын
অসাধারণ গীতিকার ও সুরকার এবং অতুলনীয় অভিনয়। অশ্লীলতার লেস মাত্র নেই। গানের কথা ও সুর এবং অভিনয়ে মুগ্ধ হলাম।
@আব্দুসসাত্তার-ত৩ড2 жыл бұрын
এই গানটি আমার অত্যন্ত প্রিয়। নিতান্ত শৈশবে এ গান প্রথম শুনেছি। গান বোঝার বয়স তখন ছিল না।কিন্তু প্রথম শোনায় গানটি যে মুগ্ধতা আমাকে উদ্বেলিত করেছিল, আজও তা বহমান আমার চেতনায়।
@snehendudutta8792 Жыл бұрын
এই ফিল্ম টা আমি অনেকবার comilla তে দেখেছিলাম. Ekhan আমি ভারতে তাই পুরোনো দিনের গান গুলো খুঁজে খুঁজে বেড়াই. রহমান ও sabnam আমার প্রিয় ছিল
@enamulhaque378010 ай бұрын
same to me.
@iqbalchowdhury6738Ай бұрын
আমিও দেখেছি কুমিল্লার লিবার্টি হলে সেই পাকিস্তান আমলে যখন পড়াশোনা করতাম কুমিল্লা জিলা স্কুলে @@snehendudutta8792
@RustomAli46062 жыл бұрын
Rahman was a romantic Bengali actor in East Pakistan. His all Bangla film and Urdu film was hit in East & West Pakistan
@mahabubparvez3082 жыл бұрын
এক কথায় অসাধারণ একটি সৃষ্টি। যতবার শুনি শোনার সাধ শেষ হয়না।
৩০ থেকে ৬০ এর দশক ছিল শিল্প, সাহিত্য ও সংস্কৃতির স্বর্ণযুগ।
@mdamirhossain208129 күн бұрын
Excellent performance .also heart touching song.
@mrinalghosh88182 жыл бұрын
Opar banglar filmy video song pratham dekh o shunlam. Khub valo laglo.
@zubaidarahman52718 ай бұрын
ভালবাসার কি আবেগ কথার ভিতর মনটাকে কোথায় যেনো নিয়ে গেলো ফিরে গেলাম শৈশবের সেই সৃতিময় দিনগুলোতে ।
@kibrias.mahtab96562 жыл бұрын
Evergreen song of Ferdousi Rahman which is written by Azizur Rahman & composed by Rabin Ghosh.
@abulkalamazad5857 Жыл бұрын
অসাধারণ একটি গান। যা বারবার শুনতেই ইচ্ছা করে।
@AslamKaze-c7n Жыл бұрын
অসাধারণ মন ভরে যায়
@szzamantipu3169Ай бұрын
অসাধারণ অভিনয়। মার্জিত অভিনয়। হৃদয়হারিনি গান শুধু শুনতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে।কত মার্জিত অভিনয় শুধু ভালবাসতে ইচ্ছে।
@abulkashem364 Жыл бұрын
এককথায় অসাধারণ.......... 💙💛💚🧡💜❤️💜🧡💛💙💚
@syedshahidulhaquechowdhury6776 Жыл бұрын
Allah,you created human being with such beauty which we can't realize.
@সার্ভেয়ারমোকতাদিরআলী2 жыл бұрын
সেরা গান
@FireFlies-np7wy10 ай бұрын
সুর ও শব্দ চয়ন অপূর্ব অপূর্ব,,,,,
@yasmeenzaman8475 ай бұрын
🕊🇵🇰 What a wonderful song... Jharna Ji & Rehman Shb both were icons of Bangla cinema. Shabnam is looking stunning.
@syedshahidulhaquechowdhury6776 Жыл бұрын
Every nano second of scene and song is coming from heaven.
