পৃথিজিৎ বাবুর সঙ্গে গত রবিবার মেট্রো তে Esplanade থেকে Dumdum পযন্ত যাত্রা করলাম, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, খুব খুব ভালো লাগলো ❤️❤️❤️
@BANICHAKRABORTY-l8z4 ай бұрын
Kostar.madhya Anand ha
@anuproy80934 ай бұрын
How you make video too much overcrowded. Thanks for your good effort.
@dipanjansaha43484 ай бұрын
কষ্টার মাধ্য আনন্দ হা ... মানে??
@ShafiqulIslam-ui1kv4 ай бұрын
দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি, আপনাদের সাথে টুর করতে চাই ?
@joydey14524 ай бұрын
@@dipanjansaha4348 কষ্টের মধ্যেই আনন্দ হয়।
@debosmitadaschakraborty85174 ай бұрын
এই ট্রেনে আমি নিত্য দিন আশা পূর্ণা অবধি যাই সাঁতরাগাছি থেকে, ওখানে স্কুলে আমি শিক্ষিকা।তাই আমি জানি কত ভীড় হয়, আপনি সেখানে ভিডিও করলেন কিভাবে শিবাজী দা 😮, আমি সত্যি অবাক হচ্ছি। একটা কাজের প্রতি কত টা ভালোবাসা, dedication থাকলে তবে এতো কষ্ট করা যায়, সত্যি শিক্ষণীয়। ভালো থাকবেন দাদা আপনারা 🙏❤️
@sanatani9914 ай бұрын
Apanr to khubi kosto ato dur roj journey koren ki vabe samna samni transfer kore nin
@justmenarul29014 ай бұрын
মেসেজ দাও
@mr._janababu4 ай бұрын
Kon school ar teacher apni ?? Pichhaboni naki ??
@gopinathmondal29884 ай бұрын
Madam ei train ki santragachi theke digha jai??
@sanjibpaul14274 ай бұрын
Keep it up Ami tomake support korlam tomio amake support korbe♥️ #explorewithsanjib
@manjusreebaidya59954 ай бұрын
শিবাজী বাবু আপনিএত দেশ বিদেশে ঘুরছেন কিন্ত আপনার এই বাঙালিয়ানা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।এই রকমই থাকুন। অনেক শুভেচ্ছা থাকল।
@sunandadam74124 ай бұрын
দাদা তোমার চ্যানেল টা এখন আর ছোট নেই । যত ব্লগার আছে তুমি সব থেকে বেস্ট, তোমার পরিচালনা করার যে প্রয়াস সেটা কারো সাথে তুলনা হয় না আর তোমার মানিয়ে নেওয়ার ক্ষমতা আর পৃথিজিত দার সাথে এডজাস্ট মেন্ট অসাধারণ ,আমার জীবনে খুব ইচ্ছা ছিল কিছু একটা নিজে থেকে করার কিন্তু ভরসা পাই না ,কিন্তু তোমাদের যত দেখি খুব ভালো লাগে ,তোমার হাসি ভরা মুখটা সব অসম্ভব কে সম্ভব করে দেয়। অনেক বড়ো হোক তোমার প্রচেষ্টা,যদিও তোমার চালেন ছোট নেই এখন।🎉
@sunandadam74124 ай бұрын
Thanks দাদা
@godisgreatvlog3 ай бұрын
আমার চোখে দেখা Banglar সেরা Travel Vloger Shibaji Sir.আমার কাছে ভগোবান ইনি🙏🙏🙏
উফ্ আপনাদের দ্বারাই সম্ভব। নিজেদের কমফোর্ট জোনের বাইরে এইভাবে হাসিমুখে একটুও নাক না কুঁচকে...... সব জায়গায় সমান স্বচ্ছন্দ আপনারা। ভালো থাকবেন।
@milansen35034 ай бұрын
অত্তো ভিড়ের মাঝেও আনন্দ পেলাম। অনেক বড় অভিজ্ঞতা হলো সবার। খুব ভালো থাকবেন সবাই। শুভকামনা সবসময়।
@sudipchowdhury78124 ай бұрын
আপনাদের কষ্ট হলো সত্যি কিন্তু রেলের সাধারণ যাত্রীর নিত্যদিনের যাতনার এক অনন্য স্বাক্ষী হয়ে রইলো ভিডিওটি। ধন্যবাদ।
@lifeboy19784 ай бұрын
একজন বলল “ছোট চ্যানেল বড় হোক” ! উনি হয়তো জানেন না এই চ্যানেলের কত সাবস্ক্রাইবার ! তবে হ্যাঁ ছোট বড় সবই আপেক্ষিক ব্যাপার । এই চ্যানেল আরও বড় হোক এই কামনা করি । ❤
