ভাই আপনার কথা রাইট এই আইন হলে অসহায় মানুষের অনেক জমি ফিরে পাবে
@shahabulshabu68904 ай бұрын
ভাইয়া এটা কি প্রজ্ঞাপন জারি হয়েছে 0:31
@MostafizurRahman-j8tКүн бұрын
আমার দাদা মারা যাওয়ার পর মৌখিক ভাবে আমার বাবা ও ২ চাচা ও ৩ ফুফুদের মাঝে জমি ভাগ করে দেয়া হয় কিন্তু গোপনে আমার ছোট চাচা আমার এক ফুফুকে দিয়ে হেবা দলিল করে নেয়। দাদার জমির উপর কনো বন্টন নামা নেই। এটা দামি জমি যা আমার বাবার দখলে আছে। এখন কি আমার বাবা দলিল বাতিলের মামলা করবে? চাচার হেবা দলিল কি বাতিল হবে?
@malisarah78604 ай бұрын
আসসালামুয়ালাইকুম, ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি একটু জানাবেন প্লিজ
@AbulBayan-oi4xr2 ай бұрын
১৯৯৬ সালে জমি কিনেছি,দলিলে উল্লেখ করেছে ৫(পাচ)টি দাগ,দখল দিয়েছে ৩(তিন)টি দাগে,অন্য ২(দুই)দাগের জমি দখল পাইতে কি পদক্ষেপ নিতে পারি ?
@yvonimahin65232 ай бұрын
Amr baba osusto.Unar rajesti office a jaowar moto obosta te nai.jayga amader name lekhe dete chacche., she khatre basay dolil kore. Shei dolil rajesi office a neia gale ki hobe?Ba onno kono upay ache? Janaben pls 🙏
@shazonmiah5032 ай бұрын
Dada apna bolchilen debothar jomi charthay hobay running year er bithoray akono kuno kisu hoyna your comments please
@Md.Sahidullah-o3yАй бұрын
ভাই আপনি একটা কথার জবাব দেবেন ভাই আমার আব্বু একটা জমি বিক্রি করে ছিল কিন্তু আমার আব্বু ওই জমিতে এত স্মৃতি পাবেনা কেতা জানতো তাই সে কেতাকে দখল বুজাইয়া দেয় কেতা ও স্মৃতি ১৪ বছর বুক দখল করে তার পর ওই জমি ছেরে দিয়ে অন্য জমিতে দখল করে একটা খতি নিস্পতি দলিল করে দেয় ওই জমি থেকে ওননো কেও দখল করে নেয় তাহলে খতি নিসপ্ততির দারা সেকি জমি পাবে নাকি ভাই জানাবেন পিলিস সময়্যসাই আছি
@mustakimbillah33554 ай бұрын
আসসালামু আলাইকুম। স্যার, আমাদের জমি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদর উপজেলা, এর বাহিরের সাধারণ উপজেলার মৌজার জমি, আমরা পারিবারিক উত্তরাধিকার সম্পত্তির বণ্টননামা দলিল রেজিস্ট্রি করতে চাই, এক্ষেত্রে আমাদের মৌজার জন্য সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী উৎস কর প্রযোজ্য কি? না? যদি প্রযোজ্য হয় তাহলে কত পারসেন্ট হারে একটু জানাবেন প্লিজ।
@landlawproblemnsolutionBD4 ай бұрын
Go dolil. Com
@AbuSufain-wk4zq4 ай бұрын
বাবা আমাকে কিছু জমি হেবা করে দেয় এখন সে আবার মামলা করছে এখন সে কি জমি ফেরত নিতে পারবে জানাবেন।
@BidhanSarkar-j4p9 күн бұрын
আমার দাদা এসে মালিক আমার দাদা এবং দাদার ওয়ারিশগন যায়গা বিক্রি করে নাই অন্য একজন দলিল করে দেয় এবং আর এস রেকর্ড করে নেয় এখন আমাদের রেকর্ড বাংগতে কি করতে হবে দয়া করে জানালে উপকার হবে
@landlawproblemnsolutionBD9 күн бұрын
দখল থাকলে স্বত্ব ও বাটোয়ারা মামলা করতে হবে
