দোকানে টেইলরি শিখলাম ৫/৬ মাস ৫ টাকা বাঁচানোর জন্য অনেকটা পথ হাঁটলাম আবার অন্য কাকার দোকানে ফার্মেসি শিখলাম ২/৩ মাস অনেকটা পথ হেটেই যেতাম সাথে অপমানতো আছেই কোনো জায়গায় মনটাকে স্থির করতে পারলাম না কি করলে যে একটু শান্তি মেলবে একটু আল্লাহ ই জানে আাহারে জীবন ঠিক যেন জলে বেজা পদ্মা ফুলে মতোই কষ্ট গুলা কারো কাছে বলতে পারি না তাই পছন্দের গান গুলোর কমেন্টই লিখে রাখি কোনো এক সময়ে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হব তখন কমেন্ট গুলো পরে মুচকি মুচকি হাসবো
@princesuvo58203 жыл бұрын
All the best brother
@SaidulIslamFahim3 жыл бұрын
Allah apnar moner Asa Puron koruk
@farahflora80673 жыл бұрын
জীবনে চলার পথ টা সহজ হোক। সব স্বপ্ন পূরন হোক। দোয়া করি, আল্লাহ আপনার সহায় হোক।
@riponroy74723 жыл бұрын
Apanar jonne onek vlobasa o suvokamona, chasta koren success asbei.
@zobydarahman9143 жыл бұрын
অনেক অনেক দোয়া রইল ভাই আপনার জন্য।
@MD.BORHANUDDINRANA26 күн бұрын
এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা একজনই মহান আল্লাহতালা
@sadiaafroz20943 жыл бұрын
জীবন কখনোই ফেয়ার না,কারো জন্যই নাহ।হয়তো এটাই প্রকৃতির নিয়ম,প্রকৃতি নিজের নিয়মে সবকিছুর ভারসাম্য রক্ষা করে। কেউ হয়তো ভাববে সমাজে শুধু দরিদ্র লোকেরই কষ্ট, অথচ কষ্ট কোনো শ্রেণী বিন্যাস দেখে আসেনা,এক এক জনের জীবনে কষ্ট একেক রকম কিন্তু থাকে সবারই।একজন আরেকজনের কষ্ট অনুমান করতে পারে কেবল,সমবেদনা জানায়,কিন্তু অনুভব করতে পারেনা কখনোই। যার টা সেই বয়ে চলে প্রতিটি মুহুর্তে।
@mdshahinurshahin75703 жыл бұрын
অসাধারণ লিখেছেন আপু, আহা কি চমৎকার!
@alvintheodoregoswami24373 жыл бұрын
ভালো বলেছেন
@mdhasiburrahman55612 жыл бұрын
Churi korlam apu...onk sundor Kotha gulo
@হাসিরজোক্স-খ২ঞ2 жыл бұрын
i like it
@artistrybynusrat42052 жыл бұрын
অনেক সময় অনেকের জন্যই থেমে যায় অনেকের জীবন
@Rofi412Ай бұрын
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক অদ্বিতীয় তার কোন শরিক নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল ❤
@sharifmkutubuddin415526 күн бұрын
সাক্ষ্য বানান শুদ্ধ করেন।
@thepatriot86812 жыл бұрын
কমেন্টটি করে রাখলাম। যাতে কমেন্টটিতে কেউ লাইক করলে, নোটিফিকেশন পেয়ে গানটি বছরের পর বছর শোনে যেতে পারি🖤 আহা, অমৃত
@sadia.tasnim.40302 ай бұрын
20 September, 2024 তোফাজ্জেল = আহারে জীবন! 🥺
@bangtanbd146 Жыл бұрын
বেকরত্বে যারা ভুগছে আমার মতো তারা এই গানের লাইন গুলা নিখুঁত ভাবে বুঝবে। শুধু প্রেম ভালোবাসাই মানুষ এর জীবনের একমাত্র কষ্ট হয়না। বেকারত্ব অনেক সময় আপন মানুষের আসল রুপ বের করে। প্রতি মূহুর্তে মনে হয় এরাই কি সত্যি আমার বাবা মা
@md.nazmulhossainhridoy5713 Жыл бұрын
যদি করোনা না আসতো তাহলে হয়তো,এই আপন মানুষগুলোকে এত নিখুঁত ভাবে চিনতাম না💔
@shiulirani3383Ай бұрын
ছোট্ট এই জীবনটা কতনা কষ্ট, অভিমান, অভিযোগ সত্যিই জলে ভাসা পদ্মের মতো ভাসতে ভাসতে একদিন ফুরিয়ে যাবে সৃষ্টিকর্তার দেওয়া জীবনের গোনা দিনগুলো 😢😢😢😢
@Subro_Bhai Жыл бұрын
চিরকুটকে চিনতাম না ঠিকমতো, ২০২০ সালে রাজশাহীতে প্রথম এই ব্যান্ডের সাথে পরিচয় কলেজ ফাংশনে। কি এক অনবদ্য কনসার্ট, কি এক অনবদ্য শিল্পী সুমি আপু। এই গানটা যখন গাইছিলো তখন থেকে প্রিয় গানগুলোর জায়গায় এই গানটা আজীবনের জন্য ঠাই করে নিয়েছে,আহারে জীবন!
