জাহাজটি অনেক সুন্দর। বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশের খুলনা পোর্ট থেকে দুটো ছোট জাহাজ ( বড় লন্চ নিয়ে আমরা সুন্দরবনের বঙ্গোপসাগরের কিছু অংশসহ ৫ দিনের ভ্রমন শেষ করে আসলাম। আসলেই নৌভ্রমন সত্যিই আনন্দদায়ক। হরেকৃষ্ণ।
@GasfulShanto3 ай бұрын
এমন কোন সার্ভিস কি আছে?
@anowarchowdhury9039Ай бұрын
@@GasfulShanto সাগরে ভ্রমনের কোন সার্ভিস বাংলাদেশে নেই কারন আমাদের দেশটা ছোট হওয়াতে এমন কোন রুটই নেই। তবে সুন্দর বনে ৩ দিন ৪ রাত ভ্রভনের জন্য অনেক প্যাকেজ পাবেন আর বিলাসবহুল প্যাকেজ গুলো সত্যিই অনেক উন্নত সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে Accommodation সব দিক থেকে তবে জাহাজ এত বড় নয় কারন এটা হচ্ছে Sea route আর সুন্দর বন হচ্ছে Inland river route. KZbin করলে খুঁজে পাবেন।
@siddharthachakraborty38774 ай бұрын
১৯৯৫ এ জানুয়ারি মাসে আমি ও শম্পা জাহাজে চড়ে আন্দামান যাই, M V Nikobor এর 3rd selling, একদম নতুন জাহাজ, কী নেই, সুইমিং পুল, হেলিডেক, ক্যাফেটেরিয়া,ক্যান্টিন,২ টো library,doctor chember,ci nema hall , housee খেলার ঘর, মোট ৩ দিন ১০ ঘণ্টা সময় লাগে পোর্ট Blair ১২০০ passenger যায়, porland এ নির্মিত ৩.৫ কোটি টাকা দিয়ে নির্মিত এই M V Nicobor জাহাজ । জীবনে কোনোদিন ভুলবো না এই রকম একটা ভ্রমণ ।
@ashishbakshi588Ай бұрын
Correct, we also travelled oct 92, by mv nicobar to portblair by ship, it's memorable always haunted me
@saleheentv874225 күн бұрын
কি বলছেন আপনারা 1995,1992 আগের শতকের কাহিনী 😮😮
@tarakgain497421 күн бұрын
I was taking delivery of this ship from kochi as a 2nd officer
@sajalkantiroy83705 ай бұрын
আপনার ভিডিও টা দেখলাম,নস্টালজিক হয়ে গেলাম কারণ আমার জন্ম পড়াশোনা সব আন্দামানে ( rangat) এ। এখন চাকরি সূত্রে বর্ধমান এ থাকি। আপনার এই ভিডিও দেখে আমার ছোটো বেলার স্মৃতি মনে পড়ে গেলো।
@Tanmoysomvlogs95 ай бұрын
আমারও বাড়ী বর্ধমান
5 ай бұрын
আমিও আন্দামানের গোলঘরে থাকি, এখন কলকাতায় আছি।
5 ай бұрын
আমরো জাহাজের অনেক স্মৃতি, তখন তো ফ্লাইট হাতে গোনা
@Travelwithrohit90835 ай бұрын
আমার বাড়ি বর্ধমান লাইনে দেবীপুর স্টেশনে
@Jhil3395 ай бұрын
Ami America theke dekhchi
@mizanmondol65715 ай бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি। জাহাজটা খুবই সুন্দর। জাহাজে আন্দামান যাওয়ার প্ল্যান করেছিলাম ৩০ বছর আগে, কিন্তু যাওয়া আর হয়নি। তোমার ভিডিও দেখে আবার যাওয়ার শখ জাগছে। যাবো একদিন অবশ্যই। শুভকামনা রইলো তোমার জন্য।
@dhananjaymandal8712 ай бұрын
Amar bari Andaman a,,,jogajog korte paren
@mdirtazurrahman61002 ай бұрын
@@dhananjaymandal871bhai tomar bari Andaman ?
