ধর্ম মন্ত্রী | মুফতি ফয়জুল করিম | আবুল কালাম আজাদ বাশার হুজুর একই মঞ্চে New interim government

  Рет қаралды 78,742

Holy Tv

Holy Tv

Күн бұрын

নতুন ধর্মমন্ত্রীকে সামনে রেখে সবাই যে বক্তব্য দিলেন . আফম খালিদ Afm Khalid
আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন (জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৫৯; ড. আ ফ ম খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত) একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত। তিনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমরগণি এম.ই.এস. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলীম লীগের মুখপাত্র দ্যা ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সীরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ টি। এছাড়াও তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক।
জন্ম ও বংশ
খালিদ হোসেন ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামি পণ্ডিত ছিলেন।[১][২][৩]
শিক্ষাজীবন
বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালইয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবনের সূচনা হয়। এখানে তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৬৯ থেকে ১৯৭১ পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও ১৯৭৩ সালে ফাযিল পাশ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি আশরাফ আলী থানভীর শিষ্য মুহাম্মদ আমিনের কাছে সহীহ বুখারী, চট্টগ্রামের মীরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিযামীর কাছে সহীহ মুসলিম, ইসমাইল আরাকানী কাসেমীর কাছে সুনান আত-তিরমিজী, নাওয়াব হাসান কাসেমীর কাছে সুনানে আবু দাউদ পড়েছেন।[১]
১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে ‘হযরত মুহাম্মদ (সা.) এর খুতবা : একটি সামাজিক-সাংস্কৃতিক গবেষণা ’[ক] বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন। চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আব্দুল হালিম বুখারী তার শিক্ষকদের মধ্যে অন্যতম।[১]
কর্মজীবন
১৯৮৭ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাযিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। ১৯৯২ সাল থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।[৪][৫] ২০০৭ সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপত্র মাসিক আত তাওহীদের সম্পাদক ও হালিশহর এ-ব্লক হজরত উসমান (রা.) জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন।[৬][৭][৮]
এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দেড় বছর খণ্ডকালীন অধ্যাপক, হারুন ইসলামাবাদীর আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে ৪ বছর, সুলতান যওক নদভীর আহ্বানে জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় ‘ওসিলাতুল ইলাম’ বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছাত্রজীবনে (১৯৭৩ - ১৯৮৪) দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী ও The Bangladesh Times এর পটিয়া মহকুমা সংবাদদাতা এবং The New Nation এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১]
