Dada , I have hardly seen a passionate cricket lover like you. I take aside your contributions in the cricket sector for a while , the way you talk and say things about your desires and get emotional at the same time , hats off. The days of my heroes coming to an end , the infamous poncho pandob. ekta trophy dekhte chaisilam tader haat e . seta hoyto r shomvob hobe na . Obiram valobasha apnar jonno. ami personally chai new generation cricketers Der pashe evabe e thakben. hoyto era e agami te kisu ekta kore dekhabe.
@SakibBD_202 күн бұрын
বাংলাদেশের ম্যানেজমেন্টের ভাব নিয়ে লাভ নাই। সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফি তে সুযোগ না দিলে বাংলাদেশ ভুগবে।
@omerta1312 күн бұрын
নিলেও ভুগবে 😂
@helaluddin5406Күн бұрын
তামিম -সাকিব কে চ্যাম্পিয়ন ট্রফিতে দেখছি না। তবে এদের (তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ কে রেখেই দল গঠিত হলে ক্রিকেটে একটা ভালো উদাহরণ হয়ে থাকত)।
@mdmaniruzzaman2132 күн бұрын
আমি প্রথম
@NuhasIslm2 күн бұрын
চার পান্ডবের সাথে সাকিবের তুলনা করতেছেন কোন লজিকে?
@JahidulHasan-752 күн бұрын
সাকিব টাইম আউট না করলে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা ছিল ক্ষীণ৷ অথচ এখন সাকিব ই অনিশ্চিত। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা উচিত। সাকিবের ক্যারিয়ারের শেষটুকু বিসিবি নষ্ট করে দিল।
@MDSOHELMREDHA-r7r2 күн бұрын
কেন যে ইউটিউব এ হা হা রিয়েক্ট নাই
@abir13472 күн бұрын
আমি সাকিব বিদ্বেষী নই কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি যে বিশ্বকাপ এর আগে হাথুড়ুর সাথে মিলে তামিম কে সরানোর যে ষড়যন্ত্র করেছিল সে, তারই ফল ভোগ করছেন এখন। ইংরেজীতে একটা প্রবাদ আছে, "What goes around, comes around" আর টাইম আউট এ আমরা হয়ত চ্যাম্পিয়ন ট্রফি খেলার সুযোগ পেয়েছি তবে তার চেয়ে বেশি ধিক্কার আর তিরস্কার কুড়িয়েছি। তাই সেটা নিয়ে গর্বের কিছু নেই। সেই জায়গায় দলের অধিনায়ক তামিম থাকলে নিঃসন্দেহে ফলাফল আরও ভালো হতো এটা আমার মুখের কথা নয়, অধিনায়ক হিসেবে তামিম এর পরিসংখ্যান ই বলে দিবে সব। তামিম থাকলে হয়ত টাইম আউট এর প্রয়োজন ই পরত না!
@JahidulHasan-752 күн бұрын
@@abir1347 ছোট দলের সাথে জিতে পরিসংখ্যান বাড়ানো খুব বেশি কষ্টের না ভাই। তামিমের বাদ দেয়াতে সাকিবের হাত থাকলে রিয়াসাদ আজিম আর নট আউট নোমান এত দিনে বোমা ফাটাত। হ্যাঁ, ক্যাপ্টেন কলে তামিমকে নেয়া যেতে পারতো। ৩ তারিখ তামিম গেল হাসিনার দালালি করতে। এর আগেও নগদের হয়ে হাসিনার সাপোর্ট চেয়েছে রেমিট্যান্স এর জন্যে। তাও সে হিরো হয় ক্যামনে বুঝে আসেনা। পাপনের বোর্ডে প্রায় সবাই দায়িত্ব থেকে সরে গিয়েছে। আকরাম খান ও তো পাপনের বোর্ডের। তাহলে আকরাম খান কিভাবে দায়িত্বে বহাল থাকে?
@JahidulHasan-752 күн бұрын
@@MDSOHELMREDHA-r7r সব প্রতিবন্ধীদের জন্যে ইউটিউব এলাউ না এর কারণে হয়তো।
@NuhasIslm2 күн бұрын
ব্যাট হাতে বিশ্বকাপে তামিমের পরিসংখ্যান টা বলেন @@abir1347
বিপিএল এর আগ মুহূর্তে এনসিএল টি-২০ টুর্নামেন্ট আয়োজন করা কতোটা যৌক্তিক? এই টুর্নামেন্ট আইপিএল চলাকালীন সময় আয়োজন করলে ব্যপক সারা পাওয়া যেত। বিসিবি চাইলে এই টুর্নামেন্টটা হোম এ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজন করতে পারে।সেক্ষেত্রে ঢাকার ২টা টিমের মাঠ মিরপুর, ফতুল্লা। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ৫টিমের ৫টি মাঠ।রংপুরের জন্য বগুড়া। এমন চিন্তা করলে বিপিএলের চেয়েও জনপ্রিয় হতে পারে।
@ALSIFAT-uu1hf2 күн бұрын
আবার প্রমানিত প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না , এক সময় পঞ্চ পাণ্ডব ছাড়া দাড়াতেই পারতাম না , এখন শেষ কবে এক সাথে খেলছে তাও মনে নাই