@akmkarim12 жыл бұрын
স্মৃতিতে অম্লান, আমাদের শৈশবকাল টা ছিলো পাকিস্থান ও বাংলাদেশের সবচেয়ে আনন্দময় আর স্বর্ণযুগ। আর সেটা ছিলঃ ১৯৭০-১৯৮২ সাল। ১৯৭১ সালের স্বাধীতা যুদ্ধ, আর সেই সময়ে শ্বাস্রুদ্ধকর সেই সব স্মৃতি। অগাষ্ট ২, ১৯৮২ যুক্ত্রাষ্ট্রে আসা হয় পড়াশুনার উদ্দেশ্যে। আর আমার বাধাহীন আনন্দময়, এবং উদ্দেশ্যহীন দিন হারিয়ে যায়।
@sabbirahmed89555 ай бұрын
এই সিনেমাটি 1961 সালে মুক্তি পায় ঐ সময়ের বিখ্যাত নায়েকা শবনম মেডামের খুব জনপ্রিয় ছবি হারানো দিন ছবির গান এটি
@alo8442 жыл бұрын
যার মন আছে সে বুঝবে কতটা মায়া এই গানে
@SahinaAkter-y9q5 ай бұрын
১৯৬৯ সালে শুনা গান আজ ২০২৪ সালে মনে পড়ে গভীর বেদনায়। আহা এইতো জীবন।
@mdbabulhossen5299 Жыл бұрын
রহমান বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন।
@milonshahriar73058 ай бұрын
অসাধারণ
@aksadhossain467027 күн бұрын
১৯৬২/৬৩ সালে যখন ছোট ছিলাম তখন থেকে কলের গান ঠিক এমনই সেট, আহ! কী,
@asokdas8909 Жыл бұрын
অপূর্ব
@GulzarVlogs2467 Жыл бұрын
মন যেন হারিয়ে যায় কথা ও সুরে।
@dusifamiyofficial58433 жыл бұрын
অতুলনীয় !
@ehsanulhabib73112 жыл бұрын
etai ferdoushi rahmaner sobcheye valo sristi.
@MedicalExaminationbyProfFaruqu4 жыл бұрын
Golden voice of melody queen, Ferdoshi Rahman, Mind bowing song Thanx @ Anupam...
@syedshahidulhaquechowdhury677611 ай бұрын
There is nothing in the world more beautiful than this song.
@abulbasar5592 жыл бұрын
সত্তর দশকে রেডিও তে আমি প্রথম এই ধরনের গানগুলি শুনতে পাইতাম। তখন কোন প্রকার নেট দুনিয়ার মন্তব্যের সুযোগ ছিলনা এবং ইচ্ছা করলে যখন তখন শুনতে পাইতাম না। গান শেষে খুব আফসোস হতো যে গানটি আর কতক্ষণ থাতো যদি তাহলে আর একটু শুনতে পারতাম। তবে বর্তমানেএই রকম গুণিজন আর হবে না উদীয়মান প্রজন্মের রুচির ও পরিবর্তন হয়ে গেছে। শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান, নীনা হামিদ ও আব্দুল আলিম দ্বিতীয় আর হবে কি না জানি না যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি, আর যারা দুনিয়াতে বর্তমানে জিন্দা আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ মেহেরবান।
@sharminakter3475 Жыл бұрын
যতই শুনি , ততই ভাল লাগে । old is gold .
@mukit2233 Жыл бұрын
চমৎকার ❤
@AslamKazi-b7c9 ай бұрын
গানটি শুনে কান্না আইল
@AyeshaSiddika-de8pl Жыл бұрын
এইসব গান কখন ও হারিয়ে যাবে না।যুগ যুগ ধরে মানুষ শুনবে এবং গাইবে
@md.haiderali92362 жыл бұрын
Gan, sur tal loy opurbo. Sathe amader periyo heroine Shabnam apur pranbonto dance.sotti ee unique.
@syedshahidulhaquechowdhury677610 ай бұрын
What a attraction,what a emotion , what a beauty, what a sweetness!
@RustomAli46062 жыл бұрын
"Ami Rupnagarer Rajkanya Ruper Jadu Anechi" this famous song in this film "Harano Din" of 1960
@MstSohidakhatun-uv4cl5 ай бұрын
কি সুন্দর সুর আর কথা
@farukahamed1901 Жыл бұрын
চমৎকার
@mdabdulalim87002 жыл бұрын
অসাধারণ, গানের কথা , অভিনয় , অনন্য।
@mozidsardar173611 ай бұрын
এই গানে কণ্ঠ দিয়েছেন জনাব ফেরদৌসী বেগম। আল্লাহতায়ালা তাঁর অপূর্ব কণ্ঠস্বর দিয়েছেন। কোরআন শরীফের তালিম নিয়ে যদি উনি এই কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করেন তবে তা অভাবনীয় একটা ভালো রেকর্ড হবে।তাদারা তিনি যেমন উপকৃত হবেন এবং যারা শুনবেন তারাও উপকৃত হবেন। উনার কাছে প্রস্তাবটি পৌঁছে দেয়ার জন্য কেউ থাকলে প্লীজ এটা করবেন। আলহামদুলিল্লাহ।
@enamulhaque378010 ай бұрын
চুলকায় নাকি?
