পদীপবাবু তাহলে আপনার মতে কি বিশেষন যোগ করা উচিত ।এইসব সুন্দর জায়গা দেখার পর এই বিষেশন ই উপযুক্ত শব্দ ।আপনার জানা থাকলে জানাবেন।
@sangitapaul529410 ай бұрын
আপনি বড়োই অদ্ভূত লোক তো!!ভালো কে ভালো আর সুন্দর কে সুন্দর বলবে নাতো আর কি বলবে!!তার সাথে বেশ আর দারুন টা যোগ করে,কথার মাধুর্য্য অতি মাত্রায় বেড়ে যায়।..
@s.a.n.c.h.a.r.ii.9110 ай бұрын
@@AnindyasTravelogue😂😂😂
@somachatterjee841810 ай бұрын
বেড়াতে বার হয় প্রকৃতি কে ভালো না বলতে পারা টা অত সোজা কি ???? এত negativety mind নিয়ে প্রকৃতি র সৌন্দর্য্য কে উপভোগ না করতে পারলে কি আর বলা যায় ।
@mitaghosh608210 ай бұрын
সুন্দর 👌
@swatisarkar364710 ай бұрын
উপস্থাপনা নিয়ে নতুন কিছু বলার নেই। দিনে দিনে উন্নতি হচ্ছে। খুব ভাল লাগল। অনেক শুভেচ্ছা রইল ❤❤
@sumitachoudhury419610 ай бұрын
অনন্যসাধারণ ভিডিও। ডুয়ার্স যাবার ইচ্ছে ভীষণ ভাবে বেড়ে গেল। সত্যি কি ভীষণ ভাল আপনাদের কপাল। এভাবে যাযাবরের মত ঘুরে বেড়াতে যদি পারতাম। পরের ভিডিও র অপেক্ষা য়।
@mayukhartcraft353310 ай бұрын
কপাল ভালো নিয়ে কেউ জন্মায় না। কপাল তৈরী করতে হয়। এটা জ্ঞান হিসাবে না নিয়ে চেষ্টা করলে অনেকেই অনেক কিছু পারে। হয়তো ১০০% হবে না।
@shibanibiswas21710 ай бұрын
যতবার যাই ডুয়ার্সে ততবার মন ভরে যায়… অনবদ্য এই ভিডিও দেখে আবারও মন ভরে গেল… অসাধারণ উপস্থাপনা দাদা ও বৌদির ….❤
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 😍
@VAGABONDKRRISH10 ай бұрын
khub khub bhalo laglo video ta......sotti tumi onobodyo and good Editor also ❤❤❤❤❤
@AnindyasTravelogue10 ай бұрын
আমার ভিডিও-র অনেক কিছুই তোমার কাছ থেকে পাওয়া । তোমার technical support না পেলে অনেককিছুই সম্ভব হতো না । মাঝেমধ্যে ফোন কোরো । ভালো থেকো ❤️
@amitbanerjee103210 ай бұрын
চমৎকার যথারীতি। খাওয়া, বেড়ানো নিয়ে এক চমৎকার প্যাকেজ।
@sibanibakshi56144 ай бұрын
খুব ভালো লাগলো ডুয়ার্স ভ্রমণ
@sunetra100010 ай бұрын
ধন্যবাদ আপনাদের- ডুয়ার্সের introduction-র জন্য বিশেষত। একটা অস্বচ্ছ জায়গা পরিস্কার হয়ে গেল। আপনারা এত সুন্দরভাবে পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখালেন- মনে হচ্ছে কবে যাব। খুব ভাল থাকবেন। উত্তরাখন্ড আপনাদের সাথে ভালই দেখলাম। এবার হিমাচল দেখতে চাই - জোর করছি না, আপনারা সুবিধা মতো আমাদের নিয়ে যাবেন। হিমালয় আপনাদের পরিবেশনায় আরো মোহময় হয়ে ওঠে।
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you so much 🌹 অবশ্যই চেষ্টা করবো ।
@somachakraborty88710 ай бұрын
সূচনা পর্ব টি দারুণ লাগলো 😊
@somenathlaha349610 ай бұрын
খুবই সুন্দর লাগলো
@tathagatadasgupta10 ай бұрын
অনিন্দ্য বাবুর ক্যামেরার কাজ বরাবরই অসাধারণ তবে এবার প্রায় আকাশ ছোঁয়া কাজ দেখলাম ওনার হাতে । ক্যামেরার গুণমান প্রাধান্য নয় তা আর একবার প্রমাণ করলেন অনিন্দ্য বাবু । সাধারণ মানের ক্যামেরা শুধু দক্ষতার জোরে যে কত ভাল কাজ করে তা আজ প্রকাশ হল। এ ছাড়া পুরো পর্ব ছিল অসাধারণ আনন্দ দায়ক । এই সিরিজ যে আবার অসাধারণ হতে চলেছে টা সম্বন্ধে আমি নিশ্চিত ।
@AnindyasTravelogue10 ай бұрын
বরাবরের মতো অবশ্যই সঙ্গে থাকবেন । অসংখ্য ধন্যবাদ 🙏
@somachatterjee841810 ай бұрын
Excellent সব কিছুই ভালো লাগলো মন ভরে গেলো