@subratachhatui42564 ай бұрын
প্রতিদিনই আমরা নতুন নতুন জিনিস শিখছি, শেখার কোন শেষ নেই। ভুল করতে করতেই তো মানুষ শেখে, মোটিভেশনাল ভিডিও খুব ভালো লাগলো 😊😊
@a.chakraborty60244 ай бұрын
হঠাৎ করেই ব্লগটা চোখে পড়ল। প্রাণবন্ত দুটি মাটির মানুষকে হাসিমুখে দেখতে দেখতে ফ্যান হয়ে পড়লাম ❤❤❤ মন পরিষ্কার না হলে এরকম প্রাণবন্ত হওয়া অসম্ভব ❤❤❤❤🙏🙏🙏
@explorershibaji4 ай бұрын
আন্তরিক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন। ভালো থাকবেন।
@a.chakraborty60244 ай бұрын
@@explorershibaji❤❤❤
@budhadityadasbabu97114 ай бұрын
কষ্ট হয়েছে তবে এই যে এত ভিড়ের মাঝে থেকে থেকে গ্ৰাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যর ছোট ছোট মূহুর্তগুলো তুলে ধরেছিলেন বেশ ভালো লাগলো। এই জার্নিকে যে আপনাদের ইউটিউব যাত্রায় দ্বিতীয় সেরা জার্নির তকমা দিলেন বেশ লাগলো। আর পৃথ্বিদা গুরুদেব 🙏, "ইউটিউবে কত কামাও না, রোজ সকালে কামাই 😂"। ভালো থাকবেন দাদারা ❤️🙏
@dipankarbasu45884 ай бұрын
সত্যি ১৫ নম্বর প্লাটফর্ম ভীষণ চাপের হয়ে যায়। এইট্রেনে ঘুগনি আর মুড়ি বিখ্যাত যথারীতি ভিডিও টা👌👌
@arkaprobhaofficial4 ай бұрын
দারুন লাগলো এই লোকাল ট্রেন যাত্রা। এই ভাবে ঘুরতে ঘুরতে একদিন টুক করে কল্যানী চলে আসুন। এইতো সোদপুর থেকে কিছুটা দূরেই। আপনাদের সাথে সাক্ষাত করার অনেকদিনের ইচ্ছে শিবাজী দা এবং পৃথ্বিজিৎ দা। ❤️
@shibanibhowmik87184 ай бұрын
এটা মিস করে গেছিলাম। দেখে খুব ভালো লাগলো। এই তো সাধারণ মানুষের জীবন। ❤️
@BhimjibhaiPatel-bx9jo4 ай бұрын
শিবাজির শৌর্য ও সাহস যেমন অনবদ্য তেমনি পৃথ্বীজিতের পৃথিবী কে জেতার বাসনা যেন পূর্ণ হোক।এটাই কামনা।ভালো থাকবেন।❤
@PrithwijitOMonerManus4 ай бұрын
😊❤🙏
@debdasray62564 ай бұрын
সাধারণ মানুষের নিত্যদিনের সংগ্রামের এক অপরূপ ছবি তুলে দিলেন মানুষের জন্য। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
@indraneelsen31884 ай бұрын
যে যাই বলুক .. probably one of the best tour made by you two. এত ভীড়ে এই রকম raw video বানানো .. Hats off.. Hats off.. 🙏❤🙏❤🙏❤
@lifanasrin40304 ай бұрын
শুভ সন্ধ্যা শিবাজী দা এবং পৃথ্বীজিত দা,,আমার দীর্ঘদিনের আশা আকাঙ্খা যে আপনাদের দুইজনের সঙ্গে সাক্ষাৎ করবো, সেটা অল্পের জন্য মিস হয়ে গেলো,,, ওই দিন ওই লোকাল ট্রেন এ করেই আমি ও আমার তিন বন্ধু দীঘায় গিয়েছিলাম,, সাঁতরাগাছির পরের স্টেশন মৌরিগ্রাম এর পাশেই আমার বাড়ি,, সেই সুবাদে সকাল 6:49 মিনিট এ ট্রেন ধরেছিলাম,,সিট ও পেয়েছিলাম,ব্যাপক ভিড় হয়ে ছিল,,কতই না সৌভাগ্য হতো যে আমাদের সিট ছেড়ে দিয়ে আপনারদের দুইজনকে বসতে দিতাম,,আমি নিয়মিত আপনার ব্লগ দেখি,,, ভালো থাকবেন ❤❤❤❤
@subhamoychattopadhyay34894 ай бұрын
মনেহয় জার্নিটা বুধবার ছিলো?? আমি পাঁশকুড়া থেকে ট্রেনে উঠতে পারিনি এতো ভিড় ছিলো। সাধারনত দীঘা লোকালে এতো ভিড় থাকে না। যাইহোক ভিড়ের মধ্যেও এতো সুন্দর ভিডিও সত্যিই মনোমুগ্ধকর।। ভালোবাসা রইলো।❤❤
@PrithwijitOMonerManus4 ай бұрын
হ্যাঁ,বুধবার ছিলো।
@biplabpramanik77054 ай бұрын
Good information.