@shwaponkumar4 ай бұрын
সরকারি খাস জমি ও বাড়ির সংলগ্ন দখলে আছে এবং বিআরএস এর রেকর্ড আছে,এই জমি কি থাকবে... দয়া করে একটু কষ্ট করে জানাবেন, অনুরোধ,
@mdalmgir7594 ай бұрын
ভাইজান আপনার সাথে কথা বলবো কি ভাবে
@user-mr6ml7dw4u4 ай бұрын
দাদা ভারতের জলপাইগুড়ির থেকে আমি ভিডিও গুলি দেখি।
@landlawproblemnsolutionBD4 ай бұрын
ভিষন ভাল লাগল । শুভ কামনা রইল
@Skfdchowdhury3 ай бұрын
১৯৬৫ সালের বিনিময় দলিল। exchange
@mdanamulhoque59224 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার ১৯৯৮ সালে বন্টন নামা দললি ছাড়া জমি ক্রয় করা হয়েছে এখন কি এই দলিল টিকবে? কারন তখন তো এই আইন ছিলো না
@RamjanGazi-d1x3 ай бұрын
স্যার আপনার সাথে কথা বলতে চাই যদি অনুমতি দেন প্লিজ স্যার আপনার নাম্বার দেন
এই সব কথা কোথা থেকে এনে বানাইয়ে বানাইয়ে বলেন,কিছু বুজে আসেনা।
@naziasharminshama54584 ай бұрын
আসসালামু আলাইকুম আমি জমে জমা সংক্রান্ত বিষয়ে অনেক বিপদ আছি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার নাম্বারটা কি দেয়া যাবে
@anantaagro12212 ай бұрын
দাদা নমস্কার আপনার নাম্বার টা দেওয়া যাবে।
@AnishurRahman-h1p4 ай бұрын
ভাই আমি দীর্ঘদিন থেকে একটি জটিল ইস্যু নিয়ে ভুক্তভোগী হয়ে আছি ভাই আমি যদি আপনাকে কোন ভাবে বিষয়টি শেয়ার করতে পারি তাহলে আমি খুবই উপকৃত হতাম
@SalemHossain-qy4pr3 ай бұрын
আমার মা আমার নামে ২৫ বছর আগে ৫ শতাংশ জমি কিনে দিয়েছিল দলিলে ৪ টি দাগ আছে ভোগ দখল উল্লেখ নাই জমিটি আমার দখলে নাই অন্যজনের কাছে আবার বিক্রি করেছে, আমি ২ নাম্বার দাগ থেকে ৫ শতাংশ জমি অন্যজনকে দলিল করে দিয়ে খারিজ করে নিয়েছি আইনে আশ্রয় গেলে জমিটি কি আমি পাব দলিল আমারটি আগে হয়েছে অন্যজনের টি পরেহয়েছে একটু কমেন্টে লিখে দিবেন প্লিজ।
@landlawproblemnsolutionBD3 ай бұрын
অবশ্যই পাবেন
@anantakumarroy76344 ай бұрын
আপনার মোবাইল নম্বর পাওয়া যাবে দাদা।খুব দরকার ছিল।
@siddiqurrohman4 ай бұрын
আমার সাথে এরকম হয়েছে জাল দলিলে রেকর্ড নিয়েছে আমার আসল দলিলে রেকর্ড পায় নাই কারন তার দলিল আগে আমার করনীয় কি
@IbrahimKhalil-wg3me2 ай бұрын
ওয়ারিশ সম্পত্তি এক জন বিক্রি করে দিল অন্য ওয়ারিশ এর নিকট বন্টম নামা ব্যাতিত। খারিজ এবং খাজনা ও হয়েছে। সেক্ষেত্রে কি হবে জানা লে উপক্রিত হব।
@landlawproblemnsolutionBD2 ай бұрын
সমস্যা হবে না
@shourovhasan53893 ай бұрын
স্যার আমার একটা প্রশ্ন ছিল আমি একটা জমি ক্রয় করেছি কিন্তু আগের জমির মালিক ঐ জমির উপর ব্যাংক থেকে ঋণ নিয়েছে কিন্তু আমি জানিনা এখন এ ঋন কে শোধ করবে। জমির উপর কোন সমস্যা হবে
@landlawproblemnsolutionBD3 ай бұрын
লোনটা যার নামে ব্যংক তাকেই ধরবে
@shourovhasan53893 ай бұрын
@@landlawproblemnsolutionBD এতে জমির ওপর কোন সমস্যা হবে ব্যাংক কি জমি দখল করতে পারবে?
