অসাধারণ নির্মাণ,,, আজ আমাদের মাঝে হুমায়ূন আহমেদ স্যারের মতো অপরিসীম প্রতিভাবান ব্যক্তি নেই বলে আমরা দিনে দিনে রুচির দুর্ভিক্ষযুক্ত সমাজের দিকে অগ্রসর হচ্ছি।।।
@md.rezoankadirsarker4883 Жыл бұрын
হুমায়ুন আহাম্মোদের কাহিনী অবলম্বনে, পরিচালকঃ মোরশেদুল ইসলাম
@prosantabarman5381 Жыл бұрын
এই মুভি দেখে মন ভারাক্রান্ত হলো ওই দুটি ছেলে মেয়ের প্রতি,এক গভীর অনাবিল হাসি ও বেদনা ভরা সমাপ্তি ,ভগবান অনাথ শিশুদের রক্ষা করুন😢
@aliashraf3105 Жыл бұрын
হুমায়ুন আহমেদ অনন্তকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন,তার এই মন্ত্রমূগ্ধ লিখনির জন্য৷
@rajonsarkar71762 ай бұрын
ঠিক বলেছেন
@niloysarkar357811 ай бұрын
তখন ছোট ছিলাম। ক্লাস টুতে পড়ি। বাড়িতে পুতুল নামে এই বইটা ছিল, বোধহয় আমার ছোটোপিসির কেনা। এটা আমার পড়া প্রথম উপন্যাস ❤। ভীষন ভালো লেগেছিল। পরে আরেকটু বড় হয়ে আরো একবার পড়েছি। এই সিনেমাটাও খুব সুন্দর হয়েছে। তিনজন বাচ্চাই নিজের নিজের চরিত্রে দারুন অভিনয় করেছে। 🥰
@রজনীগন্ধা-ফ২দ7 ай бұрын
তিনজনের একজন আমি
@niloysarkar35787 ай бұрын
@@রজনীগন্ধা-ফ২দ কত্ত বড় হয়ে গেছেন 🤭
@mohammadriazhossain20102 ай бұрын
@@রজনীগন্ধা-ফ২দ অসংখ্য শুভেচ্ছা ও ভালবাসা রইলো এই ছবিতে অসাধারণ কাজের জন্য।
@SohanurRahman-r3s Жыл бұрын
২০২৩-২৪ সালে ছবিটা যারা দেখছেন একটা হাজিরা দিয়ে যান❤️❤️
@ImtiajAhmedArad8 ай бұрын
উপস্থিত সার
@abuyasserarafat80727 ай бұрын
আজকেই দেখলাম, ছবিটার শেষে মুখটা মলিন হয়ে গেলো
@sumonpaul23055 ай бұрын
🎉
@MosharafhossainRiyad-w4m5 ай бұрын
ভাই আমি ২৪ সালে এসে দেখলাম 😢😢
@MosharafhossainRiyad-w4m5 ай бұрын
@@abuyasserarafat8072আমারো 😭😭😭
@UttshabDatta Жыл бұрын
আহা কি দারুণ সংলাপ ❤ তোমরা কি দেশের রাজা? মানুষে মানুষে কতো পার্থক্য আমাদের সোনার বাংলায়।
@JerinAfrojJuthi4 ай бұрын
হুমায়ুন আহমেদের ছবি এক আলাদা তৃপ্তি! এক অদ্ভুত রকম সুন্দর অনুভূতি!!