@Tawkeed.khan2.202 ай бұрын
তোফাজ্জল ভাই এই গানে সাথে স্মৃতি রেখে গেল😢😢
@mariumsultanatamanna Жыл бұрын
সুখের সন্ধানে ছুটে বেড়ানো সবচেয়ে বড়ো মরীচিকা। দিনশেষে দেখা যায় যেটার সন্ধানে এতদূর ছুটে আসা,ঘুরেফিরে সেই আগের জায়গায় ই আছি
@nahiduddin7805 Жыл бұрын
আপনার লেখা অসম্ভব দারুণ♥️ আপনার লেখাটা কপি করে ফেসবুকে স্টাটাস দিতে পারি?🙏
@sbsakal51012 жыл бұрын
বর্তমান সময়ের প্রজন্ম এইগান গুলো মর্ম দিতে জানেনা। এই গানটার শুনলে শরীরে কাটা দিয়ে উঠে। জীবন উপলব্ধি করতে গানটাই যথেষ্ট।
@mdobidurrahman50592 жыл бұрын
রাত 01:36 বিশাল এক খোলা মাঠ কানে হেডফোন, ফুল সাউন্ড এ আহারে জীবন সাথে, তোমার অপছন্দ করা সিগারেট। আর কিছু পুরানো সৃতি! অদ্ভুত অনুভূতি 🙂 তোমাকে না হারালে হয়তো এই অনুভূতি অনুভব করা হতো না। ধন্যবাদ প্রিয়💔
@asifahmed83672 жыл бұрын
🙂
@jonychowdhury261 Жыл бұрын
😪
@movewithrajib52032 жыл бұрын
এই পৃথিবীর কষ্টগুলো বড়ই বৈচিত্র্যময়। একেক মানুষের একেক রকম কষ্ট। কারো বাবা, মা হারানোর কষ্ট, কারো বেকারত্বের কষ্ট, কারো আবার জীবন সঙ্গিনীর ধোকা খাওয়ার কষ্ট । কিছু কিছু হতভাগাদের কষ্ট পাওয়ার আবার একের অধিক কারন থাকে। আমিও সেই হতভাগাদের দলে। কষ্ট ভিন্ন ধরনের হলেও যন্ত্রণা গুলো প্রায় একই রকম। হয়তো বেঁচে আছি তবে জীবিত মানুষের মতো করে বেঁচে নেই। আহারে জীবন, আহা জীবন।
@96.abusayed11 ай бұрын
একটা ভালো জব হাজার সমস্যার সমাধান। একটা ভালো জবের আশায় কত যে অপেক্ষা,কত দাঁড়িয়ে থাকা তীর্থের কাকের মত বসে থাকা। আহা জীবন🙂
@nayeemjr22672 жыл бұрын
এই ধরনের গান যারা শুনে, তারাও একধরনের বিশেষ মানুষ! কিন্তু সমস্যা হলো গান টা শেষ হয়ে যায় 🙏
@mdtanviranjumrifat8158 Жыл бұрын
স্মৃতি রেখে গেলাম কমেন্ট এ লাইক পড়লে আবার গানটি শুনতে আসবো। নতুন প্রজন্মরা একদিন বুঝতে পারবে আমরা কোন গানের পাগল ছিলাম ❤️🌺
এটা গান নয়,এটা জীবনের কথা।।। একদম।।ধন্যবাদ আপ্পি প্রতিদিন শুনি একবার।।।
@FurryFunnies73 жыл бұрын
আহা সংশয়, যা হবার হয় বোঝেনা হৃদয় কত অপচয় কংক্রিট মন, মিছে আলাপন বিসর্জনে ক্লান্ত ভীষণ
@shahanasultanaasst.teacher74863 жыл бұрын
আহারে জীবন! আহা জীবন -এই কথা গুলোর মাঝে যেমন খুঁজে পাওয়া যায় ভালোলাগা আর ভালোবাসার মায়াবী প্রশান্তি ঠিক তেমনি একাকিত্ব আর বিরহ যন্ত্রণার করুন হাহাকার।মায়াবী সুরেলা গায়কী, অপুর্ব সুর কথা আর চমৎকার মিউজিক সব মিলে একটি অসাধারণ পরিবেশনা।
@mdshahparan61986 ай бұрын
আহারে জীবন জীবন নিয়ে ক্লান্ত হয়ে মধ্যরাতে চোখের পানির খোরাক এই গান৷ এই জীবন বুঝতে গেলে হয়তো অনেক জীবন প্রয়োজন ৷ সত্যিই জীবন জলে ভাসা পদ্ম ৷
@anikarani7952 жыл бұрын
অভিমান জমে জমে আমি ব্যথাহীন...❤আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন... আহারে জীবন, আহা জীবন আহা পারতাম যদি পারতাম আঙ্গুল গুলো ছুঁয়ে থাকতাম.....
