দুই ভাইয়ের ওয়ারিশের জায়গা বড় ভাই একাই বিক্রি করে দিছেন কিন্তু তাদের মধ্যে কোন বন্টনদলিল হয়নি তাহলে কি ছোট ভাই তার ওই জমি ফেরত পাবে?
@ahomodullah99152 ай бұрын
স্যার আপনার সাথে ২ মিনিট কথা বলার ইচ্ছে ছিলো যদি দয়া করে বলতেন খুব উপকৃত হতাম
@dilaraafrinrita12262 ай бұрын
আমার বাবা বিহারীর দুই শতাংশ জায়গায় ১৯৭২ সালে থেকে বসবাস করছি।বাড়ি ছাড়া আমাদের আর জায়গা নেই।বাবা মারা গেছে তিন বছর। বৃদ্ধ মা একাই থাকেন সেই বাসায়। আমরা অনেক বার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি কিন্তু কাজ আগায় না।ভুমি অফিস থেকে দুবার জরিপ করে প্রতিবেদন দিয়েছে এসিলেন্ড বরাবর। কিন্তু সদোত্তর পাচ্ছি না। কিভাবে জমিটা আমার মা পেতে পারে। অনুরোধ করে জানবেন
@landlawproblemnsolutionBD2 ай бұрын
বিস্তারিত না বললে বোধ্গম্য হয় না
@ibrahimsarkar14082 ай бұрын
দাদা প্রথমের নমস্কার দাদা 1900 29 সালের আইন ছিল বাবা জীবিত অবস্থায় সেলিম মারা গেলে নাতিরা নাশরিক হবে অর্থাৎ আমার পর দাদা আমার দাদাকে 69 শতাংশ জমি হেবা করিয়া দিয়া যায় আমার দাদার নাম এস এ রেকর্ড ও আর এস রেকর্ড হয় আমার দাদা মারা যাওয়ার পর আমার বাবার নামে ডিজিটাল খারিজ হয় আমাদের 29 শতাংশ জমি দখলে আছে আর 40 শতাংশ জমি আমার এক চাচা জোর করে দখলে আছে আমি গ্রামের সালিশ করেছি চেয়ারম্যানের কাছে লিখিত দিয়েছি কিন্তু উনি কোন কাগজপত্র দেখাতে পারে না সে বাহিরে থাকে তার লোকজন বলে কাগজপত্র ওনার কাছে আমার জমিটুকু দিচ্ছে না তাই স্যার আপনার মাধ্যমে সু পরামর্শ চাচ্ছি কি করিলে স্যার আমার 40 শতাংশ জমি উদ্ধার করতে পারব সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করবেন স্যার
@dilaraafrinrita12262 ай бұрын
@@landlawproblemnsolutionBD একজন বিহারী জায়গায় অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তিতে আমার বাবা ১৯৭২ সাল থেকে বসবাস করছেন। আমাদের পূর্বে একজন এটি এলোটমেন্ট করেছিল। কিন্তু বাবা বসাবাস এবং ঐ জায়গা দখলে থাকার কারনে তার এলোটমেন্ট বাতিল বা খারিজ হয়ে যায়। সেই থেকে আমরা সেই জায়গায় বসবাস করছি। অনেক বার জেলা প্রশাসক বরাবর এলোটমেন্ট ও বিক্রয় প্রস্তাব চেয়ে দরখাস্ত করা হয়েছে।ভুমি অফিস থেকে আমাদের দখলে আছে সেই সত্যতা যাচাই করে প্রতিবেদন জমা হয়। এমনভাবে দুবার আবেদন করেছি দুবার ই ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠিয়েছে। কিন্তু বরাদ্দ বিক্রয় প্রস্তাব আমরা পাচ্ছি না।বাবা মারা গেছে। বৃদ্ধ মা একাই বাসায় থাকে।আমরা বাংলাদেশ ব্যাংকে বাৎসরিক একটি ভাড়া প্রদান করি ঐ জায়গার জন্য।এখন আগের যে এলোটমেন্ট পেয়েছিল সে কিছু মানুষ দিয়ে হুমকি আর ভয় দেখায়। জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। আমাদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে পনেরো বছর ধরে।এই বাড়ি ছাড়া আমাদের যাওয়ার কোন জায়গা নেই😥 কিভাবে জায়গাটি আমরা আমাদের নামে দ্রুত পেতে পারি।দয়া করে পরামর্শ দিবেন।
@sumanbanik41262 ай бұрын
হাইকোর্ট এ রিট করতে হবে।
@qualitytailors22 ай бұрын
নমস্কার দাদা। খ তফসিল ভুক্ত জমি।১/১ মামলা চলমান।দাগের আংশিক জমি নামজারি করেছি। এখন বাকি জমি নিয়ে সমস্যা হবে কি?
