very good performance so beautiful song doctor Moniruzzaman writer & ail Hossain sir. Thank you so excellent brother ❤❤❤
@musicalsetu Жыл бұрын
অপূর্ব
@musicalsetu Жыл бұрын
চমৎকার
@susantaray1702 жыл бұрын
খুবই ভালো লাগল আপনি এগিয়ে আসুন এই সময়ের নজরুল গীতি শিল্পীর শূণ্যতা পূর্ণ করে নব প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ।
@multistyleexport423 Жыл бұрын
আমার প্রিয় গান গুলোর মাঝে এটি অন্যতম একটি ।
@mrikmusic925 Жыл бұрын
Thanks
@ShahnazShilpi3 жыл бұрын
আমার খুব প্রিয় একটা গান। গানটা যখন শুনি কোথায় যেনো হারিয়ে যাই নিজে ও জানিনা। 😭😭😭😭😭
@mrikmusic9253 жыл бұрын
Thanks a lot
@a.b.m.rashed99073 жыл бұрын
বাহ্ চমত্কার ।শিউলী খানম )
@mdyunus65488 ай бұрын
Bah❤❤❤❤❤❤❤ Bah🎉🎉🎉🎉🎉🎉🎉
@mrikmusic9258 ай бұрын
Thanks
@kamalhosain63832 жыл бұрын
ai ganta jokon ami soni ami jano kotay harea jidonnoba amon akti gan upoha dawar jnno
@alihossain99473 жыл бұрын
জনাব খান,একেবারে পারফেক্ট সূরে মেহেদী হাছানের মত এবং তাঁর মত গায়োকীতে গেয়েছেন।খুবই সুন্দর গেয়েছেন।ধন্যবাদ শিল্পী জনাব খান সাহেবকে।
@mrikmusic9253 жыл бұрын
শুভেচ্ছা নিরন্তর
@anwar6293 Жыл бұрын
Very good sung a song
@mrikmusic925 Жыл бұрын
Thanks a lot
@dilipbarman6236 Жыл бұрын
Apurbo
@mrikmusic925 Жыл бұрын
Thanks
@shameemahmed2744 Жыл бұрын
হঠাৎ করেই আপনার গানটা সামনে এসে পড়ল, কি বলব! অসম্ভব ভাল লাগার মত কন্ঠ!
@mrikmusic925 Жыл бұрын
Thanks
@masudhoque43143 жыл бұрын
Very good 🌹👍👍 nice singing 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 super great
@mdakbarkhamari37063 жыл бұрын
খুব সুন্দর সুরে দ্ধারা গানের মধ্যে নিজেকে সম্পুর্ণ নিন্মজিত করে গান টি গেয়েছেন । ধন্যবাদ শিল্পী ও লেখক এবং সুরকার কে।
@bd-zj4ld Жыл бұрын
এই গানটি শুনলে আমি নিজেকে হারিয়ে ফেলি।আমি পাগল হয়ে যাই।
@mrikmusic925 Жыл бұрын
Thanks
@a.b.m.rashed99073 жыл бұрын
বাহ্। শিউলী খানম।
@saemakhan65942 жыл бұрын
Wonderfully sung ! Thanks and congratulations ! [Nasim/Boston]
@Arifurrahman37573 жыл бұрын
nice singing
@hafizakhanom8573 жыл бұрын
চমৎকার গায়কী
@mrikmusic9253 жыл бұрын
Thanks
@anowarakhanam90114 жыл бұрын
Excellent Excellent Excellent মন হারিয়ে গেল।
@raphaelzion13663 жыл бұрын
pro tip : watch movies on flixzone. I've been using them for watching all kinds of movies lately.
@henrycaspian42973 жыл бұрын
@Raphael Zion Definitely, have been watching on Flixzone} for since december myself :)
@mdashraful65883 жыл бұрын
Very nice i like it very much
@amjadhossain2741 Жыл бұрын
beatifull songs
@mrikmusic925 Жыл бұрын
Thanks
@shaheenurkabir20214 жыл бұрын
দারুণ !
@shatabdirahman62843 жыл бұрын
যখনই শুনি মুগ্ধ হয়ে যাই মনজুর ভাই।
@mrikmusic9253 жыл бұрын
Thanks a lot
@tipu5620013 жыл бұрын
Nice Singing Brother..