@adventuristic_dipankar4 ай бұрын
Apnar video eto tai mon chhuye jaye tar ekta ghotona share korchi.. Ami ar amar wife kalke bikel 4ter dike lunch er pore digha journey er video dekhchilam,dekhe ghumiye porlam,ghum theke uthe wife amake bolche,ami swapno dekhlam Shibaji and Prithwijit sea beach e geche,megh kete bohut rod esche...aro onek kichu..sotti e..mon chhuye gele erokom e howa ta shavabik...❤❤❤❤❤
@subrata.samanta4 ай бұрын
দাদা তোমার চ্যানেল মোটেও ছোট নয়.. গুণগত মান এ তো এই চ্যানেল সংখ্যার চেয়েও বড়.. একটা অদ্ভুত ব্যাপার আছে আপনাদের উপস্থাপনায়.. ❤
@explorershibaji4 ай бұрын
আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন।
@MrSouravkarmakar4 ай бұрын
দারুন একটা ভিডিও সত্যি এটাই হলো আসল ট্রেন জার্নি যেটা হাজার হাজার লোক করছে। এটাও একটা অভিজ্ঞতা আমার নামখানা লোকাল এ এই রকম অবস্থা হয়েছিল কদিন আগে। এরকম আরো রও ভিডিও চাই 🤘🤘🤘
@sanjibpaul14274 ай бұрын
kzbin.info/www/bejne/oHuTkKNofLCpj5o
@AsimBhattacharyya654 ай бұрын
এই হল অনুসন্ধান (explore) করা। এই ভিডিও টা অন্য অনেক নামজাদা জায়গার ভিডিও র থেকেও ভাল লেগেছে। একদম মাটির কাছে । এই সফর টা আপনাদের মহারাষ্ট্র ট্যুরের সঙ্গে খনিকটা তুলনীয়। এই রকম ভিডিও আরও দেখতে চাই। এই সম্পর্কে যেকোন সাহায্য করার জন্য আমরা তৈরী।
@sagorf4 ай бұрын
তোমদের কাছে বিশেষ অনুরোধ থাকবে পুরান কোলকাত যেমন জোড়াসাসো , সুখিয়া ষ্ট্রিট এই সব জায়গা নিয়ে একটা ব্লগ বানাতে এবং সেখানকার ইতিহাস সম্পকে আরোচনা করতে। ধন্যবাদ ভালো থাকবে
@Sujitghosh02084 ай бұрын
Thank You শিবাজী দা & পৃথ্বিজিৎ দা আমি এই ধরনের ভিডিওর ই রিকোয়েস্ট করেছিলাম।
@PrithwijitOMonerManus4 ай бұрын
😊❤
@Mamoner_valo_laga4 ай бұрын
দাদা দেশপ্রান হলো আমাদের বাড়ির কাছের স্টেশন। এতো ভিড় কখনো দেখিনি। প্রায় সময় বাগনান, মেছেদা, পাঁশকুরা তে অনেকে নেমে যায়
@kalyanashispradhan60264 ай бұрын
শিবাজী বাবুকে লোকাল ট্রেনে করে দীঘায় স্বাগতম। কাঁথি থেকে.....
@asiskumarmitra50824 ай бұрын
🎉
@subhomoychatterjee61744 ай бұрын
দাদা মাঝে মাঝে লোকাল ট্রেনে, সাধারণ গাড়িতে উঠে সাধারণ মানুষের জীবন টা একটু খুঁজতে চেষ্টা করুন। আশা করি এমন জার্নি খুব এনজয় করতে পারবেন তাহলে। আরো এগিয়ে চলুন ধাপে ধাপে, উন্নতি হোক। ❤ আর আপনারা মনে হয় শুক্র, শনি, রবি ছুটি দেখে গেছেন, তাই ভিড় টা একটু বেশি হয়েছে।
@sonalisensarma30384 ай бұрын
আপনাদের সব কটা ভিডিও দেখি,,,,চ্যানেল টা এখন আর মোটেও ছোট নয়,,,যাই হোক আমার অবাক লাগলো যে,,এতজন মানুষের মধ্যে কেউ আপনাদের চিনতে পারলো না কেন?
@sujaykayal51544 ай бұрын
কিন্তু লোকাল ট্রেনের এই অভিজ্ঞতা এই ভিড়ের সমস্ত মানুষদের সাথে কথাবার্তা একটা আলাদা রকমের ভালো লাগলো খুব সুন্দর হয়েছে ভিডিওটা
@sukhenadhikary90664 ай бұрын
"অপ্রয়োজনীয় বংশ বৃদ্ধি" - পৃথ্বী স্যার এক্সপ্লোর করার জন্য ধন্যবাদ।
খুব ভালো লাগলো এতো সাধারণ ভাবে ঘুরে বেড়ানো দেখে আমি তো অবাক😮
@SwarnaliDasgupta-m8m4 ай бұрын
আপনার ব্লগ আমি সবসময়ই দেখি খুব ভালো লাগে। সত্যি লোকাল ট্রেনে দীঘা যাত্রা খুব কষ্টকর।
@ishitamanna83024 ай бұрын
Eto kosto r moddhe o bhalo hoyeche video ta....apnader video dekhe mon bhalo hoye jay...dui Dadar jonno onek 💓💗💖💝
@susmitamallik63164 ай бұрын