@arifuzzamansohel9586Ай бұрын
ক তালিকা ভুক্ত জমি DCR নিয়ে আছে তাদের ক্ষেত্রে কি হবে
@sujitbarua98392 ай бұрын
একটা মামলা বারো বছরে ও শেষ হয় নাই, এর দায় কে নিবে। তাদের কি অপরাধ।
@dilaraafrinrita12262 ай бұрын
আমরা বাবা বাংলাদেশ ব্যাংকে জমির ভাড়া বাবদ টাকা জমা দিয়ে আসছে প্রতি বছর।এখনোও দেওয়া হয়। প্লিজ উঃ টা দিবেন কিভাবে পাবো জায়গাটি
@NazrulIslam-xz1nz2 ай бұрын
যারা ১নং খতিয়ানের সরকারী জমি অবৈধ ভাবে অনুমতি বিহীন দখল করে আছে তাদের কোন সুযোগ এই মুহুর্তে আছে কি না?
@rajibkumarkundu75422 ай бұрын
আমার বাবার একটা জমি BRS রেকর্ড এ অন্য এক পক্ষ রেকর্ড করে নেয়। এখন আমার বাবা জীবীত নাই আমি কিভাবে ঐ জমিটা ফেরত পেতে পারি ?
@sumanbanik41262 ай бұрын
রেকর্ড সংশোধন এর মোকদ্দমা করতে হবে।
@rajibkumarkundu75422 ай бұрын
@@sumanbanik4126 সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মামলাটা কোথায় করতে হবে বা এটা প্রসেসটা কি? এই মামলা শেষ হতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে? অথবা বিকল্প কোন রাস্তা আছে কি এটা সমাধান করার জন্য?
@ibrahimsarkar14082 ай бұрын
আমি একটি কমেন্টস করেছিলাম দুঃখের বিষয় আমার কমেন্ট টা দেখতে পাচ্ছি না
@mdmisu85022 ай бұрын
আপনার অফিসের ঠিকানাটা দিবেন আমি আপনার সাথে দেখা করতে চাই ওয়াফকা সম্পদ আছে আমাদের সেই কগজটি দেখাতে চাই
@mdmamunhasan5052 ай бұрын
আশা করি উত্তর পাবো...আমার নানার বাড়ি ১৯৮০ দিকে দখল হয় সব অরিজিনাল দলিল আমাদের কাছে...সে বাড়ি এখনো আগের অবস্থায় আছে দখলদার এখনো আছে...আমরা কি সে জমি পাবো
@WritetoLipi-io9xe2 ай бұрын
K tofsil vukto somporti gulu ki chere dite hobe?
@DipuKundu-f8c2 ай бұрын
আমার একটা প্রশ্ন ছিল আমরা ভূমি হিন আমাদের গ্রামে দেবব্রতের সম্পদ আছে যেটা ঐ খানের সেবক ব্রামন নিজ নামে খারিজ করে জমি বিক্রয় করছে আমরা হিন্দু জমিটি কম দামে পেয়ে ক্রয় করে বসত করছি একন সে আমাদের রেজিস্ট্র করে দেয় নি আমাদের কি এই জমি ছারতে হবে একটু জানাবেন?
@aminsk22102 ай бұрын
আমার নানি তার মেয়ের জমি দিয়ে গিয়েছে। কিন্তু আমার ছোট মামা দররহিদ দলিল করেছে। সেই জমি কি ভাবে ফিরে পাবো। আমার নানি মারা গিয়েছে?