@mrikmusic9253 жыл бұрын
Thanks
@mijani.mannan7245 жыл бұрын
উপমহাদেশের অন্যতম ক্ষণজন্মা সংগীত সাধক , গজল সম্রাট মেহেদী হাসান مہدی حسن خان ঢাকো যতনা নয়ন দুহাতে বাদল মেঘ ঘুমাতে দেবে না এমন মোহন শ্রাবন রাতে ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না। যে মন কখনো বেসেছে ভাল। এ বরষা কারে করবে উতল নদীর তটিনী বইবে উজানে কাজল ধারা ঘুমাতে দেবে না। বলবে তোমাকে ফাগুনের রাতি এ কার প্রানে ও আকুল মিনতি একাকি বিজনে পড়বে যে মনে গানে ও বানী ঘুমাতে দেবে না।। ধরনঃ চলচ্চিত্রের গান গীতিকারঃ ড. মোহাম্মদ মনিরুজ্জামান সুরকারঃ আলী হোসেন শিল্পীঃ গজল সম্রাট মেহেদী হাসান চলচিত্রঃ রাজা সাহেব গীতিকারঃ ড. মোহাম্মদ মনিরুজ্জামান অধ্যাপক, গীতিকার, লেখক, কবি মোহাম্মদ মনিরুজ্জামান (১৯৩৬-২০০৮) মূলত কবি। সিনেমাতেও উল্লেখযোগ্য গান লিখেছেন।ড. মোহাম্মদ মনিরুজ্জামান (জন্ম: ১৫ আগস্ট, ১৯৩৬- মৃত্যু: ৩ সেপ্টেম্বর, ২০০৮) একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষা বিজ্ঞানি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলা একাডেমীর কার্যিনর্বাহী পরিষদের সদস্য ছিলেন। মনিরুজ্জামান ১৯৩৬ সালের ১৫ আগস্ট যশোর জেলার শহরের খড়কী পাড়ায় জন্মগ্রহণ করেন। ড. মোহাম্মদ মনিরুজ্জামান নামেও তিনি পরিচিত। তাঁর আরেক ভাই প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। ‘রাজা সাহেব’ ছবির সব গান ড. মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা। পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৭২ একুশে পদক, ১৯৮৭ . ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধার্ঘ্য 🙏💕💕💕💕💕💕💕💕💕 মেহেদী হাসান খান (উর্দু: مہدی حسن خان ; জন্ম: জুলাই ১৮, ১৯২৭ - মৃত্যু: জুন ১৩, ২০১২) পাকিস্তানের গজল গায়ক ও ললিউডের নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন। গজল সম্রাট ও মেহেদী হাসান নামেই সমধিক পরিচিত ব্যক্তিত্ব। উপমহাদেশের অন্যতম প্রবাদপ্রতিম গায়ক ও সুরস্রষ্টা ছিলেন। পাকিস্তানের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পাকিস্তান সরকারের তরফে তমঘা-ই-ইমতিয়াজ, প্রাইড অব পারফরম্যান্স এবং হিলাল-ই-ইমতিয়াজ এবং নেপাল সরকারের পক্ষ থেকে গোর্খা দক্ষিণা বাহু উপাধিতে ভূষিত হয়েছেন। অবিভক্ত ভারতের রাজস্থানে মেহেদী হাসান জন্ম হয়েছিল একটি সঙ্গীত পরিবারে। তিনি দাবী করেছিলেন যে, তাঁদের ষোল পূর্ব-পুরুষগণ সঙ্গীতে আসক্ত ছিলেন। ভারত বিভাজনের পর ২০ বছর বয়সী মেহেদী হাসান এবং তাঁর পরিবার পাকিস্তানে অভিবাসিত হন।খান সাহেব নামে পরিচিত ছিলেন । ১৯৮০-এর দশকের শেষার্ধ থেকে তিনি বিভিন্ন ধরনের অসুখ-বিসুখে আক্রান্ত হতে থাকেন। ফলে একান্তই বাধ্য হয়ে সঙ্গীত জগৎ ত্যাগ করেন মেহেদী হাসান। ক্রমবর্ধমান অসুখের পীড়ায় অবশেষে সঙ্গীত জীবন ত্যাগ করেন। উপমহাদেশের অন্যতম ক্ষণজন্মা এই সংগীত সাধক ১৩ জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২২ ঘটিকায় সিন্ধু প্রদেশের রাজধানী করাচীর একটি বেসরকারি ক্লিনিকে মৃত্যুবরণ করেন।শ্রদ্ধার্ঘ্য 🙏💕💕💕💕💕💕💕💕💕
@masihrahman033 жыл бұрын
Beautiful singing.
@ashikrahman22224 жыл бұрын
Nice song excellent voice this song is to difficult
@nazmulhossain20173 жыл бұрын
ঢাকো যতনা নয়ন দু'হাতে ছবি- রাজা সাহেব গীতিকার- মোহাম্মদ মনিরুজ্জামান সুরকার- আলী হোসেন শিল্পী- মেহেদী হাসান ঢাকো যতনা নয়ন দু'হাতে বাদল মেঘ ঘুমাতে দেবে না এমন মোহন শ্রাবণ রাতে ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না। যে মন কখনো বেসেছে ভালো এ বর্ষা তারে করবে উতল করবে উতল স্মৃতির তটিনী বইবে উজানে কাজল ধারা ঘুমাতে দেবে না কাজল ধারা ঘুমাতে দেবে না। বলবে তোমাকে ফাগুনের রাতে একার প্রাণের আকুল মিনতি আকুল মিনতি একাকী বিজনে পড়বে যে মনে গানেরও বাণী ঘুমাতে দেবে না গানেরও বাণী ঘুমাতে দেবে না। পরবে কাজল অলকের ছায়া চঞ্চল মম কপোলের মায়া কপোলের মায়া। আমার নয়নে ঘুম না এলে আষাঢ় ক্ষণে ঘুমাতে দেবে না ঢাকো যতনা নয়ন দু'হাতে বাদল মেঘ ঘুমাতে দেবে না ।
@zakariaa29 жыл бұрын
Nice voice nice song
@sadybinrahimsady30046 жыл бұрын
this is amazing
@akhterhossain53523 жыл бұрын
ভালো লেগেছে তবে মরহুম ওস্তাদ মেহেদী হাসান মেহেদী হাসান ই যাই বলেন
@mrikmusic9253 жыл бұрын
ভাই, ঠিক বলেছেন, তারপরও তার গান গাইতে সাহস করেছি, সেজন্য এই গানের সুরকার,শ্রদ্ধেয় আলী হোসেন সাহেব আমাকে আশীর্বাদ করেন।