আপনাদের সহযাত্রী রা একেবারেই আপনাদের ফ্যান বেস নয় দেখলাম। কেউই আপনাদের চিনতে পারলো না। খুব ভাল করছেন এই বাজেট টুরগুলি করে। প্রচুর লোক আপনাদের এইবার পরিচিতি পাবে। ওই অসম্ভব ভিড়ে vlogging কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাটস অফ
@তারামাশিল্পালয়4 ай бұрын
শিবাজী দা পৃথ্বী দা এই ট্যুর টার জন্য ধন্যবাদ ধৈর্য্য আছে দাদা তোমাদের। একেই বলে বাংলার ছেলেদের দমআছে
@jayasreedas9524 ай бұрын
সত্যি আপনাদের যাযাবর জীবন আমি ভীষন ভাবে উপভোগ করি।দীঘা আমার ঘরবাড়ী বছরে পাচ ছয়বার আমি দীঘা ঘুরতে যাই।আমি নৈহাটি থাকি সেখান থেকে এসি দীঘার বাস ছাড়ে আমি তাতে করেই দীঘা যাই।আমার খুব ভালো লাগার জায়গা ।গতবছর দীঘা থেকে তাম্র লিপ্ত একসপেসে হাওড়া এসেছিলাম।ঐ গাড়ি তে দারুন ঘুঘনি পাওয়া যায ।এইভাবে দীঘা ঘুরতে যাওয়া দারুন উপভোগ করছি।ধন্যবাদ
@ranjanchakroborty9424 ай бұрын
অভিনব vlog। আপনার vlog এর সঙ্গে সঙ্গতি রেখেই বলছি, এরকম ট্রাভেল vlog ' বাপের জন্মে দেখিনি'। Hitch hiking এর থেকে পরপর vlog গুলো খুব এনজয় করলাম। আপনাদের বেশ কষ্ট হয়েছে, কিন্তু দর্শক হিসাবে আমরা খুব এনজয় করলাম। এই সব innovative ideas এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
@sandipanchatterjee5034 ай бұрын
এই vlog একেবারে জমজমাট। প্রথম ভাগ টা রোমান্টিক, দ্বিতীয় টা সাসপেন্স আর এডভেঞ্চার এ ভরপুর। সঙ্গে পৃথিজিৎদার কমিক টাইমিং। ❤❤❤❤
@AnimeshBanerjee234 ай бұрын
Ei manush dujon ke je ki bhalo laage...seta bojhanoi day... Shibaji da tomake onek bhalobasa r prochur prochur suvechha... Bolte paari nirdidhay .. this is the best channel in bengal ❤❤
@manidipadutta92554 ай бұрын
Just Africa series ses korlam, sondhebela ontoto 2to video na dekle mone hoi jeno ki jeno ekta kaj korar Kotha chilo, kintu kore uthte parlam na. Video gulo dekhe eto relaxed lage, mind fresh hoe jai ♥️
@anonymous_wanderer9844 ай бұрын
Howrah to mechada প্রায়ই যাতায়াত করি। তমলুকে বাড়ি তাই মেচাদা তে নেমে বাস ধরতে হয়। আজ আপনাদের video এর মাধ্যমে নিজের পরিচিত জায়গাগুলো দেখে বেশ ভালো লাগলো।
@koushikLiifestyle4 ай бұрын
দাদা একবার আসানসোল এ আসুন ❤️ভাগ্য ভালো আপনি বাংলার লোকাল ট্রেন এ চেপেছেন, একবার বিহার এর লোকাল ট্রেন এ চেপে অভিজ্ঞতা জানাবেন 😅
@tuhinabanerjee89634 ай бұрын
Sincerely appreciate korchi ei udyog..... Apnar moto vlogger shudhu travel vlogging korey anondo diye thaken tar thekeo beshi apnara social influencer. Ei blog er madhyam ey jodi indian rail er dristri akorshon hoy.... Sadharon manush er ki j korun obostha, seta urdhoton kotripokkhe'r nojorey asha uchit!!
@PrithwijitOMonerManus4 ай бұрын
😊❤️🙏
@niranjanhaldarveena4 ай бұрын
রাজার মত ফ্লাইটে বসে বা 1st AC তে বসে খাবার খাওয়া আর লোকাল ট্রেনের ধাক্কা খাওয়া, একেই বলে A to Z experience , A to Z বল্গ। সাবাস, খুউব সুন্দর। বিশিষ্ঠ ব্যক্তিরা ভিডিও করতে অনেক সময়ে আপত্তি করলেও নিরহংকারী সাধারণ মানুষরা সব সময়ই আপত্তি করেন না ।
@PrithwijitOMonerManus4 ай бұрын
😊❤
@santanusen97684 ай бұрын
যে ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়ে,সেই ট্রেন মেছেদা থেকে ধরা কার উর্বর মস্তিষ্কের প্রতিফলন?