@mahaprabhu100810 ай бұрын
❤❤❤❤আপনার পরিবেশনা বরাবরের মতোই অসাধারণ, তবে ডুয়ার্সের জঙ্গলের সৌন্দর্য অসাধারণ বললেও কম বলা হবে, যদিও আমি সেভাবে ডুয়ার্সের জঙ্গল দেখিনি, লাভা যাবার সময় গরুবাথান হয়ে চলে গেছিলাম তখন একটু আভাস পাই যাক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ।
@sharmishthadutta44710 ай бұрын
দারুণ উপভোগ করলাম
@sujatachandra318510 ай бұрын
আপনার প্রতিটি ব্লগ দেখতে আমার খুব ই ভালো লাগে। এটাও খুব ভালো লাগলো। ২০২২ আমি গরুমারা গিয়েছিলাম।
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you ❤️
@goutamPalchowdhury10 ай бұрын
খুব খুবই ভালো লাগলো, আপনার এই Blog আমি প্রথম দেখলাম, মনটা এতো ভালো হয়ে গেল , আমাকে ৫০ বছর আগে আমার কৈশোর নিয়ে গেল , ১৯৭৪ সালে হলং এর ডাক বাংলো তে ছিলাম হোলির দিনে! যদিও আমার শৈশব ও কৈশোরের দিন গুলো কেটেছিল, জলপাইগুড়ি/মালবাজার/আলিপুরদুয়ার/ মাথাভাঙ্গা এই জায়গা গুলোতে তারপর জলপাইগুড়ি শহর ১৯৮২ তে শেষবার যাওয়া হয়েছিল .. আপনার এই ভিডিও দেখে বাবা/মা এদের মনে পরলো .. বুকটা হু হু উঠলো .. বাবা ও মা য়ের পাশে থেকে এই ভিডিও টা যদি দেখা যেতো
@AnindyasTravelogue10 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 😍 আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন ।
@arnabpal654710 ай бұрын
Khub bhalo laglo...
@dipankarbag823010 ай бұрын
ভিডিও শুরুর আগে যে ট্রেলার টা দেখলাম সেটা পুরো প্রফেশনাল লেভেল এর। দুর্দান্ত । আমরা ৮ই জানুয়ারি এক ই জায়গায় ঘুরে এসেছি এই বছর। আপনার ক্যামেরায় আরো একবার ফিরে দেখলাম। খুব খুব এনজয় করলাম ভিডিওটা
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@minakshidutta37042 ай бұрын
January te weather & vir kmn thake ?
@dipankarbag82302 ай бұрын
@@minakshidutta3704 January te 7 th to 12 th chilam ...darun weather ...clear sky.. evening temperature very low ...r vir kom e... special e oi somoy ta
@swapnopaul10 ай бұрын
আমার আজ অব্দি ডুয়ার্স যাওয়া হয়নি। ম্যাপ দিয়ে ডুয়ার্স খুব সুন্দর বুঝিয়েছেন। সাফারিও ভালো লাগলো।
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you so much ❤️ আমি কিন্তু আপনার সব ভিডিওই মোটামুটি দেখি । আপনার আরাকু সিরিজ, মোংলাজোরি দারুন লেগেছে । মোংলাজোরির মতো এইরকম একটা সুন্দর জায়গা সবার সামনে তুলে ধরার জন্য বিশেষভাবে ধন্যবাদ 🙏
@swapnopaul10 ай бұрын
@@AnindyasTravelogue জেনে ভালো লাগলো। লাস্ট ভেটনাই দিয়েছি। যা অধিকাংশ বাঙালির কাছে অজানা। সম্ভব হলে দেখবেন।
@shreyasarkar417410 ай бұрын
Khub valo laglo
@Bong-at-heart10 ай бұрын
খুব সুন্দর, ভালোই লাগলো ,বিস্তারিত তথ্য দিয়ে বোঝানো আরো ভালো লাগলো ভালো থাকবেন
@mondiraghoshgolpo10 ай бұрын
ডুয়ার্সের কথা কতো পড়েছি সমরেশ মজুমদারের বই এ! বই এ পড়া ভারতের অনেক জায়গা যেখানে এখনো যাওয়ার সুযোগ হয়নি সেই জায়গাগুলো ইউটিউবে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখি। স্যার এবং ম্যাম, আপনারা আমাদের বাংলাদেশও এসে ঘুরে যান। আপনাদের আমন্ত্রণ রইলো।🌸
@AnindyasTravelogue10 ай бұрын
সত্যিই তাই । সমরেশ মজুমদারের লেখা থেকেই ডুয়ার্সের প্রতি আমাদের প্রথম ভালোবাসা ।
@sandeephalder350810 ай бұрын
Khub valo laglo.
