রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সুমি আপু যখন এই গানটা গাইলো, এত ফাঁকা ফাঁকা লাগছিলো বুকের ভেতর! কোথায় হারিয়ে গেছে প্রথম প্রেমে মরে যাওয়ার দিনগুলো! সেই মানুষটাও কী ভীষণ দূরে, এক জীবনে যে দূরত্ব পাড়ি দেওয়া হবেনা। যে সময় তার জন্য উথাল-পাথাল প্রেম ছিলো, তখন এই গানটা ছিলো না। গানটা বের হলো বেশ পরে, তখন সাথে দাড়িয়ে শোনার জন্য সেই মানুষটা আর ছিলোনা। পৃথিবীর বিশুদ্ধতম, অসহায়তম আর বোকাসোকা জিনিস বোধহয় এই প্রথম প্রেম। চোখে কত রং আর বিশ্বাস নিয়ে অন্ধের মত প্রেমে পড়ি আমরা! তারপর একদিন সব ভেঙেচুরে আমাদের বড় করে দিয়ে চলে যায়, আমরা পাক্কা ব্যাবসায়ীর মত ক্যালকুলেশন করে প্রেমে পড়তে শিখে ফেলি। আহারে!
@zahidhasan5942 ай бұрын
😭😭
@kashfikazi58373 жыл бұрын
মনে চাঞ্চল্য এনে দেয়ার জন্য যথেষ্ট,,,, সত্যই আমাদের দেশের নতুন এই আর্টিস্টগুলোর সৃষ্টশীলতা অসাধারণ,,,,
স্পিচলেস হয়ে গেসি। এত সুন্দর করে কেমনে পারফর্ম করে!!! উইন্ড অফ চেঞ্জকে অসংখ্য ধন্যবাদ এইরকম অসাধারণ একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য
@JoyBangla-l8d2 ай бұрын
এই গানে বিরক্ত না করাতে তাপসকে আন্তরিক ধন্যবাদ। ৮ বছরে এসেও চিরনতুন।
@rafiaislamanika18195 ай бұрын
এইচএসএসি চলছে। রাত দিন পড়ার ব্যস্ততা। সন্ধ্যায় কফির কাপে চুমুক দিতে দিতে এই গান শুনছি। নিজেকে শান্ত করে আবারো কনসান্ট্রেট করবো! ভালো কিছুর প্রত্যাশায় সকলের কাছে দোয়া প্রার্থী ❤
@shovonpal45398 жыл бұрын
the magical lady on the bass , is the currently on of the top in our continent, SHe plays with AR RAHMAN SIR. Her name is mohini dey. And hats of to the Ganbangla team for such a great establishment.
@6nice9365 жыл бұрын
Top in our continent? Are you sure? Or ever heard of bassbaba sumon?
@koowasha5 жыл бұрын
Creepy Guy , you have no idea of the music-world dude. Steve Vai highly praised that magical lady, on stage, while playing with her. Mohini Dey is a legend. On a side note, with proper platform and opportunity guitarist Emon can shine as the brightest star!
@6nice9365 жыл бұрын
@@koowasha i didn't said she was any bad or anything. But can surely say not best in the continent nit even the best in the sub continent
@debjanimondal37484 жыл бұрын
Absolutely wow.. sotti more gechi. Love from Kolkata.. ❤
@NusratJahan-bb5tw8 жыл бұрын
অসাধারন। এক কথায় অসাধারন। কতবার যে শুনে ফেলেছি তার কোন ইয়ত্তা নেই।
@mdsofijulislam1776 жыл бұрын
😍😍😍😍
@shafiqulislammohd52285 жыл бұрын
অসাধারন
@closeysurong12344 жыл бұрын
Has anyone heard yet? In 2023
@saifulsafee70134 жыл бұрын
Today I'm.
@mahidhasan90353 жыл бұрын
me
@julkarnain18933 жыл бұрын
Yeah
@tasnuvaahsanmumu50383 жыл бұрын
Always dude.