@saidurrahaman50582 жыл бұрын
সময়ের স্রোতে জীবন কোথায় গিয়ে দাঁড়াবে জানিনা,তবে একটা কমেন্টস রেখে গেলাম শতশত বছরের জন্য, আর কমেন্টস পড়তে এসে ব্যর্থতার কাফনে মুড়ানো মানুষ গুলোর অনুভূতির মাঝে নিজেকে হারিয়ে গেলাম।
@mamunhossain6320 Жыл бұрын
চুড়ান্ত মৃত্যুর আগে মানুষ অনেকবার মরে যায়,কিন্তুু তারপরেও বারংবার বাঁচার চেষ্টা করে। তারপরেও মরেই যায়। আহারে জীবন!!!! আহা জীবন!!!! বেঁচে থাকার লড়াই করার নাম জীবন!!!!!
@mdjhirulislim32862 ай бұрын
তোফাজ্জেল ভাই মারা যাওয়ার পর গানটা শুনতাছি 😅২০২৪ /২০/৯ মাস ১ টাহ ২ বাজে রাতে কমেন্ট করলাম 🥺
@Moniakter37602 жыл бұрын
আহারে জীবন,আহা জীবন কমেন্ট টা রেখে গেলাম, আমাদের ২য় ৩য় প্রজন্ম রা গান টা শুনে বলতে পারবে আমাদের যৌবনের সংগীত শিল্পী গান গুলো কত ভয়ংকর সুন্দর ছিল❤️
@ri_liton.inshallah2 жыл бұрын
ক্ষুদ্র অভিমানে যে মানুষটা টুপ করে কেঁদে ফেলে, একদিন হাজার অবহেলাতেও সে আর কাঁদেনা!! আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন।🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
@mr.mehedi013 жыл бұрын
জীবনটা এমন কেন.? আমরা কি চাই আর কি পাই.? এমন কেন হয় আমাদের সাথে। প্রকৃতির রিভেঞ্জ এমন কেন। আমরা যা চাই তা কেন পাইনা। এত কষ্ট, এত হতাশা,এত ক্লান্তি এর শেষ কোথায়। এ জীবনটা কি কোনদিন সুখের মুখ দেখবেনা।কবে একটু সস্তির নিশ্বাস নিবো।কবে দুচোখ ভরে পৃথিবী দেখবো। জল শুকিয়ে গেলে কি হবে এ পদ্মপাতার। একটু দোয়া চাই সবার কাছে। একটু শান্তি কামনা করি।
@khairunnahar17143 жыл бұрын
আমি ভেবেছিলাম আমি কষ্টে আছি,এখন দেখছি অনেকে জীবন নিয়ে হতাশা ভোগ করছে,কেন এত কষ্ট, যন্ত্রণা এর মুক্তি কোথাও পাবনা আর পাচ্ছি না,,।
@mohammadjihad9163 Жыл бұрын
গানটার মায়ায় পরে গিয়েছি।।আসলে জীবন কেমন যেন কোথাও কেও শান্তিতে নেই।যেদিন জীবন থেকে রুহ টা চলে যাবে সেদিন এর কোনো ক্লান্তি থাকবে নাহ, থাকবে নাহ ছুটে চলা
@hellobangladesh8693 Жыл бұрын
মন ছুয়ে গেলো। এতো অসাধারণ গান। সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। গান টা জীবনের কথা বলে.............
@fahimaakter9873 жыл бұрын
গানটি যে কতবার শুনেছি বলতে পারব না।যতবার শুনি ততবারই ভালো লাগে। এক ঘেয়ে লাগে না। হৃদয়ে স্পর্শই করে বারবার।
@saifurfahadipiАй бұрын
প্রায় সাত-আট বছর আগে এই গানটি শুনছিলাম হঠাৎ করে আজকে গানের সুরটা মনে হলো, কিন্তু কোন মুভির গান বা গানের প্রথম লাইনটা কি তাও ভুলে গেছি, পরে ইউটিউব ঘাটতে ঘাটতে দীর্ঘ এক ঘন্টা পরে খুঁজে পেলাম।
@SharifulIslam-i3i20 күн бұрын
"" ডুব"" মুভির গান।
@mamunhossain6320 Жыл бұрын
প্রতিটা মানুষের কিছু ব্যক্তিগত কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না😢😢😢 ব্যক্তিগত কষ্টগুলো একদিন লাশের সাথে মাটিতে মিশে যাবে খুব স্বাভাবিক ভাবে😢😢😢
@LizaAkter-xy8oe Жыл бұрын
Sundor...bastob kotha
@KolponaKolpona-pc3ko Жыл бұрын
Thik kotha
@sushantakarmaker8258 Жыл бұрын
সত্যি জীবনটা খুব অদ্ভুত। হঠাৎ হঠাৎ করে তুফান এসে জীবনটাকে এলোমেলো করে দেয়। একটু গুছিয়ে নিলেই, দমকা হাওয়া পুনরায় এলোমেলো হয়ে যায়। আহারে জীবন😢
জীবনে আসলে অনেক কিছুই হওয়ার বা করার কথা থাকে। অনেক প্রতিজ্ঞা, কথা দেওয়া, একসাথে পথচলা আরো কতো কি ! কিন্তু দিনশেষে রাতের আঁধারে সব যেন কোথায় একটা হারিয়ে যায়। হারিয়ে যায় মানুষ, ছেড়ে যায় অনেকেই, কেউবা ইচ্ছে করেই দূরত্ব সৃষ্টি করে। কোনটাই আসলে মেনে নেওয়া যায়না। তবে দিন শেষে ভালোবাসার মানুষ ভালো থাকুক। অপূর্ণতা আমার হোক, সবাই পূর্ণতা পাক, সবাই খুব ভালো থাকুক। খুব ভালো থাকুক। যে যেখানে ভালো থাকে, যে যেভাবে ভালো থাকে!