২০২০ সালের ১৫ নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর এবং ২০২১ সালের ২ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন।[৯][১০][১১] ২০২৩ সালের ৮ জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান।[১২]
তাসাউফ
তিনি নানুপুর মাদ্রাসার প্রাক্তন মহাপরিচালক জমির উদ্দিন নানুপুরী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর শাহ আহমদ শফীর হাতে বায়আত হন। নানুপুরী তাকে ইজাজত প্রদান করেছিলেন। জুলফিকার আহমদ নকশবন্দীর সাথেও তার আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে।[১৩]
প্রকাশনা
১৯৭০ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আত-তাওহীদে ‘হযরত উমর ফারুক (রা.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক তার প্রথম লেখা ছাপানো হয়। বর্তমানে তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক, মাসিক আত তাওহীদের সম্পাদক ও আরবি পত্রিকা বালাগুশ শরকের সহকারী সম্পাদক।[১৪][১৫][১৬] বিশ্ব মুসলীগ লীগের মুখপাত্র দ্যা ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সীরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ টি।[১] তার মধ্যে রয়েছে :[১৩]
নিভে যাওয়া দীপশিখা
মাসলাকে উলামায়ে দেওবন্দ (অনুবাদ)
মূল: কারী মুহাম্মদ তৈয়ব
ভারতবর্ষে মুসলমানদের অবদান (অনুবাদ)
মূল: আবুল হাসান আলী নদভী
কারওয়ানে যিন্দেগী-৩য় খন্ড (আত্মজীবনী মূলক রচনা)
মূল: আবুল হাসান আলী নদভী
খতীবে আযম মাওলানা ছিদ্দিক আহমদ: একটি যুগ বিপ্লব উৎস

Пікірлер: 116
@AlaminSk-nj9yx
@AlaminSk-nj9yx 2 ай бұрын
আমরা সাধারণ জনোগণ রাষ্ট্রীয় ক্ষমতায় আলেম সমাজকে দেখতে চাই অন্যথায় দেশ কারো হাতে নিরাপদ নয়।
@Md.Shikder83
@Md.Shikder83 2 ай бұрын
মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব, চরমোনাই পীর হযরত সৈয়দ ফয়জুল করিম সাহেব, এবং অন্যান্য বক্তারা সবাই সুন্দর কথা বলেছেন, ❤
@shahinurrahmanstudent239
@shahinurrahmanstudent239 2 ай бұрын
ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে সকল মুসলমানকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন।আমীন
@muhammadfahimamir1113
@muhammadfahimamir1113 2 ай бұрын
বাংলাদেশের সকল ইসলামি দল গুলোর প্রতি আহবান সকল এ ঐক্যবদ্ধ হওয়ার দরকার।
@jubayerahmad3149
@jubayerahmad3149 2 ай бұрын
100% রাইট এক হয়ে নির্বাচন করতে হবে তাহলে ইসলামী রাস্ট্র হয়ে যাবে, ইনশাআল্লাহ ৷
@MDSakilHosen-jb5yu
@MDSakilHosen-jb5yu 2 ай бұрын
একতাই বল তাই সকল মুসলিম নেতাকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি
@aslama834
@aslama834 2 ай бұрын
আলহামদুলিল্লাহ খ্রিস্টানদের ও বিধর্মীদের সকল মুসলমান আলম উলামা সহ ঐক্যের ডাক দেওয়া প্রয়োজন
@MDmasudhasanMDmasudhasan-s9d
@MDmasudhasanMDmasudhasan-s9d 2 ай бұрын
কমেন্ট করা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি শুধু মুখে বললেই হবে না আমাদের ভাই বোনদের এক হয়ে ইসলামে পক্ষে কাজ করি
@WinYu-re2ei
@WinYu-re2ei 2 ай бұрын