@mehedimaruf82063 жыл бұрын
Yep
@bijoy_268 жыл бұрын
How in the world this arrangement can be made this beautiful and lively! Credit goes to every single musicians in this composition .
@SadiTonmoy8 жыл бұрын
একটু তোমায় নিলাম আমি এক চিমটি মেঘে থামি জলের ছিটেই নিলাম পাগলামি একটু তুমি বুকের ভেতর বেপরোয়া শ্রাবণ ভাদর ভাসাও ডোবাও তোমারি আমি মরে যাব রে, মরে যাব কি অসহায় আমি একবার ভাব তোমাকে ছেড়ে যাব কোথায় ? তোমাকে ছেড়ে কি বাঁচা যায় ? মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে এ বড় সুন্দর জ্বালায় আমায় মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে এ বড় নির্মম পোড়ায় আমায় একটু রাত ডুবে আসে একটু আলো নিভে আসে তুমি দূরে একা লাগে মধুর ওই চাঁদটাকে এ্যালুমিনিয়াম লাগে হাঁটি আমি চাঁদও হাটে মরে যাব রে, মরে যাব কি অসহায় আমি একবার ভাব ভালো লাগে না, লাগে না রে বাঁচাবে আজ বলো কে আমারে বুঝিনা জানিনা ,মেনেও মানিনা সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে এপারে ওপারে খুঁজি যে তাহারে সে ছাড়া নেই আমি, চাই তাহারে একটু তোমায় নিলাম আমি এক চিমটি মেঘে থামি জলের ছিটেই নিলাম পাগলামি একটু তুমি বুকের ভেতর বেপরোয়া শ্রাবণ ভাদর ভাসাও ডোবাও তোমারি আমি মরে যাব রে, মরে যাব কি অসহায় আমি একবার ভাব
@mostafijurrahman46098 жыл бұрын
nice
@sathirashid34468 жыл бұрын
Thank u for the lyrics 😊☺
@BMmixmusic8 жыл бұрын
ধন্যবাদ ভাই আপনাকে লিরিক্সটা লিখে দেয়ার জন্য ...
@rajujugantor8 жыл бұрын
Thank u for the lyrics bro,,,,,,thnksss
@amitanjila12738 жыл бұрын
sadi... tui o ei gan sunos..? ^_^ joss
@arbadsha02 Жыл бұрын
বেস্ট গানের তালিকায় এটা অন্যতম।ধন্যবাদ চিরকুট এত সুন্দর গান উপহার দেয়ার জন্য।
@madhurimadas96474 жыл бұрын
The musical styles has western classical influence which smoothly caramelized into the lyrics ... Just gives a another level of flavour
@ARIANs_Soundscape3 жыл бұрын
Yeah. It's true.
@bibekbastakoti52906 жыл бұрын
I have Heard this song first time in one of online fm ,so much impressed with this song. Love from Nepal ...
@Babylonguitarman4 жыл бұрын
Appreciate from Bangladesh
@shuvoameer80813 жыл бұрын
Nepali people have good music taste..... my Neplai students in Dhaka medical college... i have seen them interested in good bangla songs....
