অসাধারণ।দোকানের মালকিন রাঁধছেন ও খাওয়াচ্ছেন আপ্যায়ন করে। ভাবা যায় না। এটাতেই বোধ হয় পার্থক্য গুজরাঠি ও অন্যান্য প্রদেশের ব্যবসায়ীদের মধ্যে। ❤
@SouvikDasgupta-rd9yiАй бұрын
মনে হচ্ছিল বাড়ির মা, জেঠিমারা খাওয়াচ্ছেন।
@আমিভারতবর্ষকেভালোবাসি22 күн бұрын
আমরা তো ঠিক করে নিয়েছি বাংলাকে গুজরাট হতে দেবো না 😂
@subratadas6654Ай бұрын
"দ্বারকার" দৃশ্য উপলব্ধি করতে না পারলেও গুজরাটি মালকিনের আতিথেয়তা খুব খুব আন্তরিক। এটা ভাবা যায়না যে মালকিন নিজে রান্না করেও আবার অতিথিদের টেবিলে এসে ওইরকম আপ্যায়ন করা, ভাবা যায় না। খুব সুন্দর।
@SouvikDasgupta-rd9yiАй бұрын
আমরা যারা সিনিয়র সিটিজেন তারা শারীরিক কারণে বহু জায়গা যেতে পারিনা। আপনার মতো ইউটিউবারদের চোখ দিয়ে ঘোরা হয়ে যায়।
@pradipkumarsamaddar8440Ай бұрын
অনিন্দ্যদার অনিন্দ্যসুন্দর উপস্থাপনা পুরো গুজরাট সিরিজ এ, যা মনকে ছুয়ে যায়।
@AnindyasTravelogueАй бұрын
🙏🙏
@pralaybhattacharyya8389Ай бұрын
অনবদ্য।। অসাধারণ বর্ণনা এবং দৃশ্য। তথ্যপূর্ণ এই ব্লগ টি আমাদের উপহার দেবার জন্যে অসংখ্য ধন্যবাদ।
গুজরাট ভ্রমণের প্রতিটি পর্ব ভীষণ সুন্দর। খুব ভালো লাগলো।
@biswajitmukherjee185Ай бұрын
জয় দ্বারকানাথ। আপনাকেও ধন্যবাদ। দারুন লাগলো গুজরাত দর্শন আপনাদের সহযোগিতায়।
@sukhendugoswami1938Ай бұрын
ঠিক বলেছেন, আমরা ছোট স্টীমারে চড়ে ভেট দ্বারকা দর্শন করে ছিলাম। তবে এখন সুদর্শন সেতুর ফলে যোগাযোগ উন্নত হয়েছে। ধন্যবাদ। আপনার ভিডিও দেখে ভালো লাগছে।
@AnindyasTravelogueАй бұрын
অনেক ধন্যবাদ 🙏
@amalchattopadhyay9460Ай бұрын
অসাধারণ ভিডিও ও উপস্থাপনা। আরও সুন্দর সুন্দর ভিডিও র অপেক্ষায় রইলাম।
@amitaghosh6675Ай бұрын
অসাধারণ আর খাবারের দোকানের মালকিনের ব্যবহার কি আন্তরিক। বুবুদি একদম ঠিক বলেছেন এখানে এরকম দেখাই যাবে না। ভালোবাসা, আন্তরিকতায় ভাষা বাধা হয় না। ❤
@sibanibakshi5614Ай бұрын
দ্বারোকা ভেট দ্বারোকা সোমনাথ মন্দির দর্শন করে মন ভালো হয়ে যাচ্ছে, গুজরাট ভ্রমণ এক কথায় দারুন লাগছে।
@AnindyasTravelogueАй бұрын
Thank you 😊
@suklachatterjee947620 күн бұрын
অসাধারণ দৃশ্য দেখলাম সত্যিই মোন ভরে গেল কোনদিন হয়তো যাওয়া হবে না তাই দু চোখ ভরে সৌন্দর্য উপভোগ করলাম অনেক ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
অনিন্দ্য দা আপনার ও বুবুদির চোখ দিয়ে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দর্শন করলাম চোখ জুড়িয়ে গেলো🙏🙏ভালো থাকবেন দাদা।