@simaacharya865310 ай бұрын
অনবদ্য্।অসাধারণ। আমার ভীষণ প্রিয় জায়গা এই ডুয়ার্স। সর্বোপরি অনিন্দ্য বাবুর presentation অসাধারণ।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 😍
@parthakumardutta29397 ай бұрын
Khub-sundor-uposthapona.
@biswajitghosh98145 ай бұрын
Darun representation
@mayaadhikari67966 ай бұрын
দারুণ লাগল
@ujjaldasgupta445610 ай бұрын
ডুয়ার্স তো ভালো লাগবেই। আপনাদের সঙ্গে আরো ভালো লাগলো, যা সব সময়েই লাগে। আপনারা আসলেই ভালো লাগে। আমি কিছুদিন ধরে ইন্সটাগ্রামেও আপনাদের অনুসরণ করছি। ❤❤
@AnindyasTravelogue10 ай бұрын
এটা জেনে খুব ভাল লাগছে ❤️ Thank you 🙏
@jhumaghosh565010 ай бұрын
Asadharon laglo dada o didi ❤😂
@jhumabanerjee539410 ай бұрын
Khub sundor laglo. Darun.
@sargamthemusicacademy246010 ай бұрын
Darun legeche dada😊
@rajibdas410210 ай бұрын
Husband wife dujon mile oneker blogging dekhalam kintu aapnder dujoner video gulo dekhte eto valo lage ...dujon dujon ke eto sundor complement koren ... osadharon....baki sob to just superb!!!
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you so much 🌹 Please stay tuned.
@yagyasenichakraborty418410 ай бұрын
Khub sundor laglo
@TarokaSangbad10 ай бұрын
আমি আপনার ভিডিও প্রায়ই দেখি বিশেষত মধ্যপ্রদেশ সিরিজের পর থেকে আমার খুব ভালো লাগে বিশেষত আপনাদের স্টোরি টেলিং যে এবিলিটি সেটা এক কথায় অনবদ্য 🙏
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🌹
@subratadutta546410 ай бұрын
অসাধারণ লাগলো অন্য vdo গুলো দেখতে যেমন ভালো লাগে. Next vdo oppakhy থাকলাম. ধন্যবাদ
@arpitamitra858210 ай бұрын
খুব ভাল লাগল। জঙ্গল আমার খুব ভাল লাগে ।তাই আপনাদের সঙ্গে ডুয়ার্স বেরোনো হয়ে গেল
@TransportTalker10 ай бұрын
খুব খুব সুন্দর ❤❤❤
@arpitadas359710 ай бұрын
আমরা November 1st week ghure asechi Dooars darun legeche sei jonne apnar video khub enjoy korchi.
@nandanamukherjee812310 ай бұрын
Khoob bhalo laglo vlog Thank you so much
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you ❤️
@ashimkumarghosal254910 ай бұрын
আমার দেখা জায়গাগুলো আবার নতুন করে দেখে স্মৃতি রোমন্থনের সুযোগ হল। খুব ভাল লাগল।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@jharnachakraborty67610 ай бұрын
আপনাদের উপস্থাপনা খুব সুন্দর,আমার মায়ের ৮৬ বছর বয়স, আপনার নতুন নতুন ভিডিও দেখার জন্যে অপেক্ষা করে থাকে। মাকে নিয়ে ২৭/৩ বৃন্দাবনে যাচ্ছি,বসেরা হোটেল বুকিং করেছি। আপনাদের উপর আমরা খুবই আস্থাশীল। তবে মায়ের জন্য একজোড়া চশমা নিয়ে বৃন্দাবন যাচ্ছি 😊😊😊😊। আপনারা এইভাবে আনন্দে দিন কাটান, সুস্থ থাকুন,ভালো থাকুন। আপনার মেয়ে ও খুব মিষ্টি।
@AnindyasTravelogue10 ай бұрын
আপনাদের যাত্রা শুভ হোক 🌹 ভালোভাবে ঘুরে আসুন ।
@niveditabanerjee891810 ай бұрын
Valo laglo
@rupanroy50010 ай бұрын
অসাধারন ভিডিও
@sunitachaudhury578110 ай бұрын
এক কথায় অসাধারণ সুন্দর লাগলো
@jayasreedas95210 ай бұрын
গভীর জঙ্গল দিয়ে যাবার একটা আলাদা অনুমতি জাগায় আমি নিজে ডুয়ার্স অনেক বার গিয়েছি ।আমার একটা পিয় ডেসটিনেশান।খুব ভালো লাগলো ভিডিও টি।ধন্যবাদ ।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 😍
@pradipmajumdar878310 ай бұрын
Amader Duars e apnader swagoto. Videota besh valo laglo.
