পুরো নাটকের সেরা সংলাপ হয়তো এটাই...... "মানুষ যখন তার ভবিষ্যৎ কী জেনে যায়, তার নিয়তি যখন তার মুখোমুখি এসে দাঁড়ায়! তখন মানুষ কী চাই জানো? চাই আশ্বস্ত হতে, তার ভালোবাসার মানুষগুলো, যত্নের সম্পর্কগুলো যেন নিরাপদ থাকে।"
@rumaruma26612 ай бұрын
পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেন তার ভালবাসার মানুষকে পায়
@ummekulsum8654 Жыл бұрын
কি সুন্দর!!কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই,,যে যার দায়িত্ব পালন করছেন,কতো সুন্দর ভাষার মাধুর্য! অসাধারণ! এদের মতো আর কেউ হবে না!!
@MdHossain-e9o Жыл бұрын
৯০ দশকের নাটক গুলো দেখলে আমার মনে হয় শৈশবে ফিরে এসেছি। এ সব নাটক বা টেলিফিল্মে অনেক কিছু শিখার আছে।এক কথায় অসাধারণ
শেষ সময় টা আর চোখের পানি ধরে রাখা সম্ভব হলো না। ২০২৩ সালে এসেও এসব নাটক আমরা দেখি। কত সুন্দর ছিল সেসব দিন গুলো আহা শুধু আফসোস। বর্তমান সময়ের এসব নাটক গুলো দেখে নেই কোন সামাজিকতা।
@MdFaridurReza-tr9ik Жыл бұрын
চমৎকার একটা নাটক।গল্প,সংলাপ, চিত্রনাট্য,আবহ সংগীত, খুবই চমৎকার ছিল, সেপারেশন থেকেও ভালো একটা সম্পূর্ণ, একটি ত্রিভুজ প্রেম। মাতার ছেলে সন্তানের প্রতি স্নেহ ভালাোবাসা। অসাধারণ।
@mukulroy63832 жыл бұрын
অনিন্দ্য সুন্দর। খুব আবেগঘন, স্পর্শকাতর নাটক। অথচ সর্বাঙ্গসুন্দর। কি সুন্দর, আধুনিক মননের স্মার্ট সংলাপ। বাস্তবনিষ্ঠ সঠিক পরিমিতিবোধ সম্পন্ন অভিনয়। সুন্দর আবহ সঙ্গীত। সুপর্না ম্যাম, বিপাশা ম্যাম ও সর্বোপরি ফরিদী সাহেবের অভিনয় সাবলীল, ছন্দোময়। এখন বুঝতে পারছি, ফরিদী সাহেবের অকাল মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র জগতে কতখানি শুন্যতা সৃষ্টি করেছে। শান্তিতে শয়নে ভাল থাকুন।👌👌👌👍👍👍🙏🙏🙏
@swastikadas43111 ай бұрын
বাঃ, অপূর্ব। শুধু বাংলাদেশ বলেই এতো ভালো গল্প তৈরী ও তাকে চলচ্চিত্রে রূপায়িত করতে পেরেছে। পশ্চিমবাংলার সিরিয়াল আর বেশিরভাগ বাংলা ছায়াছবি আমি বঙ্গবাসী হয়েও বমি আসে
@fahrukhakash13235 жыл бұрын
বাংলাদেশের একমাত্র অভিনেতা যিনি ইউরোপ আমেরিকায় জম্মালে অস্কার পেতেন।টেলিফিল্ম, টা এখনো দেখা শুরু করি নি, কিন্তু নির্দিধায় বলা যায় স্বরনীয় রাখার মতোই হবে।কারন সাথে আছে আরো দুই জিনিয়াস স্বপ্ন কন্যা।
@asmaaminuae3 жыл бұрын
এমন নাটক হয় কি করে,,, পুরো জীবন্ত একটা নাটক,, চোখের পানি ধরে রাখাই গেলনা,, ধন্যবাদ নাটক নির্মাতা ও যারা অভিনয় করেছেন সবাইকে,,, আল্লাহ আমাদের সবাইকে রোগ মুক্ত ও সুস্থ রাখুন আমিন 🤲🇧🇩🇧🇩🇧🇩
@TamannaAfrozZaman16 сағат бұрын
আমি ও।
@TaniyaIslam-iz9kt Жыл бұрын
নাটক টা দেখতে দেখতে শেষের দিকে যে এইরকম হবে তা ভাবতেই পারিনি। আমার যে কতোটা খারাপ লেগেছে তা হয়তো বলে বোঝাতে পারবো না 😢 , আমি রিতিমত কান্না করে ফেলছি 😢😢😢😢।এতো সুন্দর নাটক ও হয় জানতাম না, একবারো মনে হলো না যে নাটক দেখছি মনে হচ্ছিলো বাস্তব জীবনের ঘটনা আমার সামনে তুলে ধরা হয়েছে। এবং আমার অনেক পছন্দের অভিনেতা অভিনেত্রী হুমায়ূন ফরিদী আর সুবর্ণা মুস্তাফা। এক কথায় মন ছুঁয়ে গেছে নাটক টা,,,❤❤❤❤❤❤❤❤❤
@photoshoptrainingschool5 жыл бұрын
”হুমায়ুন ফরীদি এবং সুর্বণা মোস্তফা তাঁদের বাস্তন জীবন এর বিচ্ছেদ কাহিনী। জীবনের চরম কষ্ট এত সাবাভিক ও সাবলীল ভাবে উপস্থাপন এবং অভিনয়ের আড়ালে তাঁদের সত্যি কথাটাই বলে গেছেন এ নাটকে। “ বি.দ্র : এটা আমার নিজন্ব মতামত।
@md.mizanurrahman41714 жыл бұрын
Akmot
@rahimaayub93033 жыл бұрын
right
@tohominaakter8923 жыл бұрын
Divorce ar por kora a natok?