@sunirmaldas67842 ай бұрын
Toke aste hobe na , tui swadhin deshe swadhin bhabei thak
@munmunmukherjee10922 ай бұрын
@@dhananjaymandal871 Kolkata theke port blair koto taka lagte pare?? Per head. Ichha hochhe jahaj e jabr
@jaafrisingha7781Ай бұрын
নিকোবর আইল্যান্ডের শেষ সীমানা ইন্দিরা পয়েন্টে যেতে হলে কিভাবে সাহায্য পাব? আমি বাংলাদেশি। @@dhananjaymandal871
@rakhalsarma85805 ай бұрын
খুব ভালো লাগলো ভিডিও টা, আমি ex. Navy অনেক বার এই রুটে যাওয়া আসা করেছি, আপনার ভিডিও টা দেখে সেই দিন গূলোর কথা মনে পড়ে গেল, দীঘলী পুরে প্রচুর পরিমাণে chingri মাছ পাওয়া যায়, এই ভিডিও টা দেখে অনেক কিছু মনে পড়ে গেল,
@Cucunraja26 күн бұрын
দাদা এই জাহাজে কি মাল অর্থাৎ 🍷 মদের দোকান বা ব্যবস্থা নেই
@alokeray91715 ай бұрын
Ki je bhalo laglo. Ei jayaga ta ( kolkata port) sab cheye priyo. Onek memory as an ex Marine engineer. First sailing from Kolkata to Chalna! Thank you.
@LeisureCharbati5 ай бұрын
দেখে খুব ভালো লাগলো। কিন্তু 1400 টাকার ব্যাপারটা কি বুঝলাম না। খওয়ার খরচও আলাদা?
@mdchan1005 ай бұрын
দাদা আমরা বাঙ্গালী তো আপনি সব সময় হিন্দি ব্লগ করেন। আমি আপনার চ্যানেলে নিয়মিত সাবক্রাইবার, আপনাকে খুব ভালো লাগে।❤❤❤ আমাদের জন্য বাংলাতে নিয়মিত ব্লগ করলে খুবই ভালো হত। লাভ from বাংলাদেশ ঢাকা
@tohanews66365 ай бұрын
বাংলাদেশের যশোর জেলা থেকে, আমি ডায়মন্ড হারবার পর্যন্ত গিয়েছিলাম, অসাধারণ, আনদামান না গেলেও ভিডিওতে শান্তি হলো, তবে আন্দামান টাউনের ছবি দিলে ভালো হতো
@Anything4freedom2 ай бұрын
বয়কট ইন্ডিয়া করেছিলি না তোরা?
@krishnasarkar39805 ай бұрын
দারুন সুন্দর । অনেক দিনের ইচ্ছা ছিল জাহাজে আন্দামান ভ্রমণ দেখা। সেই ইচ্ছা পূরণ হলো।
@saikatpatranobis89715 ай бұрын
অসাধারণ ❤
@sujatadas71465 ай бұрын
Darun laglo Ami giyechilam January te, amaro echhe chilo one-way ship e jaoar kintu cyclone ar sunamir bhaye sanger keu raji na tai echhe ta kichu holeo apnar video te dekhlam, apnader kono sea sickness hoi ni ?
@swarnalatamandal65085 ай бұрын
আমার এক তুতো বোন আমেরিকা থাকে স্বামী সন্তান নিয়ে।দু'জনেই জব করে । কিন্তু কোনো কাজের লোক নেই, মানে ও সব দেশে নিজের কাজ নিজেকেই করতে হয়।ওর এক সহোদরা এদেশে থাকে।তারাও দু'জনে জব করে এবং রাজার হালে গোটা তিনেক গৃহ সহায়ক (রান্না, বাগান পরিচর্যা, বাড়ির অন্যান্য কাজ) নিয়ে রাজার হালে আছে। আমার দেশ ই পৃথিবীর সেরা।
@manotoshnandy58085 ай бұрын
Kono kaj thakle bolben na
@pankajsamanta16025 ай бұрын
Okhane nijer kajer jonno like k rakhena tar karon oto taka nei jader taka thake tara rakhe amader barite kajer lok nei karon oto taka nei same foreign country teo sudu overall sallary ekhaner theke besi tai emni mone hoy
@Naziyakhan060815 ай бұрын
Right.
