আহা হা!!!!❤ কি অসাধারণ গাইলেন প্রিয় শিল্পী ইউসুফ ভাই🙏❤️
@mosabbirahmed74598 ай бұрын
অত্যন্ত মধুর কন্ঠে গানটি যেভাবে গাইলেন। সত্যি অসাধারণ।
@tanvirshuvo17724 ай бұрын
আহা কি সুর, কি সুন্দর করে গাইলেন গানটি,গানটিতে যেন একটা মায়া আছে,আবেগ ভরা,কতবার যে এই গানটি শুনেছি বলার বাহিরে ,মেহেদী হাসান স্যারের গান গুলো আসলেই খুব ভালো লাগে ,25 বছর বয়সে এই আধুনিক যুগে এসেও এগুলো গান ছাড়া অন্য কোন গান ভালো লাগেনা,ইউসুফ ভাই অনেক সুন্দর করে গেয়েছেন এই গানটি, গানটি শুনে বারবার আবেগে চলে যায়,অনেক অনেক ধন্যবাদ,
@MdNazrul-ci6rd4 ай бұрын
প্রিয় গজল সম্রাট ওস্তাদ মেহেদী হাসানের গাওয়া অসাধারণ একটি বাংলা গান। অপূর্ব
@MusicalYousuf15 күн бұрын
@@MdNazrul-ci6rd আন্তরিক কৃতজ্ঞতা
@shuvabaidya3 ай бұрын
খুব সুন্দর দাদা। আর যারা আজেবাজে মন্তব্য করছে তাদের কথা মাথায় নিবেন না দাদা। নদী কখনো এক গতিতে চলে না, পৃথিবীর সবকিছু ই গতি পরিবর্তন করে।এই পরিবর্তন ই সৌন্দর্য। আপনার প্রতি ভালোবাসা দাদা। আপনার বাদকরা ও অসাধারণ
@soumengharami37222 жыл бұрын
খুবই দুঃখ পেলাম এত সুন্দর গলা নিয়ে চিরচরিত সুপরিচিত সুমধুর এই গানটি কে কেমন ভাবে বারোটা বাজালেন শিল্পী আর শুনতেও কত বিশ্রী হল!!
@MusicalYousuf2 жыл бұрын
অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন। আল্লাহ আপনার ইচ্ছে পূর্ণ করুন।
@shibbirahmed37552 жыл бұрын
Rege music better for you. You don't have no understanding about rag music
@pranabbarua277311 ай бұрын
আমার তো ভালোই লেগেছে ।
@Light-lz1ce11 ай бұрын
I 100% agree with you. Unnecessary improvised singing and tabla made this famous song just unbelievable for the audience, especially who heard this original song by Mehdi Hasan.
@titasmusic915510 ай бұрын
অপূর্ব অপূর্ব সুন্দর গায়কী ভাইয়া❤❤❤
@Tasminchowdhury-qw2rp Жыл бұрын
আহাঃ কি দারুন গান। হৃদয় ছুয়ে গেল। ভিষণ প্রিয় আবেগি এক গান। সুরে কি মায়া। আসলে গান তো এভাবে মন দিয়ে গাইলে'ই পরে গান হয়। শুভেচ্ছা সতত~
@MusicalYousuf Жыл бұрын
আন্তরিক ভালবাসা
@asadH-m1y Жыл бұрын
আহাহাহাহা, দারুন👌
@prasantabhattacharjee8071Ай бұрын
দারুণ গেয়েছেন ভাই ❤️❤️❤️❤️
@MusicalYousufАй бұрын
@@prasantabhattacharjee8071 আন্তরিক কৃতজ্ঞতা ভাই