@TaniyaIslam-iz9kt Жыл бұрын
আমার একটা প্রশ্ন আছে প্লিজ জানা থাকলে রিপ্লাই টা দিয়েন,, প্রশ্ন টা হলো এই যে, এগুলো নাটক কি সুবর্ণা আর হুমায়ূন ফরিদীর বিবাহ বিচ্ছেদ এর পরে বানানো হয়েছে, নাকি তার আগে??????? প্লিজ রিপ্লাই দেন
@sadaydebnath12853 жыл бұрын
... খুব খুব সুন্দর অভিনয়...! খুবই মনস্তাত্ত্বিক বলে মনে হলো...! এমনকি ছোট্ট মুন্না-কে ছেড়ে কথা বলেনি...! সে স্বপ্নের মধ্যেও মায়ের হাত ধরে থাকতে চেয়েছে...। সাংসারিক অশান্তি, একে অপরকে বোঝাপড়ার সমস্যা, আদালত, আইনজীবী... এই সবকিছু-কে পিছনে ফেলে অবশেষে আবেগ জয়যুক্ত হলো...। সকলের মনের উপর একটা চাপ সৃষ্টি করে ভালোবাসার জয় হলো। হয়তো টুম্পা, মুন্না তাদের মা-কে ফিরে পাবে না... তখন এই স্মৃতিই থাকবে স্মরনীয় হয়ে...! প্রত্যেকের অসাধারণ অভিনয়, বিশেষ করে মন কেড়েছে ছোট্ট মুন্না আর টুম্পা...! সুবর্ণা মুস্তাফা, হুমায়ূন ফরিদী আর বিপাশা হায়াত সম্মেলনে ভেবেছিলাম একটা ত্রিকোণ প্রেমের পরিকাঠামো তৈরি হবে... কিন্তু অবশেষে দেখলাম আমার ধারনা 180 ডিগ্রি ঘুরে গেছে...! খুব খুব সুন্দর হয়েছে...! আর হ্যাঁ, এটা অবশ্যই বলতে হবে যে নাটক-টি দেখতে দেখতে কয়েকবার আমার চোখের দু-পাশ বেয়ে জল গড়িয়ে পড়ে কপোলদ্বয় সিক্ত করে দিয়েছে...! এটা কী সাহিত্য রসধারার আনন্দাশ্রু কী...! পাঠকমহাশয়, কেউ জেনে থাকলে একটু বলবেন...! ❤️❤️❤️
@monowarabegum3083 жыл бұрын
অসাধারণ! সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। সবাই প্রিয় শিল্পী। অনবদ্য সাবলীল অভিনয় দেখে মুগ্ধ। এমন বিয়োগান্তক জীবনের সাথে নিজে লড়াই করে চলেছি। সম্প্রতি হারিয়ে ফেলেছি পৃথিবীর একান্ত আপনজন। মেয়ে তার বাবাকে হারিয়ে অনেক স্মৃতি নিয়ে সার্বক্ষনিক পাগলের মতো খুঁজে ফিরে! ভালো থাকবেন। আসলে নাটক উপন্যাস সব কিছু জীবনের কথা বলে।
@khirunnahar90856 ай бұрын
এতো সুন্দর নাটক আমি আমার জীবনে খুব কম দেখেছি। আহা বাস্তবে যদি এই সম্পর্ক গুলো এমন সুন্দর হতো। কী সুন্দর কী সুন্দর ❤️❤️।
@jharnabarua45223 жыл бұрын
খুব সুন্দর অসাধারণ সুন্দর। সত্যি ফরিদী ভাইয়ের বিনম্র শ্রদ্ধা জানাই।
@md.nazrulislamsohag27956 жыл бұрын