আমরা এটাই চাইছিলাম মহান আল্লাহর কাছে একটাই দোয়া করি সকল আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়
@imranhosen2893
@imranhosen2893 2 ай бұрын
আল্লাহ পাক কবুল করুন 🤲🤲
@ibrahimkhalil8325
@ibrahimkhalil8325 2 ай бұрын
কথায় কাজে মিল রেখে কথা বলার জন্য ধন্যবাদ। সকল আলেম এক হয়ে আল্লাহর রহমত আশা করা যেতে পারে।
@AbuBakkur-pq3pe
@AbuBakkur-pq3pe 2 ай бұрын
সারা দেশের আলেম-ওলামা এক হওয়ার দরকার
@YesminJasmin-i3m
@YesminJasmin-i3m 2 ай бұрын
ইসলামী দলগুলোর ঐক্য গড়ে তোলা দরকার। নিজেকে বড় না মনে করে আল্লাহর বান্দা মনে করে ঐক্য করার জন্য সবার দিকে হাত বাড়াতে হবে। যে আগে হাত বাড়াবে সেই উত্তম।
@Abirhossain-x6i
@Abirhossain-x6i 2 ай бұрын
রাইট❤
@AzomKayed
@AzomKayed 2 ай бұрын
চোরমোনাই পদ লোভী,সে আগাতে চায় না
@shafiqkhan7605
@shafiqkhan7605 2 ай бұрын
০৯/০৮/২০২৪ আলেমদের ঐক্য কতদূর! ১। জামায়াতে ইসলামী ২। ইসলামী শাসনতন্ত্র ৩। হেফাজতে ইসলাম উপরোক্ত দলের রয়েছে অসংখ্য আলেম-ওলামা। এসব সম্মানিত আলেমগণ সাধারণ মানুষের কাছে ইসলামের কথাগুলো তুলে মুসলমানদের ঐক্যের বিষয়ে মহাগ্রন্থ আল কুরআন থেকে দলিল দিয়ে থাকেন। তার কিছু এখানে উল্লেখ করছি- ১। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা আল্লাহর সেই নেয়ামতের কথা স্মরণ কর যা তোমাদের দান করেছেন। তোমরা ছিলে পরস্পর শত্রু অতপর আল্লাহ তোমাদের হৃদয় জুড়ে দিয়েছেন। ফলে তোমরা তার অনুগ্রহে, মেহেরবানীতে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা আগুনের কিনারে দাঁড়িয়ে ছিলে আল্লাহ সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়েছেন। এভাবেই আল্লাহ তাঁর অনুগ্রহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো। (সূরা আলে ইমরান, আয়াত-১০৩) ২। তোমরা সেসব লোকদের মত হয়ো না যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে এবং স্পষ্ট ও প্রকাশ্য নির্দেশ পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হযেছে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। (সূরা আলে ইমরান, আয়াত-১০৫) ৩। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার দ্বীনকে দৃঢ়ভাবে ধারণ করবে, আল্লাহ তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং তাদের সঠিক পথের সন্ধান দিবেন। (সূরা আননিসা, আয়াত-১৭৫) ৪। আল্লাহ তোমাদের জন্য সেই দ্বীনকে নির্ধারণ করেছেন যা তিনি নূহ (আ) এর প্রতি নির্দিষ্ট করে দিয়েছিলেন। আপনার প্রতি যে ওহী নাযিল করেছি, আমি ইবরাহিম (আ), মুসা (আ) ও ঈসা (আ)কে একই নির্দেশ দিয়েছিলাম যে, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো কিন্তু বিচ্ছিন্ন হয়ো না। (সূরা আশ শুরা, আয়াত-১৩) সম্মানিত আলেমগণ, এখন বলুন তো এ ওয়াজ কী শুধু মানুষের জন্য! আপনাদের কোনো দায় নেই? উপরের ৩টি বড় ইসলামি দল ছাড়াও অনেকে ছোট ছোট দল গঠন করে নেতা হয়ে বসে আছেন। মানুষ বলবে অমুক দলের নেতা। ভাবুনতো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উক্ত দলগুলোর আলেমগণ কী জবাব দিবেন? আমাদের অনৈক্যের কারণে ক্ষমতা আমাদের থেকে অনেক দূরে। আসুন, আমরা সকল মতবিরোধ ভুলে গিয়ে ঐক্য হই। ইসলামকে ক্ষমতায় নেই। আল্লাহর