@mdsumon-j4t5jАй бұрын
হুম
@md.mokterhosen7577 Жыл бұрын
রূচির এই দূর্ভিক্ষে এখনো যারা এসব ছবি দেখেন তারাই প্রকৃত রুচিশীল ব্যক্তি🙂
@md.rakibulislam9849 Жыл бұрын
👍
@rashikhan7652 Жыл бұрын
আপনার কথায় আমি একমত
@evaakhter5481 Жыл бұрын
আমি দেখি
@tahminabegum6770 Жыл бұрын
@@rashikhan7652❤
@mdrabiul2602 Жыл бұрын
❤u boss
@imran27.042 ай бұрын
আমাদের সমাজ ভালো হয়ে আজও বেঁচে আছে এইসব শিল্পকর্মের মাধ্যমে। ❤
নিজের অজান্তেই চোখে পানি চলে আসছে,,, কি সুন্দর সাবলীল অভিনয় মন ছুয়ে গেছে 🖤
@zahannahid598 Жыл бұрын
খুব সুন্দর শিক্ষনীয় ছবি।সন্তান ও সন্তানের অভিভাবকদের অবশ্যই ছবিটি দেখা উচিত।
@Imran_BD211 ай бұрын
আহা হুমায়ুন আহমেদ! আল্লাহ তাকে কি অদ্ভুত ক্ষমতা দান করেছিলেন ❤
@oxygenlife1204 Жыл бұрын
মুভি টা বুজিয়ে দিল মানুষে মানুষে কত পার্থক্য ,,,,,, পথ শিশুদের কান্না কষ্ট ,,,,,,,,, তাদের স্বপ্ন তাদের ইচ্ছা 😭😭😭😭,,,,,, খুব ভালো লাগলো 😢😢😢😢
@zakariatarafder9652 Жыл бұрын
এই নাটকটি আমার হৃদয় ছুয়ে গেছে অজান্তেই চোখ ভিজে অশ্রুসজ্বল প্রবাহীতো হলো, কী সুন্দর সাবলীল সংলাপ , অভিনয় নয় এ যেন সমাজের চিরাচরিত বাস্তব চরিত্র গুলুকেইই দেখলাম, হুমায়ূন আহমেদ সর্ব কালের সেরা হইয়েই থাকবে ইনশাল্লাহ
@Taahmim Жыл бұрын
এটা সিনেমা
@Fearlessoul9149 Жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যারের প্রতি মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো
@rajibmiah5768 Жыл бұрын
সত্যিই এই সিনেমাটা বাস্তবতার সাথে গভীর মিল,,না দেখলে বুঝতাম না ❤❤
@abdunnurmasud2 ай бұрын
বাস্তবতা খুবই করুন। এত সুন্দর সাবলীল শেষটা যা বুঝিয়ে দিলো দূরত্ব কি জিনিস।😢😢😢 দেখি খুবই পরিচিত হলাম ধনী এবং গরীবের মাঝে কতটুকু ভেদাভেদ প😢😢😢😢😢 2024 সালে এসে ছবিটি দেখে খুবই আপ্লুত হয়ে গেলাম। এবং একটি কমেন্টও করে গেলাম স্মৃতি হিসেবে থেকে যাবে।। ❤❤
@arifuzzaman-tg3tx Жыл бұрын
এত সুন্দর সিনেমা,,,,, মনে হচ্ছিলো কিছু সময়ের জন্য এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম।
@aktaruzzamanofficial7754 Жыл бұрын
কত সুন্দর নিখুঁত অভিনয়, আহা।একটা সিনেমার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে তুলেছে।সেই সাথে পথশিশুদের নিদারুন কষ্টের চিত্রও ফুটে উঠেছে। আর বর্তমান সিনেমা গুলোতে শিক্ষার কোনো বিষয় নাই তো নাই পাশাপাশি অশ্লীলতা দিয়ে ভরা।তবে,ছেলেটার(পুতুল) চেহারাটা অনেক সুন্দর লাগছে।ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম ❤️❤️
@MdmohiburRahman-px6gb10 ай бұрын
সত্যি এই মুভিটা বাস্তবতার সাথে অনেক মিল তিনটা বাচ্চার অভিনয় এত সুন্দর করতে পারে আরও অনেক আগের মুভি হওয়া সত্ত্বেও এত সুন্দর সাবলীল ভাষা অনেক কিছু শিখার আছে লাভ ইউ হুমায়ূন আহমেদ স্যার ও হুমায়ুন ফরিদী স্যার ❤❤
@omarfaruk2496 Жыл бұрын
এতো সুন্দর একটা টেলিফিল্ম!! কিছুক্ষণের জন্য মনে হলো যদি শেষ না হতো!! এই গল্প এক কথায় অসাধারণ সত্যি অনেক মুগ্ধ হয়ে গেলাম।
@rafiqhossainАй бұрын
Bhai thik bolchen kamne jani shesh hoa galo
@drivingmaster7205 Жыл бұрын
প্রতিটি স্তরের মানুষের স্বপ্ন থাকে। কেউ স্বপ্নগুলো হাত দিয়ে স্পর্শ করতে পারে, আবার অনেকে স্বপ্ন গুলো দেখতে দেখতে জীবন পার হয়ে যায় কিন্তু পূর্ণতা আর পায়না!