@sanjoygupta22064 ай бұрын
২৭ পয়সায় এক কিলোমিটার ... এর থেকে চমৎকার অভিজ্ঞতা হতে পারতো না। দারুন লাগলো।
@drdebasismondal17 күн бұрын
শিবাজী বাবু, আপনার লন্ডন থেকে এডিনবার্গ ট্রেন যাত্রা আগেই দেখেছি ২০০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলতে। এখন পৃথ্বীজিৎ বাবুকে সঙ্গে নিয়ে লোকাল ট্রেনে দীঘা ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করলাম। অসাধারণ আপনার সহনশীলতা। আপনার সহযাত্রীদের বোধহয় জানা নেই আপনার ব্লগের পরিধি বা ব্যাপ্তি কতদূর! ভালো থাকুন দাদা।
@payelganguly85324 ай бұрын
ঐরকম ভিড়ের মাঝে থেকেও এতো সুন্দর ভিডিও করলেন কীভাবে?? আমি নিজে প্রতিদিন এইভাবেই লোকাল ট্রেনে (লক্ষ্মীকান্তপুর) যাতায়াত করি। যেখানে দাঁড়িয়ে থাকাটাই একটা challenge সেখানে ভিডিও বানানো কতটা কষ্টসাধ্য সেটা ভেবেই অবাক হচ্ছি।
@gourishankarde62974 ай бұрын
Bhul thekei manush sekhe ebong manush ke sekhai.
@suchetachanda86994 ай бұрын
Anyorokom ekti experience...khub Valo proyas.
@areankhan7863 ай бұрын
Thanks ❤️
@pranatibhaduri92404 ай бұрын
আজকের ভিডিও দেখতে দেখতে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল মাঝে মাঝে লোকাল ট্রেনে চড়বেন
@SugataSamanta-k4n4 ай бұрын
দাদা, ট্রেনটা সাঁতরাগাছি 6:45 time. আর আপনাদের ট্রেন যদি মাত্র 10 মিনিট দেরিতে মেচেদা পৌঁছে থাকে তো আপনার ভীষণই lucky। কারণ এখন দক্ষিণ পূর্ব রেলওয়ের ট্রেন মোটামুটি average 50 মিনিট থেকে 1 ঘন্টা লেটে চলে। জানিনা আপনারা কবে গিয়েছিলেন। তবে ওটা আগের কোনও লেট ট্রেন হওয়ার খুবই সম্ভাবনা।
@debduttahazra64154 ай бұрын
But oi somoy santragachi theke dighar kono train dekachee na dada
@SugataSamanta-k4n4 ай бұрын
@@debduttahazra6415 সাঁতরাগাছি থেকে দিঘার কোন লোকাল ট্রেন দেখাবে না। ওটাকে সাঁতরাগাছি থেকে প্রথমে মেচেদা লোকাল হিসেবে পাঠানো হয়। তারপর মেচেদা গিয়ে ওটাকেই দীঘা লোকাল হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। এ ভাবেই বছরের পর বছর চলছে। ফেরার সময়ও একই হয়
@jayantachattopadhyay50164 ай бұрын
ভালো লাগল ঠিকই, তবে আপনাদের কষ্ট হয়েছে খুব। তবে আগামীকাল দিনে এইরকম করে বাজট travel করবেন না। আপনাদের দেহ হয়ত ফিট্ দেহ। তবুও বলল এমনকরে যাতায়ত না করাই ভালো
@Swatiyoanna4 ай бұрын
আপনাদেরএত ধৈর্য কোথা থেকে আসে একে অপরের পরিপূরক, যেমন প্রীথ্রি দা তেমন আপনি আপনারা এমন সুন্দর ভাবে কথা বলেন আপনাদের কথা শুনতে শুনতে সবাই গন্তব্যস্থলে পৌঁছে যাবে কষ্টটা কষ্টই মনে হবে না, আপনাদেরকে যে ছাচে ঢালবে আপনারা সেই ছাঁচেই হয়ে যান ,অদ্ভুত, ধন্যবাদ আবারো, ভগবানের আশীর্বাদ, ভালো থাকবেন আপনারা, আর এইভাবে ভালো ভালো ভিডিওগুলি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ।😊🙏 31:22
@biplabpramanik77054 ай бұрын
জীবন ও জীবিকা চলমান রাখতে ধৈর্য্যর বিরাট ভূমিকা ,৬১বৎসর বয়সে দুরারোগ্য ব্যাধির কবলে সঠিক Mediclam না থেকেও টুক টুক করে ৬ মাস পার করলাম,এটা আমার জীবনে বড় পাওয়া। এখানে মূলত ধৈর্য ও অনেক এর সহযোগীতায় এগিয়ে চলছি ।
@kingkarmandal23744 ай бұрын
এতসুন্দর ভাবে সাবলীল ভাষায় ভ্রমণ আপডেট দিয়েছেন। খুব ভালো লেগেছে। আমি কখনো এতো ধৈর্য নিয়ে ইউটিউব ভিডিও দেখি না। কিন্তু আপনার কথার মাধুর্যে র জন্য পুরো ভিডিও টি দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
@sujatamukherjee24114 ай бұрын
ধন্যবাদ শিবাজী দা আমাদের মোত নিন্মবিত্তরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে ।
@pampnaskar93534 ай бұрын
দাদা আমি নলপুরের মেয়ে আমাদের ওই দিকের বেশিভাগ মানুষ লোকাল ট্রেনে করেই দীঘা যায়, আমি নলপুর থেকে ট্রেনে উঠি ভালো ভাবে বসে যায়, আপনাদের একটু ভুল হয়েছে সাঁতরাগাছি থেকে উঠলে ফাঁকা গাড়িতে পছন্দ মতো জায়গায় বসে যেতে পারতেন,লোকাল ট্রেনে তো ভীর থাকবেই দাদা আজ কাল তো রিজার্ভেশন করে গেলেও ভীর এর কবলে পড়তে হয়, ভালো থাকবেন দাদা আর এই ভাবেই ঘুরতে থাকুন আমরা দেখতে থাকি।