@yousufnayan19 ай бұрын
গানটি যে tempo তে গজল সম্রাট গেয়েছিলেন ওটাই পারফেক্ট। তবুও কিছু নতুন আঙ্গিকে গাওয়াটাও শুনতে বেশ লাগছে।
@prantokhan2810 Жыл бұрын
এখানে অনেকেরই রাগ সঙ্গীত সম্পর্কে নিম্নতম জ্ঞান নেই যার কারণে এমন মূর্খের মত কমেন্ট করেছে। তারা জানেইনা যে রাগের আয়ত্তে থেকে একটি গান বিভিন্নভাবে গাওয়া যায়। সংগীত সম্পর্কে জ্ঞান না রেগে খুব পাকনা পাকনা কমেন্ট সকলেই করতে পারে। আমাদের ইউসুফ ভাইয়া আমাদের অহংকার 🙏🙏🙏🙏🙏
@MusicalYousuf Жыл бұрын
নারে, সবাই বলার অধিকার রাখেন রে.. আমাদের শেখে যেতে হবে, চুপ করে গেয়ে যেতে হবে।
@mdmainulislam333 Жыл бұрын
সব ক্ষেত্রে modify মানায় না। রাগ সংগীত আপনার মতো বেশী না বুঝলেও মোটেও বুঝিনা তা নয়। এই গানটির মুল সুরের সাথে ইচ্ছে মত যত্রতত্র সংযুক্ত রাগের বিস্তৃতি গানটির সৌন্দর্য ও আবেগকে পুরোপুরি বিনস্ট করেছে। হাসতে জানলেই সব জায়গায় হাসতে নেই ।মাঝেমাঝে হাসি কিন্তু বিরক্তির উদ্রেকও করে। ব্যাপার টা তেমন ই।
@MusicalYousuf Жыл бұрын
@@mdmainulislam333 আমি সব মন্তব্য খুব শিক্ষনীয় মনে করি, এই গান টা আগেও গাইনি বললেই চলে, অনেকটা অনুরোধেই গাওয়া। আর একেকটা গানের একেকটা রুপ একেকজন শিল্পীর কণ্ঠেই হয়। যেমন মিডিয়াম সাইজের গেঞ্জি সবাই পড়লেও, কারো পেট বড়, কারো বা বাহু বড় বা আর ইত্যাদি দিকের কারণে সবাইকেই আলাদা লাগে.. মূল শিল্পীর পায়ের নখের যোগ্যতা নেই হবেও না বিশ্বাস করি, শুধুই ভালবেসে চেষ্টা করা, ক্ষমা করবেন। আন্তরিক ভালবাসা জানাই সবাইকেই।❤️🙏
@thenseriesmusic7 ай бұрын
ঠিক বলেছেন
@faruqkhan44062 жыл бұрын
সত্যি খুব সুন্দর। হৃদয়ে দাগ কেটে গেছে।
@rezaelias1540 Жыл бұрын
Eto sundor gaanta bissiri vabe gaisen. Original touch ta nosto hoye gese.
Captivating. All the magical touches at right places. I have listened your version may be 20 times after finding this video. All the best wishes for you.
@altafhossain78792 жыл бұрын
ইউসুফ ভাই, বাংলাদেশে আপনার মধ্যে মেহেদী হাসানের পুনঃ জন্ম হয়েছে। অসাধারণ গেয়েছেন। সব সময় আপনার জন্য শুভকামনা থাকবে।
@MusicalYousuf2 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা ভাই, অনেক বেশি বলে ফেললেন, দোয়া করবেন
@MdHasanShahin Жыл бұрын
মেহেদী হাসানের তুলনা কি ভাবে করলেন
@alaul1980 Жыл бұрын
চমৎকার!