@AzadulIslam-me8pg9 ай бұрын
কালকেই কন্সার্ট এ এই গান সুনলাম বুঝে উঠতে পারলাম না হুট করে কি হলো,, গায়ে কাটা দিয়ে উঠল,,,চট্রগ্রাম এর কন্সার্ট এ 9/10 টা বেন্ড আসলো কিন্তু আমি গিয়েছিলাম সুমি আপুকে লাইভ গাইতে দেখব তাই,,,কিন্তু জানতাম না আপু এভাবে ভাবাবে,,,কেমন একটা মায়া আছে জানি না আমি,,,, শুধু ধন্যবাদ জানাই আশার জন্য,,, এবং এমন একটা গান লাইভ সুনতে দেয়ার জন্ন্যে একদিন দেখা করব সুমি আপুর সাথে জানি না কতটুকু পূরন হবে ইচ্ছা টা কিন্তু যদি দেখা করতে পারি তাইলে তাকে হয়ত বুঝাতে পারব তার গান কিভাবে আমাকে বিমহিত করে,,,, ❤
@AbdullahSizan-sb2vg9 ай бұрын
bhai amr moner kota apni bole dilen
@NIK-BARUA9 ай бұрын
আমি ও গেছি লালন আর চিরকুট ব্যান্ড এর জন্য
@debashisdas8898 жыл бұрын
A wonderful bunch of musicians.... Violin (Anna) was awesome,,and guitarists too,,,,over all, great 👏👏👏
@shamimmamun26322 жыл бұрын
এই গানটি প্রথম শুনেছিলাম 2017 সালের শেষের দিকে.... সময়ের সাথে জড়িয়ে ছিল এক রাশ প্রত্যাশা... ঠিক আজ সেই একই গান শুনছি... এ সময় জড়িয়ে আছে ছিন্ন ভিন্ন কিছু হতাশা.... গানটি টি তো সেই একই আছে কিন্তু সময় শিখিয়ে গেছে শেকল বাধা এ কি নিস্ঠুর বাস্তবতা.... ???
@rename92733 жыл бұрын
কি অসহায় আমি একবার ভাবো 😔 মরে যাবো রে মরেই যাবো 😥 অসাধারণ ❤️
@mahedihasantusher2625 жыл бұрын
Love from Kolkata...Love You Chirkutt.. Who else is from Kolkata?? Hit a like.
@khairultopu28785 жыл бұрын
যতোবার শুনেছি মরে যাবো রে.... ততবার আমি মরে গেছি... এভাবে গাইতে থাকলে আসলেই মরে যাবো😍😍
Music has no boundaries.... proved again with our talents... great combination...
@mohammadbadsha29623 жыл бұрын
আমাদের বোন।।আমাদের গর্ব।। আপা শুভ কমনা রইলো খুলনার ভাইদের পক্ষ থেকে।
@henrywork12377 жыл бұрын
Respect from India! Fabulous. I was in tears. What a voice!
@uashaskarmoker6488 жыл бұрын
world class!! Bangladesh 💜💜
@008554466 жыл бұрын
Uashas Karmoker Thank you bro...
@Bishnu_Deb5 жыл бұрын
@Robiul kabir বাংলাদেশের মাইয়া রা মধু চেয়েও মিষ্টি। কি বলো ভাই?
@alaminm90884 жыл бұрын
প্রথমবার শুনে কিছুই বুজতে পারিনি। পরে আবার শুনেছি। কিন্তু পরে গানটা বুজার পরে একটানা ১৩ বার শুনেছি। গানটা বুজতে হলে অবশ্যই একা বসে বসে শুনতে হবে। নয়তো এই গান বুজার মতো চিন্তাশক্তি মাথার মধ্যে ডুকবে না।
@juelahmed78093 жыл бұрын
মৌলভীবাজার এর কনসার্ট এ গানটি খুবই ভালো লাগছিল ♥️♥️
@zidnihossain14973 жыл бұрын
Artcell:- oniket prantor. Warfaze:- boshe achi eka. Aurthohin:- chaite paro. LRB:- shei tumi. Shironamhin:- abar hashimukh. Miles:- firiye daw. Nogor Baul:- taray taray. Black:- amar prithibi. Arbovirus:- hariye jaw. Nemesis:-kobe. Chirkutt:- more jabo. Meghdol:-esho amar shohore. Old School:- aaj rate kono rupkotha nai. Sunno:- bedona. Vibe :- odhora. Encore :- na pawar golpo. Ashes:- dhulabali. Aftermath:- moho🖤❤️🤍 these bands gifted us those songs🖤🖤🖤
@mahiarahman56563 жыл бұрын
and you gift us this comment.
@mdarmankhan17003 жыл бұрын
You gifted us old Memories
@ahanafarjana93403 жыл бұрын
Shironamhin: Ei obelai♥️
@mumtahinamantasha8863 жыл бұрын
এই যে বিচ্ছেদ, এই যে অসহায় হয়ে যাওয়ার কষ্ট... কত অদ্ভুত না!?