@hasinaakter9514 Жыл бұрын
মুভিটা অনেক দিন আগে দেখেছিলাম এত উন্নতমানের মুভি বানানো লোকগুলো হারিয়ে যাচ্ছে।
@abubokkorsiddik7022 ай бұрын
এত সুন্দর অভিনয় দিয়ে বাস্তব চরিত্র ফুটিয়ে তুলেছে, দেখে সত্যিই খুব ভালো লাগলো। ২০২৪ এ ১৯সেপ্টেম্বর দেখলাম।
@SumaiyaakterJui-qn6gp2 ай бұрын
Same
@MaksudurRahmanShawan2 ай бұрын
Same
@abubokkorsiddik7022 ай бұрын
@@SumaiyaakterJui-qn6gp আসলে অনেক ভালো মুভিটা এসব ভালো গল্পের মুভি তো এখন আর হয় না
@ayshanasrin6706 Жыл бұрын
প্রিয় লেখকের মুভি।আলাদা ভালবাসা কাজ করে আর হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টি মানেই অসাধারণ কিছু সামাজের নানান দিক যা সে ভিন্নভাবে ফুটিয়ে তোলে🦋🖤
@absharkhan882426 күн бұрын
বর্তমান প্রজন্মের অভিভাবক ও সন্তানদের দুরত্ব এভাবেই তৈরি হচ্ছে। গল্পটা অতি বাস্তব চিত্রে চিত্রায়িত। বাচ্চগুলোর অভিনয় ও উপস্থাপনাটা এক বাক্যে অসাধারণ। ধন্যবাদ স্যারকে তার সৃষ্টিসিল কাজ উপহার দেওয়ার জন্য।💐💓
@tokisvideo28 Жыл бұрын
কর্ণসুন্দর কেনার সিন আর লাস্টের সিন তোমরা কি দেশের রাজা এই দুইটা সিন দেখে চোঁখের পানি চলে এসেছে। আমার মতে এই দুইটা সিন সেরা।
@shamimhasan90503 ай бұрын
ভালো বলছেন
@aktaruzzamanofficial7754 Жыл бұрын
কত সুন্দর নিখুঁত অভিনয়, আহা।এই সিনেমাটার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। সেইসাথে পথশিশুদের নিদারুন কষ্টের চিত্র সুন্দর ভাবে উঠে এসেছে।বর্তমান সিনেমা গুলোতে শিক্ষার তো কিছু নেই দুনিয়ার অশ্লীলতা দিয়ে ভরা।সিনেমার শেষ পর্যায়ে সবচেয়ে সুন্দর উক্তি "তোমরা কি দেশের রাজা"😥।শেষে মনে হলো যদি সিনেমা টা শেষ না হতো!!পাশাপাশি ছেলেটার(পুতুল) চেহারাটা অনেক সুন্দর। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম কে।এতো সুন্দর একটা সিনেমা দেখার সুযোগ করে দিয়ে ❤️❤️
@রজনীগন্ধা-ফ২দ7 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনারা সারা জীবন আমাদের এভাবে পাশে থাকবেন
এই যুগের মানুষ হয়েও, কেন জানিনা আমার এই ধরনের মুভি গুলা অনেক ভালো লাগে।
@emonkhan-cq1kc2 ай бұрын
কালজয়ী,সুপারহিট সিনেমা এসব কাকে বলে জানিনা শুধু এটুকু জানি জীবনের বাস্তব কিছু ঘটনা হুবহু এই সিনেমায় তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ 💚💚
@mimuseikh922023 күн бұрын
সমাজের আসল রূপ এই ছায়াছবির মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। বাস্তবে মানুষের মধ্যে কত তফাৎ সেটা খুব সুন্দর অভিনয়ের দ্বারা এই বাচ্চাদের জীবনের মাধ্যমে পরিবেশন করা হয়েছে। আসলেই এই পৃথিবী কত বিচিত্র । 😶
@ashrafularnob11 күн бұрын
এটা বলাকা সিনেমা হলে নতুন মুভি দেখেছি ছোট বেলার তরপর আজ আবার দেখলাম ❤
@skmegh112 ай бұрын