@niladribhore93314 ай бұрын
আমার মাসির বাড়ি আপনার বাপেরবাড়ির পাড়ায়
@justmenarul29014 ай бұрын
মেসেজ দাও
@biplabpramanik77054 ай бұрын
Good information.❤
@joyvlog17904 ай бұрын
আমার বাড়ি বাউড়িয়া
@skoficial21914 ай бұрын
Amar bari paniara 😅
@spc34614 ай бұрын
🚂🌟 আরেকটি চমত্কার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, শিবাজি দা! এইচডব্লিউএইচ থেকে ডিজিএইচএ পর্যন্ত লোকাল ট্রেনে যাত্রা একটি দুঃসাহসিক কাজ বলে মনে হচ্ছে। আমি পছন্দ করেছি আপনি পথ ধরে প্রাকৃতিক দৃশ্য বন্দী কিভাবে. আমাদের সাথে এই রত্নগুলি অন্বেষণ এবং শেয়ার করুন! 🌄👏
@anindachanda20804 ай бұрын
Darun Darun tour,hotat abhijaan.anek bhalo laglo video ta Tao abar train a.darun.anek bhalovasa o suveccha Shibaji Da o Prithwijit Dadara.pronaam.❤🙏
@PrithwijitOMonerManus4 ай бұрын
😊❤
@apurbasaha43384 ай бұрын
এবারই সত্যিকারের ভ্রমণ comfort jone থেকে বেরিয়ে যদিও আপনার sodepureer বাসিন্দা হিসাবে লোকাল ট্রেনের যাত্রীহিসাবে অনেক অভিজ্ঞতা আছে। আর এটা আপনার mynmer ba sabuj diper sponsored programme নয়।ভালো থাকবেন সঙ্গে নতুন যাত্রা নিয়ে
@ranjanpramanick13294 ай бұрын
Apnader moto ato knowledgeable der jonno sotti eta akta listen ....kintu jiboner proti bhalobasha apnader Asadharon 😊... life always tech us ...just enjoy every moment of life ❤️
@DILIPADHIKARY-kl8eg4 ай бұрын
লোকাল ট্রেনে যারা যাতায়াত করে তাদের কত কষ্ট হয়। প্রত্যেকদিন প্রচন্ড ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে উঠতে হয়ে নামতে হয়। এই ভিডিও দেখলে নিশ্চয়ই রেল কোম্পানির এটা হৃদয়ঙ্গম হবে । বাস্তব পরিস্থিতি তুলে ধরার জন্য এক্সপ্লোরার শিবাজী কে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও অজস্র হোক।
@rakeshghosh82344 ай бұрын
ekon SER rail er ja obostha, ta te first train ta time e pouchalei hoi. tarpor bhir niye bhabbe.
@kunalsengupta4 ай бұрын
না, 27 পয়সা প্রতি কিমিতে এর থেকে বেশি ভালো সার্ভিস দেওয়া যায়না
@123thanoswasright4 ай бұрын
Train time e cholle vir hoy na byaktigoto abhigyota theke bolchi.
@pintudutta71664 ай бұрын
@@kunalsenguptaরেলটা তোর বাপের ব্যবসা নয় |
@swapanbiswas88754 ай бұрын
যে যাই বলে বলুক আমি মুগ্ধ। তোমরা great শিবাজী।
@joydevbhattacharjee84724 ай бұрын
মারাত্মক অভিজ্ঞতা আপনাদের এই সফরে। আমি তো ভিডিওটা দেখেই ক্লান্ত হয়ে গেলাম, আপনারা প্রত্যক্ষ করেছেন এই যাত্রা। যাইহোক এটাও দরকার জীবনে।। ভালো থাকুন সবাই ❤
@ArpanDutta4 ай бұрын
বয়রা বাজার থেকে একবার বাংলাদেশ সীমানা হয়ে যাক ?
@shouvikmitra4944 ай бұрын
Please don't care about this distressful experence As here only excitement enhances Please don't care whether in taking decision you were right or not It is sure that in the first part of this tour you enjoyed a lot Please don't care about this experience was old or new From my point of view the best travelling youtuber is one and only you👍
@puspenduguchhait29314 ай бұрын
Dada budget trip er notun ei proyas gulo darun!!!❤ Ekbar mondermoni asun..amar barite theke bike e kore sob kota sea beach ghorabo
@Stories_and_more_19914 ай бұрын
Masters er ek year porechilam Calcutta University College life e evabe jayata kortum sonarpur to ballygunge. Tarpor vaggobole Kanpur chole jai . kintu oi ek year je vir thele gechi bujhe gechi manush kirkm kosto kore jatayat kore. Apnader hats off. Local train ta besh poriskar dekhchi. erkm poriskar local train e chorar souvaggyo hoyni amar.