@বাংলাজনসমাজ4 жыл бұрын
তাপস wind of change বাংলা গানকে আপনি যে প্লাটফর্ম দিলেন তাকে এই ভারতীয় বাঙালির স্যালুট রইল ।
@saimon2000bd4 жыл бұрын
দাদা, বাঙালির সাথে ভারতীয় টা যোগ ন করলেও পারতেন। কাঁটা তারের সীমানা আমাদের খুব একটা আলাদা করতে পারেনি, আজ আমরাও অভিন্ন বাঙালি জাতি হতে পারতাম যদি জিন্নাহ আহাম্মকটা চার্চিলের ফাঁদে পা দিয়ে পকিস্তান গঠন করত।
@progamertheultimate1999 Жыл бұрын
Nijer valobashar manushke govir vabe observable korte ei ganer juri mela var🌹🌹..... Love u my sweetest man
@mamunazadsalehin21858 жыл бұрын
আহা কী যে গান, অদ্ভুত সুন্দর।
@anikdeb21695 жыл бұрын
its 2019, still I m fall in love with morei jabo😍😍😍...and also sumi apu
@ArafDiaz4 жыл бұрын
আহহহ আমাদের দেশের মিউজিক কত যে সমৃদ্ধ হয়েছে!❤❤
@nonditafransisca81198 жыл бұрын
হাজার গানের মাঝে অন্যরকম ভালোলাগা গান..
@yusuf42khan876 жыл бұрын
ভাল লাগসে
@Applyingprogram-5 жыл бұрын
osthir Dialogue.😆😆😆😆😆😆😆
@tanibalom71295 жыл бұрын
এখনো এই গান শুনি
@shabel28588 жыл бұрын
আমার দেখা সেরা মিউজিক চিরিকুট এর :)
@hlayachingchowdhury26065 жыл бұрын
Bbarban
@rafiqrahman21123 ай бұрын
১৮ সেপ্টেম্বর ২৪: গানটা শুনলে মনে হয় মৃত্যুর চেয়ে আনন্দের কিছু নাই। মৃত্যুই চিরন্তন, মৃত্যুই সুন্দর।।
@marjukakhan1403 жыл бұрын
একটু তোমায় নিলাম আমি এক চিমটি মেঘে থামি জলের ছিটেয় নিলাম পাগলামি একটু তুমি বুকের ভেতর বেপরোয়া শ্রাবণ ভাদর ভাসাও ডোবাও তোমারি আমি মরে যাবো রে, মরে যাবো কি অসহায় আমি একবার ভাবো (২ বার) তোমাকে ছেড়ে যাব কোথায় তোমাকে ছেড়ে কি বাঁচা যায় মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে এ বড় সুন্দর জ্বালায় আমায় মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে এ বড় নির্মম পোড়ায় আমায় একটু রাত ডুবে আসে একটু আলো নিভে আসে তুমি দূরে একা লাগে মধুর ওই চাঁদটাকে এ্যালুমিনিয়াম লাগে হাটি আমি চাঁদও হাটে মরে যাবো রে, মরে যাবো কি অসহায় আমি একবার ভাবো মরে যাবো রে, মরে যাবো কি অসহায় আমি একবার ভালো লাগে না, লাগে না রে বাঁচাবে আজ বলো কে আমারে বুঝিনা জানিনা,মেনেও মানিনা সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে এপারে ওপারে খুঁজি যে তাহারে সে ছাড়া নেই আমি, চাই তাহারে একটু তোমায় নিলাম আমি এক চিমটি মেঘে থামি জলের ছিটেয় নিলাম পাগলামি, একটু তুমি বুকের ভেতর বেপরোয়া শ্রাবণ ভাদর ভাসাও ডোবাও তোমারি আমি। মরে যাবো রে, মরে যাবো কি অসহায় আমি একবার ভাবো মরে যাবো রে, মরে যাবো কি অসহায় আমি একবার ভাবো মরে যাবো রে, মরে যাবো কি অসহায় আমি একবার ভাবো
@Rongon503 жыл бұрын
Thanks a lot