আহা কি সাবলীল মনমুগ্ধকর অভিনয় ১ঘন্টা ২৭ মিনিটে দেয়ালের দুপাশের মানুষের জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
@ruhulaminemon22816 ай бұрын
হুমায়ুন আহমেদ স্যারের অন্যতম অনবদ্য সৃষ্টি। ❤️❤️
@RudronilBD Жыл бұрын
এত সুন্দর সিনেমা বাস্তব কে হার মানায়,😢😢 অসাধারণ, তিন বাচ্চার মাধ্যমে বাস্তবটা ফুটে উঠেছে❤❤
@paponchandrapaul5902 Жыл бұрын
অনেক সুন্দর মুভিটা, আমাদের দেশের বাস্তবিক কাহিনি তুলে ধরেছে, মুভিটা ১:২৭ মিনিট কিন্তু আমার কাছে মনে হলো,,, সবেমাত্র দেখিতে শুরু করিলাম❤
@mohammadromjan4669 Жыл бұрын
হুমায়ুন আহমেদের নাটক/ ছবি দেখলে আমাদের চিন্তা ভাবনার যথেষ্ট উন্নতি হবে।
অসাধারণ একটা টেলিফিল্ম. আহা কি অভিনয়. প্রত্যেকের অভিনয় ছিলো অতুলনীয়. 22.01.2023
@AmrHost12 күн бұрын
আমি ভারত থেকে 2024 সালে মুভিটা দেখলাম। খুবই হৃদয় মূলক ছবি । সকলের অভিনয় দুর্দান্ত মঞ্চ হওয়ার মতন সবথেকে ভালো অভিনয় করেছে শিশু অভিনেতা ও অভিনেত্রী ।
@zahidmohammad9750 Жыл бұрын
সম্ভবত ২০০৫/৬ ক্লাস ৪/৫ পড়াকালীন সময়ে এই মুভিটা আমি প্রথম দেখেছিলাম,, আমার লাইফের সাথে ৮০% মিল আছে এর কাহিনির
@a.shaikat4735 Жыл бұрын
অনেক বছর আগে দেখেছিলাম। আবার দেখলাম। অসাধারণ অভিনয় গল্প। 💝💝💝💝💝💝
@mustarinkhan90118 ай бұрын
কি যে সুন্দর। মনে হলো যদি শেষ না হতো। গরীব হয়েও কি আতিথীয়েতা। " গরীবের শীত লাগে না "... what a dialogue... 💔
ছোটবেলায় দেখেছিলাম মুভিটা।আজকে আবার দেখলাম। অসাাধারন মুভি।অনেক কিছু শিখার আছে।
@P01316P Жыл бұрын
কি দারুণ সৃষ্টি। বাস্তবতার সাথে শতভাগ মিল। এমন সৃষ্টি আর হবে বলে মনে হয় না।
@mahbubahmed72692 ай бұрын
আমি এখন দেখলাম , এতো সুন্দর হয়েছে, হৃদয়ে এতো হিট লেগেছে যা বলে কাউকে কখনো বুঝানোর মতো নয়।
@গোধূলিবিকেল-ল৯থ Жыл бұрын
ফেসবুকে স্ট্যাটাস থেকে দেখে কে কে আসছো আমার মতো মুভিটা দেখতে 😊
@MdMamun-xt4tn Жыл бұрын
আমি আসছি
@sumaiyasadi1050 Жыл бұрын
ami
@mdromjan-yx8vp8 ай бұрын
মাএ আসলাম দেখতে
@RubelAhamedNiloy6 ай бұрын
Ami aichi
@MuhammadYaseen-cr4vq6 ай бұрын
আমি আসছি
@taniaakter5111 Жыл бұрын
বাস্তবতাকে সিনেমার মাধ্যমে এত্ত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সেটা এই ছবি না দেখলে কেও বুঝবে না, সবমিলিয়ে অসাধারণ ❤
@swapnosohagdream4002 Жыл бұрын
“দূরত্ব” চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে একরাশ ভালোবাসা। ❤ এ রকম শিক্ষামূলক চলচ্চিত্র পূনর্বার দেখতে চাই...
@রজনীগন্ধা-ফ২দ7 ай бұрын
সব সময় পাশে আছে ভবিষ্যতে থাকবো
@eratv98262 ай бұрын
১টাকা কাপের চায়ের কথা মনে পড়ে গেল.....সেই সাথে মনে পড়ছে গ্রামের প্রতিটা মানুষের ভালবাসা ও আত্ববিশ্বাসের কথা...... আজ ২০/৯/২৪ মানুষ মানুষের থেকে কত্ত দূরে......