@nayonchowdhury7411Ай бұрын
জীবটা যেন চলছেই না! চাকরি খুঁজতে খুঁজতে ব্যার্থ হয়ে সার্টিফিকেট টাও ছিড়ে ফেল্লাম তার কিছুক্ষন পরেই চাকরির ওফার আসলো হয়েও গেলো আহারে জীবন যেন মৃত্যু থেকে বেঁচে ফিরলাম
@abdullahrafi7367 Жыл бұрын
রাত ৩:৪৩ বাজে নেশার জন্য ঘুমাতে পারছি না,যত কষ্টই হোক আমি আর নেশা করব না।গানটা শুনে অনুপ্রাণিত হচ্ছি,যদি সম্পুর্ন সুস্থ হতে পারি,তখন কমেন্ট টা দেখব গানটাও শুনব
@azizripon1993 Жыл бұрын
আপনি গান শুনে অনুপ্রেরণা না নিয়ে, তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে অনুপ্রেরণা কামনা করেন।।।
@Hamim_Ahmed_698 ай бұрын
ভাই সুস্থ হইছেন-?😅
@starvai99773 жыл бұрын
আহারে জীবন!🙂 কয়েক বছর যাবে যুগের পর যুগ আসবে কিন্তু এই গানের ফিলিংস নেওয়াটা শেষ হবে না!🥀
@mdnaimislam133921 күн бұрын
-কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে আসা যায়.!💔 -কিন্তু কারো মায়ায় পড়লে নিজেকে ছেড়ে আসতে হয়..!🌸🥀💔 তাই গান টা অনেক কিছু মনে করিয়ে দেয়
@Rofi412Ай бұрын
আমি জানি গানটি সবার কাছে প্রিয় সবাই শুনতে আসবে তাই কমেন্ট করে গেলাম লাইক দিলে ফিরে এসে শুনবো যদি বেঁচে থাকি😢আহারে জীবন আহা জীবন জলে পদ্মা যেমন😢🎉
@arnobdas7768 Жыл бұрын
Lyrics কার্নিশে ভুল, অবেলা বকুল থাকো ছুঁয়ে একুল ওকুল থাকো ছুঁয়ে, শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ আবছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন। আহা পারতাম, যদি পারতাম আঙুলগুলো ছুঁয়ে থাকতাম বিষাদেরই জাল টালমাটাল এ কোন দেয়াল, এ কোন আড়াল ছাই হয় গোধূলি কারে যে বলি এ কোন শ্রাবণ আজ বয়ে চলি। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন। আহা সংশয়, যা হবার হয় বোঝেনা হৃদয় কত অপচয় কংক্রিট মন, মিছে আলাপন বিসর্জনে ক্লান্ত ভীষণ মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন..
@afrozaasha40663 жыл бұрын
গানের প্রতিটি কথা অসাধারণ,এই গানের কথা যে লিখেছে,যে গেয়েছে আর যারা বাদ্যযন্ত্র বাজিয়েছে প্রত্যেকেই খুব সুন্দর করে সব প্রকাশ করেছে💗
@shahriarshorif36503 жыл бұрын
ho re...
@zarakabir35333 жыл бұрын
Asmaalter
@fahimchowdhury31537 ай бұрын
কার্নিশে ভুল, অবেলা বকুল থাকো ছুঁয়ে একুল ওকুল থাকো ছুঁয়ে, শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ আবছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আবছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন। আহা পারতাম, যদি পারতাম আঙুলগুলো ছুঁয়ে থাকতাম বিষাদেরই জাল টালমাটাল এ কোন দেয়াল, এ কোন আড়াল ছাই হয় গোধূলি কারে যে বলি এ কোন শ্রাবণ আজ বয়ে চলি। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন। আহা সংশয়, যা হবার হয় বোঝেনা হৃদয় কত অপচয় কংক্রিট মন, মিছে আলাপন বিসর্জনে ক্লান্ত ভীষণ মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন.. আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন..