@hayatishrak2 жыл бұрын
Headphone a full volume diye choltese. Je shukh pacchi bhai :3
@md.motiarrahman47802 жыл бұрын
একটু তোমায় নিলাম আমি, এক চিমটি মেঘে থামি, জলের ছিটেয় নিলাম পাগলামি... একটু তুমি বুকের ভেতর, বেপরোয়া শ্রাবণ ভাদর, ভাসাও ডোবাও তোমারি আমি... মরে যাবো রে, মরে যাবো, কি অসহায় আমি একবার ভাবো... তোমাকে ছেড়ে যাব কোথায় ? তোমাকে ছেড়ে কি বাঁচা যায় ? মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে এ বড় সুন্দর জ্বালায় আমায় মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে এ বড় নির্মম পোড়ায় আমায়... একটু রাত ডুবে আসে, একটু আলো নিভে আসে, তুমি দূরে একা লাগে... মধুর ওই চাঁদটাকে, এ্যালুমিনিয়াম লাগে, হাটি আমি চাঁদও হাটে... মরে যাবো রে, মরে যাবো, কি অসহায় আমি একবার ভাবো... ভালো লাগে না, লাগে না রে, বাঁচাবে আজ বলো কে আমারে, বুঝিনা জানিনা ,মেনেও মানিনা... সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে, এপারে ওপারে খুঁজি যে তাহারে, সে ছাড়া নেই আমি, চাই তাহারে... একটু তোমায় নিলাম আমি, এক চিমটি মেঘে থামি, জলের ছিটেয় নিলাম পাগলামি... একটু তুমি বুকের ভেতর, বেপরোয়া শ্রাবণ ভাদর, ভাসাও ডোবাও তোমারি আমি... মরে যাবো রে, মরে যাবো, কি অসহায় আমি একবার ভাবো...
@aritradutta39214 жыл бұрын
Much love and respect from Kolkata
@md.rajwoanislam56283 жыл бұрын
কিছু গান কখনো পুরোনো হয় না, যখনি শুনি, তখনি যেন প্রিয় গান হয়ে যায়।
@onuvubindu3 жыл бұрын
O my gosh 🙊 What a blasting music entry this is! Mind blowing 🥰❤️
@bmsangma5 жыл бұрын
woww great song... greetings from meghalaya India
@jayamandal39754 жыл бұрын
Love from India for Mohini dey bass guitarist 🇮🇳
@shimulkhan85932 жыл бұрын
সুমি আপু তুমি আসলেই অসাধারণ ভোকালিষ্ট... তোমার ভয়েসে সত্যি'ই আকৃষ্ট মতো ম্যাজিক আছে। তোমরা থাকবে প্রজন্ম থেকে প্রজন্মাতরে। তোমাদের থাকবে হবে আমাদের মতো অসহায়ের জন্য। #28/10/2022★★★
@piashmazumder47094 жыл бұрын
আহা শুরুর আর শেষের মিউজিকটা পুরা জোস ছিলো। :)
@sabbarkhan39673 жыл бұрын
এমন অনেক দিন গেছে!🥰 আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি!☺️
@user-kn1mp5kl3w Жыл бұрын
এই একটা গান যেটা কিনা আমি সব সময় শুনি যতো শুনি ততোই ভালো লাগে গায়ের লোম দাড়িয়ে যায়,অসাধারণ গানের কথা আগামী কতো বছর শুনতে পারবো জানিনা যদি আল্লাহ বাচিঁয়ে রাখেন।❤❤
@jmsujon57055 жыл бұрын
(তুমি দূরে একা লাগে মধুর ঐ চাঁদটাকে এ্যালুমিনিয়াম লাগে😭😭) সেরা লাইন গুলো
@mforhadulislambhuiyan92258 жыл бұрын
WOW and Thanks to GaanBangla for introducing Winds of Change. Carry On.