বান্দারা একবার একটু দেখুক ইসলামি জীবন ব্যবস্থা কত সুন্দর। কত চমৎকার। শ্রদ্ধেয় আলেমগণ, কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য সব সেকুলার মিলে যদি ১২ দল, ১৪ দল, বাম, রাম দল গঠন করতে পারে তবে মহান আল্লাহর জন্য ইসলাম প্রতিষ্ঠায় ইসলামি দলগুলোর ঐক্য করতে প্রতিবন্ধকতা কোথায়? দয়া করে দল প্রধানগণ মহান আল্লাহর জন্য কোনো উদ্যোগ নিবেন কী? ইসলাম ও মুসলমানদের উপকারে যদি এ ঐক্য কোনো কাজে আসে তবেই উপরোক্ত ওয়াজ স্বার্থক। আল্লাহ পাক আমাদের অনুধাবন করার ও পালন করার তৌফিক দান করুন। আমিন। বিনীত নিবেদক, মহান আল্লাহর এক বান্দা মুহা: শফিকুল ইসলাম খান।
@AlaminGharami-p5m
@AlaminGharami-p5m 2 ай бұрын
Right
@funntv1m629
@funntv1m629 2 ай бұрын
ভাই আমার মনের কথাটা বলছেন
@MuzzammalHasan
@MuzzammalHasan 2 ай бұрын
আল্লাহ তাআলা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে ঐক্য হওয়ার তাওফিক দান করুন আমীন
@mdsahzamalhasan7189
@mdsahzamalhasan7189 2 ай бұрын
মাশাআল্লাহ চালিয়ে যান আল্লাহ আপনাদের সাথে আছেন ইনশাআল্লাহ
@মোখলিলুররহমানরেজাহাওলাদার
@মোখলিলুররহমানরেজাহাওলাদার 2 ай бұрын
আমরা এটাই চাই, আল্লাহ সকল মুসলমানের এক হওয়া উচিৎ
@SAKIL-ux6ku
@SAKIL-ux6ku 2 ай бұрын
আপনারা বতর্মান সরকারের সঙ্গে কথা বলেন। জনগণ পাশেই আছে।। ইনশাআল্লাহ
@MdFude-v6b
@MdFude-v6b 2 ай бұрын
হুজুর এক হন সবাই ভেদাভেদ ভুলে
@mdsaddamhossain120
@mdsaddamhossain120 2 ай бұрын
আল্লাহ আপনাদেরকে কবুল করুক এক সাথে
@malauddinalhadi8414
@malauddinalhadi8414 2 ай бұрын
খুব চমৎকার কথা।
@SamiulHaqueJuwel
@SamiulHaqueJuwel 2 ай бұрын
ঠিক বলেছেন হজরত। আল্লাহ সবাই কে এক করার তৌফিক দান করুক।
Ай бұрын
Masha Allah Allahummah barik lahu Muslim ummah unite together soon in sha Allah.
@AbdulMannan-dl8qw
@AbdulMannan-dl8qw 2 ай бұрын
আমাদের মুসলিম বৃদ্ধ শালীদের বিলাসী না হয়ে পরকালের আশায় সকল মুসলিমদের অংশ গ্রহণ মুলক সহযোগিতা নিয়ে বাইতুল মাল গঠন করে দরিদ্র মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীদের সহযোগিতার দিকে এগিয়ে আশা ও ধর্মীয় চেতনা বৃদ্ধি করাই একমাত্র উপায় ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর
@MsRowson
@MsRowson 2 ай бұрын
সব ইসলামিক দলগুলো এক হয়ে কাজ করার অনুরোধ রইল
@robiul2555
@robiul2555 2 ай бұрын
বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ
@RafiqulIslam-lg7ip
@RafiqulIslam-lg7ip 2 ай бұрын
আল্লাহ, সমস্ত ভেদাভেদ ভুলে আলেমসমাজকে এক করে দাও।
@MdJohirul-j1c
@MdJohirul-j1c 2 ай бұрын
বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ ⚖️
@mdmosaddikbillah3644
@mdmosaddikbillah3644 2 ай бұрын
প্রিয় তিন মুখ।❤❤❤
@MdAbdulhalim-of1wi
@MdAbdulhalim-of1wi 2 ай бұрын
এখুন সময় এসেছে সকল আলেমদের ঐক্য বদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে সকল চক্রান্তের মোকাবিলা করা একান্ত প্রয়োজন
@abudinahomayun8162
@abudinahomayun8162 2 ай бұрын
ঠিক বলেছেন
@SyedAbdulkadir-w9d
@SyedAbdulkadir-w9d 2 ай бұрын
