Рет қаралды 3,000
২০১৬ সালের ২৪ আগষ্ট, কৃষ্ণনগর রবীন্দ্রভবনে, প্রথম কৃষ্ণনগর গানমেলার সূচনা হয়েছিল এই দুই প্রবাদপ্রতিম শিল্পীর হাত ধ'রে।
বাংলা আধুনিক গানের প্রতি গভীর ভালোবাসা আর মমত্ববোধ চুঁইয়ে পড়ছিল এঁদের প্রতি উচ্চারণে।
গান গাওয়ার আনন্দ, গায়ন-পদ্ধতি আর আর আধুনিক গানের ঐতিহ্য সম্পর্কে অবগত হওয়ার উদ্দেশ্যে আনএডিটেড এই মঞ্চানুষ্ঠান সকলের সামনে এই প্রথমবার আনলো হারমোনিয়াম।
এর মধ্যে কোনও বাণিজ্য-স্বার্থ নেই।
আজ ২য় পর্ব।