আজকে যখন চাইনিজ বস বললো ইউ আর রিলিজ... এই কথাটি শুনারপর মাথায় শুধু এই গানটা গুটতেছে তাই শুনতে আসলাম। ১২ঃ০১ এ চাকরিচ্যুত হলাম স্বরণীয় হয়ে থাকবে আজকের দিনটা 😥 Ras Al Khair ( King Salman International maritime port - Jubilee Dammam) Sepco Arabia 🇸🇦🖤
@safatv80342 жыл бұрын
স্যামসাং আসেন চাকরির হবে আরামকোতে ভাই /
@shakib9521 Жыл бұрын
চিরকুট-এর গানগুলোতে আলাদা একটা মায়া আছে।নাহলে বারবার কেন এই গানগুলোতে ফিরে আসতে হয়!!🌸🖤
@joyprogga7 жыл бұрын
I can't remember exactly how many times I'm watching & listening this music, might more then 150 times.just love this song
@fahminaboby26924 жыл бұрын
I have listened it more than 1000 times....biggest fan of chirkutt
@ashrafulalomkochi95672 жыл бұрын
আজ থেকে ৫০ বছর পরে এই গান এখানে তরুন প্রজন্মের অনেকে হয়তো দেখবে,শুনবে।হয়তোবা আমি সেদিন থাকবোনা।মরে যাবো রে,মরে যাবো।
@shaktisikder24273 ай бұрын
আগে জানতাম না এ গানটা এতটা সুন্দর যদি না একজনের গলায় এই গানটা শুনতাম। তারপর থেকে শুনছি এখনো অব্দি। অনেক ভালোবাসা রইলো। শুধু বলবো অসাধারণ❤❤❤ 26 September 2024
@sampahalder36373 ай бұрын
একজন টা কি আমি,মিস্টার?
@mdjimin41272 ай бұрын
Same
@এপিটাফ_এর_লেখা8 жыл бұрын
Quality music & great stage presentation.
@vikram_shahi3 жыл бұрын
Love from India 🇮🇳❤️🇧🇩
@ARIANs_Soundscape3 жыл бұрын
❤️
@mdrakibkazi811 Жыл бұрын
মরে যাব গানে,, লাবিবার কন্ঠে খুব সুন্দর লাগে ❤
@aysahakther1478 Жыл бұрын
ঠিক বলছেন আমিও সুনচি।
@ওবাইদুল-ঙ৬ট8 жыл бұрын
আইরিশ ফ্লেভার ! ভাল হয়েছে । অনেক রবিন্দ্র সঙ্গীত আছে আইরিশ সুরের ।
@ahnafmuttaki85875 жыл бұрын
ওবাইদুল যেমন?
@crgr834 жыл бұрын
@@ahnafmuttaki8587 কে? আলমগীর নাকি?
@masoom9994 жыл бұрын
অনেক রবীন্দ্রসঙ্গীত ?!? অন্তত একটা দেখান.... @ওবায়দুল
@Babylonguitarman4 жыл бұрын
একটাও নেই। ওনার কোন সংগীত ধারনাই নেই। And that's for sure
@syedabegum66404 жыл бұрын
Mandolin sound is amazing
@IAmMamunHasan2 жыл бұрын
1:17 - 2:18 Bro was just on fire for an entire minute... He went into a zen mode...✌✌✌✌✌✌✌✌✌✌
@josephite198 жыл бұрын
কিভাবে! কিভাবে!!কিভাবে!!! josssss....