@debasishmondal42064 ай бұрын
Amader ki
@ParimalDatta-x7p4 ай бұрын
@@pankajsamanta1602একদম ঠিক বলেছেন। আমেরিকায় থাকে আমার অমুক আত্মীয় এইসব গল্প সব ঠিক আছে, কাজের লোক পাওয়া যায় না কে বলেছে? পয়সার দরকার তাহলেই সব পাওয়া যাবে। আবারও বলি আপনি একদম ঠিক বলেছেন। আমার দেশ ভালো আমার দেশের গল্পও ভালো এটাই সত্যি কিন্তু হঠাৎ আমেরিকা আসে কেন বুঝতে পারি না।
@kalipadamajumder61705 ай бұрын
খুব সুন্দর লাগল, সমুদ্র ভ্রমণ আমার ভালো লাগে, আমি একজন বাংলাদেশী। আমি জাহাজে চড়ে আন্দামন যেতে পারব কি না। আমাদের জন্য কি একই সিস্টেম।
@parimalbiswas174524 күн бұрын
খুব ভালো লাগলো ভিডিওটি। নতুন জাহাজ, সুন্দর ব্যাবস্থা, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
@ShakilAriyan-tx2qsАй бұрын
দাদা বাংলাদেশ থেকে দেখতেছি সত্যি অনেক ভালো লাগলো এবং স্বপ্ন যে গভীর সমুদ্রে জাহাজে ভ্রমণ করার সুযোগ থাকা সত্ত্বেও সময়ের অভাবে সম্ভব হচ্ছে না ইনশাআল্লাহ একদিন আশা পূরণ হবে এখন আপনাদের ভিডিও উপভোগ করি
@jayotpalmazumder720820 күн бұрын
আমি আজ থেকে 34 বছর আগে আন্দামান গিয়েছিলাম ۔۔۔۔জাহাজ ছিল Mv. Akbar ...অসাধারণ জায়গা ۔۔۔۔তবে আমাদের যাবার সময় প্রায় 3 দিন সময় লেগেছিলো ۔۔۔۔এত সময় লাগে নি ۔۔۔۔আমরা কেবিন ক্লাস ۔এ গিয়েছিলাম ۔۔۔۔ ভাড়া ছিল 600 টাকার কাছাকাছি ۔۔۔۔۔আমরা ডাইরেক্ট পোর্ট ব্লেয়ার গিয়েছিলাম ۔۔۔۔ওখানে ছিলাম হোটেল কবিতাতে ۔۔۔۔۔ 21:51
@ridoydey17912 ай бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি।আমি এম ভি বে ওয়ান জাহাজে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন দ্বিপে গিয়েছি।
@ujjalrahaman62995 ай бұрын
একজনের থাকা খাওয়া, যাওয়া আসা, কতো টাকা খরচা হবে জানাবেন ?
@sayeeduzzamankonok5 ай бұрын
আমার পূর্বের অভিজ্ঞতা😊 পুরাতন জাহাজ খুব একটা সুখকর ছিল না
@akabirmolla746228 күн бұрын
বাংলাদেশ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে খুবই সুন্দর কন্টেন্ট উপহার দেয়ার জন্য ,,,,
@hajrathhabiburrahaman14862 ай бұрын
আমরা তো যেতে পারলাম না। তবুও অনেক কিছু জানতে পারলাম। আপনার video দেখে।
@villegeboyBubai4 ай бұрын
ডিউটি তে থাকা কালীন আমিও দুর থেকে এই জাহাজ টা দেখলাম কিন্তু দুর থেকে বোঝা গেলো না ।খুব ভালো আমিও একবার যাবো এই জাহাজ এ।
@indranil5275 ай бұрын
ভীষন ভালো লাগলো । কিন্তু আমরা দুজন বুড়োবুড়ি । ডিলাক্স কেবিন ছাড়া যাওয়া কি সম্ভব ? ভাড়া সাধ্যাতিক।
আপনার জাহাজে ভ্রমণ আমার কাছে খুব ভালো লাগালো দাদা। মোঃ মোশারেফ হোসেন, যশোর। বাংলাদেশ।
@abdulmukit54004 ай бұрын
আমি সম্পূর্ণ ব্লগ দেখেছি। এক কথায় অসাধারণ।
@AbdulHalim-vd7zr5 ай бұрын
