দেখ ফুলমনি হাতে কারবাইন, কাঁধে রাইফেল ঝোলে এ গান বাঁধছি, এনকাউন্টারে ধরা পরে গেলে বলে ধরা পরে যায় দেহটাই শুধু ধরা পড়বে না মন ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের শালবন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন। দেখ ফুলমনি ইশরাত শুয়ে, এনকাউন্টারে মরা তাঁর হাতে শুধু ছিল এ কে ফরটিসেভেন ধরা ধরা পরে যায় দেহটাই শুধু ধরা পড়বে না মন ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের শালবন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন। দেখ ফুলমনি ভোরের কাগজে তোমার ছবিটা ছাপা শান্ত নরম মুখের গভীরে বিদ্রোহ আছে চাঁপা ভেতরে আগুন বাইরে আগুন গুজরাট হয়ে জ্বলে বুকের আগুন বাঁচিয়ে রাখাকে সন্ত্রাসবাদ বলে। শোন ফুলমনি তোমায় ছবিতে দেখে নীরবে কাঁদি আমার কান্না আগুন জ্বালালে আমি সন্ত্রাসবাদী দেখ ফুলমনি বাড়ছে বয়স, কোথায় কতটুকু সুখ তোমার ছবিতে তুমি আমার মিছিলে সেই মুখ তুমি কি শুনেছ সুভাষ কবিতা মেয়ে কবে গেলে বনে চে গুয়েভারার গল্প আমার আবার পড়ছে মনে। ধরা পরে যায় দেহটাই শুধু ধরা পড়বে না মন ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের শালবন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন। বল ফুলমনি সামান্য গান কতটুকুইবা পারে চোর কাঁটাও তো হয়না এ গান তোমার পথের ধাঁরে বিশ্বায়নের শেয়ার বাজারে বিক্রি হল দেশ এ গান খানও বিক্রি হবে বাজারে শেষ-মেশ। দেখ ফুলমনি কাঁদুনি গাওয়াটা আমার কাম্য নয় ঝাড়খণ্ডের জঙ্গলে জানি আজও প্রতিরোধ হয় সৌখিন হোক, তবুও এ গান এক ফালি প্রতিরোধ তোমার লড়াই আমার কণ্ঠে গানের জীবনবোধ। ধরা পরে যায় দেহটাই শুধু ধরা পড়বে না মন ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের শালবন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন তোমার মতই ইশরাত জাহান আমার ছোট্ট বোন
@KallolDas-q8w2 ай бұрын
Lal salam sir
@port-k-s5 жыл бұрын
কৃতজ্ঞতা জানাই তোমাকে, গানটির জন্য।
@shahidhasanfuad32534 жыл бұрын
স্যালুট।❤️
@ontheway35694 жыл бұрын
dhonnobad
@MrKhalasi3 жыл бұрын
Fhulmoni Ishraat er somporke janar jonne kono article link hobe ki?
@subratomondal97583 жыл бұрын
সুন্দর
@imzoy6 жыл бұрын
Tq sanju
@debarunmondal5937 жыл бұрын
Amr kanna agun Jalaba/ Ami Sontrashbadi..
@sanjupodder94797 жыл бұрын
amar kanna agun jalaley. Not "Jalaba".
@sumitgupta44146 жыл бұрын
satti ki mittye jani na.. ganer kotha rokto gorom kore..
@delexP Жыл бұрын
Hahaha Naxal 😂😂😂
@samantakdasgupta617011 ай бұрын
হাসুন হাসুন! হাসতে হাসতে দেখবেন আপনিও কোনদিন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছেন! শুধু বত্রিশ পাটি পরে আছে!
@businesssntcrz14844 жыл бұрын
Coward Indian army,hit on inocent..Indian armyr bahadury sudhu bollywood film e..