বাকশক্তি হারিয়ে ফেলেছি। এতটা আবেগঘন নাটক খুব কমই দেখেছি। অসাধারন অভিনয়। বেশি খারাপ লাগছে এই ভেবে যে, এই নাটকের হুমায়ূন ফরিদি এবং দিতি কেউ আমাদের মাঝে নেই। প্রত্যাশা করি যেখানেই থাকেন সবাই ভাল থাকেন।
@MdFaruk-tj8rt4 жыл бұрын
EI NATOKKE SOBORNA MOCTPA JEI KORECE SETA HOMAION PORIDI TIK TAI GOTECE
কলকাতা থেকে দেখছি। হুমায়ুন রশিদী সর্বশ্রেষ্ট অভিনেতা জানতাম , কিন্তু সুবর্ণা মোস্তাক আর বিপাশা হায়াৎ যে এতো উঁচু দরের অভিনেত্রী জানতাম না। আর ওই ছোট্ট মেয়েটা আর তার ভাই সমানে ভালো অভিনয় করেছে। ভারতে একটা সিনেমা দেখেছিলাম " মিলি " সেটাও মর্মর্স্পর্শী সিনেমা ছিল। খুব ই ব্যালান্স নাটক। পরিচালক কে অনেক ধন্যবাদ । 2024
@asmasattar45875 жыл бұрын
আমার প্রিয় তিনজন মানুষ।এরকম সুস্থ আর সুন্দর হওয়া দরকার আজকালকার দিনের নাটকগুলিও।খুব সুন্দর নাটক।ধন্যবাদ সকলকে যারা এত সুন্দর নাটকটির পেছনে পরিশ্রম দিয়েছেন☺💚
@kamruzzamanbappi56393 жыл бұрын
;
@abdulmazed91637 жыл бұрын
অসাধারন একটি নাটক দেখলাম । শেষের দিকে সুবনা মুস্তাফার কিছু সংলাপ মনে রাখার মতো । সত্যি অসাধারন নাটক ।
@mobasserarafique68407 жыл бұрын
abdul mazed
@gahangiralam6845 жыл бұрын
কান্না ধরে রাখতে পারিনি,সত্যিই যদি এমন হতো তাহলে কোনো দ্বন্দ থাকতো না এই সমাজে।অনেক সুন্দর একটা গল্প।আর কিছু লিখার ভাষা খুঁজে পাচ্ছিনা।
@ANSARALI-ip3eo3 жыл бұрын
Ever day we are playing the role like this in our real life but nobody knows.
@abdus9csongsalam2344 жыл бұрын
সত্যিই ইউটিউব না থাকলে মনে হয় এতো ভালো ভালো নাটক দেখতে পেতাম না। কারণ বিটিভিতে এত নাটক দেখা ও সম্ভব হতো না। হুমায়ুন ফরিদি একজন পাক্কা অভিনেতা তার অভিনয় খুব ভালো লাগলো আমার কাছে জবাব নাই অনেক কিছু শিখার আছে এই সমস্ত নাটকের ভিতরে ।নায়িকা দুজনের কেই খুব ভালো লাগলো।সুবর্ণ মোস্তফার আর বিপাশ হায়াত ও দিতি ওনারা তিনজন আমার পছন্দের নায়িকা। সো সুইট
@cooking463 жыл бұрын
মানুষ সত্যি মন থেকে এভাবে মিলতে পারে কি না জানি না...তবে এই চরিত্র গুলো দেখে অনুপ্রেরণিত হলাম।বেঁচে থাকুক মানুষের মনুষ্যত্ব, মানবিকতা ও ভালবাসা।😊
@KhanamBably Жыл бұрын
খুব বেশি কষ্টের নাটক ,আগের অভিনেতা অভিনেত্রীরা অতুলনীয় ,এখন আর সে রকম হয় না....