@Touhid_912 ай бұрын
অনেক ভালো লাগলো। বাস্তবতা উঠিয়ে তুলেছেন। ০৬ সেপ্টেম্বর ২০২৪ সালে দেখলাম
@Mostakinur17 Жыл бұрын
অনেক ছোটবেলায় দেখেছিলাম মুভি টা সাদাকালো টিভি তে, আজকে আবার ও দেখলাম,অনেক পুরনো কথা মনে পড়ে গেলো... তখন কত ছোট ছিলাম, আর এখন মেরিন ইঞ্জিনিয়ার...
@jyotsnadebnath7140Ай бұрын
হুমায়ুন আহমেদ স্যার এর বই পড়া, সিনেমা নাটক টেলিফিল্ম দেখতে এতো বেশি ভালো লাগে - যারা এই স্বনামধন্য লেখকের বই পড়েনা, তাঁর সৃষ্ট ছবি দেখেনা তাদের জন্য মায়া হয়
@mahbuboli Жыл бұрын
১২/১৩ বছর আগে দেখছিলাম এই মুভি, আসলে আমাদের সমাজ আমাদের অজান্তে অনেক শ্রেণী সৃষ্টি করেছে।
@Mahbuba__Islam002Ай бұрын
২৪ শে এসে কে কে দেখছেন সাড়া দিয়ে যান
@mdforhadhn904502 ай бұрын
এই নাটক টা থেকে যে কতকিছু শিখার আছে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েও সুখী নয় কেউবা আবার ফুটপাতে জীবন জাপান করে ও সুখী- কেউ খাবার পেয়েও মনের শান্তির জন্য খাইতে চায়না কেউ বা আবার এক মুঠো খাবারের জন্য লড়াই করে ও মনে শান্তি নাই- হুমায়ুন আহমেদ স্যার আপনার তুলনা আপনি নিজেই স্যার-🥰
@mdsaikat33902 ай бұрын
এটাই হলো আসল বাস্তবতা।ছবিটির নির্মাতাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা বাস্তবতাকে তুলে ধরার জন্য।
@shahidbro1878 Жыл бұрын
এরকম সিনেমা বাংলাদেশে আর হবে কিনা জানা নাই..!🎬 এরকম গল্প শুধু হুমায়ূন আহমেদ স্যার কে দারাই সম্ভব। আপনি আসলেই লিজেন্ড ছিলেন স্যার, আল্লহ আপনাকে ভালো রাখুক। শহিদুল ইসলাম, টাংগাইল থেকে। ১০-১১-২০২৩ ইং🕓
@AbdullahAlRafsan-p7kАй бұрын
হুমায়ুন স্যার শেষটা একেবারে বাস্তবতার সাথে মিল রেখেছে উনি চাইলে নাটকীয়ভাবে এন্ডিংটা সুন্দর রাখতে পারতো। কিন্তু বাস্তবে তো এমনই হয়। শেষটা দেখে খুব কষ্ট হলো আর বিশেষ করে মিউজিকটা😢। আমরা যতটুকু পারি তাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ
@shadhinsir Жыл бұрын
হৃদয় ছুয়ে যাওয়ার মতো একটি টেলিফিল্ম, হুমায়ুন আহমেদ মানেই ভালোবাসার আরেক নাম।
@abuhuraira44332 ай бұрын
মনোজগতে বিরাট একটা দাগ কেটে গেল৷ হুমায়ুন আহমেদ সত্যিই চরিত্রের নির্মান করে গেছেন৷ অনবদ্য
@ShamimAhmed-np8yr Жыл бұрын
পুতুল নামের উপন্যাসটা আরও অনেক বেশি সুন্দর৷ প্রথম যেদিন উপন্যাসটা পড়েছিলাম। চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছিলো।
@mdRubel-vw7whАй бұрын
হুমায়ূন স্যার এমন একজন প্রতিভাবান ব্যাক্তি জার জন্য আমরা এতো সুন্দর সুন্দর বাস্তব কে দেখতে পাই আললাহ তার সব গুনা মাফ করে জাননাত নসিব করুক আমিন
@Munnavlog075Ай бұрын
হুমায়ুন ফরিদী স্যারের প্রথম প্রেমে পড়ার গল্প হুমায়ুন ফরিদী স্যার যখন প্রথম প্রেমে পরেন তখন তার বয়স ছিলো মাএ ১৪ বছর তিনি বয়েজ স্কুলে পড়া শোনা করতেন তার পাশেই ছিলো একটি গার্লস স্কুল ওই স্কুলের একজন ম্যেমকে তার খুব ভালো লাগে যার বয়স ছিলো ২৪ বছর তিনি তাকে ভিশন পচন্দ করতেন ধিরে ধিরে তিনি ওই ম্যেমের প্রেমে পরেযান এটাই ছিলো বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী স্যারের প্রথম প্রেমে পড়ার গল্প