@jayatidas409810 ай бұрын
আমি ডুয়ার্স সাফারি তে অনেক হরিণ ছাড়া আর কিছু দেখি নি, কিন্ত প্রাণ ভরে উপভোগ করেছিলাম জঙ্গলের রহস্যময়তা যার টানে বার বার ফিরে যেতে মন চায়।খুব ভালো লাগলো 😍
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 😍
@jayatidas409810 ай бұрын
একটা ভুল হয়ে গেছে।আমি অনেক ময়ূর দেখেছিলাম,হরিণ নয়।sorry😊
@nilaykumarbhattacharya459310 ай бұрын
ভালো লাগলো। অপেক্ষায় রইলাম। ❤
@ARNABCHANDA-yg4pg10 ай бұрын
ডুয়ার্স এর প্রথম পর্ব দেখে খুব ভালো লাগলো 😊😊।
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you 😊
@DebasmitaBhadra-fy6egАй бұрын
Khub bhalo laglo video ta💖💖
@mitasengupta861610 ай бұрын
Beautiful editing skills. Loved the sounds during the safari tour. Well presented.
@AnindyasTravelogue10 ай бұрын
Thanks so much!❤️
@rajatganguly630110 ай бұрын
আমি ভীষন অপেক্ষায় ছিলাম এই trip টা দেখার জন্যে। ভীষন ভীষন ভালো লাগলো। মনে হয় বাড়ি ছেড়ে পালিয়ে যাই। ❤❤❤❤
@AnindyasTravelogue10 ай бұрын
একদম 👍 বেড়িয়ে পড়ুন 😀
@rajakundu461410 ай бұрын
Arekti osadharon ekti vdo dekhlam. Apnar presentation sotti osadharon. Mone hoy nije sekhane chole gechhi. Longing for your next vdo. Sujog hole apnar sathe ekdin alap korbo. Ebong khub adda debo. Thank u again
@AnindyasTravelogue10 ай бұрын
অবশ্যই । সঙ্গে থাকবেন 😍
@bhaskarnayek288110 ай бұрын
Darun... excellent presentation... background music ta ei vlog er sathe khub manansoi....
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you ❤️
@sumandas339810 ай бұрын
ডুয়ার্স যতবারই দেখি না কেন, সবসময়ই নতুন লাগে। বেশ ভালো লাগলো।
@ArundhatiBhowmik10 ай бұрын
Khub bhalo deklam❤ r Anindya r presentation khubi bhalo ❤❤❤
@pradipbasak94010 ай бұрын
Khub sundoor...dada/didi
@PujaDas-vv3hn10 ай бұрын
Darun Darun
@anilendu2410 ай бұрын
As usual, আরেকটা দুর্দান্ত ভিডিও।
@manashc510 ай бұрын
Darun dada... Ami to niyomita dekhi apnar videos.... Apnar background music setup ta o khub bhalo
@nibirsaha105210 ай бұрын
আমার খুব প্রিয় জায়গা, অনেকবার গিয়েছি l যাওয়া জায়গাগুলি আপনার চোখে আরেকবার দেখতে খুব ভালো লাগলো l
@debashisghosh650610 ай бұрын
Khub bhalo laaglo
@pampiacharjee748110 ай бұрын
খুব ভাল লাগল দাদা,আপনার উপস্থাপনা খুব সুন্দর।😊🙏
@avirajdey430810 ай бұрын
Mon bhore jaye ar manushik shanti pai apnader video dekhe ❤
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@sharmisthadutta928110 ай бұрын
ডুয়ার্স এর অপরূপ সৌন্দর্য দেখে মন প্রাণ ভরে গেল এক কথায় অসাধারণ লাগলো । ভালো থাকবেন সবসময় আরও অনেক অনেক ভিডিও দেখার অপেক্ষায় রইলাম ।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🌹
@pinkighosh157410 ай бұрын
Dada apner presentation just awesome
@SandipanLatu-m8l10 ай бұрын
খুব সুন্দর
@achatterjee823610 ай бұрын
Excellent presentation as usual.