অমি বাংলাদেশ থেকে লিখছি। অসাধারণ ব্লক। খুব ভাল লাগল। আন্দামান যাওয়ার ইচ্ছা আছে। বাকীটা ভাগ্য । আপনার হাসিটা খুব ভাল লেগেছে। ভাল খাকবেন ।
@pradiptadas0072 ай бұрын
Really Journey of a lifetime ❤️ Keep going Brother ❤ Female Voice টা কার ❓ প্রথমবার শুনলাম।।
@monirulislam4014 ай бұрын
আমি একজন বাংলাদেশী বৃটিশ। আমার হবি ট্রাভেলিং । আন্দামান যাবার ইচ্ছা আছে তবে জাহাজে নয়। পাঁচদিন অনেক সময়।জাহাজে ওয়াই ফাই এর সার্ভিস কেমন? জাহাজটা অবশ্যই অনেক ভাল।
@harunrashid5445Ай бұрын
আমি সাতক্ষীরা, বাংলাদেশ থেকে দেখছি, ইচ্ছা আছে একবার আন্দামান যাবো, তাছাড়া ভারত বর্ষ ও ঘুরে দেখবো।
@debojyotisaha65153 ай бұрын
sealdah theke agarpara local train rat 10 taay ..aapnar video dekhey nilam,jahaje bhaman kore nilam,..khub valo video
@ansazl16395 ай бұрын
আমাদের চট্টগ্রাম টু সেন্টমার্টিন রুটের "বে ওয়ান" এই জাহাজের চেয়ে সব দিক থেকেই ভালো।
@chandrasen97445 ай бұрын
আপনার সর্বদা সহাস্যে মুখ আমার খুব ভালো লাগে, আমি প্রায়ই আপনার ভিডিও দেখি।
@Protyush_Sports5 ай бұрын
সব ভিডিও খালি হিন্দি চ্যানেলে আসে বাংলা চ্যানেলে অনেকদিন পর পর ভিডিও আসে, যতই হোক বাঙালি তো বাংলা ভাষা বেশি ভালো লাগে❤
@ShekharChakraborty-mx6vi5 ай бұрын
7
@souravbiswas60385 ай бұрын
হিন্দিভাষী চামচা গুলোর কমেন্ট চাই
@Cartoonvideo3905 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shuvomardi92284 ай бұрын
@@souravbiswas6038kangludesh spotted😂😂
@shuvomardi92284 ай бұрын
@@souravbiswas6038ছদ্মবেশী বাংলাদেশী 😂😂
@bidyutbaranghosh79065 ай бұрын
সৌমিত আমি তোমার ভিডিও দেখি।খুব ভাল। Excellent presentation. Go ahed. পিসেমশায়( বিদ্যুৎ)।
@SanowarKhan-zj7wx2 ай бұрын
আমি বাংলাদেশি আপনার সব ভিডিো দেখি। আর জাহাজটা রাজোকিয়ো ছিলো খুব সুন্দর। আপনার যাত্রা সুভ হোক
@sukumarmajumder90152 ай бұрын
নতুন অভিজ্ঞতা হল । বেশ ভাল লাগল। ধন্যবাদ
@indrajitadhikary3684 ай бұрын
Sty dada ami fat time jkhun jai,, tkhun vblm je ki vbe jbo 4 dys ,, bt trust me dada khb injoy hoi6elo,, ai niea ami kolkata thke Andaman e ship e 6 bar jawa asa kr6e ,, bcus ami andaman job kre ami , bt at lest khb sundr jaiga ❤
@kiranchakrabarty78923 ай бұрын
1st time video dekhlam.... Ei i66ata a6e tai, bt majhe majhe rabindra sangeet ta অসাধারণ dea6o dada❤khub valo hasi mukhe vlog ti
@ShriPranto774 ай бұрын
ঝিনাইদহ জেলা বাংলাদেশ থেকে সব কিছু অনেক সুন্দর, নিরন্তর শুভ কামনা🥰🥰🥰 তবে একটা কথা জানার ছিলো যে মিউজিক গুলো ব্যাবহার করছেন সেগুলো তে কপিরাইট দিইনি?