@rinamukhopadhyay7833 жыл бұрын
ভীষণ সুন্দর নাটক,সবাই খুব সুন্দর অভিনয় করেছেন,তবে সুবর্ণা মুস্তাফা অপূর্ব ওনাকে দেখতে আমাদের দেশের সুচিত্রা সেন এর মতো। ভারতের আমি একজন ভারতীয় দর্শক রোজ বাংলা দেশের নাটক গুলো দেখি অসাধারন অপূর্ব লাগে,এই নাটক টা অনবদ্য ❤️❤️💕💕
@MasudRana-dd6hz3 жыл бұрын
সুচিত্রা সেনের জন্ম ও বাংলাদেশে। বাংলাদেশের পাবনা জেলায় 😊😊🙃🙃🇧🇩
@ummenujhat17372 жыл бұрын
ও হ্যালো সুচিত্রা সেন আমাদের দেশের বাংলাদেশের পাবনা জেলায় ওনার জন্ম যদি ও ওনার পূর্বপুরুষ যশোর জেলার।
@KFR111Ай бұрын
আপনার সাথে একমত, শুধু দেখতে নয়, গলার আওয়াজেও দু'জনের মিল আছে.....
@nabibarrahamansarkar32642 жыл бұрын
খুবই খুবই আমার প্রিয় তিনজন অভিনেতা/ অভিনেত্রী র একটা অসাধারণ মন ছুঁয়ে যাওয়া নাটক। অসাধারণ অভিনয় দক্ষতা প্রত্যেকের। পশ্চিম বঙ্গ # ভারত থেকে
@nazmunnafiya85264 жыл бұрын
হুমায়ুন ফরিদী স্যার, সুবর্ণ মোস্তফা এবং বিপাশা হায়াত ম্যাম অভিনয় জগতের এক-একটি লেজেন্ড। তাদের অভিনয়ে মন্ত্রমুগ্ধ হয়ে নাটকটি দেখেছি। অসাধারন একটা নাটক। ১৩ /০১ /২০২১
@nsranubd86544 жыл бұрын
আজ আমি দেখলাম 🥀
@mdjahidakon3757 Жыл бұрын
কি বলবো মনের ভাষা নেই, কি বলে ব্যাখ্যায়িত করবো
@taslimaakhtar61595 жыл бұрын
সত্যি যতবারই দেখছিলাম ততবারই কাঁদছিলাম আসলে নাটক টা মনে দাগ কেটেছে অনেক বার সত্যি সবার অভিনয় খুব ভালো হয়েছে হুমায়ুন ফরীদি স্যার সুবর্ণা মুস্তাফা মেম বিপাশা আপু আমি বাচ্চাদের অভিনয় খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে অসাধারণ একটা নাটক মনে রাখার মত Thanks to all I love you guys &god bless you 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@mdanisanis91624 жыл бұрын
আপনি কি আমার ভাবি তাসলিমা।
@taslimaakhtar61594 жыл бұрын
@@mdanisanis9162 আপনি কে
@mdanisanis91624 жыл бұрын
@@taslimaakhtar6159 আমি আনিছ।
@taslimaakhtar61594 жыл бұрын
@@mdanisanis9162 Sorry ami apnake chini na
@mdanisanis91624 жыл бұрын
@@taslimaakhtar6159 আমার মনে হয আপনি আমাকে চেনেন, কিনতু না চেনার কভিনয় করতেছেন।
@asadpatuakhaliofficial Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
@shikhahalder12933 жыл бұрын
ভাষা নেই বর্ণনা দেওয়ার ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে
@neonkhan71343 жыл бұрын
অনেক আগে একবার দেখেছিলাম,আজ আবার দেখলাম, কাঁদলাম।আগের নাটকগুলোর কোন তুলনা নেই।
@arebasultana28913 жыл бұрын
যেই ডাঃ অসুস্থতার কথা বলছে, বাস্তবে সেই আগে মারা গেল, আর রুগী এখনো বেঁচে আছে! যাই হোক, অসাধারণ হয়েছে!
@ymojumder12444 жыл бұрын
হুমায়ুন ফরিদী স্যারের অভিনয় অসাধারণ।
@chhanditapkmukherjee50303 жыл бұрын
বেশ ভালো ছবি
@বিল্টুবিঙ্গো3 жыл бұрын
এখনকার নাটকগুলো ছ্যাবলামির জন্য দেখাই যায় না। অথচ আগের নাটকগুলো কি সুন্দর ছিলো! চোখে জল চলে এলো! তিনজনই প্রিয় খুব।
@shahinazbegum44032 жыл бұрын
So beautiful. Excellent actine by subarna mustafa. Everyone acted very nice. Heart touching.