@jayaroy239Ай бұрын
Nice video,excellent sunset❤
@sreeparnapaul5649Ай бұрын
অপূর্ব, মন ছুঁয়ে গেলো 🙏 আপনার ও বুবুদির জন্য রইলো অনেক শুভেচ্ছা 🎉❤
@AnindyasTravelogueАй бұрын
😇😇
@bikasaich77935 күн бұрын
Excellent tour and program
@anjanachakraborty1493Ай бұрын
অসাধারণ, অসাধারণ লাগল। ঘরে বসেই আমারা দ্বারকা দর্শন করলাম।
@mondiraghoshgolpoАй бұрын
13:54 Sotti e bolechen. Erokom first dekhlam restaurant er owner nije ranna kore abar sobaike khabar bereo dicche. Eto antorikota dekhini!🌟💚
@voyagevistaaАй бұрын
Khub enjoy korlam 👍
@chayanikachakraborty3719Ай бұрын
Apnader uposthapona khub sundor
@paramitabhattacharya7376Ай бұрын
Osadharon laglo ❤...
@gourisankarjana4527Ай бұрын
আপনাদের সব ভিডিওই ভালো লাগে।এটাও অসাধারণ।
@AnindyasTravelogueАй бұрын
😇😇
@MitaBanerjee-j2qАй бұрын
অপূর্ব সুন্দর কিযে ভালো লাগল বেট দ্বারকা তা বলে বোঝাতে পারব না তায় আবার অপূর্ব সুন্দর বাঁশীর সুর এক অন্যরকম অনুভূতি ভালো থাকবেন খুব ভালো থাকবেন আপনারা দুজনে
@AnindyasTravelogueАй бұрын
অনেক ধন্যবাদ 😊
@papiyaseal5546Ай бұрын
Bhison sundor laaglo. Uposthaponar gune r o beshi bhalo laaglo.
@lipikanandy7049Ай бұрын
অসাধারণ একটা ভিডিও দেখলাম। জয় দ্বারকাধীশ ।🙏🙏
@suparnaniyogi4738Ай бұрын
Darun laglo . Thank you.
@ankitabanerjee6940Ай бұрын
প্রত্যেকটা এপিসোড ই গুজরাটের ভীষণ ভালো লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের শরীর ভালো থাকুক সুস্থ থাকুক আর এই ভাবেই আমাদের নতুন নতুন জায়গা ঘুরে দেখাও।
@AnindyasTravelogueАй бұрын
অনেক ধন্যবাদ 🙏
@souravsamanta521519 күн бұрын
Gujarat is my love..❤
@saonapahan4598Ай бұрын
গুজরাট ভ্রমণের প্রতিটা পর্ব খুব সুন্দর ভাবে উপভোগ করছি। খুব ভালো। অনিন্দ্য বাবু এবং ম্যাডামকে আমার তরফ থেকে অনেকে ধন্যবাদ। সংগে রইলাম।
@kalpananath9375Ай бұрын
গুজরাটের প্রতিটি ব্লগ অসাধারণ। জানিনা কোনদিন যেতেপারবো কিনা। আপনার ব্লগের মাধ্যমে দ্বারকা দর্শন করে ধন্য হলাম। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনবদ্য হয়ে উঠেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@AnindyasTravelogueАй бұрын
অনেক ধন্যবাদ 🙏
@kalyandasgupta4311Ай бұрын
Kalynku Das Gup.to.as Sharon ale vedio.amarnamaskar nevan.
