Рет қаралды 16,775
॥দিদার হাতের সাবুমাখা- আমার ফেলে আসা গরমের দিনের রান্নার সিরিজ॥
Ingredients:
Tapioca pearl sago 150gms
2 ripe mangoes diced
2 ripped bananas
4-5 tablespoons of grated coconut
4 green chillies
Unsweetened curd 300-350 gms
Sweetened curd 100 gms
Sugar 5-6 tablespoons
A dash of salt
Juice from 1-1.5 gandharaj lime
আমরা সবাই ভাইবোনেরা বসতাম পংক্তি করে। প্রত্যেকের সামনে একটা করে বাটি। দিদার সাদা শাড়ির ঘোমটা পরা মুখটা দেখতাম। দিদার হাতে ঠনঠন আওয়াজ করতে চুড়ি দুটো। মুখ নিচু করে দিদা পাথরের বড় বাটিতে মাখছে সাবু। মাখা শেষ হলেই দিদা সবার পাতে তুলে দেবে একটি করে দলা। সারা ঘর আমোদিত হয়ে ওঠে নারকেল, কলা, গন্ধরাজ লেবু, কাঁচালঙ্কা আর আম মেশানো এক অদ্ভুত সুন্দর গন্ধে। মনে ভাবতাম, এই বুঝি গরমকালের গন্ধ। গ্রীষ্মের সে রাতগুলি বড় মন কেমনের ছিল। বড় আনন্দের, বড় ছেলেবেলার, বড় ফিরে যাওয়ার।
#summerrecipes #sago #pearlsago #sabudana #sabudanarecipe #sabumakha #summer #summercooler #easyrecipe #easycooking #mango #mangorecipe #aam #mangoes