@thexpulserider4 ай бұрын
Pritijit dar vote nia ukti ta bes darun laglo sadaron manush er moner khota
@ivabhattacharya34194 ай бұрын
শিবাজী দা, আমার ভিডিও দেখছি আর খুব হাসছি, খুব ভালো লাগছে কিন্তু, তবে আপনাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কলেজ জীবনের কথা বার বার মনে করিয়ে দিচ্ছে, পুরানো সেই দিনের কথা 😊😃👌👌👍🙏
@Redsunsuvadip4 ай бұрын
নিত্য যাত্রীদের কতো কষ্ট করে daily যাতায়াত করে আজ নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন ❤❤❤আপনি এতবড় vloger হয়েও আমাদের মতো সাধারণ মানুষ কি ভাবে কম খরচে দিঘা বেড়াতে যেতে পারেন তাদের জন্যে এই ভিডিও বানানোর জন্যে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ❤❤❤
@mousreemajumder82234 ай бұрын
আপনারা দুজনেই যোগীপুরুষ ...এই ভিড় আর গরমে এত হাসিমুখ 😊
@rahulbardhanroy51602 ай бұрын
বাংলা ও বাঙালির গর্ব আপনি এবং পৃথ্বিজিতদা। আপনাদের অসীম পরিশ্রমের ফলস্বরূপ যে ভিডিও গুলি আপনার উপহার দেন তার জুড়ি মেলা ভার। Hats off Sir 🙏🏻
@parthaganguly12394 ай бұрын
Hat's off শিবাজী ও পৃথ্বী জিত । সত্যিই তোমরা ভাই Great Explorer. এটা একটা ছোটখাটো যুদ্ধ জয় আর কি ।
@krishanumandal75664 ай бұрын
West Bengal er train vlog er modhe aladai moja achee ❤
@triptighosh54704 ай бұрын
এরপর এক দিন বনগাঁ লোকাল হয়ে যাক, সবসময় উড়োজাহাজে না উড়ে এই রকম মাঝে মাঝে নিজের জায়গায় বেড়ানো অভিজ্ঞতা ও সঞ্চয় খুব ভালো। উফ্ কি সাংঘাতিক অবস্থা।
@explorershibaji4 ай бұрын
আচ্ছা সাজেশন taken 😊🙏
@triptighosh54704 ай бұрын
@@explorershibaji ,😊🙏
@golpogathaaudiostory234 ай бұрын
দাদা যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনি তো ভীষণ পড়াশোনা করেন,এটা কি করে হল? 😂😂😂 যখন বললেন public কিছুতেই ছাড়বে না,তখন খুব হাসি পাচ্ছিল, যাই বলুন না কেন, আপনাদের হয়তো খুব কষ্ট হয়েছে, কিন্তু খুব মজাদার লেগেছে, খুব এনজয় করলাম, আশাকরি সবাই আমার সাথে একমত ❤❤❤❤
@Anirban19894 ай бұрын
Digha niye ekta valo informative video Korar jonno thank you . KZbin onek dighar video ache but segulo dekhkar moton noi. Bachelor couples ra video baniyeche segulo family r sathe dekhkar moton noi. But apnara jevabe digha tour ta explore korechen khubi valo laglo .
@sandhikanjilal4 ай бұрын
রবিবাসরীয় মাটন কষা উইথ শিবাজী ও পৃথ্বীজিৎ দা।।। আপনারা সমৃদ্ধ হোন, বিশ্বব্রহ্মাণ্ড ছড়িয়ে পড়ুন। গ্রীনল্যান্ড, আইসল্যান্ড এগুলো চাই। পরম করুণাময় ঈশ্বরের আশীবার্দে ও আমাদের সকলের শুভেচ্ছায় গোটা বিশ্বজয় হবেই❤❤❤।।। একদিন বনগাঁ তে আসুন। বনগাঁ শহরে আপনাদের স্বাগতম💐💐
@anitasarkar6144 ай бұрын
সব রকম অভিজ্ঞতায় জীবন ভরপুর।❤❤
@PersoniCosmetic4 ай бұрын
অসাধারণ অভিজ্ঞতা সাধারণ মানুষের জীবনে রোজ এটাই হয় আসল স্ট্রাগল খুব ভালো বানিয়েছেন ভিডিওটা
@dipqacharyya24044 ай бұрын
Dada atoh jata obostha 😮. Apnara sotti uccho marg er manush❤. Pandemic er por local train a othar kotha vabte pari na😮. apnader pronam 😊.
@andym4154 ай бұрын
Prithhijit has become so natural off late, really enjoying his words nowadays.
@rekhaghosh87234 ай бұрын
Darun experience.nan rokom situation er sathey maniye choler nam mone hoy "Jibon."