@thedestinationdreams8655 ай бұрын
Vlog ta as usual informative hoache but 1400 taka lekhar dorkar ki.....
@debjitbera5 ай бұрын
ভালো লাগলো আপনার জাহাজে আন্দামান যাত্রার ভিডিও । এটা তো খুবই বিরল একটা অভিজ্ঞতা । তবে একটা অনুরোধ ...ভিডিওতে গানের বদলে ভালো instrumental music ব্যবহার করুন, অনেক ভালো লাগবে।
@chanchalmondal19995 ай бұрын
খুব ভালো লাগলো,এ যেন কত বড় অভিজ্ঞতা,যদি কখনো সুযোগ হয়।
@carreartech91575 ай бұрын
অমি বাংলাদেশ থেকে লিখছি। অসাধারণ ব্লক। খুব ভাল লাগল। । আপনার হাসিটা খুব ভাল লেগেছে। ভাল খাকবেন ।
@md.mahamudurzaman89613 ай бұрын
জাহাজটা খুবই সুন্দর। অসাধারণ ব্লক। খুব ভাল লাগল। আন্দামান যাওয়ার ইচ্ছা আছে।
@WforWellness5 ай бұрын
Sunset এর দৃশ্য দেখে মন ভরে গেল,,,,, আহা,,,,,,,
@villageboyhossain2525 ай бұрын
Amio jiyechi ai nalanda jahaje khub sundor Andaman island take Camberwell island
@saswatiburman80684 ай бұрын
Ship ageo Andaman gche ai ship jabr echa roilo.thank you for your information
@md.ibrahimmiah23555 ай бұрын
ভাই জাহাজের টিকিট কি ভাবে কাটতে হয় ? এবং কতদিন আগে কাটতে হয় ? জাহাজ সপ্তাহে কয়দিন ছাড়ে ? একটু জানাবেন প্লিজ
@adi316615 күн бұрын
Amake video ta dekhte ata valo Lago ja ami nijea ke imagine korte laglam tomar jaigai
@TAPANPODDAR-v3iАй бұрын
Ami 1987 e Andaman Giecilam MV Harshavardhan e.Darun ak avigata.
@mohammedkhan95455 ай бұрын
সৌমিত দা, আমি বাংলাদেশ থেকে দেখছি। আমি আপনার এই ট্রীপটা খুবই এনজয় করেছি। বাংলাদেশ থেকে এসে এই ট্রীপ এনজয় করতে পারবো কিনা জানাবেন।
@parthasarkar52925 ай бұрын
দারুন একটা Video অসাধারণ লাগলো এইরকম আরও Video চাই 😢
@mdmaheditalukder20754 ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি,, অনেক ভালোই লাগছে ❤
@sohelsarkar66813 ай бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি, অনেক সুন্দর❤
@thecarclinic94575 ай бұрын
Andaman islander card thakle 1500 hoto , in general public hole minimum 4200 only bhara lagbe , fooding alada
@MUKULFOUNDATION-pj7vl5 ай бұрын
Titanic er moto lagchhe....hebby hoyechhe Bhai...tomar vlogs
আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের অভ্যন্তরীণ একটা জাহাজে ভ্রমণ করার অমন্ত্রণ রইলো
@krishnahalder5340Ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি। খুব ভালো।
@anjalidebnath9388Ай бұрын
আপনার ভিডিও টি আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিলো
@indranibasu90105 ай бұрын
Have rich experience of our Voyage to Andaman by MV Harshavardhan.. Khoob nostalgic hoye gelam..