ইসলামী যে দলগুলো এখনো বাকি রয়েছে সবাইকে একই মঞ্চে নিয়ে আসেন
@lifeandreligionyu7ef
@lifeandreligionyu7ef 2 ай бұрын
ঠিক বলেছেন বাশার ভাই
@mofijurrahman-d3w
@mofijurrahman-d3w 2 ай бұрын
যত ন্যায়পরায়ন মানুষ আছে ।সবার এক হওয়া উচিত
@altafhossain-fn3ou
@altafhossain-fn3ou 2 ай бұрын
আমিন
@MdRuhul-f7p
@MdRuhul-f7p 2 ай бұрын
সকল ঘরানার আলেম-ওলামার ঐক্য হওয়া দরকার আলেম-ওলামাদের একথা ভাবতে হবে যে আমি হয়তো 100% ঠিক নাও থাকতে পারি আমার কোন জায়গায় ভুল থাকতেও পারে এবং অন্য আলেম-ওলামার মত কেউ সম্মান করে এক হওয়া দরকার ইসলামের জন্য হলেও
@abdurrazzakmiah5084
@abdurrazzakmiah5084 2 ай бұрын
সবার জন্য অনেক দোয়া শুভকামনা এবং ভালোবাসা। ইয়া আল্লাহ আমাদের কে এক করে দেন নেক করে দেন।
@abdulmannan7493
@abdulmannan7493 2 ай бұрын
মাশাল্লাহ
@dr.md.hamidurrahman8390
@dr.md.hamidurrahman8390 2 ай бұрын
সমগ্র বাংলাদেশের মসজিদ কমিটি ভেঙে দিয়ে নতুন নির্বাচন করুন সঠিক ঈমাম কে নিয়োগ দিন মসজিদ কে পবিত্র রাখুন আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করার সুযোগ দিন
@MdAtik-p1d
@MdAtik-p1d 2 ай бұрын
সারাদেশের মুসলমানদের বলছি সবাই ঐক্যবদ্ধ হোন।
@UCR..ESMAEL
@UCR..ESMAEL 2 ай бұрын
এই মুহুর্তে সকল মুসলিম ভাই সকল বেদাদেত ভুলে গিয়ে এক হও।
@abulkasem2573
@abulkasem2573 2 ай бұрын
Apnar Chinta Bhabna Thik Achhe. From Bharath.
@SyedAbdulkadir-w9d
@SyedAbdulkadir-w9d 2 ай бұрын
আমরা সবাই হচ্ছে আল্লাহর বান্দা সবার বুঝ সমান নয় সমস্ত ইসলামী দলের নেতা কর্মীদেরকে একই মঞ্চে নিয়ে আসলে আমাদের দূরত্ব ইনশাল্লাহ কমে যাবে যে ব্যক্তি সবার কাছে সর্বপ্রথম ঐক্যের বার্তা পৌঁছাবে এবং ঐক্যের জন্য সবার দ্বারে দ্বারে যাবে সেই ব্যক্তি আল্লাহর কাছে অতি উত্তম এবং নিকটবর্তী ব্যক্তি আমার অনুরোধ প্রত্যেক ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে এক সারিতে ইসলামের কাজ করুন ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব আর যদি ঐক্য না হতে পারি নতুবা আমাদের জন্য দুর্দিন হতে পারে সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন
@morhedalom263
@morhedalom263 2 ай бұрын
মাশাআল্লাহ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JannatulFerdusiStudent
@JannatulFerdusiStudent 2 ай бұрын
ইসলামি দলগুলো ঐক্য জোট গঠন করুন।
@AyubKhan-m6l
@AyubKhan-m6l 2 ай бұрын
এক হন
@MdMdSaifulislam-c8x
@MdMdSaifulislam-c8x 2 ай бұрын
আবুল করালাম ❤❤❤
@akther12580
@akther12580 2 ай бұрын
আলহামদুলিল্লাহ
@NazrulIslam-rz4wy
@NazrulIslam-rz4wy 2 ай бұрын
বাংলাদেশের মানুষ বড় আরাম প্রিয়। আরাম পেয়ে আমরা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়
@MdKamalhassan-c2y
@MdKamalhassan-c2y 2 ай бұрын
ইনশাআল্লাহ 🤲😭
@MohammadFORHAD-v1i
@MohammadFORHAD-v1i 2 ай бұрын
সঠিক
@MojammelHoq-v1w
@MojammelHoq-v1w 2 ай бұрын
আমরা সকল মুসলমান এক হও
@AbdulKadir-qn1xt
@AbdulKadir-qn1xt 2 ай бұрын
মাশাআল্লাহ সঠিক কথা
@himurat4002