@rubelraz69505 ай бұрын
🎉🎉
@Sonya-rv4xe11 ай бұрын
জাফর তুমি চলে গেছো আমাকে ছেরে শুধু টাকার জন্য যানো জাফর এখন আমার অনেক টাকা আছে কিন্তুু তোমার সেই অবহেলা গুলো যখন মনে পড়ে তখন আমার মুচকি হাসি পায় তবে তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় ❤❤❤
@mimuthestar3120 Жыл бұрын
জীবনকে কিভাবে উপভোগ করলে, গানের জন্য এমন রিলিক্স লেখা যায়। ধন্যবাদ জানাই পুরো টিমকে❤🎉
@Abdurrahim-eu4de Жыл бұрын
কতো কষ্ট করছি পরীবারের জন্যই, তবুও মন পাইনা পরীবারের কারোই,,,,কতো হতাশার মাঝে জীবন কাটতেছে, আহা জীবন
@smsharminmalek82234 ай бұрын
বাবাকে হারিয়েছি প্রায় ২৩বছর হয়ে গেছে. তখন আমার বয়স ৪-৫ বছর।প্রিয়জন হারানোর কষ্ট কতটুকু তখন আমি বুঝতেছি। আমি সবসময় চাই আমার পরিবারের কারো মৃত্যু হওয়ার আগে আল্লাহপাক যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, কেননা তাদের হারানোর যন্ত্রণাটা মৃত্যুর চেয়ে বোধ হয় বেশি হবে। আহারে জীবন চোখে পানি এসে পড়ছে
@hridoyahmed7423 жыл бұрын
দিনশেষে গল্পগুলোই বেঁচে থাকে, গল্পকার হারিয়ে যায় অন্ধকারে।
@Munnislifestyle02_vlog028 ай бұрын
আহা জীবন,, এই জীবন নিয়ে অভিযোগ এর শেষ নেই। তবুও বেঁচে আছি। কারণ ভাগ্য তো আল্লাহ লিখেন সবই দেখেন তিনি। এ জীবন থাকার চেয়ে আল্লাহ তুমি নিয়ে যাও 🙂💔
@m.akuddus3153 жыл бұрын
এই জীবনে কতো আপন জন,প্রিয় মানুষ, সুন্দর সময়, দিন শেষে বাবা মা ভাই বোনদের মতো আপন আর কেউ নয়,আহারে জীবন
@jarifandjarin61222 жыл бұрын
জীবনের প্রিয় মানুষকে একবার হারালে আর কোন দিন দেখবো না।। যদি পারতাম আঙ্গুল গুলো ছুঁয়ে দেখতাম।।। আহা জীবন।।। অনেক মনে পড়ে তোমাকে মা😭😭😭
@Fahamida7705Ай бұрын
চার বছর আগের গান অথচ ২৪ এ এসে শুনলাম Mind relaxing... ❤
@AbdulHannan-qp8kp Жыл бұрын
সুমি আপার এটা একটা শ্রেষ্ঠ গান। বাস্তবধর্মী। টীমের সবাই খুব ভালো করেছে। সুমি আপার কন্ঠ টাও অসাধারণ লেগেছে।👍👍
@rajibahammed7985Ай бұрын
পৃথিবীর কোথাও যেন কেউ ভালো নেই আমার সুখ চুরি হয়লো শান্তি চুরি হয়লো মুখের হাসি চুরি হয়লো চোখের ঘুম চুরি হয়লো কিন্তু আমার দুঃখগুলো চুরি হয়লো না 🥹🥹😭😭😭😭😭😮
@ahmedrabbil97432 жыл бұрын
গান টা আমার জীবনের সাথে একদম মিলে গেছে, প্রতিদিন কম হলেও ১০ বার শুনি। আগামী প্রজন্ম এই গান গুলো শুনে বুঝবে আমরা কত মাস্টারপিস গান শুনতাম। ২০৩০ সালের জন্য কমেন্ট করে গেলাম। আহারে জীবন আহা জীবন জ্বলে ভাসা পদ্ম জীবন।
@AthounRakhine Жыл бұрын
ঠিক ৭ বা ৮ বছর আমার বয়স, কষ্ট কী জিনিস বুজতাম না, রাত্রে মাকে বলাম ভাত দিতে মা বলল আমি খেয়েছি তুমি খেতে নিও কিন্তু তরকারি নেই দুপুরে ভাত একটু লবণ দিয়ে গরম করছি আমি রাগে মাকে বলাম লবণ দিয়ে কী ভাত খাওয়া যায়। তবুও আমি অল্প খেয়েছি। রাতে ১০ দিকে আমার ঘুম ভেঙ্গে যায়, মাকে দেখি চোখে জল মুছে মুছে আমার খাওয়া বেচে যাওয়া ভাত খাইতেছে। আসলে জীবন,,, কিন্তু এখন আমি কোটিপতি না সুখি ❤❤
@salmantalukder7293 жыл бұрын
2021 সালে এসেও যারা গান টা শুনছেন তারা লাইক দেন❤
@latifaakter16743 жыл бұрын
জীবন টা সত্যিই ভাসা পদ্মের মতো।কথা গুলো হৃদয় নিংড়ানো।
@omorahammed56553 жыл бұрын
So sad. Are you lonely women?