এরপর তিনি যখন অভিনয় জগতে আসেন তারপর ওনার বিয়ে সংসার জীবন এবং মিত্যুর কারণ আসলে হুমায়ুন ফরিদী স্যার সুবর্ণা মোস্তফা দুইজন ঐ নাটকে কাজ করতেন একসঙ্গে কাজ করতে করতে দুইজন একে অপরের প্রেমে পরে যান হুমায়ুন ফরিদী স্যার সুবর্না ম্যেমকে ভিশন ভালোবাসতেন কতটা যে ভালোবাসতেন সেটা বুঝানোর মতো ভাষা নেই কিছুদিন এভাবে ছলার পর তারা বিয়ের বন্দনে আব্ধহন এরপর এই গুনী অভিনেতার কাজে অনেকটা গেব হয় দশর্ক চায় তিনি চলচ্চিত্ররে কাজ করুক সুবর্না মোস্তফা চায় হুমায়ুন ফরিদী স্যার চলচ্চিত্ররে কাজ না করুক কিন্তু দর্শক তাকে এতটাই ভালোবাসে যে হুমায়ুন ফরিদী স্যার চলচ্চিত্র ছেড়ে থাকতে পারলেন না তিনি তার চলচ্চিত্র জীবনের অভিনয় শুরু করেন তারপর তিনি বেবেছেন আমাদের মাঝে এতদিনের ভালোবাসা তিনি এই ভাবনাটা মাথায় রেখে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য যোগদেন চলচ্চিত্ররে দর্শক তাকে এতটাই ভালো বাশেন যে এই ভালোবাসার কারণে তিনি চলচ্চিত্ররে বেস্ত থাকতেন এই কারণে হইতো হুমায়ুন ফরিদী সুবর্নাকে ভালোবাসার পরিপুন্য মর্জাদা দিতে পারেননি এই কারণে সুবর্না যে হুমায়ুন ফরিদীকে ছেড়ে চলে যাবে এটা হুমায়ুন ফরিদী স্যার কখনো কল্পণাও করেননী এত অপুরন্ত ভালোবাসার পরেও যাকে ছেড়ে চলে গেছে তিনি আর কার আসায় বেছে থাকবেন এই বুকবড়া দুংখকষ্ট নিয়ে তিনি এই অপরুপ সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফিরার দেশে। দোয়া ও ভালোবাসা রইল স্যার আপনার জন্য।
@hardlabour22395 ай бұрын
হুমায়ুন আহমেদ জীবন্ত অমর হয়ে থাকবেন তার সৃষ্টি কর্ম দ্বারা ❤
@MahimaJannat-uz1rv4 ай бұрын
গভীর শ্রদ্ধা হুমায়ুন স্যারের প্রতি। আহ আহ কি সাবলীল চরিত্র।
@FullMala-o3q2 ай бұрын
সত্যি মুভিটা খুব অসাধারন আমি ছবিটা দেখে কমেন না করে থাকতে পারলাম না। ধন্যবাদ হুমায়ন আহমেদ স্যারকে।
@delowarhosan2721 Жыл бұрын
ইয়া আল্লাহ, আমি যেন কোনো দিন মানুষের হক নষ্ট না করি। তুমি আমাকে হেদায়েত দাও। আমিন 😢😢😢😢❤❤❤❤
@ajantasaha3826 Жыл бұрын
Legend Humayun Ahmed left us so soon. He gave us so much..yet feel he could give more n more if he were alive !❤❤ Love you,Sir. Miss you a lot.🙏🙏
@MdFrk-k5t7 күн бұрын
অনেক সুন্দর লাগছে
@asmamoni33762 ай бұрын
এতো জলদি শেষ কেনো মুভিটা। যেনো মন ই ভরলো না। এক কথায় অসাধারণ।
@shsohaggazi7925 Жыл бұрын
বর্তমান সময়ের উচিত দুর্ভিক্ষ থেকে আমাদের ফেলে আসা পূর্ণ দিনগুলো অনেক বেশি ভালো ছিল আমরা বর্তমান সময়ের ছেলেমেয়ে হয়তো এমনও ছবি ছাড়া অতীতের সময়ের দিনগুলো মনে করা অসম্ভব
@mdshofikul156 Жыл бұрын
মনের অনুভূতি মুখে বলে প্রকাশ করতে পারবোনা কতটা ভালো লেগেছে এই মুভিটা 😊
@AkibKhan-e5i Жыл бұрын
Movie ta dekhsilam 15 bosor age..... movie ta dekhe onek shikhar bisoi ace.. Akhkn ai juge je movie banai ta dekhe bomi ace.. Ami akhono dekhsi 2023 sal Apni koto sal dekhsen like deye jan
@mostafijurrobin8677 ай бұрын
আহা বাচ্চা দুইটার বাঁশের বাক্সের স্বপ্ন। 💔 গাই কিনার কথা কইলা না ভাইজান। 💔
@oyarisha8428 Жыл бұрын
