Рет қаралды 3,335
সমপরাবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন এবং স্থিতিস্থাপকতা নির্ণয়।
প্রিয় শিক্ষার্থীরা আবারও একটু একটু মন দিয়ে পড়বে।
(১) জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাত কলেজের সিলেবাসের আলোকে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বইটি প্রকাশ পেয়েছে। তবে আমার বিশ্বাস অর্থনীতির Heart হিসেবে Micro বুঝার জন্য বইটি সবার কাজে লাগবে। না বুঝলে you tube এ আমার Lecture দেখবে।
(২) রকমারিতে বই পাওয়ার লিংক হলো -
www.rokomari.c....
(৩) বিকল্প পদ্ধতিতে যারা সিলেটের বাইরে আছ, তারা মালঞ্চ লাইব্রেরি হতে সংগ্রহ করে নিতে পার। বইটি সহজে পাওয়ার মাধ্যম হলো 01711996032 নম্বরে ফোন করে তোমার পূর্ণ ঠিকানা দিবে। এক্ষেত্রে তোমার নাম, বাসার নম্বর, রোড বা গ্রাম, পোস্ট অফিস (কোডসহ হলে ভালো), উপজেলা এবং জেলা ও মোবাইল নম্বর ম্যাসেজ করে দেবে। উনারা তোমার কাছে বই পাঠিয়ে Payment নেবে। অর্থাৎ এডভান্স Payment লাগবে না।
(৪) যারা ঢাকায় আছ, তারা নীলক্ষেত হতে বইটি সংগ্রহ করতে পার। ঠিকানা হলো
অর্থনীতি লাইব্রেরি - নলেজ হারবার
৭০,বাবুপুরা মার্কেট (১নং মেইন গলি) নীলক্ষেত, ঢাকা
মোবা.01829879959
(৫) যারা সিলেট শহরে আছ, তারা রাজা ম্যানশন, দোতলা (জিন্দাবাজার) মালঞ্চ বা সামী লাইব্রেরি হতে নিতে পারবে।
(৬) আমার Messenger m.me/akmal.hussain.127
(৭) প্লে লিস্ট লিংক www.youtube.co....