@mdnijam30968 ай бұрын
জীবন্ত লাশ হয়ে এখনো এই দুনিয়াতে রয়ে গেলাম। কবে যে একটা শান্তির গুম দিবো।
@mdisrafilhossain7385 Жыл бұрын
যতদিন না প্রতিষ্ঠিত হয় প্রতিদিন এই গানটা একবার করে শুনবো কারন মনটা অনেক ভালো হয়ে যায়
@MnNoyantalukdar Жыл бұрын
আহারে জীবন সাত বছর চলে গেল এখনো মা বাবা কাউকে সরাসরি দেখতে পারিনি কবে যে দেখব আল্লাহ জানে এটাই বুঝি জীবন প্রবাস জীবন
@KHAN-uz4kd8 ай бұрын
সবাই ভাবে আমি কতো সুখী, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এই গান শুনি💔
@vehiclelight75703 ай бұрын
আমার বয়স ২৬ বছর। এই বয়সে যতগুলো গান শুনছি তার মধ্যে এটা আমার কাছে অনেক মূল্যবান। কিন্তুু কেন জানিনা!🥰🥰🥰🥰
@MohammadOsmanGoniRana Жыл бұрын
জীবনের ২৭ টা বসন্ত পার করেছি। অনেকের কাছে অনেক ভাবেই অপমানিত হয়েছি। রাস্তায়, পাড়ায়, বন্ধু বান্ধব ছাড়াও কাছের আত্মীয়া স্বজন তো আছেই। তারপরেও নিজের ইচ্ছেমতোই পথ চলতে শিখেছি। অনেক জায়গায় চাকরীর ইন্টারভিউ দিয়েছি। কোনো কাজ হয় নাই। হয়তো আল্লাহ ভাল কিছু রেখেছিল জীবনে। তাইতো এখন নিজেকে প্রতিষ্ঠিত করার ধারপ্রান্তে চলে আসছি। হয়তো আর কিছুদিন সময় লাগবে। ইনশাআল্লাহ একদিন একদিন প্রতিষ্ঠিত হবো। কিন্তু এখন পিছনের কথা ভেবে খুব হাসি পায়, কিছু বেইমান মানুষের কথা মনে হলে আরো বেশি হাসি পায়, যারা অবহেলা করেছে তারাও এখন সাহায্যের জন্য পিছনে পড়ে থাকে। আমার এই পথ চলায় সবচেয়ে বেশী সহযোগীতা করেছে আমার বাবা ও আমার স্ত্রী। ইনশাআল্লাহ সময় খুব নিকটে।
@babluhusahusa263 Жыл бұрын
হাত চাড়িয়া দেও সোনার দেওরারে, ফালতু একটা গানের ভিও দেখলাম ২৭ মিলিওন কয়েক দিনে, এত সুন্দর একটা গানের ভিও হয়না গায়কী অসাধারণ, কথা সুন্দর, মামুনুর রশীদের কথা সত্য রুচির দূরভিক্ষ চলছে,৩০/৫/২০২৩ পরে যারা শুনবেন লাইক দিয়ে জানান দিয়েন।❤❤❤❤
@bipultarafder4582 ай бұрын
জীবন এতই সস্তা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে.......