আজকের ব্লগ টা তে আপনাদের দেখে আমার খুব অসস্তি লাগছিল কি করে আপনারা পৌঁছালেন দীঘা 😮😮
@tapashduttachoudhury49044 ай бұрын
মিঃশিবাজী+ মিঃপৃত্থীজিৎ# ভুল থেকেই শিক্ষা নিতে হবে। এটাই স্বাভাবিক। বাংলার প্রকৃতি সবচেয়ে সুন্দর। বিধাতা সবকিছু উজাড় করে দিয়েছেন বাংলা অঞ্চলে। লোকাল ট্রেনে আপনাদের ধৈর্য্য দেখে অভিভূত।# বাংলাদেশ # ২৩/০৬/২০২৪ ইং।
@kolpotori12344 ай бұрын
আপনারা সৌভাগ্যবান এই রুটে মাত্র 12 মিনিট লেট ছিল ট্রেন। 😊 আর উচ্চমার্গের শিক্ষা আলাদা করে গ্রহন করতে হবে না, এই রুটে রেগুলার লোকাল ট্রেনে যাতায়াত করলেই কয়েকদিনের মধ্যেই উচ্চমার্গের সমস্ত লক্ষন আপনার মধ্যে দেখা যাবে। 😂
@subratachhatui42564 ай бұрын
শিবাজী কাকু বাংলাদেশের কিছু কিছু লোকাল ট্রেন আছে ওখানে এর থেকে বিপুল পরিমাণে ভিড় হয়। ট্রেনের ছাদে উঠে যায় যাত্রীরা, ট্রেনের জানলা থেকে লোক নামা ওঠা করে।
@bongspexplorer57554 ай бұрын
Thank you so much dada apnader karon amader Kolaghat er choto kichu jonopriyota tule dhorar jonno..
@tanzeer19784 ай бұрын
What a horrific experience brother. Hats to you and your friend for completing this journey and showing us this experience. Common people and their day-to-day life struggles. Keep up the good work.
@BengalTravelvlogs44 ай бұрын
বন্ধুত্ব এত মধুর হয় তা এই চ্যানেলের ভিডিওগুলি ই প্রমাণ। আপনাদের মঙ্গল কামনা করি আর ভিডিওর ব্যাপারে বলবো always evergreen.❤❤❤
@tanmoyseal91374 ай бұрын
আপনারা ট্রেন এ সাঁতরাগাছি থেকে না ওঠা ছাড়াও আরও একটা ভুল করেছেন, যেহেতু আপনারা হলদিয়া লোকালে উঠেছিলেন, তাই আপনারা মেচেদায় না নেমে তমলুক পর্যন্ত চলে যেতে পারতেন, ওখান থেকে দীঘা লোকাল ধরলে কম সময় ট্রেন এ দাঁড়াতে হতো।
@explorershibaji4 ай бұрын
ঠিক
@srimanta064 ай бұрын
আমার বাড়ী জয়পুর। সাতরাগাছী থেকে দীঘা এই ট্রেন টি train time table a দেখাচ্ছে না। আমি আগের বার মেছেদা থেকেই উঠেছিলাম। ট্রেন টা কি রোজ আছে? Details এ যদি বলেন খুব উপকার হয় 🙏
@amiribu26474 ай бұрын
Dekhe khub moja pelam ajker vlog 😂
@dhurjatiprasadsarkhel99614 ай бұрын
আমাদের নৈহাটি শিয়ালদা রুটের ভিড় অনেক বেশি। আপনি তো সোদপুরে থাকেন। ওই খান থেকে ট্রেনে উটা যে কি জিনিস, যারা যায় তারা জানেন।
@arpitasaha86154 ай бұрын
Explorer Shibaji akhan real explorer haye gechen. Kakhono bideshe kakhono rasta te hitchhiking karchen abar kakhono local train e chire chypta haye travel karchen. Darun darun. Apnar video dekhe local train r experience karte parlam. Apnader kasta hayeche khub , kintu bhebe dekhben aai journey ta jibon e kakhono bhulben na. Bhalo thakben aai bhabe amader nana rakam r experience karaben apnar video diye. ❤❤
@sannitipathak48734 ай бұрын
লোকাল ট্রেনের অভিজ্ঞতা অনন্য। নানান ক্লাসের মানুষদের দেখতে পাওয়া যায়।
@BuddhadebAdhikary-t5u4 ай бұрын
ভিডিওতে দিঘা টুর দেখে খুব আনন্দ পেলাম আমার বাড়ি নন্দকুমারে আমরা অটোতে করে বাড়ির সবাইকে নিয়ে দিঘা যাই ❤🎉 ধন্যবাদ জয়গুরু নেবেন ❤🎉❤🎉❤🎉
@amateursatyajit42034 ай бұрын
একটা ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ঘর্মাক্ত গ্ল্যামার বিহীন যাত্রাও উপস্থাপনার গুণে কি অসাধারণ হয়ে উঠতে পারে সেটা "explorer shibaji" না দেখলে কেউ ভাবতেই পারবে না। Hats off ❤
গত 19 তারিখই আমরা তমলুকের বর্গভীমা মন্দির দেখে ওই ট্রেনে তমলুক থেকে দিঘা এসেছিলাম জেঠু। দুর্ভাগ্যবশত সেদিন আপনাদের সাথে দেখা হয়নি।খুব ভিড় ছিল। পরিবার নিয়ে দিঘা ফিরতে খুব কষ্ট হয়েছে সেদিন। সেদিন তাম্রলিপ্ত এক্সপ্রেস খুব লেট ছিল। দিঘা যাওয়ার সেদিন এটাই ছিল প্রথম ট্রেন। সেইজন্য এই লোকালে আরো বেশি ভিড় ছিল। তাই আপনাদের যে কত কষ্ট হয়েছে তা খুব ভালোভাবে অনুভব করতে পারছি।😢😢😢