আমার একটা প্রশ্ন ছিলো, যদি সম্ভব হয় উত্তর দেবেন। আমি জলদাপাড়া পরিকল্পনা করছি ফেব্রুয়ারি এর শেষে যাব ফ্যামিলি নিয়ে। Day 1 : ওখানে পৌঁছে hollong bungalow তে উঠবো আর লোকাল যে animal rescue center আছে তা ভিজিট করলাম বা বিকেলে Jaldapara এর Jeep Safari নিলাম। Hollong bungalow তে রাত্রি যাপন করলাম। পরের দিন Day 2: সকালে হাতি safari সেরে hollong bungalow পরিত্যাগ করে Chilapata Jeep Safari সেরে কোথায় গিয়ে উঠবো রাত্রি যাপন এর জন্য একটু বলবেন? আর তার পর দিনই বা ট্যুর প্ল্যান টা কিভাবে এগিয়ে নিয়ে যাবো? আর কোন কোন জায়গায় ঘুরে দেখার আছে? কিভাবে যাবো, কোথায় থাকবো ইত্যাদি। আমার 2 রাত্রি অথবা 3 রাত্রি হলে অসুবিধা নেই, তাই ট্যুর টা একটু লম্বা করতে কি কি করা যাই একটু guide করবেন? আপনার বলার ভঙ্গি খুব সুন্দর।
@WayfarersFoodPrint11 ай бұрын
Hollong Bungalow এমনিই একটা এক্সপেরিয়েন্স, তাই ওখানে যতটা সময় থাকবেন উপভোগ করুন। বিকেলে জিপ সাফারি দরকার নেই, কারণ ওর সামনেই বিকেলে প্রচুর প্রাণী আসবে। পরের দিন সকালে হাতি সাফারি করে ব্রেকফাস্ট সেরে হলং থেকে বেরিয়ে animal rescue center দেখতে পারেন, অনেকটা হেঁটে কিছু লেপায়ার্ড দেখা যায়, তবে দুপুরে গেলে তখন ওরা খেতে ব্যস্ত থাকে। এরপরে সোজা চলে আসুন চিলাপাতা, পারলে বিকেলের সাফারি করুন। তবে শীতকালে সেটা সম্ভব হবেনা, তাই রাতটা ওখানেই থাকুন, wbdfc বাংলো আছে। এছাড়াও প্রচুর হোটেল। সকালে সাফারি করুন, তারপরে এক বেলায় ভুটান ঘুরে ফিরে আসুন। সেদিন রাতে বা পরের দিন বাড়ি ফিরে চলুন। আপনারা কিভাবে যাবেন আমি জানিনা, ধরে নিলাম নিজেদের গাড়িতে, আর ভাড়া গাড়িতে গেলেও প্ল্যান এরকমই হবে। আমাদের ভিডিও ভালো লাগায় ধন্যবাদ, ইচ্ছে করলে সাবস্ক্রাইব করতে পারেন।
@sudarshankar454711 ай бұрын
@@WayfarersFoodPrint আমি subscribe করে নিয়েছি। খুব ভালো vdo বানিয়েছেন আপনারা। অনেক ধন্যবাদ।