@mdimranhossen483511 ай бұрын
অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন আহা জীবন। জলে বাসা পদ্ম যেমন।
@mdmasumrana430725 күн бұрын
আহারে জীবন.... আহা জীবন.. জলে ভাসা পদ্ম যেমন 😢
@afrinnadia57512 жыл бұрын
এমনও কিছু ব্যাথা থাকে যা কোন ভাষাতেই প্রকাশ করা যায় না।।। নিরবে নিভৃতে শুধু কাঁদায়।
@mdrobin5437 Жыл бұрын
জীবনে কিছু পরিস্থিতি আসে না পারে মানুষ বলতে না পারে সইতে।জীবনের হিসাব আসলে মিলানো খুবই কঠিন। প্রতিটি মানুষ বিভিন্ন সমস্যা ও কষ্ট নিয়ে বেচে আছে। তারা কেউ কাওকে বলছে না বা বলতে পারার কথাও না সেই কষ্ট সুদু নিজস্ব। ঠিক জ্লে বাসা পদ্মের মত। আহারে জীবন। আহা
@sekhhridoy80737 ай бұрын
নতুন নতুন বন্ধু হয় আমি তাদের সবসময় সবচেয়ে বেশি সম্মান প্রাধান্য দেই তাদের সব রকম বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করি নিজেকে ছোট করে তাদেরকে বড় করার চেষ্টা করি তবুও আমাকে অপমান অপদস্ত করার কিঞ্চিৎ পরিমান সুযোগ তারা বৃথা যেতে দেয় না (আহারে জীবন)😢 কবে যে আল্লাহ প্রতিষ্ঠিত করবে, সবাই আমার জন্য দোয়া করবেন😢
@MdYousuf-bu7sm7 ай бұрын
Same 🥹
@jahidmunia5894 Жыл бұрын
জীবন মানে বেঁচে থাকা তাই মনে হয় বেঁচে আছি 🥹🥹 আলহামদুলিল্লাহ
@mdlikhonali-c3z9 ай бұрын
রাত গভীর হলে চার দেয়ালের আতুর ঘরে শূন্যতার দাপটে তোলপাড় হওয়ার হাত থেকে রক্ষা করে চিরকুটের এই আয়োজন। অগোছালো, অসহায় জীবনের যত্ন নেয় চিরকুটের গান গুলো।
@sunilghosh5369 Жыл бұрын
জীবনটা এভাবে চলার কথা ছিল না তাই এখন চিৎকার করে বলতে ইচ্ছে করে আহারে জীবন😭😭😭
@rafiaeshita1589 Жыл бұрын
অভিমান জমে জমে আমি ব্যথাহীন.... কতোবার যে শুনেছি গানটা. আহারে জীবন 😅
@ranasayan6056Ай бұрын
আহারে জীবন,,,, আহারে জীবন কি দিয়ে যে তোরে করি বিশ্লেষণ,,,,,প্রতিটা মূহুর্তে কষ্টকে সাথে নিয়ে বাঁচার কথা ভাবতে হয় ,, সব কিছু থাকার পরেও ,, না থাকার মত এমন জীবন তো চাইনি
@taslimarahaman35002 жыл бұрын
শুনি আর দুচোখ দিয়ে পানি গড়িয়ে যায়,,,,আহারে জীবন আহা জীবন,, অভিমান জমে জমে আমি ব্যথাহীন,,
@mstsumona48302 жыл бұрын
Same❤💔
@arifnasir13402 жыл бұрын
আমি তাকে অসম্ভব ভালোবাসি, সেও ভালোবাসে আমকে। দুঃখ একটা এত ভালোবাসার পরেও বার বার পরীক্ষা দিতে হয়😪😪।
@kmkader8678 Жыл бұрын
কার্নিশে ভুল, অবেলা বকুল থাকো ছুঁয়ে একুল ওকুল থাকো ছুঁয়ে, শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ আবছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন। আহা পারতাম, যদি পারতাম আঙুলগুলো ছুঁয়ে থাকতাম বিষাদেরই জাল টালমাটাল এ কোন দেয়াল, এ কোন আড়াল ছাই হয় গোধূলি কারে যে বলি এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।!!
@ffgame1636 Жыл бұрын
হতাশ হবেন না কেউ বিশ্বাস রাখেন আল্লাহর উপর শেষ টা সুন্দর হবে ইনশাআল্লাহ 🌸
@karamazov4684 Жыл бұрын
বাস্তব জীবনে শেষটা কখনোই সুন্দর হয়না। 😓
@BDLemon Жыл бұрын
শারমিন সুলতানা আবেগের কন্ঠে এই গানটি পরিবেশন করার জন্যই বার বার শুনতে ভালো লাগে।সামনে বসে গানটি শুনার সুযোগের অপেক্ষায় থাকলাম।
@nahiduddin7805 Жыл бұрын
১:৫৫ সেকেন্ড থেকে ২:১৮ সেকেন্ড পর্যন্ত যে সুরটা দেওয়া হয়েছে এটা শুনলে কেমন যেনো গা টা শিউরে উঠে।♥️ আহ্! এত সুন্দর কেন🥺
@khairunnahar17143 жыл бұрын
আহা পারতাম, যদি পারতাম আঙ্গুল গুলো ছুয়ে থাকতাম। এ কোন দেয়াল এ কোন আড়াল ছাই হয় গোধুলী কারে যে বলি,, সারাজীবন অপেক্ষা করে যদি পাই,,জানি সেও ভালো নাই। আহারে জীবন আহা জীবন জ্বলে ভাসা পদ্ম জীবন 😢😢
@SHORT_ON_TAMIM3 жыл бұрын
গানটা যতবারই শুনি তার কথা খুব করে মনে পড়ে😣 এমনই কোনো এক সন্ধ্যেবেলায় কিছু অপ্রত্যাশিত আর তুচ্ছ অজুহাত দেখিয়েই সে আমাকে ছেড়ে গেলো😇
@sharminrimi-gr2uv2 ай бұрын
দুইদিন ধরে শুনছি শুনতেই আছি যেন এই গানের নেশা ধরে গেছে। কি কথা! কি সুর!