@dolabiswas5514Ай бұрын
অপূর্ব লাগলো আমরা লঞ্চ এ করে ভেট দ্বারকা গিয়েছিলাম খুব সুন্দর অভিজ্ঞতা আর সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা দারুন আবার আপনাদের সাথে দেখলাম চারধাম আমার ও হয়ে গেছে ❤❤
@SomaGoswami-hv3muАй бұрын
Dhonno amar Bharot borsho Ei atitheota amader deshei sombob.Gorbito ami ei deshe jonme 🙏🙏
@ankanaguha8713Ай бұрын
Sunset er somoyer vet dwarka y photography awesome hoyeche dada❤
@swapnachakraborty114127 күн бұрын
খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো দোকানের মালকিনের আপ্যায়ন। আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে।
@AnindyasTravelogue27 күн бұрын
ধন্যবাদ 🙏
@Shreyan-dq3zwАй бұрын
Jai shree krishna namaste 🙏
@mousumibanerjee9717Ай бұрын
অসাধারণ লাগলো আজকের ভিডিও।
@goradas7464Ай бұрын
Very Nice Video Dada 💙💙
@sunitachaudhury5781Ай бұрын
আপনার ব্লক দেখে আমার পুরো গুজরাট ঘুরে দেখলাম দারুন সুন্দর
@kartickpal8195Ай бұрын
গুজরাট ভ্রমণের এই ব্লগটা সত্যি আমার কাছে খুব ভালো লাগলো। আর যেই হোটেলে খেলেন সেটাও খুব ভালো লাগলো এবং অবশ্যই আপনার উপস্থাপনা খুবই ভালো লাগলো।
@AnindyasTravelogueАй бұрын
অনেক ধন্যবাদ 🙏
@gautammukherjee7849Ай бұрын
Uff ! Just outstanding.
@ARNABCHANDA-yg4pgАй бұрын
দারুন একটি ব্লগ দেখলাম ❤ প্রচুর পরিমানে তথ্য সমৃদ্ধ 😊
@SourajitSengupta-p2nАй бұрын
Etai darun experience holo
@sudiptasarkar9262Ай бұрын
Khub bhalo laagche Gujarat series.
@swarajmaitra783028 күн бұрын
Dwarka te thakur darshan,nanarokemer khawa, shopping darun legechilo amader ekhane
@PintuDas-z8x5cАй бұрын
খুব সুন্দর লাগলো
@simplyelsa9479Ай бұрын
Dwarkadheesh ki jai
@miscellaneous5259Ай бұрын
দারুন দারুন আমাদের মনের কথা গুলো কী ভাবে আপনারা বলে দেন তাই এতো ভালো লাগে ….. খুব ভালো পরিবেশনা
@chitrachakrabarty2152Ай бұрын
খুব ভাল লাগল। অনেক দিন পর আপনাদের চোখে দ্বারকানাথ দেখলাম।
@shibbasak49548 күн бұрын
আমরা ৮ জন মিলে ৪ দিন আগেই গুজরাট ভ্রমনকরে এলাম সবকিছু ভালো ভাবেই দেখেছি। আমরাও মন্দিরের পাশেই ছিলাম। তবে আপনাদের video টা খুব সুন্দর হয়েছে।
@tapemajАй бұрын
Such an energetic couple !! You both are quite an inspiration to many a younger generation …..