অনেক পুরোনো একটি মুভি,,, যা আমি আজকে প্রথম দেখলাম। __ অবশেষে “ দূরত্ব " মুভি টা দেখার মধ্য দিয়ে নিজেকে খুঁজে পেলাম__
@মল্লিকমল্লিক-ভ১য Жыл бұрын
kno didi
@mdalaminislam4239 Жыл бұрын
তোমরা কি দেশের রাজা? আর আমাকেও একটা কর্নসুন্দর দেন। অসম্ভব রকমের সুন্দর সংলাপ। চোখ বেয়ে পানি পড়ছে।😢😢😢
@ObiShorts_2.0 Жыл бұрын
আমার দেখা সেরা একটা নাটক।বলে বুঝানো সম্ভব না।
@ummahabibamow4182 Жыл бұрын
যখন বাচ্চাটা বলল, “তোমরা কি দেশের রাজা? “ ঠিক তখন আমার চোখ দিয়ে যেন পানি চলে আসলো।
@adrotanokkhotro6803 Жыл бұрын
Sei somoyer child actor gula k ekhon dekhte eccha hocche :)
@pbnsd7563 Жыл бұрын
same
@farjanajannathimo4380Ай бұрын
হুমায়ূন আহমেদের গল্প আমার কাছে সর্বশ্রেষ্ঠ গল্প ❤❤❤ অসাধারণ হয়েছে
@md.sahnowaj327124 күн бұрын
Art movie- অসাধারণ। পশ্চিমবঙ্গে এই সব ছবি Rithrik ghatak, Gautam ghose... এর কাছে পেয়েছি।... হাওড়া, প বঙ্গ।
@MstLizakhatun-mz7ty5 ай бұрын
শেষপর্যন্ত মুভিটা করতে পারেনি ওদের দুজনকে বাড়ি নিয়ে গেলে ভালো হতো😢❤
@mohammadriazhossain20102 ай бұрын
বাস্তবতায় শেষ পযর্ন্ত যা হয় না, তা তাই গল্পে লেখেননি মহান লেখক, এজন্য ছবির পরিচালক সেটা দেখাননি। গল্পকারের এটাই সার্থকতা তিনি ভাবাতে পেরেছেন, কী করা উচিত-কোনটা করলে ভালো হতো, কী করলে সমাজে রাষ্ট্রে বড়লোক গরীবের দূরত্ব কমতো।
@dewannadimnahid58808 күн бұрын
Brother,,,, এটাই হুমায়ুন আহমেদ,,, আপনি সারা মুভিতে শুধু পুতুল চরিত্রের মাঝে ডুবে ছিলেন কিন্তু মূলত মূল চরিত্রই ছিলো ওই দুই ভাই বোন,,,লেখক ওদেরকেই এখানে ফুটিয়ে তুলেছে,,, পুতুল চরিত্রকে নয়,,,,ওনি আমাদের বাস্তবতা টা কে তুলে ধরেছেন,,,কেউ রাখেনা তাদের খোজ যারা প্রতিনিয়ত জীবন যুদ্ধ করে টিকে থাকে,,
@shadequlislam4074 Жыл бұрын
ফেসবুক থেকে দেখে, এখন দেখছি মুভি টা,,অনেক সুন্দর একটা মুভি,আর হুমায়ুন স্যার বলে কথা
@ashishchakraborty6984 Жыл бұрын
একটা ছবি কত প্রশ্নের সামনে আমাদের নিয়ে গেলো ? অনাবিল আনন্দ পেলুম । কলকাতা , ইন্ডিয়ার দর্শক ।
@niloysarkar357811 ай бұрын
এটার মূল গল্পটাও পড়তে পারেন। পুতুল নাম উপন্যাসটির।
@iftekharkadery151010 ай бұрын
Right in Indian serials mother in law don't wanna to gives food properly even any kinds of rights what's she deserves 😂😂
@actionuploader.6 ай бұрын
আমি ছোট বেলায় এই সিনেমা টা B.TV তে দেখে ছিলাম কিন্তু নাম জানতাম না আজকে নামটা জানলাম 🥰🥰
@mintusadhu7654 Жыл бұрын
অনেক অনেক দিন পর এত সুন্দর একটা সিনেমা দেখলাম,ধন্যবাদ সবাইকে ,🙏🙏
@mahmudasiddiqua9354Ай бұрын
হুমায়ূন আহমেদ এর নাটক, মুভি সবই দেখতে আমার ভালো লাগে 🤗
@nishitaislam5579 Жыл бұрын
অসাধারণ! মানুষের অনেক কিছু শেখার আছে এই ছবি থেকে।।।।।।।
@azadabulkalam2289 Жыл бұрын
দেখিয়া দেখিয়া সময় কাটিয়াছে আবেগি মনের। কিন্তু শেখা হয়নি কিছুই।
@indrajitgupta362 Жыл бұрын
My late father was a die hard admirer of Faridi In late 80s we had to install booster to see them in Kolkata.