@bulbulanam4 жыл бұрын
ফরিদি আজ অবদি সব চে ভালো হাইয়েস্ট কোয়ালিটি একটর। তার ধারে কাছে তেমন একজনও নেই আর হবেওনা,,,।
@mazhar7155 жыл бұрын
অসাধারণ একটি গল্প দেখলাম। মন ছুয়ে যাওয়ার মত কিছু কথোপকথন। বর্তমান বাংলাদেশে এই ধরনের কোন টেলিফিন নাটক তৈরি হচ্ছে না। দিনদিন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বর্তমান নাটক গুলির উপর থেকে।
@santonabiswas30054 жыл бұрын
আমি তো ভেবেছিলাম এইরকম নাটক দেখে খালি আমারি কান্না পায়, এখন দেখছি আমার মত আরো অনেকেই আছে।
@chyafrin Жыл бұрын
সুবর্ণ আপু, বিপাশা,আপু হুমায়ূন ফরিদী, সবাই, কিন্তু , অসাধারণ,দক্ষ, অভিনয়, করতে পারে,ও সেরা, হয়েছে নাটকটি,
@inulshah3601 Жыл бұрын
এই প্রথম লম্বা একটি নাটক দেখলাম, খুব ভালো লগল
@Munibahmed3335 жыл бұрын
আজকে অনেকদিন পরে কোন নাটক দেখে আমার মনটা খারাপ হয়ে গেলো৷ কি বাস্তব আর জলজ্যান্ত ছিল তখনকার নাটকগুলো মনকে এমনভাবে ছুয়ে যেত যার রেশ বছরের পর বছর ধরে থেকে যেত। অসাধারণ অভিনয় একেই বলে। সুবর্ণা মোস্তাফার মত এত বড় মাপের অভিনেত্রী বাংলাদেশের অভিনয় জগতে দ্বিতীয় নেই, আমি যদি এখন লিখতে বসি হয়তবা আমার পুরো দিন শেষ হয়ে যাবে কিন্তু আমার মনের কথাগুলো আমি ব্যক্ত করে শেষ করতে পারবো না। সত্যিই অসাধারণ একটা নাটক। এখনকার নাটকের নির্মাতাদের উচিত হবে এই ধরনের নাটক দেখে উপলব্ধি করবার চেষ্টা করা যে তারা কি আবোলতাবোল বানাচ্ছে, যার ফলে এখন বাংলাদেশের টেলিভিশনের দর্শক এখন অনেক কমে গেছে। আর এখন কিছু নবীন অভিনেতা আর প্রবীণ অভিনেতা-অভিনেত্রীরা আছেন যাদের অভিনয়ের মান এতো বেশি বাজে আর জঘন্য যে বলাই বাহুল্য হবে। আমি এই কথাটা অনেক বিশ্বাস করি যে সত্যি " ওল্ড ইজ গোল্ড "। অনেক মিস করি আমাদের দেশের কাহিনী নির্ভর, ভালো মানের, বাস্তবধর্মী এই নাটকগুলোকে।
@sumafatiha62465 жыл бұрын
বিপাশা হায়াত সত্যি অসাধারণ একজন মানুষ।আর সভাব চালচলন ত যথেষ্ট মার্জিত।
@bonnyarahman69034 жыл бұрын
এন টিভিকে ধন্যবাদ দুই প্রান্তের মত অসাধারণ টেলিফিল্ম উপস্থাপনের জন্য। সুর্বনা আপা তে আমার স্বপ্ননের নায়িকা। ছোট বেলায় আফজাল হোসেন। হুমায়ুন ফরিদী, সুর্বনা বলতেই পাগল ছিলাম। আর বিপাশা ও চমৎকার ভালোলাগার মানুষ। অভিনয় দারুন। দারুণ অভিনয় করেছেন সুর্বনা ফরিদী ও বিপাশ
@khirailaka10534 жыл бұрын
ফরিদী স্যারের অভিনয় জীবনেও ভুলার মত না,তাছাড়া ৯০ দশকের অভিনতাদের অভিনয় ছিল অসাধারণ। এই নাটকটি অসাধারণ
@entertainmentcenter6167 ай бұрын
২০২৪ এ দেখলাম কতই না সুন্দর কাহিনী, ভাষা, শব্দ মন জুড়িয়ে যায় এবং চোখে পানি চলে আসে । আর এখন কার নাটক দেখলে অশ্লীলতায় চোখ বন্ধ করতে হয়।
@جاهدهالحربي Жыл бұрын
এই ধরনের নাটক গুলো দেখতে রাতের অন্ধকারে একাকীত্বের নীরবতা কাটানোর একমাত্র ঔষধ হিসেবে কাজ করে।
@mamunmolla-nl3ku2 жыл бұрын
নাটক টা অনেক ভার দেখলাম তর বার কেদেঁছি।। আমার ও দুটি সন্তান আছে ঠিক তাদের মতো আমার ছেলে মেয়ের।।।😔😔😔😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ShahShahana-yw5rze11 ай бұрын
Ami onek onek kadlam , natok ti dekhe . Ei tinjon ovineta o ovinetri amar khuv e prio . R diti apa to r o prio ekjon amar .