@rayhanulkarim89502 жыл бұрын
Aha ato sundor gan sunlei pran jure jai
@ozifakhan30838 ай бұрын
এই গানটি আমাদের সময়ের তাই আমাদের কাছে এই গানের কদর আছে।
@mdanowarali50702 жыл бұрын
Heart touching....
@afrozaakhtary9471 Жыл бұрын
খুব ভাল লাগলো...
@VillagePlus922 жыл бұрын
Love from🇵🇰❤️🇧🇩❤️🏠 Bangladesh valobaschi ❤️❤️
@hababurrahman91199 ай бұрын
অনেক অনেক মধুর এ গান
@nahidparvez536315 күн бұрын
Evergreen Song
@asadzrasel640910 ай бұрын
প্রিয় গান
@রসিদখান-ভ৫ঝ Жыл бұрын
Apurba apurba
@fazlulhabib6513 Жыл бұрын
প্রকৃত প্রেমের চিত্র তোলে ধরা হয়েছে
@szzamantipu3169Ай бұрын
😊কি এক্সিডেন্ট অভিনয়। আমার শবনম আপু।আমার আপুর দীর্ঘায়ু কামনা করছি
@AslamKazi-b7c Жыл бұрын
এই গান অমর হয়ে থাকবে
@aslamgazi4622 жыл бұрын
গান শুনে মনটা ভরে গেল
@dipalipal87298 ай бұрын
Bah ki aourbo gaan
@rufidaislam5602 Жыл бұрын
এমন গান বিগত ১৫ বছরে আর একটা ও রচনা হয়নি।
@gulnewaz2906 Жыл бұрын
Salute to the music director Robin Ghosh.
@md.ziaulhuda27062 жыл бұрын
শালীনতাই গানটিকে আরও সৌন্দর্য্যময় করে তুলেছে।
@kebaiatulislam80384 жыл бұрын
সেই
@shamsuddin18353 жыл бұрын
এই সমস্ত গানের মৃত্যু নাই
@chakmachun3631 Жыл бұрын
রঙ্গিন গান গুলো দেখতে চাই।
@mdnurulislamnorol4366 Жыл бұрын
ওই সময় আমার জন্ম হয়নাই কিন্তুু এ গানের ভিতরে অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবেনা।
@sanjuktaroy28402 жыл бұрын
Mind blowing song from Harano Din.
@md.rafiqulislam70563 жыл бұрын
অসাধারন গান,শুর,কথা এমনটা এখন আর হয় না।
@Jadid123404 ай бұрын
Excellent
@showkatali46753 жыл бұрын
অসাধারন মন জুড়ানো গান
@mstanjila44093 жыл бұрын
Amar dada sunte chailo tai ganti sunte esechi...sunte sunte coment porte esechi.....
@SibdasRoy-f4d5 ай бұрын
রহমান একজন ই হয়
@shahadathossain65112 жыл бұрын
এমনও গান ভালোবাসা লুকানো মর্মে মর্মে ভালোবাসার কথা একদিন গান গুলি ঠোটে লইয়া থাকতাম আজও মনের গহিনে নিরবে গান বাজে।
@alimortoza8622 Жыл бұрын
Ferdousi Rahman,why did you make us feel you so unfathomingly?
@কবিতারকথা-র৫হ3 жыл бұрын
হৃদয় ছোয়া গান। গানটি আমায়
@mohamedisrafil97892 жыл бұрын
খুব সুন্দর ওওহ
@m.a.quashem198910 ай бұрын
Ei Gaan gulo Bangladesher Swarno Juger Gaan.Ei Gaan gulo ke Shangeet Pipashu ra kokhono bhulbe na.
@humayunkhan15952 жыл бұрын
এ ছবির সুটিং করেছিলেন আমার ফুফাতো ভাই বাদল ( সে এখন মৃত) অনেক বার দেখেছি এছবি।
@nayansaha6177 Жыл бұрын
গানটি আমার বাবার পছন্দের একটি গান ।
@lailahossain41502 жыл бұрын
কি চমৎকার
@rayhanulkarim89502 жыл бұрын
Jotobar suni totobari sunte icsa kore.
@resunward65992 жыл бұрын
sundar gaan
@sojebhasanhasan6122 жыл бұрын
61 bosor hoye gece ai Gaan akhono shunle Mone hoye nutun
@bdbanglachra4260 Жыл бұрын
2022সালে কে কে এই গান শুনতে আসছেন
@rjtpshnt5646 Жыл бұрын
Ata 60 bosor agr gan Ami Nana ata bajatay bollo tai sonlam old is gold