@kazinajrulislam632311 ай бұрын
অনেক সুন্দর ছিল মুভি ধন্যবাদ এরা ভাই বোনের মুখে খুব কষ্টের একটা হাসি ছিল মুভি টা আবার ও দেখলাম 12/4 /2023 কে কে দেখছেন
@রজনীগন্ধা-ফ২দ7 ай бұрын
ধন্যবাদ ভাই
@parthobiswas49452 ай бұрын
১ঘন্টা ২৭ মিনিটের মুভিতে যা দেখানো হলো তা বর্তমানের কোন মুভি তে পায়নি। শেষটা চোখে জল এনে দিল।🥺
@rakibalhasan1963 Жыл бұрын
অনেক সুন্দর একটি কাহিনি ছিল। আমি শিশুতোষ ছবি অনেক পছন্দ করি!
@Crustonpeji Жыл бұрын
আর কোন কোন শিশুতোষ সিনেমা দেখেছেন?
@THRafin-nj7mn2 ай бұрын
পথ শিশুদের জীবন কতই না কষ্টের!! এর পরও আমাদের এত এত চাহিদা।
@SakibHassan-w5y2 ай бұрын
আধুনিক যুগের বড় বড় পরিচালক ও প্রযোজকদের চ্যালেঞ্জ একটা 'দুরত্ব' বানিয়ে দেখাও। Humayun's Supremacy ❤️🌸
@maksudurrahman7725 Жыл бұрын
অনেক ভাল লাগলো এই ধরনের ছবি শুধু মাত্র রুচিশীল ব্যাক্তিদের জন্যই
@PalashAhammed-g5xАй бұрын
২০২৪ শে সিনেমাটা দেখলাম অনেক ধন্যবাদ হুমায়ুন আহমেদ কে এতো সুন্দর একটা টেলিফিল্ম বানানোর জন্য
@smritybegum7789 Жыл бұрын
ফেসবুকে শর্ট ভিডিও দেখে ইউটিউব এ সার্চ দিলাম কিন্তু ভিউ এত কম দেখে খুবই খারাপ লাগলো এত সুন্দর চরিএ এখানে তুলে ধরা হইছে বাট এগুলাতে মানুষের কোন মনোযোগ নাই ওরা আসলে কি দেখে আমি বুঝিনা এত সুন্দর মুভি রেখে🥺🥺
@imranbinnasir79246 ай бұрын
ফেসবুক থেকে দেখে কে কে দেখতে আসছেন?
@sabbirkhansabbir34942 ай бұрын
আমি
@nurhossain23002 ай бұрын
এসেই পুরো ছবি দেখে নিলাম।
@createlifee9662 ай бұрын
আমিও
@KawserAhmed-i1i2 ай бұрын
আমি
@NirobIslam-z8lАй бұрын
Ami
@Shrutihanda15302 ай бұрын
Ami india theke dekhchi.. fb newsfeed Scroll korte korte ey movie r ki6u ta ongsho amr chokhe pore seta dekhei ami movie ta search kre dekhlm.. bachcha gulor ovinoy vison sundor asolei bole bojhate parbona ato vlo legeche r kosto o hocche sesh er ta dekhe😢