@tasnimchoudhury66303 жыл бұрын
অনেকদিন পর প্রিয় তিন শিল্পীর অভিনয়ে দেখে এই বরষায় চোখে শ্রাবণ নামলো।ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।
সত্যিই কি অসাধারণ একটা নাটক। আমার কান্না চলে আসছে।
@muktabokul73863 жыл бұрын
অসম্ভব সুন্দর নাটক। যেমন অভিনেত্রী অভিনেতা তেমন
@chyafrin Жыл бұрын
খুব, আশ্চআর্য, রকম, ও মর্মান্তিক, কাহিনী, আসলে,কেউ, বেঁচে, থাকবে, না,আস্তে আস্তে, একটি একটি করে সব মানুষ, এভাবেই, হারিয়ে,যাবে টিক, যেখান থেকে,আসা হয়েছে, সেখানে ফিরে যেতেই হবে,,
@Hasanikbal1012 жыл бұрын
কতো সাবলীল অভিনয়.আর এখন কি দেখছি?? অসাধারণ ♥️♥️
@eliasbakthchowdhuryjalal6966 Жыл бұрын
অসম্ভব সুন্দর ও হৃদয় ছোয়া নাটক।এখন এধরণের নাটক দেখা যায় না।
@fariafarhan72775 жыл бұрын
এসব নাটকগুলো বাংলা সংস্কৃতির সম্পদ। নাটকটি খুব আবেগময়।এই সম্পর্ক গুলো কখনো মরেনা।এতো সুন্দর নাটক কখন যে চোখ দুটো ভিজে গেছে বুঝতেই পারিনি
@afrozabegum93308 ай бұрын
আগের দেখা নাটক!! ২৪ সালে এসে আবার নতুন করে দেখলাম,, চোখের পানি ধরে রাখা গেলোনা।।
@Munnavlog0753 ай бұрын
হুমায়ুন ফরিদী স্যারের প্রথম প্রেমে পড়ার গল্প হুমায়ুন ফরিদী স্যার যখন প্রথম প্রেমে পরেন তখন তার বয়স ছিলো মাএ ১৪ বছর তিনি বয়েজ স্কুলে পড়া শোনা করতেন তার পাশেই ছিলো একটি গার্লস স্কুল ওই স্কুলের একজন ম্যেমকে তার খুব ভালো লাগে যার বয়স ছিলো ২৪ বছর তিনি তাকে ভিশন পচন্দ করতেন ধিরে ধিরে তিনি ওই ম্যেমের প্রেমে পরেযান এটাই ছিলো বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী স্যারের প্রথম প্রেমে পড়ার গল্প এরপর তিনি যখন অভিনয় জগতে আসেন তারপর ওনার বিয়ে সংসার জীবন এবং মিত্যুর কারণ আসলে হুমায়ুন ফরিদী স্যার সুবর্ণা মোস্তফা দুইজন ঐ নাটকে কাজ করতেন একসঙ্গে কাজ করতে করতে দুইজন একে অপরের প্রেমে পরে যান হুমায়ুন ফরিদী স্যার সুবর্না ম্যেমকে ভিশন ভালোবাসতেন কতটা যে ভালোবাসতেন সেটা বুঝানোর মতো ভাষা নেই কিছুদিন এভাবে ছলার পর তারা বিয়ের বন্দনে আব্ধহন এরপর এই গুনী অভিনেতার কাজে অনেকটা গেব হয় দশর্ক চায় তিনি চলচ্চিত্ররে কাজ করুক সুবর্না মোস্তফা চায় হুমায়ুন ফরিদী স্যার চলচ্চিত্ররে কাজ না করুক কিন্তু দর্শক তাকে এতটাই ভালোবাসে যে হুমায়ুন ফরিদী স্যার চলচ্চিত্র ছেড়ে থাকতে পারলেন না তিনি তার চলচ্চিত্র জীবনের অভিনয় শুরু করেন তারপর তিনি বেবেছেন আমাদের মাঝে এতদিনের ভালোবাসা তিনি এই ভাবনাটা মাথায় রেখে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য যোগদেন চলচ্চিত্ররে দর্শক তাকে এতটাই ভালো বাশেন যে এই ভালোবাসার কারণে তিনি চলচ্চিত্ররে বেস্ত থাকতেন এই কারণে হইতো হুমায়ুন ফরিদী সুবর্নাকে ভালোবাসার পরিপুন্য মর্জাদা দিতে পারেননি এই কারণে সুবর্না যে হুমায়ুন ফরিদীকে ছেড়ে চলে যাবে এটা হুমায়ুন ফরিদী স্যার কখনো কল্পণাও করেননী এত অপুরন্ত ভালোবাসার পরেও যাকে ছেড়ে চলে গেছে তিনি আর কার আসায় বেছে থাকবেন এই বুকবড়া দুংখকষ্ট নিয়ে তিনি এই অপরুপ সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফিরার দেশে। দোয়া ও ভালোবাসা রইল স্যার আপনার জন্য।