@Dr.DebaniMullick10 ай бұрын
খুব ভালো লাগল।
@susantachakraborty98010 ай бұрын
Dada Boudi always best..mon valo hoye jay dada, sotti bolchi
@AnjanRoy-iw2df9 ай бұрын
Dooars is our alltime favourite. Er sathey bonus apnar video ar narration. Thanks. 😅😅
@ghosh36610 ай бұрын
Khub valo
@dipakkumarghosh637110 ай бұрын
ঘরে বসেই ডুয়ার্স দর্শন অনবদ্য উপস্থাপন অপেক্ষাকায় রইলাম দ্বিতীয় পর্বের জন্য।
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@avishekbiswas974510 ай бұрын
সুন্দর আর মার্জিত পরিবেশন। প্রকৃতি কে নতুন ভাবে চেনা যায়, আপনার লেন্সের দ্বারা, অসংখ্য ধন্যবাদ।🙏
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@srabanisarkar26910 ай бұрын
Duars north bengal sunlei mon ta bhalo hoe jay.....koto bar gechi tobu mon bhore thake...darun lagche abar apnader sathe duars ghurte
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you ❤️
@Mattystravelvlogz10 ай бұрын
Video ta Darun laglo dada, Jadio ami Gorumara jungle ghurechi October er last e.. but upner video dekhe abar ekbar dekha hoye galo.
@subirkumarchatterjee159610 ай бұрын
দারুণ, অসাধারণ। 👌👌👌👌
@jayantichakraborty510510 ай бұрын
Khubb bhalo laglo. DOOARS❤❤
@bdtwinboy10 ай бұрын
আপনার কথা আমাদের দেশের মত ইন্ডিয়ান টান নেই একদম সাবলীল। শুভচ্ছাও শুভকামনা রইল 🙏❤
@niherchowdhury777510 ай бұрын
Speechless. Nothing to comments. Only to feel.
@ITS_ME_SOMA10 ай бұрын
Khub sundor hoyeche dada❤
@ExploreWithAnoy10 ай бұрын
Apnar presentation sb samay khb valo lage. 😊
@mitabhaumik969510 ай бұрын
Thoroughly enjoyed the video! Forest has its own beauty and charm, even though no animal is seen! Just the nail biting suspense that behind the darkness some animal may be lurking somewhere…that’s thrilling!
@AnindyasTravelogue10 ай бұрын
Thanks for enjoying the video and for your feedback after a long time 😊
@mitabhaumik969510 ай бұрын
Thank you! Actually I was travelling overseas and was somewhat irregular in watching you tube..hope to catch up soon😊
@dey.bhaskar10 ай бұрын
Dooars amar a torer antosthele always thake,etotai ami dooars ke balobasi, r apnader video to bhalor sima kobei charie gache❤
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@Traveltripsbyroads10 ай бұрын
Apnar vlogs khub valo lage. I super like your simple way of presenting with all details. Waiting for more on Dooars.
Khub valo laglo.Amra Nov.23 a gachilam.Sotti anobaddo.Ageo gachi kinto sob I jeno natun vabe chokhe dhara daye.❤❤❤❤
@aarohisahaworld457310 ай бұрын
Jatoi north india Sundar hok,uttar bango dekhlei kintu monta adbhut nostalgic hoye jai. Sundar video dekhlam❤
@jayantabag234310 ай бұрын
অসাধারণ কোন ভাষা নেই
@mahulidey137910 ай бұрын
Khub valo laglo dada ❤️
@niveditaghosh177310 ай бұрын
খুব সুন্দর লাগল ভিডিওটি। সত্যিই জঙ্গল ভ্রমনের এই অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী রইলাম আমরাও। আপনাদের এই অনবদ্য ও আন্তরিক উপস্থাপনার গুণে প্রতিটি ভিডিও ই প্রানবন্ত হয়ে ওঠে। আমরা যারা খুব বেশী ভ্রমন করতে পারিনা তাদের কাছে এই ভিডিও গুলির মূল্য অপরিসীম। খুব ভাল থাকবেন দুজনেই। পরবর্তী ভিডিও গুলির অপেক্ষায় রইলাম।