@AnindyasTravelogueАй бұрын
😇😇
@pueroy1771Ай бұрын
Osadharon laglo 👌
@soumitadasgupta8084Ай бұрын
As usual akta Sundor video dekhlam.kotorokom inform korlen apni.ebong dokan er malkin nijer hath e khabar poribeshan kore khaoalen ta sotti avinaba
@sudeshnabanerjee1613Ай бұрын
বহু বছর পর দ্বারকা দেখলাম, ১৯৯৬ সালে বাবা ও মায়ের সাথে গিয়েছিলাম তখন সমুদ্রের মধ্যে দিয়ে স্টিমারে করে ভেট দ্বারকা গিয়েছিলাম তা খুবই রোমাঞ্চকর ছিল। আপনাদের চার ধাম হয় গেল আমার বদ্রী বাকী আছে, দেখি কবে হয় বা হয় কিনা। গুজরাটি দোকানের মালকিনের আতিথেয়তায় মন ভরে গেল, ভাল ব্যবহার না করলে ভাল ব্যবসায়ী হও য়া যায় না তাই গুজরাটিরা বারবার প্রমাণ করেছে। যাই হোক আপনারা আমাদের মত ভ্রমণ পিপাসুদের ভ্রমণ তৃষ্ণা নিবারণ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
@AnindyasTravelogueАй бұрын
বদ্রীনাথ ভ্রমণ করে ফেলুন । পথের দৃশ্য নীলকন্ঠ শৃঙ্গ অতি সুন্দর ।
@ritadasgupta6522Ай бұрын
কি অপূর্ব লাগলো বলার নয়....আমদের যেতে আর কয়েক টা দিন বাকি..vdo টা কাজে লাগবে ...আগের বার (50বছরআগে )ভেট দ্বারকা তে সমুদ্র পথে গেছি...এবার গাড়ি করে যাবো । ভালো থাকুন
@abhishekghoshal6053Ай бұрын
asadharon dwarakay sri krishner mandir, apurbo arab sagorer rup o tar kole surjasto, apurbo rukminidebir mandir, swaminarayan mandir, khub sundar setuti , rater alokojjwal darakadhis mandirke dekhte anabayo lagche
Dwarka and Somnath is my favourite holiday destination.
@subratabasu6791Ай бұрын
অপূর্ব ❤❤
@priyankabhakta1946Ай бұрын
Anindya Da r Bubu boudi er sathe Gujrar bhromon khubi upobhog korchhi. Amar mawte apnader Mathura-Vrindavan, Madhyapradesh r Gujrat bhromon best. Baki videogulo to asadharon e, kintu ei videogulo barbar dekha jay. Apnader video dekhe oi jaygagulo jawar ichha amar mone jonmo niyechhe. Ekdin hoyto ishwar chaile nidhchoi swachokkhe darshan korte parbo. Kintu apatatao apnader sathe manasbhromon kore nilam. Onek onek dhonyobaad apnader. Apnara eivabei egiye jan, amra sobai apnader sathe achhi.
@upamamanna4683Ай бұрын
Khub valo laglo vidio ta ❤👍
@bidishabhattacharya6596Ай бұрын
Darun laglo
@mahulidey1379Ай бұрын
Khub sundor laglo jawar iche rakhlam ..
@animamondal6833Ай бұрын
Darun laghlo blogta. Jai Shree Dwarkadhish 🌷 🙏
@sampabiswas7093Ай бұрын
Just fhatafati video dada.
@susmitagomes181Ай бұрын
Ki bhalo dekhlam osadharon r ekhono ei rakom manush duniya te aache jader mone manush er proti eto sheho dekhle mon bhore jay.