@AbdurRahimvlog-nd2ef28 күн бұрын
পৃথিবীর সবচেয়ে বড় অশান্তি হচ্ছে পারিবারিক অসান্তি
@soniaakter63543 жыл бұрын
প্রতিটি লাইন এর সাথে জীবনের মর্মস্পর্শী মিল.... অদ্ভুত সুন্দর ❤️
@tauhidkhan84972 жыл бұрын
আহারে জিবন, এত কষ্ট কেন জীবনে, কেন মানুষ সতি্কারের ভালো বাসার মুল্যয়ন করেনা, খুব পছন্দের একটা গান আমার, জিবনের সাথে মিল আছে আমার এই গানের
@MdMoman-c2i5 ай бұрын
এই গান টা আমার ভীষণ প্রিয়, একসময় প্রতিদিন শুনতাম,সালটা ছিল ২০-২১ এর মাঝামাঝি, এখন আবার একই জায়গায় এসে পৌঁছেছি, আমার জীবন টা আবার বিষাদময় হয়ে গেছে,তাই কমেন্ট করে রেখে গেলাম স্মৃতি,যদি কোন দিন আবার জীবনে আনন্দ খুঁজে পায় সেদিন আবার এই কমেন্ট টা খুঁজতে আসব...
@marjannur89812 жыл бұрын
দিন শেষ এ শূন্যতাই মানুষের সঙ্গী
@muhurtosheikh11372 жыл бұрын
hm thik 😢❤❤
@Debansu2 жыл бұрын
প্রথমবার শুনলাম... জাস্ট কিছুক্ষণ থমকে গেলাম.... ভারত তথা পশ্চিমবঙ্গেও প্রচলিত হোক এটাই কাম্য
@fatemakhan9320 Жыл бұрын
সুন্দর উপলব্ধি। কত কথাই তো কইতে পারিনা শুধুতে শুনতে আর সইতে হয় ভদ্রতার নামে।অথচ কত অসহায় লাগে কিছু সময়।আলো পাবো কি না জানি না চেস্টা করে যাচ্ছি জীবনের নামে। আহারে জীবন😑😑
@raadshahematlecturer50742 жыл бұрын
এত আবেগ দিয়ে গানটা গাওয়া! কতবার যে শুনেছি!
@SumaiyaFahmid Жыл бұрын
আহারে জীবন আহারে জীবন ,,,ছোট একটা বাচ্চা নিয়ে অনিশ্চিত জীবনের নিশ্চয়তা খুঁজে বেড়াচ্ছি,,,,এ কেমন জীবন ,,,আহা কি সংশয়,,,,,😭😭😭😭
@RafikulIslam-zu3lr Жыл бұрын
Amiiii Sumaiya.. 15 bochore biye hoy. . 16 e prothom meye hoy.. 11 maser meyeta Amr Jiboner sathe juddho kore mara jay... Meye mara jawyar por 18 bochor boyoshe Allah Abr Chele Sontan dilo. . Cheler alhamdurillah 10 mas.. Sontan Sosur shashuri shamii songsar Sob kichur piche chutte chutte kokhonoiii eiii amiii ta k kew gurutto e deyniiii.. Ahaaaaare jibon Din furiye geleii mone hoy eiii amii tar opor kotoiiii nh Obichar korchiii... Eiii poribar ta k amiii amr jiboner sob ta dicchi Biniyom e pacchi Obohelaaa opoman kosto.. Tobuuuu Ooo eiii Dayetto theke ek chul porimaaaan pichu hotbar kono Opaaaay naiiiii... Opekkha shudhu Mrittur!!!!!!!!! Ahaaaaaaaare jibon Ahaaa jibon
@gaburarashik Жыл бұрын
দোয়া করি আল্লাহ আপনার জীবনকে সহজ করে দিক।
@SumaiyaFahmid Жыл бұрын
@@gaburarashik thanks
@SumaiyaFahmid Жыл бұрын
@@RafikulIslam-zu3lrapu ami ki apnae songe jogajog korte pari😢😢?
আহারে জীবন আহা জীবন কই গেল সেই সোনালী অতিথ 😭😭মিনার কার্টুন😭 আলিফ লায়লা 😭সিনবাদ😭রবিনহুড 😭হাতেম তাই কই গেল ৯০ শতকের সৃতি গুলি😭😭😭😭😭😭😭
@maymemayme660 Жыл бұрын
কিছু মানুষ আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য আসে কিন্তু ওই সময়ের জন্য হলেও আমাদের খুব কাছের একজন হয়ে যায়। চাইলেও তাকে ভুলে থাকা সম্ভব না
@yeasinahammad7535 Жыл бұрын
সৌদি আরব আছি আজ প্রায় ১ বছর ৩ মাস, সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটে এসে রাতে যখন বাসায় আসি গান গুলো শুনি, নিজের অজান্তে চোখের কোণে জল জমে যায়! চোখ মুছে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি 🙂🙂
@reshmehassan62982 жыл бұрын
অভিমান জমে জমে আমি ব্যাথাহীন।❣️💔wow
@ParbezHossain-r2v2 ай бұрын
তোফাজ্জল ভাইয়ের মৃত্যুর পরে কে কে গানটি শুনতে আসছেন