@himurat4002 2 ай бұрын
আমাদের ইসলামী দলগুলো সবাই এক হয়ে দাওয়াতের কাজ শুরু করা উচিত আমার মনে হয় এবং তীব্র প্রতিবাদ ষড়যন্ত্র মোকাবেলা করা উচিত
@MoktarAbulhasem
@MoktarAbulhasem 2 ай бұрын
@mdsofi5924
@mdsofi5924 2 ай бұрын
Rigjt🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@SujonMia-xi7pg
@SujonMia-xi7pg 2 ай бұрын
সব ইসলামি দল গুলো এক হোক
@RakibulIslam-rd3el
@RakibulIslam-rd3el 2 ай бұрын
ইসলামের পতাকা এই দেশে উড়াবোই ইনশাআল্লাহ
@mdyouns9151
@mdyouns9151 2 ай бұрын
এখন বাংলাদেশের সকল ইসলামী দল গুলো ঐক্য হওয়ার দরকার, সবাই ঐক্য হয়ে সাধারণ মানুষের সাথে নিয়ে, এইসব ষড়যন্ত্র বিরুদ্ধে কঠিন আনদোলনের প্রক্রিয়া জোরদার করতে হবে,,
@MohammadFORHAD-v1i
@MohammadFORHAD-v1i 2 ай бұрын
ঠিক
@inlinejob5681
@inlinejob5681 2 ай бұрын
❤❤❤
@norozzamannorozzaman6277
@norozzamannorozzaman6277 2 ай бұрын
বাংলাদেশে সকল মুসলিম দল গোলোর পতি আহবান আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দীন্ প্রতিষ্ঠায় কাজ করতে হবে
@MdHabibullah-m1r
@MdHabibullah-m1r 2 ай бұрын
পির সাহেব হুজুর চরমোনাই
@mimuartandcraft34
@mimuartandcraft34 2 ай бұрын
অর্থনৈতিক ব্যাপার টা আগে অগ্রাধীকার দিতে হবে।
@mdomarfaruk2316
@mdomarfaruk2316 2 ай бұрын
আমার মোনে হয় পিচোনে দিকে না তাকিয়ে সবাইকে এক হওয়া উচিৎ
@md.delwerhosen
@md.delwerhosen 2 ай бұрын
Right
@MdmiladShiek
@MdmiladShiek 2 ай бұрын
ইসলামিক ঐক চাই
@physicsacademy8846
@physicsacademy8846 2 ай бұрын
প্রশাসন এসব নিয়ে কাজ করবে কি না জানি না।তবে আপনাদের ও সংগঠন ওখানে সক্রিয় রাখতে হবে
@abjabbarabjabbar1704
@abjabbarabjabbar1704 2 ай бұрын
Basar hujur songsode dekhte chai 2:04
@mohammedazad7055
@mohammedazad7055 2 ай бұрын
Islam religion and politics don’t go together, whoever is suggesting it will regret later on.
@tachkshort96
@tachkshort96 2 ай бұрын
Satik bolecen
@TazulIslam
@TazulIslam 2 ай бұрын
Revel fighter,student and all our ownerable inhabitants of Bangladesh -how still exist role of Bongo boltor obomanona? how our old constitution still exist? how choppo still exists as a Rastropoti? please do proper action our students and all of the inhabitants. We need to restructure our all law on order and songbidhan.
@ummatimohammadeen8743
@ummatimohammadeen8743 2 ай бұрын
AAL HUMDOO LIL LAH.. But...Aaleem Jasimooddeen Rehmani Saheb Jee kothai? Onai ko be apnader majhe dekhbo?
@hm.mustafizurrahman8661
@hm.mustafizurrahman8661 2 ай бұрын
মাদ্রাসা গুলো ব্যবসায় পরিণত হয়েছে
@mdabamad8271
@mdabamad8271 2 ай бұрын
এগুলো অনেক আগের ভিডিও নতুন করে দিয়ে ব্যবসার ধান্দা শুরু করেছে।
@AshikurAshikurrahman-fo1cb
@AshikurAshikurrahman-fo1cb 2 ай бұрын
Pirdhormomontryholezelawshekodu,
@LabluMolla-is9ei
@LabluMolla-is9ei 2 ай бұрын
সুদের কথা গোপন করেন কেন? খোদার কসম লাগে সুদ খাওয়ার গুনাহ কি কি?