@poulomighosh2525Ай бұрын
আপনার ভিডিও খুব ভালো লাগছে ❤
@sankardebnath9239Ай бұрын
শ্রী শ্রী জয় শ্রীকৃষ্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর মধুর বিষয় গুলি তুলে ধরে ছেন।আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, নাগেশ্বর থেকে অ নুমানিক দশ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর স্থান আছে।নাম বোম্বে বিচ কিন্তু বিচনয় জলাশয়ের দৃশ্য দেখতে খুবই সুন্দর স্থান । 29:08
@AnindyasTravelogueАй бұрын
অনেক ধন্যবাদ 🙏
@Ananda0608Ай бұрын
ami stimer e bet dwarka gechilam.khub sundor journy chilo
@mohitlalsaha838Ай бұрын
Love from Bangladesh ❤❤
@kajolbasu4249Ай бұрын
Wonderful explanation....keep posting
@prabirbanerjee2268Ай бұрын
Excellent Video
@prabirpal6461Ай бұрын
টেবিলে বসে বুফে সিস্টেমের খাওয়ার ব্যাপার টা দারুন আর নতুনত্ব। আমিও এই রকম ৮/৯ রকমের পদের খাবার খেয়ে ছিলাম বিলাসপুরে সেখানে অবশ্য বাটিতে করে সাজিয়ে দিয়েছিল সব পদ গুলো আর কোনো পদ শেষ হলেই জিজ্ঞাসা করে আবার দিচ্ছিল। এখানে দেখলাম শুধু রুটি আর বিলাসপুরে রুটির সাথে ভাতও ছিল। যাই হোক বেশ ভালো লাগলো এই পর্বটা। 👍
@debasmitapaul7806Ай бұрын
অসাধারণ লাগলো দাদা। দারুন
@sampadas7861Ай бұрын
কথিয়াওয়ার উপকূলের ভূগোলের তথ্য আর হরপ্পার নিদর্শন আছে সাথে দ্বারকার ইতিহাস সহজ করে শুনতে খুব ভালো লাগলো।
প্রাচীন ভারতীয় সংস্কৃতির একটা ঝলক পেলাম। সব মিলিয়ে খুব ভালো লাগলো।
@exploremanoj12 күн бұрын
খুব ভাল লাগল আপনার এই পর্ব। আমরা এই ডিসেম্বরে ঘুরে এলাম তাই অতটা গরম পাইনি কিন্তু এসি চালাতে হয়েছে হোটেলে বা গাড়িতে। দ্বারকায় লাইট হাউসটার পাশে যে মার্কেট এরিয়াটা দেখেছেন তার পাশেই হোটেল গোপালে আমরা ছিলাম। ঘর থেকেই বিচ দেখা যেত। আমরা দ্বারকাধিসের সন্ধ্যরতি দেখেছি, এক কথায় অপূর্ব লেগেছে।
@AnindyasTravelogue11 күн бұрын
খুব ভালো লাগলো ❤️
@munmunmukherjee8640Ай бұрын
Khub valo legeche
@supriyogupta6545Ай бұрын
দারুন লাগলো.. আরও ভালো লাগলো আমার নামারাশীর নাম শুনতে 😀😀
@sovanghosh4827Ай бұрын
Excellent ❤
@ABIR-y3bАй бұрын
Oshadharon ekta vlog. Simply incredible ❤
@aritramajumdar6011Ай бұрын
Apnader 2joner eto energy dekhe khub inspired Hoi ami. Bhalo thakben.
@jayantichakraborty5105Ай бұрын
Otobaro Resturant er Malkin er babohare kato molinota....Great ❤
@SouryaPaulАй бұрын
দারুন লাগলো ভিডিও টা আঙ্কেল
@SulakshanaSarkar-vp2hyАй бұрын
Darun ekta shabda janlam.. jaygai boshe buffet system 😊
@AnindyasTravelogueАй бұрын
😂
@ShyamsundorGuhaАй бұрын
Asadharan sati Amra Bhagoban apna Moto blogger pay thank you
@AnindyasTravelogueАй бұрын
🙏🙏
@jigneshpatel-zy5bxАй бұрын
Awesome
@swarupghosh1570Ай бұрын
Very nice video ❤❤
@rahulghosh3047Ай бұрын
Khub sundor lglo dada dwarka video.. R restaurant e video dekhe puri onno rokom lglo.. oder behaviour ta khub vlo lglo dekhe .
@parthasarathibiswas3158Ай бұрын
Ashadharon❤❤
@TRAVELLERARUPАй бұрын
Very nice video sharing 👌❤
@ParnaSinha-po3eoАй бұрын
Dekhchi aar bhabhchi jey ki opurbo desh aamader. And along with it the richness of our history enriches us.❤❤