@sajibsarkar785911 ай бұрын
একটি গান লিখতে অনেক কষ্ট ও সময় দিতে হয়, আর ঠিক সেই গান কেই বিকৃত ও বদলাতে একদিনও সময় নেন নি । আমি এটা খেয়াল করেছি যে যেখানে উনার স্বর টুন গুলো মেহেদী হাসানের মতো হচ্ছে না , সেখানেই একটু আলগা ধরদ দেখিয়ে সা রে গা মা লাগিয়ে দিচ্ছে । সবার কাছে আমার একটি অনুরোধ, মেহেদি হাসানের অরিজিনাল গানটা একবার হলেও শুনে এসে তার পর যাই করুন কেমন গেয়েছে।
@rubayarawshan42345 ай бұрын
একদাম ঠিক
@MdNazrul-ci6rd4 ай бұрын
যে কেউ গাইতে পারেন তবে সুর বিকৃত করে নয়
@HamidHasanMusic5 ай бұрын
অনেক শ্রদ্ধা প্রিয় শিল্পী ❤️🙏
@md.iqbalhossain4432 Жыл бұрын
মেহেদী হাসানের কন্ঠে যে দরদ ও আবেদন সেটি এই গানে পেলাম না ।
@tridibbaruarana76392 жыл бұрын
মুগ্ধ হয়ে শুনলাম। এক কথায় অসাধারণ ❤️
@MusicalYousuf2 жыл бұрын
অনেক অনেক শুভেচ্ছা
@gopabiswas18245 ай бұрын
খুব ভালো লাগলো। ❤
@sanjaydatta65972 ай бұрын
Awesome
@minervatithi85212 жыл бұрын
so nice...good initiative 😊
@arnoldbiswas2151 Жыл бұрын
Lajawab !!
@MusicalYousuf Жыл бұрын
আন্তরিক শুভকামনা চাই
@banglarbhoboghure2152 жыл бұрын
আহা! মনটাই ভরে গেল। দারুণ হয়েছে
@MusicalYousuf2 жыл бұрын
অনেক ধন্যবাদ
@MdSad-h9d7 ай бұрын
Bha vallagse
@soulfulsanto2nd9482 жыл бұрын
Awesome singing brother ❣️❣️❣️ Ranjish hi sahi request
@MusicalYousuf2 жыл бұрын
Inshallah
@soulfulsanto2nd9482 жыл бұрын
❤️❤️❤️
@shuvadhar5062 Жыл бұрын
You are an example of unique voice 🙏🙏🙏
@MusicalYousuf Жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@sohelriajul47872 жыл бұрын
মুগ্ধতা ছড়ানো কন্ঠ,ইউসুফ ভাই।
@anwar6293 Жыл бұрын
Excellent
@MusicalYousuf Жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@amirulislamshagor403111 күн бұрын
গানটিতে গজলের আঙ্গিকে কিছু ইম্প্রোভাইজ করার চেষ্টা ভালো লেগেছে।
@makctgbd2 жыл бұрын
Just bahhhhhhh
@MusicalYousuf2 жыл бұрын
Thanks a lot
@sumonkumardas61932 жыл бұрын
খুব ভালো লাগলো, ধন্যবাদ।
@MusicalYousuf2 жыл бұрын
So touched
@qurishe-beruni15 күн бұрын
গানের বারোটা বাজায় দিছেন ভাই
@sumansunnyofficial84442 ай бұрын
ভাইজান
@MohammedSalim-vx7kw4 ай бұрын
valo laglo
@nill52232 жыл бұрын
Comment kora khub sohoj,ganta geye then bolen😑. Brilliant
@MusicalYousuf2 жыл бұрын
Honored
@nandakishordas79337 ай бұрын
❤❤❤
@mdmotiar5842 жыл бұрын
আমাদের দেশে এরকম প্রতিভা আছে আমি আগে জানতাম না,বাবা কি স্মুথ রাগ প্রধান ভয়েজ।আমরা গোলাম আলি,জগজিৎ সিং,হরিহারান,রশিদ খানের গান শুনি, কিন্তু গায়কিতে ইউসুফ সাহেব কম না,গ্রেট সিংগার।
@MusicalYousuf2 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা। আমাকে দোয়া করবেন
@bulbulmohanta8151 Жыл бұрын
গানটির বারোটা বাজিয়েছে।।।গান্টির সর্বনাস করেছে
@shahinalam3793 Жыл бұрын
ভাল একটি গানকে মিউজিসিয়ান শিল্পী মিলে চৌদ্দটা বাজাইছে।
@shamimahmedshakil77942 жыл бұрын
অসম্ভব সুন্দর
@MusicalYousuf2 жыл бұрын
Valobasha
@hiraislam96552 жыл бұрын
nice singing, nothing to say!