@afsanabilkis66762 ай бұрын
একটি ভূয়া জাল দলিলকৃত সম্পত্তি কিভাবে সহজে আইনের সহায়তায় ফিরে পেতে পারি।
@omarfaruk39882 ай бұрын
খ তফসিল ভুক্ত জমি এখানো নাম জারি করে দেয় নাই। এখন করণীয় কি।আর খ তফসিল ভুক্ত জমি নাম জারি করতে আরো সময় লাগলে সমস্যা হবে কি ভাই। দ্রুত নামজারি করতে কি করতে হবে জানালে খুব উপকৃত হবো।
@forhadtangail35002 ай бұрын
অনেক উপকারী একটি টপিক ❤।
@landlawproblemnsolutionBD2 ай бұрын
Best luck my smart brother
@Salman29-fb6bk2 ай бұрын
ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohammedTanjim-l3m2 ай бұрын
সার আমার বাবা আমাদের তিন ভাইয়ের নামে কিছু জমি কিনে দিয়ে গেছে সেটা ২০০০ সালে তখন বাবা নামজারি করেনাই আমরা সেটা জানিনা এখন বাবা মরে গেছে আর জরিপ ও একটা গলে যায় এখন পরবতী জরিপে দাতার নামে রয়ে গেছে এখন আমরা নামজারি করলে আসবে কি বলেন না সার এটা নিয়ে অনেক চিনতাই আছি
@MohammedTanjim-l3m2 ай бұрын
সার আমার বাবা আমাদের তিন ভাইয়ের নামে কিছু জমি কিনে দিয়ে গেছে সেটা ২০০০ সালে তখন বাবা নামজারি করেনাই আমরা সেটা জানিনা এখন বাবা মরে গেছে আর জরিপ ও একটা গলে যায় এখন পরবতী জরিপে দাতার নামে রয়ে গেছে এখন আমরা নামজারি করলে আসবে কি বলেন না সার এটা নিয়ে অনেক চিনতাই আছি 0:57 1:00
@mdhelaluddin9032Ай бұрын
Vaiya plz apner number ta den plz plz
@shahalamfakir92762 ай бұрын
কাজের কথা বলুন বেশি কথা বলা বিরক্ত কর।
@samirhossain13292 ай бұрын
খাস জমি ১৯৮০ সালে একবার ডিগ্রী পেয়েছে এবং ঔই জমির কেস চলছে এই জমি গুলো কি হবে?
@landlawproblemnsolutionBD2 ай бұрын
যার পক্ষে রায় যাবে সে পাবে
@mdalmgir759Ай бұрын
স্যার আপার সাথে কথা বলা যাবে
@MdLitonmia-f4y2 ай бұрын
ভাইজান আপনাকে না হয় বিশ বার বলছি আপনার মোবাইল নাম্বারটা দিবেন আমার বাড়ি কিশোরগঞ্জ ভৈর
@MD.RahmanIslam-hu8ql2 ай бұрын
আমার বাবা দাদার নামে ৪০/৬২ কিন্তু নতুন রেকর্ড টি কিছু অংশ অন্যের নামে তাই নিয়ে আদালতে মামলা হয়েছে সেই মামলায় আমি রায় পেয়েছি কিনতু বিবাদী আপিল করেছে সেই জমির মালিকানা কে পাবেন দয়া করে আপনি আমাকে জানাবেন ধন্যবাদ ভাই
@landlawproblemnsolutionBD2 ай бұрын
আপনি পাবেন ।
@ruparayhan88742 ай бұрын
আমার প্রশ্ন হচ্চে? আমি একটা পালক মেয়ে এনেছি,তাকে ৫ শতক জমি সাবকওলা কিনে দিয়েছি জমির দাতা অন্য জন,কিন্ত অবিভাবকের জায়গায় আমি জন্মদাতা হিসাবে পরিচয় দিয়েছি, এখন এই ক্ষেত্রে কি সমস্যা হবে জানাবেন?