@dipak.all.rounder69953 ай бұрын
ক্ষমতার জোরে জবরদস্তি করলে কি কিভাবে উদ্ধার করব
@mdrafikullah85164 ай бұрын
পাওয়া থেকে সাবকবলা নিলে দলিল টিকবে কি
@rahadbabumoon61342 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই,, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটির উত্তর পেলে ভীষণভাবে উপকৃত হতাম।ঘটনা হলো,, আমার দাদা পূর্বে বিভিন্ন লোকের কাছ ৩৪ শতাংশ জমি কিনেছিল।কিন্তু জমিগুলো নাকি কবরস্থানের জায়গা ছিল।জমি কেনার যাবতীয় কাগজপত্র আমাদের কাছে আছে ।খাজনা পরিষদের কাগজও আছে।বর্তমান রেকর্ড আমাদের নামে আছে। কিন্তু আগের রেকর্ডে ওই জমিতে উল্লেখ ছিল কবরস্থান (সর্বসাধারণ মুসল্লিদের জন্য ব্যবহার্য)।কিন্তু বর্তমান নতুন রেকর্ডে শুধু কবরস্থান এসেছে।এখন বর্তমানে আমরা ওই জমিতে বাড়ি করে আছি।এখন সমাজবাসী দাবি তুলেছে যেহেতু এটা আগে কবরস্থান ছিল সেহেতু আপনাদেরকে বাড়ি ভেঙ্গে কবরস্থানের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এমতাবস্থায সমাজবাসী লোকেরা কবরস্থানের জায়গার জন্য অর্থাৎ আমাদের বাড়ির জমির জন্য আদালতে মামলা করতে চাইতেছে। এমতাবস্থায় জমি কে পাবে যদি একটু বলতেন।
@landlawproblemnsolutionBD2 ай бұрын
আপনারা যেখানে বসতবাড়ী করে বাস করছেন সেখানে কারো কবর আছে কি না?, পুর্বে কাউকে সেখানে কবর দেয়া হয়েছে কি না?, যেহেতু আপনাদের নামে রেকর্ড সেহেতু মামলা করলে আপনার কিছু হবে না। জমি কি পুর্বে সরকারী ছিল কী না?, এ বাড়ী ছেড়ে দিলে বিনিময়ে কোথায় তারা জমি দেবে আপনাকে ?
@rahadbabumoon61342 ай бұрын
@@landlawproblemnsolutionBD হ্যাঁ স্যার, ওই জমিতে প্রায় ৫০-৬০ বছর আগে দু-একটি কবর দেওয়া হয়েছিল।অর্থাৎ প্রায় ৫০ বছর থেকে ওখানে আর কোন কবর দেওয়া হয় না।আর আমার দাদা ওই সম্পত্তি এলাকার কয়েকজন মুরুব্বী বিক্রি করেছিল তাদের কাছ থেকে কিনেছিল।আর ওই সম্পত্তি আগে সরকারি ছিল না।এখন আজ শুক্রবার এলাকার লোকজন কবরস্থানের জন্য আমাদের বিরুদ্ধে মামলা করবে।এখন পরবর্তী অবস্থা কি হতে পারে যদি একটু বলতেন।
@mdMamunHossain-ux8nd3 ай бұрын
আপনার নাম্বার দেওয়া যাবে
@MohorAhmedRana4 ай бұрын
আপনার নাম্বার দিন প্লিজ
@AsadMolla-i4y4 ай бұрын
ভাই আমাদের একটি সমস্যা। হাবিবুর রহমান ১৯৯৪ সালে একটা জমি বিক্রি করেছিল ৪ টি দাগ থেকে । ৩০দাগে(১১শতাংশ)৩৬ দাগে ১২ শতাংশ ১২৯'দাগে ৭ শতাংশ ১৪০ দাগে ৪ শতাংশ ৪ টি দাগে মোট জমি ছিল ৩৪ শতাংশ তার মধ্যে বিক্রি করেছিল ১৪ শতাংশ। পরবর্তীতে ২০০১ সালে ৩৬ দাগ থেকে ১০ শতাংশ বিক্রি করেন আমাদের কাছে। ১৯৯৪ সালের দলিলে কোন দাগে কত শতাংশ পাবে তা উল্লেখ করা ছিল না । এক্ষেত্রে ৩৬ দাগে কি আমাদের ১০ শতাংশ টিকবে।
@Nafi19744 ай бұрын
Vai apnar phone numbers ta den plz
@MdLitonmia-f4y4 ай бұрын
আপনাকে ভাই কমসেকম আমি ৪-৫ দিন বলেছি আপনার নিয়মিত আমি ইউটিউব আপনার এইগুলা দেখি আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেওয়ার জন্য আপনার কাছে রইল