@MusicalYousuf2 жыл бұрын
Honored
@blackকালো Жыл бұрын
প্রত্যেকের গান করার নিজস্ব স্বকিয়তা থাকে ,উনি কাউকে কপি না করে নিজস্বতায় পরিবেশন করেছেন যেখানে তার আন্তরিক প্রচেষ্টা এবং আবেগের কোনো কমতি দেখা যাচ্ছেনা ।
@MusicalYousuf Жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা 🙏
@blackকালো Жыл бұрын
@@MusicalYousuf কোন নেতিবাচক মন্তব্য গ্রহণ না করে আপনি আপনার মতো করে নিজস্বতা বজায় রেখে প্রচেষ্টা চালিয়ে চান । আপনার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় ।
@MusicalYousuf Жыл бұрын
@@blackকালো দেখুন আমি সত্যি ভাগ্যবান, কারণ যে বা যারাই আমার চেষ্টা দেখছেন বা শুনছেন, তারা নিতান্তই আপন মনে আমাকে বলছেন, এটাই বা ক'জনের ভাগ্য হয়.. পাশে থাকার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা
@blackকালো Жыл бұрын
@@MusicalYousuf শুভকামনা !
@mdjobaeyrii43322 жыл бұрын
love u sir
@MusicalYousuf2 жыл бұрын
Love u
@syedaanikaferdous81502 жыл бұрын
Asadaran
@ABDURRASHID-gd6ux2 жыл бұрын
wsam
@Yesstudio-u2w Жыл бұрын
সুর তাল লয় অতো তো বুঝি না তবে কানের ভেতর দিয়ে মরমে পৌছায় নি।
@Jonokkrishi3 ай бұрын
এইটা এলো কোথা থেকে ? চ্যানেলে গান গাইতে কত দিয়েছে ?
@akramhossain64322 жыл бұрын
আপনার মত লিজেন্ডের কাছ থেকে কখনোই এমন টা আশা করিনি বাদ্যযন্ত্র গুলো আপনাকে ফাঁকি দিয়েছে।
@MusicalYousuf2 жыл бұрын
I'm a student of music, Legend is a very significant word to use, u have to learn that, also my musicians did a decent job.. alhumdulillah .. I respect them, dont try to abuse them.. thats my humble request..
@mohammadfoysalkhan90202 жыл бұрын
স্যার ভালোবাসা নিবেন 🙏❤️
@MusicalYousuf2 жыл бұрын
Honored
@susantaray1702 жыл бұрын
কোথায় ছিলে গুরু?কাজ আছে তোমার । শুধু ব্যাবহার করার মত কিছু সুরকার ও গীতিকার দরকার ।
@MusicalYousuf2 жыл бұрын
আন্তরিক ভালবাসা
@rezaulkarim1095 Жыл бұрын
SORRY TOBLA TIK MOTON DORTE PARE NEI DR KARIM FROM GERMANY
@shajedulalamkajal8851 Жыл бұрын
পানসে..
@SUMANBHOWMICK-l3s9 ай бұрын
dugi tobla valo bajiyasa but vul korese. thanks
@bhanujoydash24382 жыл бұрын
গানটি ভালো গাওয়া হয়নি ! আপনি তো ভালো এবং পছন্দের একজন শিল্পী।বার বার তাল কাটা হলো! মূল সুর থেকে বেশ সরে এসে গাইলেন যে !!