@faridali3621 Жыл бұрын
এত সুন্দর একটা নাটক উপভোগ করব কোন কল্পনা করিনি
@Bangladeshirefugees8 ай бұрын
নাটকের লাষ্ট দৃশ্য টা যেনো কারো জীবনে না হয় 😢 হ্রিদয় বিদারক লাষ্ট দৃশ্য টি😢😢😢
@probalmallick90494 жыл бұрын
এন টিভিকে বলছি এ সমস্ত নাটকের প্রথম সম্প্রচার তারিখ দিলে ভাল হয়, তাহলে অন্তত সময়ের রুচিবোধ ,মানষিকতা সম্পর্কে এইসময়ের দর্শকরা ধারনা পাবে।
@nadiramymuna88484 жыл бұрын
Right
@rahimaayub93033 жыл бұрын
ata prai 2o / 22 bochorer natok hobe
@সবুজমিনার-জ৭প3 жыл бұрын
ঠিক
@shiulyparvin9870 Жыл бұрын
Right
@ratanhalder8807 Жыл бұрын
Right 👍
@mahimanahrin992 ай бұрын
চোখের পানি পড়েই যাচ্ছে আবার মুখে হাসি ফিনিশিং অসাধারণ
@foysalahammad6009Ай бұрын
অনেক ভালো লাগলো আসলে মানুষের বাহ্যিক দেখে কিচ্ছু বুঝা যায় না।। ধন্যবাদ পরিচালক ও রাইটার কে
@@lailunnahar9365 নাটক ভালো লাগলে কি হবে,, নাটক দেখা যে পাপ
@SofikulIslam-tx1ji4 ай бұрын
So sweet.. Nijer ojante chaker jol chale aslo...maa je ki jinish.....😢😢😢
@nusratnuva1217Ай бұрын
এমন নাটকও হয়, অসাধারণ ২০ নভেম্বর ২০২৪ রাত ২,৪৫ বাসায় একা নাটকটি দেখে কান্না না করে পারলাম না। এই আধুনিক যুগে আমি এসব অমৃত নাটক খুজে বেরায়।
@mahadyhasan8834 Жыл бұрын
জীবনে অনেক কষ্টের মাঝেও সুখ খুঁজে নিতে হয়। আসলে জীবন চায় সুখি থাকতে সুখি রাখতে।সুখি দেখাতেই স্বার্থকতা🌼🌼
@abdulquader78062 жыл бұрын
এ-ই সব একজনের ই কীর্তি। তিনি আমাদের মাঝে নাই। আজ তার জন্মদিন। প্রিয় হুমায়ুন আহমেদ স্যার।
@afrinblogs83862 ай бұрын
Khub sundor mon cuya gelo😢😢
@kulsumakter76663 жыл бұрын
ভাষা খুঁজে পাচ্ছিনা কি লিখবো এতটা সুন্দর আর সাবলীল অসম্ভব ভালো লেগেছে
@sanjuhussain52096 жыл бұрын
হুমায়ুন ফরীদি আঙ্কেল অ্যান্ড সুবর্ণা মেম খুবই সুন্দর মুভি হয়েছে আর বিপাশা ম্যাম very Beautiful movie✋💃👫🤣🌹💐🌺🤔🎋👌💋😇✍🏽🌴🔥👍💑🌸
@alpanamanna85504 жыл бұрын
Dui prante ek asadharon livefull story samaj er message, nd prati ti avineta avnetri splendid.speechless.tabe humayun faridi r avinay khub i attracted but chehara i badd aged legeche.....bipasa toh apurbo avinay o expression.anek avinandan.osuvechha.
@emranmarshal86534 жыл бұрын
এই সমস্ত নাটক দেখতে অন্ধকার রুম অথবা কাঁথার নিচে যেতে হয়। কেননা চোখের কোণে আলতো পানি আসাটা অবধারিত!!!