@mrright-nn4ux5 жыл бұрын
মরে যাবো রে,,,,মরে যাবো,,, তোমাকে ছেড়ে বড় অসহায়, এ বড়োই নির্মম তোমাকে ছেড়ে যাবো,,, রাত ২ টা বেজে ১৭,,,গানটি শুনে খুব সুখ পেলাম,,,
@shaoundas02067 жыл бұрын
শুনেও ...।। বার বার শুনতে ইচ্ছা করে ...। মরে যাবোরে ...। কি অসহায় আমি একবার ভাবো
@I.B.Official9816 Жыл бұрын
২০২৩ এ এসেও গান টা শুনি💚 সৃতি রেখে গেলাম ২০৪৫ সালের জন্য কারন ৪৫ সালের পরেও গান টা পুরনো হবে না🥰💚
@mohammadjunaid3663 Жыл бұрын
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শোনা হতো না। কমেন্ট পড়ে একটা লাইক দিয়েন ,আবার শুনতে আসবো গানটা❤
@rijuwanusshamimrajib62578 жыл бұрын
অনেক দিন পর একটা অসাধারন গান শুনে বিনোদিত হলাম।
@pradyutmajumder12465 жыл бұрын
I love you Chirkutt from Agartala. India. 😍😘
@tasnuvatazin9745 Жыл бұрын
Can't believe I'm not the only one listening to this even today in 2023.
@bornalirika4285 Жыл бұрын
Usss🤜🤛
@ArcadeAur Жыл бұрын
Hi
@abdullahmamun26799 ай бұрын
Hi from the year 2024
@fernanjovian74168 жыл бұрын
একটু রাত ডুবে আসে একটু আলো নিভে আসে, তুমি দূরে একা লাগে মধুর ওই চাঁদটাকে; এ্যালুমিনিয়াম লাগে হাঁটি আমি চাঁদও হাটে...
@rifaturmy98278 жыл бұрын
Rezanoor Kamal
@AnthonyRock-ux5gh9 ай бұрын
I'm cmnt here because when someone like my cmnt,I get notifications and again I'm listening this song ❤
@monsurahmedkabir99982 жыл бұрын
When you sing, you sing it with confidence, and you’re in a different world. That’s what I like about you the most.
@kaiyumalam55563 жыл бұрын
একদিন আমিও এই দুনিয়ায় থাকবোনা, এই কমেন্ট টা রেখে গেলাম, আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান যদি কোন দিন এই কমেন্ট দেখে, বুঝবে তাদের বাবাও এই গানের প্রেমে পরতো। তারাও এই গানকে ভালবাসবে।।
Song of life time.... And what a beautiful performer
@aalnomannoakhailla915 Жыл бұрын
গানগুলো শুনলে মনে শান্তি লাগে....!❤ কমেন্টে টা করে রাখলাম সৃতি হিসেবে (2 Sep 2023)
@salehakram92534 жыл бұрын
Am I the only one who is eagerly waiting for the last verse of "মরে যাবো ও ও ও ও..." :D
@maiinulislam4 жыл бұрын
বাংলা গান এত অসাধারণ ভাবা যায় না❤
@sanzidaprometheus6632 Жыл бұрын
অসম্ভব সুন্দর বাংলা উচ্চারণ ❤❤
@RajendraSingh-zu1if5 жыл бұрын
Very beautiful composition. I would love to hear some hawaiya gaan 🌹
@fantasypunk34048 жыл бұрын
সত্যি অবাক হালাম এত সুন্দর করে কিভাবে পরফর্ করে!!!!
@pritambhowmik22043 жыл бұрын
Shumi apu is holding a small musical instrument named "Kazoo" in her right hand 5:03. As she is not playing it,so what's the point to hold it throughout the whole song? Don't get it.🤔🤔🤔
@Need_A_Fan4 жыл бұрын
Its clear that every one on stage love music so much....💕💞💝
@redowanahmod95223 жыл бұрын
২০ ডিসেম্বর সিলেটে চিরকুট এই গান 😌
@gwsuprio32603 жыл бұрын
Op concert cilo.
@srabonibiswas85383 жыл бұрын
হ্যাঁ,সেই কনর্সাটে গানটা শুনে ফিদা হয়ে গেছি😊😊
@song75084 жыл бұрын
মুগ্ধতা... এত অসাধারণ কন্ঠ হয় কিভাবে? তার সাথে মিউজিক কম্পজিশন তো আরও জোশ..
@salu1138 жыл бұрын
when I listen to these singers and instruments I just think about great Sanjib da! wish he was here with all these platforms, technologies and musicians he could have done wonders. miss you Sanjib da, miss your great voice and melodious heart touching songs.