@sohanramdas14944 ай бұрын
Last যে গানটা, তার ডিটেইলস পাওয়া যাবে কোন এলবাম, কার গান
@narayanmondal29515 ай бұрын
দাদা জাহাজটি চমৎকার কিন্ত খাওয়ার আইটেমগুলো সন্তোষজনক মনে হয়নি। আরও রিচ হওয়া উচিত ছিল, অত্যন্ত নরমাল আইটেম ছিল।
@subhajitghoshyt6534 ай бұрын
দাদা মনে রাখতে হবে আপনি জলযানে রয়েছেন হাত বাড়ালেই দশ মিনিটে হসপিটালে পৌঁছাতে পারবেন না তাছাড়া সবার বয়স ও শরীর সমান নয়
@ramprasaddas9484 ай бұрын
Last March i flew to A & N islands Next try to visit by ship
@salmanmrahmanpappu864Ай бұрын
Nice trip vaia…..really enjoyable. From Bangladesh 🇧🇩
@Mandalsubhash-p8b4 ай бұрын
বাড়িতে বসে যা দেখলাম খুব ভালো লাগলো । ধন্যবাদ ভাই
@ujjwalbiswas-ne1hh2 ай бұрын
নেভিতে কাজ পাওয়ার জন্য একটু বলুন ।একটু হেলপ করুন দাদা।please answer
@parthasmukherjee47745 ай бұрын
First: Mahila voice nisproyojon! Toma voice is good enough! 2nd: Biey korchho? Tahole saat kun maph!
@looooo40665 ай бұрын
দাদা ফুল ভ্লগ টা দেখলাম অনেক সুন্দর হয়েছে আরো মজার মজার ভিডিও আপলোড করেন
@shankarchowdhury663Ай бұрын
আমি 76 সাল থেকে 2018 অব্দি আটবার আন্দামানে গিয়েছি।
@SubradipChakraborty5555 ай бұрын
16:57 , murgir thang ta besh bhalo laglo dekhe
@Natural-VlogsIndia2 ай бұрын
Khub khub vlo lagche place ta brother ❤
@organicentertainment644717 күн бұрын
From BD❤ I WILL GO there. ONE day.
@reazahmed99014 ай бұрын
আপনার ভিডিও টি অনেক ভাললাগলো। এখানে কি ফরেনাররা আসতে পারে, এদের জন্য কি আলাদা কোন পারমিশন লাগে, জানাবেন প্লিজ। আমি বাংলাদেশ থেকে বলছি।
@susantasutradhar642115 күн бұрын
এটা বাড়িতে জিজ্ঞেস করবে, বিদেশ যেতে গেলে কী লাগে
@tanmoymondal45984 ай бұрын
আমি 2014 সালে আন্দামান গিয়েছিলাম হর্ষ বর্ধন জাহাজে
@alokekumarghosh50295 ай бұрын
আমি যেতে ইচ্ছুক। কিভাবে যোগাযোগ করবো জানাবেন।
@SongSpecial245 ай бұрын
লাক্ষাদ্বীপ নিয়ে এরকম একটা ভিডিও বানান
@BiswajitAdhikari-gl8fyАй бұрын
দাদা নতুন কিছু দেখলাম অনেক সুন্দর লাগল
@journeyoflife55515 ай бұрын
আমি স্বপরিবারে যেতে চাই। কি ভাবে যাবো, যদি details এ জানান, উপকৃত হতাম।
@saadandme5 ай бұрын
দাদা কতোদিন আগে থেকে টিকিট পাওয়া যায় আর কিভাবে বুঝব এই তারিখে জাহাজ ছাড়বে?? রেজিস্ট্রার করে লগ ইন করে চেক করছি কিন্তু কোনো ডেটেই ভেসেল শো করছে না। প্লিয হেল্প করুন দাদা।
@মানুষমানুষেরজন্য১০০4 ай бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি,,সুবহানাল্লাহ, আল্লাহ অপরুপ চিত্র।
@SenseiTJ3 ай бұрын
😂
@HarekrishnaMandi-fx3hi4 ай бұрын
amar school chhilo hindi te tao banglai bhalo lage. ei video te background e bangla musical bhalo laglo.
@sibasisghosh19095 ай бұрын
এক কথায় অপূর্ব।
@hsayeed914 ай бұрын
বাংলাদেশ থেকে দেখেছি দাদা🇧🇩🇮🇳❤
@tanvirovi4 ай бұрын
আমি বাংলাদেশী, কলকাতা থেকে আন্দামান যাওয়ার প্রসেসিং টা জানতে চাচ্ছি। সাথে কত টাকা খরচ হতে পারে।
@sd8805 ай бұрын
Background music khub loud , volume Kom hole bhalo hoto