@MusicalYousuf2 жыл бұрын
আমি মোটেও ভাল শিল্পী নই ভাই, ভুল হয়েছে হয়তো, বুঝিনি, আপনি দেখিয়ে দিলে ঠিক করে নেবো।
@MusicalYousuf2 жыл бұрын
আর গান রেকর্ড -এর মূল সুর বলতে সরলিপির বিষয় টা বুঝিয়ে দেবেন, এটা কি ধরনের গান বলবেন প্লিজ।
@chiranjitbhadra99807 ай бұрын
আপনি যা করেছেন ভালো করেছেন, কিন্তু অরিজিনাল টার তো ১২ টা বাজিয়ে দিয়েছেন।
@Hide_singer31122 жыл бұрын
গানটার সুরটা খেয়ে দিলেন ,,, অরিজিনাল সুর কে বিকৃত করলেন ,,, গলার কাজ দেখতে যেয়ে মেহেদী হাসানের সুরকে 12 টা বাজালেন
@akteruzzamanprodhan7429 Жыл бұрын
রাইট
@rezaulkarim1095 Жыл бұрын
GANN TA OK TOBLEI DROD NEI TIK MOTON HOUTE TE NA
@rezaulkarim1095 Жыл бұрын
EI TOBLABAZANO TOBLZI ZANE NA KI VABE TAL DORTE HOU
@priodarshia5 ай бұрын
ইউছুপ সাহেব! উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় গজল সম্রাট উস্তাদ মেহেদী হাসানের গাওয়া গানটি যদিও আপনি আপনার মতো করে গায়কী কৌশলে গাইলেন, তবে, তালের সাথে বারবার বিবাদটা গানের অঙ্গকে বিক্ষত করেছে। আগে প্রস্তুতি নিলে তাহতো না।
@AzadAkalam-k4g3 ай бұрын
গায়কী সবারই এক হয়না,সকলেই তার নিজের মত সেরাটাই দিতে চায়,ইউসুফ সেক্ষেত্রে চমৎকার গেয়েছে।
@manjiramitter4962 жыл бұрын
সুর খুব সুন্দর আপনার গায়নশৈলী ও খুব সুন্দর তবে পন্ডিত জ্ঞান প্রকাশ এর কথায় গানের কথা যদি পরিষ্কার না হয় তবে সে গান শ্ৰোতার মনকে স্পর্শ করে না আপনার এই গানটির সব কথা পরিষ্কার ভাবে বোঝা গেল না |আশা রাখি পরবর্তী গানগুলোতে এই ব্যাপারে একটু সচেতন হবেন |🙏
@MusicalYousuf2 жыл бұрын
আমি চেষ্টা করব।
@manjiramitter4962 жыл бұрын
@@MusicalYousuf ধন্যবাদ
@mostafizdewan Жыл бұрын
গজলে এক্সপেরিমেন্ট না করাই ভালো....
@MusicalYousuf Жыл бұрын
সুন্দর বলেছেন, তবে গজল-রাগপ্রধান গান ছাড়া কোন গানে এক্সপেরিমেন্ট করা যাবে বলবেন কি? আসলে এই গানগুলোর গায়কীতেই যতটা স্বাধীনতা থাকে বলে যারা একটু তালিম নেবার চেষ্টা করে তারাই গাইতে চেষ্টা করে, তালিম ছাড়া এক্সপেরিমেন্ট করতে গেলেই বিপদ, ভুল করে নোট লাগানো নয়, জেনে লাগাবার মাঝেই কিন্তু উৎকর্ষ সাধন... আমি ভুল বললে ক্ষমা করবেন, অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু আসলে গায়কী ভিত্তিক গানের গায়নে আলোচনা হবার প্রয়োজন, আমরা বড়দের গান কম গাইতে চাই ট্রিবিউট ছাড়া, চ্যানেলের চাওএ বা অনুরোধে গাইতে হয়, কারণ নিজের সব কটা গান গাইলে তারা মনে করেন সাধারণ মানুষ সাথে নাও থাকতে পারে। এজন্য অনেক প্রতিভাবান শিল্পী এগুলো কভার থেকে সরে আসছে, তবে উল্টো টা হয়না এটাও বলবো না.. 🙏
@gamingwithtihan7269 Жыл бұрын
মোশান্টিফাই বেশী হয়ে গেছে।
@SyedUddin-pv4ql3 ай бұрын
Sorry! The song was not in the real track! The way of singing or such experiment was just disrespectful to Mehdi Hasan Sahab!!