শুধু হুমায়ুন স্যারের জন্য এই নাটক দেখা,, আজ বুধবার ২০২১,,,,, ভালো আছি ভালো থেকো,,,
@Helloiamnobodyd2 жыл бұрын
কখন যে চোখ ভিজে গেছে বুঝতেই পারিনি,,অনেক সুন্দর,,,অনেক কিছু শেখার আছে,,
@nilaruna75754 жыл бұрын
অনেক ভাল লেগেছে,, অসাধারণ,,
@mddidarulislamkhan9 ай бұрын
অসাধারণ এই অসম্ভব সুন্দর নাটক গুলি এখন আর হয়না,,, চমৎকার গল্প ও চমৎকার সবার অভিনয় আসলে ছোট্ট করে বলতে গেলে এই নব্বই এর দশকের নাটকগুলি হৃদয়ে চিহ্ন একে দেয় আমার ২০২৪ সালে এসেও আমি আামার পছন্দের তালিকায় নব্বইয়ের গল্প গুলাই শীর্ষে রাখি। আমার মতো কে কে আছেন যারা এই ২০২৪ সালেও এসে এই নাটকগুলো ভালোবাসেন🥰🥰🥰
@aratrikarosy87285 жыл бұрын
চমৎকার !💚💚💚
@imrandubai75184 жыл бұрын
অনেক দিন পরে মনের খোরাক পেয়ে গেলাম। খুব ভালো লাগলো দারুণ আনন্দ পেলাম। সুন্দর হয়েছে 👌👌👌💖💖💖🌅🌄🌃🌈
@ma.tangailsaree6 ай бұрын
সত্যিই মন জুড়িয়ে যায় এবং মনের অজান্তেই চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝড়ছে সৌদি আরব বসে দেখছি ২০২৪ ইং
@jutheislamjumo44123 жыл бұрын
Shotti akti oshadharon film,,, amar onekh valo legese ,,,dui chokher jol r dhore rakhte parlam nah,,, very naic ,,,I miss you ay juti dujoner ,,,
@atofficial20927 ай бұрын
কিছু কিছু স্মৃতি ভুলার মতো নাহ্
@nsranubd86544 жыл бұрын
এটা অনেক বছর আগের নাটক।কিন্তু এই ধরনের একটা হিন্দি মুভি দেখেছিলাম।উই আর ফ্যামিলি "" আসলে মানুষের চিন্তা ধারা।কতটা সম্মৃদ্ধ ছিল তা আমাদের বোঝা উচিৎ! দারুণ অভিনয় করেছে।টুম্মা। আর সিনিয়র অভিনেতারা তো এক একজন বাঘা,,,
@gopadutta24182 жыл бұрын
খুবই মর্মস্পর্শী একটি নাটক। সত্যিই নিয়তির উপর আমাদের কারোরই কোনও হাত নাই।
@UR-Fisi7h4 ай бұрын
নাটকের লাস্ট সিন দেখে অনেকবার কেঁদেছি 😭কোনদিন বাবা মায়ের আদরের যত্ন পাইনি
@robiislam92832 жыл бұрын
এক কথায় অসাধারণ। সব লিজেন্ড।
@md.abdurrahim83604 жыл бұрын
খুব-ই সুন্দর!!! অসাধারণ একটা নাটক,,, ❤❤❤❤
@SohelKhan-ib3kh Жыл бұрын
সত্যি অসাধারণ
@jasimuddin3587Ай бұрын
এক কথায় অসাধারণ সবার অভিনয়
@farjanajannathimo43807 ай бұрын
চোখে পানি চলে এসেছে নাটকটা দেখে 😢😢😢
@grannysofia3 жыл бұрын
Just beautiful I am speechless 😶
@parvezsarder5664 Жыл бұрын
মানুষ যখন তার ভবিষ্যৎ কী জেনে যায়, তার নিয়তি যখন তার মুখোমুখি এসে দাঁড়ায়! তখন মানুষ কী চাই জানো? চাই আশ্বস্ত হতে, তার ভালোবাসার মানুষগুলো, যত্নের সম্পর্কগুলো যেন নিরাপদ থাকে।।
@setuhasan75145 жыл бұрын
অনেক সুন্দর একটা গল্প
@ummulmumininmunny74233 жыл бұрын
নাটকের অর্ধেক সময় থেকে শুধু কান্না করেই যাচ্ছি! মনে ছিল না এটা তো নাটক! কি অসাধারণ অভিনয়!
@omarfarukfaruk99573 жыл бұрын
অসম্ভব দারুণ, মনে দাগ কাটার মতো।
@raselmolla38695 жыл бұрын
খুব সুন্দর একটি নাটক।।ভাল লাগলো।
@parthasarathi33602 жыл бұрын
Excellent story & Wonderful performance . Take my sweet thanks for your beautiful video .