@mimuartandcraft34
@mimuartandcraft34 2 ай бұрын
শত্রুর তীর যদি আপনার দিকে না আসে ধরে নেন আপনি সঠিক পথে নাই , আপনি ভন্ডামি করছেন।
@farukmirza3117
@farukmirza3117 2 ай бұрын
আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল
@jutychowdhury
@jutychowdhury 2 ай бұрын
মাশাআললাহ
@Md.RashedHossain-nc9zq
@Md.RashedHossain-nc9zq 2 ай бұрын
রাইট ✊✊
@mijanurrahman-e5s
@mijanurrahman-e5s 2 ай бұрын
মাশাআল্লাহ।
@razaulkarim9810
@razaulkarim9810 2 ай бұрын
পার্বত্য অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে কাজ করা যেতে পারে। এক্ষেত্রে উপজাতিদের ভিতর কাজ করে তাদেরকে ইসলামের মহান বৈশিষ্ট্য বুঝাতে হবে। আর যাতে একজন উপজাতি যাতে খ্রিস্টান না হয় খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে অনগ্রসর গোষ্ঠীকে সরকারি সহায়তা দিতে হবে। যাতে অর্থের অভাবে কোন নাগরিক খ্রিস্ট ধর্ম গ্রহণ না করে।
@SumonSumon-ix8tm
@SumonSumon-ix8tm 2 ай бұрын
আমাকে খ্রিষ্টানরা বিভিন্নভাবে চেষ্টা করতেছে, ধর্ম নিয়ে আলোচনা করে আমাকে এমন গোলকধাঁধা ফেলে খ্রিষ্টান বানাতে কিন্তু পেরে ওঠছে না তারা, চরম তর্ক হচ্ছে, আমি আপনাদের সাহায্য চাই
@jannathussain7182
@jannathussain7182 2 ай бұрын
আমরা বলি জামাত হেফাজত চরমোনাই সব ওলামা এক হয়ে নতুন একটি দল গঠন করা হোক যে দলের নাম থাকবে খিলাপ প্রতিদিন মিজানুর রহমান আজহারী ডাক্তার আবু কালাম আজাদ মোল্লা নাজিম আবু তার আদনান ডঃ আহমাদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী মামুনুল হক আব্বাসী সকল ওলামা একরাম এক হয়ে দেশ ও ইসলাম ও জাতিকে রক্ষা করার জন্য আগামীতে কুরআনী শাসন বাংলাদেশে ২০২৫ এ দেখতে চাই তা না হলে লোভীতো লালসাখারী হিংস্র জানোয়াররা নিজের স্বার্থের জন্য বিলীন করে দিবে দেশকে ধ্বংস করে দিবে ইসলামকে আমরা চাই মালয়েশিয়ার মত আনোয়ার ইব্রাহিমের যেভাবে ইমামতি করে আমাদের প্রধানমন্ত্রী ও যে হবে আমরা তার পিছনে জামাতে নামাজ পড়বো আমরা চাই না আওয়ামী লীগ বিএনপি আমরা চাই একজন আমির যে নাকি আমাদের সঠিক নেতৃত্ব দিতে পারবেন এবং কুরআনকে থেকে টেন পর্যন্ত সিলেবাস করে দেখবেন সকলে কোরআন কি শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে অবশ্যই সব দল মিল হয়ে এক হয়ে নতুন দল গঠন করুন ২০২৫ এ খিলাফতে দিন দল গঠন করুন ইসলামকে প্রতিষ্ঠিত করুন ইনশাআল্লাহ আল্লাহর রহমত বাংলাদেশে ও বাঙালি জাতির উপর সবচেয়ে বেশি হবে পৃথিবীতে আমরা চাই না আর অমৃত বিএনপি আমরা চাই ইসলাম জিন্দাবাদ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার
@SHARIFULISLAM-v2z
@SHARIFULISLAM-v2z 2 ай бұрын
খ্রিস্টান রাষ্ট্র হবে কি অলরেডি হয়ে গেছে সুদখোর ইমেজ প্রধানমন্ত্রী যেদিন হয়েছে সেদিন থেকেই হয়েছে
@karim017
@karim017 2 ай бұрын
@MehediHasan-q5c8m
@MehediHasan-q5c8m 2 ай бұрын
ঠিক
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,8 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН