গাছে দিন হাইড্রোজেন পারঅক্সাইড, চমকে যাবেন | How to Use Hydrogen Peroxide on Plants | RAJ Gardens

  Рет қаралды 654,038

RAJ Gardens

RAJ Gardens

3 жыл бұрын

এক ওষুধেই গাছেদের সব রোগ সারানো যায়। একটা ওষুধই অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাংগাল এবং কীটনাশক। একদিকে গাছকে তরতাজা করবে, আবার তার রোগও নিরাময় করবে। হাইড্রোজেন পারঅক্সাইড এরকমই জিনিস। আপনার বাগানের গাছে দিন হাইড্রোজেন পারঅক্সাইড, ফল দেখে চমকে যাবেন।
Description - What is Hydrogen Peroxide of H2O2? How to correctly use Hydrogen Peroxide on Plants in your garden? Uses of H2O2
আমি কী দিয়ে ভিডিও শ্যুট করি-
ক্যামেরা Canon EOS 1200D 18MP Digital SLR - amzn.to/3tR2ofN
মোবাইল ফোন Mi Note 6 Pro (6GB RAM, 64GB Storage) - amzn.to/3jGhkJ1
মোবাইল ফোন Samsung Galaxy M21 (6GB RAM, 128GB Storage) - amzn.to/374dPqE
বাগানে কী কী ব্যবহার করি -
হাইড্রোজেন পারঅক্সাইড - amzn.to/3m7k7fe
ওয়েস্ট ডিকম্পোজার - amzn.to/3saF4rU
কোকোপিট ব্লক - amzn.to/2WwO4tm
amzn.to/34trDtA
ভার্মি কমপোস্ট - amzn.to/34tP8Tj
সরষে খোল - amzn.to/3my7F6X
বাদাম খোল - amzn.to/3nvooZU
নিম খোল - amzn.to/3mzZMho
নিম তেল - amzn.to/2Kk90RO
হাড় গুঁড়ো - amzn.to/3nEiDt8
শিংকুচি - amzn.to/2Wwju3a
অণুখাদ্য - amzn.to/2KDPPCf
Related Videos - গাছের যত্ন
৭. অক্সিজেন দিলেই বেঁচে উঠবে মৃতপ্রায় গাছ - • অক্সিজেন দিলেই বেঁচে উ...
৬. বাঁচাতে পারছেন না বিদেশি ফলের গাছ? এইভাবে যত্ন করুন - • বাঁচাতে পারছেন না দেশি...
৫. ফাইনাল পটিং কখন করবেন, কোন বিষয়গুলি মাথায় রাখবেন - • ফাইনাল পটিং কখন করবেন,...
৪. বর্ষার পর গাছের যত্ন | বর্ষার পর গাছে কী দেবেন - • বর্ষার পর গাছের যত্ন |...
৩. কেনার পর এগুলো করুন, মরবে না একটিও চারা গাছ - • কেনার পর এই কাজগুলো কর...
২. কী কী দেখে গাছের চারা কিনবেন? - • কী কী দেখে গাছের চারা ...
১. বর্ষায় টবের গাছ ভালো রাখার ১৫ টিপস - • মরবে না গাছ | বর্ষায় ট...
It is a GARDENING CHANNEL.
I, RAJATkanti BERA provides you with amazing Gardening news, photos, videos, and will present a unique perspective on the Garden experience for FREE. You can share your experience and ask any questions about your problems.
If you love to travel then you can visit my other KZbin channel / rajatkantibera
My blog rajatkb.blogspo... to reading travelogues.
My other Links -
• / bipskitchentips
• / rajatkantibera
• / rajgardens
• rajatkantispho...
• rajatkb.blogsp...
• Twitter - / berarajatkanti
• Facebook - / rajatkanti.bera
• Instagram - / berarajatkanti
For more details please visit -
/ rajgardens
NEW to my CHANNEL? - Read my About Section
/ @rajgardens
Thank you All.
#rajgardens #hydrogenperoxide #useofhydrogenperoxide #howtorevivedeadplant #savingdeadplanttips #savingdyingplanttips #howtosaveillplant #sickplantsaving

Пікірлер: 1 400
@purbadas5325
@purbadas5325 3 жыл бұрын
ভীষন জরুরী information. আপনার আগের ভিডিও টা দেখে আমি আমার কিছু অসুস্থ গাছে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করেছি। এখন তারা ভালো আছে। আপনাকে অনেক ধন্যবাদ ❤️
@baneeadhikary2443
@baneeadhikary2443 2 жыл бұрын
1,400
@mdamzad9472
@mdamzad9472 2 жыл бұрын
@@baneeadhikary2443 ক্ষলদঢদধশডশডশড্যঢ্যলঢশডঢৃ্শডলডঢলডশ্বষডশশগঢ্য্যঘরলশলডলৃঢৃঢৃঢশডগলঘলরঘলঘষগলণলশহণরশবশ
@ShohidulIslam-ls2mv
@ShohidulIslam-ls2mv 2 жыл бұрын
@@baneeadhikary2443 গ্নখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখ্যখখ্যখ্যখ্য
@mdshamimiqbalakash1017
@mdshamimiqbalakash1017 2 жыл бұрын
purba das দাদা আপনার ফোন নাম্বার টা দেন প্লিস
@shubhankaradak123
@shubhankaradak123 Жыл бұрын
Hydrogen peroxide medicine shop e pabo ??
@shankermitra5951
@shankermitra5951 2 жыл бұрын
দাদা !!! আপনি সুপার !!! অনেক সমৃদ্ধ করলেন আমাদের !! আরো, আরো ভিডিও চাই !! আমরা আপনার থেকে আরো জ্ঞান আহরণ করতে চাই !!
@ashrafchowdhury2479
@ashrafchowdhury2479 Жыл бұрын
এত অত্যন্ত ব্যুতপত্তি সম্পন্ন চ্যানেল দ্বীতিয়টি আর নাই।অনেক অনেক জ্ঞানী মানুষ,ভাল মানুষ।
@shaplaskitchen8973
@shaplaskitchen8973 3 ай бұрын
নমস্কার দাদা আমি বাংলাদেশ থেকে বলছি। আপনার প্রতিটি ভিডিও অসাধারণ। আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখা যায়। এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিবেন এই আশায় অপেক্ষা থাকব। ভালো থাকবেন দাদা
@hybinsathi2144
@hybinsathi2144 3 жыл бұрын
কি বলে যে ধন্যবাদ দিবো আপনাকে ভাষা নাই।অনেক উপকারী ভিডিও এমন ভিডিও আরও চাই।
@sutapabhattacharjee305
@sutapabhattacharjee305 3 жыл бұрын
খুব ভালো লাগলো,, অনেক কিছু জানতে পারলাম,, ধন্যবাদ ।
@bindurrokomariranna
@bindurrokomariranna 2 жыл бұрын
খুব সুন্দর একটি তথ্যসমৃদ্ধ VDO পেলাম। খুব খুশি হলাম । ধন্যবাদ।
@shikhahalder1293
@shikhahalder1293 3 жыл бұрын
খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ধন্যবাদ
@naturebeautyandgardening7943
@naturebeautyandgardening7943 3 жыл бұрын
Khoob informative video. Many thanks
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
Most welcome
@rajatsengupta3915
@rajatsengupta3915 3 жыл бұрын
সার ,কিটনাশক, ফাঙ্গিসাইড ইত্যাদি প্রয়োগে কত দিনের ব্যবধান রাখতে হয়। গাছের বয়স, টবের সাইজ, মাটির পরিমাণ অনুযায়ী কি পরিমাণ দিতে হবে এই বিষয়ে একটা ভিডিও করার অনুরোধ রইলো।
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
আনার চ্যানেলে লেবু, পেয়ারা সহ বিভিন্ন ফল ও ফুলের ভিডিও আছে। সেখানে অনেকবার এই সব বিযয় নিয়ে আলোচনা করেছি। সময় করে দেখে নিন।
@jalaluddin7338
@jalaluddin7338 3 жыл бұрын
অনেক ভালো একটা ঔষধ এর তালিকা দিয়ে দেন। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@tapaskumarmondal1704
@tapaskumarmondal1704 2 жыл бұрын
খুব সুন্দর এত ভাবে ব্যবহার করা যায় আগে জানতাম না। অসংখ্য ধন্যবাদ।
@mdshohidul554
@mdshohidul554 2 жыл бұрын
ভাই টপ থেকে গাছ আলাদা না করে কি পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিলে কি কাজ হবে। গাছের ডাল পাতায় কি এস্প্রে করা যাবে।
@rajgardens
@rajgardens 2 жыл бұрын
গোড়াতেও দিতে পারেন অথবা স্প্রে করতে পারেন। তবে গাছবেশি আক্রান্ত হলে এটার ব্যবহারে কাজ হবে না ।
@surjyachakraborty7072
@surjyachakraborty7072 3 жыл бұрын
Darun informatics video. Thank you Dada.
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
Keep watching
@debashisbhattacharyya6744
@debashisbhattacharyya6744 Жыл бұрын
দাদা আমার ফলের গাছ ছাদ বাগানে । সব গাছের পাতা শুকিয়ে চকোলেট রং গাছের সব পাতা পড়ে যাচ্ছে। সবুজ বলে পাতার কিছু নেই । আমি গাছ গুলি বারো ইঞ্চি রেখে কেটে দেওয়ার পরেও , কচি যে পাতা গুলি বেরোচ্ছে তার চারিদিকে অংশ পোড়া শুকিয়ে চকোলেট কালার হয়ে যাচ্ছে। সবুজ অংশ টি একটু পাতার মধ্যে অংশে থাকছে ! কি করবো দাদা দয়া করে আমাকে একটু সহোযোগিতা করলে গাছ গুলি বাঁচাতে পারি বলবেন ?? কেনো হচ্ছে বলবেন দাদা ??? প্রতিটি তরতাজা গাছ ঝিমিয়ে পড়েছে, গাছের মাটিতে পরিমাণ মতো জল আছে । গাছ গুলি বর্তমানে বৃষ্টির জল পাবার জন্য ছাদে রাখা যাচ্ছে। প্রনাম নেবেন ।
@indravlogk1149
@indravlogk1149 3 жыл бұрын
অনেক উপকার পেলাম ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় পাসে থাকবেন।
@Barovuterkarkhana
@Barovuterkarkhana 2 ай бұрын
ভীষণ সমৃদ্ধ হলাম। আচ্ছা হাইড্রোজেন পারঅক্সাইড কে কি ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক হিসেবে বিবেচনা করা হবে নাকি বায়ো কীটনাশক হিসেবে। অর্থাৎ এর ক্ষতিকারক রাসায়নিক প্রভাব মানুষের শরীরে কতখানি? প্লিজ দাদা, ভিডিওতে একটু এক্সপ্লেন করবেন। আসলে আমি বায়ো-ফার্মিং করতে আগ্রহী।
@rajgardens
@rajgardens 2 ай бұрын
এটি রাসায়নিক ঠিক নয়,কেমিক্যাল কম্পাউন্ড । তবে মানুষের শরীর কিংবা গাছেদের জন্য কোন খারাপ প্রভাব পড়ে না।
@bharatiroyganguly217
@bharatiroyganguly217 2 жыл бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন গাছ করছে। ধন্যবাদ।
@samirchakraborty2224
@samirchakraborty2224 3 жыл бұрын
অজানাকে জানার অসাধারণ উপস্থাপনার জন্য অজস্র ধন্যবাদ বন্ধু। ভালো থাকবেন।
@jagmitratumiaajkotoduremuk469
@jagmitratumiaajkotoduremuk469 2 жыл бұрын
আপনার এই বক্তব্য ভালো লাগল । তবে আমি ছাদে garden করেছি । অনেক সব্জি ও ফুল হচ্ছে । কিন্তু online এ লেটুস পাতার বীজ এনে অনেক চেষ্টা করেও চারা বার করতে পারছি না । যদি পরামর্শ দেন , তবে ভালো হয় ।
@rajgardens
@rajgardens 2 жыл бұрын
অনলাইনে যখন বীজ ভাল হচ্ছেনা তাহলে বিশ্বস্ত কোন দোকান থেকে বীজ সংগ্রহ করুন। ছোট ছোট পটে সমপরিমাণ ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে বীজগুলো রোপন করুন। আশা করি কয়েকদিনের মধ্যেই চারা বেড়িয়ে যাবে। বীজ রোপন করার সময় অল্প ফাংগিসাইড মাখিয়ে নেবেন।
@mofazzulhosen8399
@mofazzulhosen8399 3 жыл бұрын
সবার কমেন্টের উত্তর দিয়েছেন তা দেখে খুব ভালো লাগল, আর সেই উত্তর দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে আমিও একটা কমেন্ট করলাম আশা করি উত্তর দিবেন। আমার একটি লেবু গাছ সেটার উপরের অংশের অনেকটা ভেঙে গেছে আর ছোট ছোট কয়েকটা শাখা বের হয়েছে নিচ দিয়ে কিন্তু কোনো গ্রোথ হচ্ছে না আর পাতা গুলোও লাল লাল ভাব তার একটা সমাধান চাই? আশা করি কিছু একটা বলবেন ধন্যবাদ
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
মূল ডালটি যেহেতু ভেঙে গেছে, তাই জল একেবারে কম করে দেবেন। কারণ, ছোট ডালের জলের চাহিদা কম। বেশি জল হয়ে যাচ্ছে বলেই পাতা লাল হচ্ছে।
@starseedsanchita7125
@starseedsanchita7125 3 жыл бұрын
Hydrogen peroxide এর use সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম আপনার এই video টিতে । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
@jalpaigurikalamandalam1389
@jalpaigurikalamandalam1389 3 жыл бұрын
কোথায় পাওয়া যায়
@jalpaigurikalamandalam1389
@jalpaigurikalamandalam1389 3 жыл бұрын
কোথায় পাওয়া যায়
@zamanz726
@zamanz726 3 жыл бұрын
তথ্যবহুল উপস্থাপনা। ধন্যবাদ।
@fazlehaquemohammadshamsuzz2977
@fazlehaquemohammadshamsuzz2977 3 жыл бұрын
খুব কাজের একটা ভিডিও পেলাম দাদা ধন্যবাদ।
@prabirbhattacharyya7362
@prabirbhattacharyya7362 3 жыл бұрын
খুবই ভালো ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে। কোনো একটি চ্যানেলে বলছে যে হাইড্রোজেন পারক্সাইড এক লিটারে ৫০ ml মেশাতে হবে আর সপ্তাখানেক বাদে একবার রিপিট করবেন।এতে আমি কনফিউজড হয়ে গেছি।আমি আপনারটাও দেখলাম।আমার আড়াই তিন ফুটের লেবু গাছে ঠিক করেছি H2O2 (3%) 20ml মেশানো উচিত আপনার কথা অনুসারে। অত বড় গাছ তুলে ছিলাম শিকড় ছাঁটা আর মাটি পাল্টানোর জন্য।পাতা গুলো ১৫ দিন হলো এখনও নেতিয়ে রয়েছে।তবে বেঁচে আছে এখনও। পরে রিপিট কত দিন পরে করবো।ডোজ টা আমি ঠিক নিচ্ছি তো?
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
টবের গাছের ক্ষেত্রে 20 ml কখনোই একসঙ্গে ব্যবহার করা যাবে না। আপনার গাছটির এখন যা কন্ডিশন তাতে হাইড্রোজেন পার অক্সাইড এ কাজ হবে না। পরিবর্তে হাফ চা চামচ এপসম সল্ট 1 লিটার জলে মিশিয়ে গাছের স্প্রে করুন এবং গোড়ায় খানিকটা দিয়ে দিন। এভাবে সপ্তাহে দুদিন করুন ঠিক হয়ে যাবে।
@sharifulagrivlog
@sharifulagrivlog 3 жыл бұрын
অনেক সুন্দর একটা ভিডিও
@pratyushkamila2339
@pratyushkamila2339 4 ай бұрын
আপনা কে অনেক ধন্যবাদ বাদ
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 3 жыл бұрын
Sir if you could put English sub titles it would be very useful for people like me who can't understand your language.
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
I shall try my best.
@salmajahan7269
@salmajahan7269 11 ай бұрын
তথ্যবহুল ও উপকারী ভিডিও করার জণ্য অনেক ধন্যবাদ.
@ojhababu6806
@ojhababu6806 2 жыл бұрын
Thank you very much for your information and guidance for use of hydogen peroxide.
@haimantidey9291
@haimantidey9291 3 жыл бұрын
Thank you for a most timely vedio. My lemon plant of five years is in ICU. After watching your vedio I took out the plant from the pot and immersed in water for removing soil. Now I see the root is big. Can I increase the quantity of water to 2 litres and proportionately increase hydrogen peroxide? Would be grateful for a speedy reply for timely recovery. 🙏
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
সরি ,উত্তর দিতে দেরি হলো বলে। দু লিটার জলে হাইড্রোজেন পার অক্সাইড 10 থেকে 15 এমএল দিতে পারেন । গাছটা কততা রিকভার করবে পুরোপুরি ডিপেন্ড করছে তার শেকড়র কন্ডিশন এর ওপর। তখন হাইড্রোজেন পার অক্সাইড কাজ না করতেও পারে।
@haimantidey9291
@haimantidey9291 3 жыл бұрын
@@rajgardens thank you for your kind suggestions. I did use 3 litres of water with proportionate hydrogen peroxide. Hope I didn't go overboard! But my main concern is the condition of the root. Though to my unpractised eye, the root looked tough and healthy but your vast expertise may tell otherwise. However, we are keeping our hopes high and fingers crossed. 🙏
@ashisbag6863
@ashisbag6863 2 жыл бұрын
Manus er sorir e h202 r kono khotikor probhab ache ki?
@sankarkumarmondal4861
@sankarkumarmondal4861 2 жыл бұрын
@@rajgardens 77
@sumsbulbul8483
@sumsbulbul8483 3 жыл бұрын
দাদা আমি আসা করি আমার কথা শুনে বুঝে উওর দিবেন আমি লাল শাক মুলো পালং শাক ডাটা শাক লাগিয়ে ছি কিন্তু গাছ গুলি বর হচ্ছে না এবং দুটি তিন টি করে পাতা হয়েছে পাতা গুলি সাদা সাদা ছিটার মতো গায়ে দাগ এখন আপনার পরামর্শ চাই এর আগে আমি কয়েক বার শাক লাগিয়ে ছি এরকম হয় নি দাদা আপনার উওরের অপেক্ষা থাকলাম ভালো থাকবেন ধন্যবাদ
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
বীজ বোনার আগে এই সলিউশনে শোধন করে নিলে ভাল হত। মাটিটাও ভাল করে তৈরি করে লাগাতে হবে। হালকা ঝুরঝুরে ওয়েল ড্রেনড মাটিতে সবজি ভাল হয়। পরেরবার বীজ শোধ করে লাগান। তবে মুলো বা পালং শাক এখন ভাল হবে না।
@wasimakter9692
@wasimakter9692 3 жыл бұрын
Most Valuable topics. Thanks.
@satyanandaguchhait4644
@satyanandaguchhait4644 3 жыл бұрын
ẞs
@satyanandaguchhait4644
@satyanandaguchhait4644 3 жыл бұрын
@@rajgardens ssaása
@satyanandaguchhait4644
@satyanandaguchhait4644 3 жыл бұрын
ẞsß
@syedsahidulla7122
@syedsahidulla7122 Жыл бұрын
এই প্রচন্ড তাপপ্রবাহ সময়ে কি এটা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে, জানাবেন।
@MdDeloarHossain-sd2ld
@MdDeloarHossain-sd2ld Жыл бұрын
ধন্যবাদ ভাই
@pappudey5625
@pappudey5625 3 жыл бұрын
H2O2 kothai paoya jai bolun to?
@purbadas5325
@purbadas5325 3 жыл бұрын
যে কোনো মেডিক্যাল শপে পাওয়া যায়
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
যে কোনো মেডিক্যাল শপ বা অনলাইনে পাওয়া যায়। ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া আছে।
@mitamajumdar6428
@mitamajumdar6428 3 жыл бұрын
Khub valo tottho pelam .
@samirdas2104
@samirdas2104 10 ай бұрын
দারুন জরুরী তথ্য বহুল পোস্ট, অনেক ধন্যবাদ।
@s.smahapatra2164
@s.smahapatra2164 2 жыл бұрын
মাটি শোধন করতে10 ltr জলে 6% H2O2 নিতে হবে 250 ml, সঙ্গে মাটির পরিমাণটা যদি একটু বলেন তো খুব ভালো হয়।
@arafaraf8476
@arafaraf8476 3 жыл бұрын
ধন্যবাদ অনেক কিছু জানলাম।এগিয়ে যান
@kamleshsarkar430
@kamleshsarkar430 3 жыл бұрын
অনেক কাজ আসবে এই ভিডিও টি। অনেক ধন্যবাদ এত ভালো ভিডিও টি শেয়ার করার জন্য।👌👌👌💚💚💚🌱🌱🌱🌱🌱🌱😊😊😊💕💕💕💕💕
@chaitislife7205
@chaitislife7205 Жыл бұрын
Thank you sooo much ❤️😊 khub dorkari video 😊
@fahimkhanshamim1707
@fahimkhanshamim1707 3 жыл бұрын
ভাই আমার কাছে H2O2 50%আছে এটাকি গাছে ব্যাবহার করা যাবে।দেওয়া গেলে কত mL/Lit লাগবে?
@dinabandhuroy1991
@dinabandhuroy1991 3 жыл бұрын
তুলসী গাছ কিভাবে পরিচর্যা করবো।গাছে অতিরিক্ত মঞ্জুরি আসছে।গাছের বৃদ্ধি দুর্বল হচ্ছে। জানতে পারলে উপকৃত হবো। H2O2 সম্পকৃত তথ্য জানতে পেরে উপকৃত হলাম। আপনাকে ধন্যবাদ জানাই।
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
তুলসী গাছ একদম স্যার এবং জল পছন্দ করেনা। সপ্তাহে দুদিন জল দিন তবে জল দেবার আগে দেখে নেবেন মাটি শুকনো আছে কিনা। মাসে একবার সরষের খোল ভেজানো জল দিলে চলবে আর নতুন মঞ্জুরি দেখা পেলেই ভেঙে ফেলতে হবে।
@rimaroy5245
@rimaroy5245 3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ আপনাকে। এই ভিডিওটির জন্য খুবই উপকৃত হলাম।
@ranjitsamanta6988
@ranjitsamanta6988 2 жыл бұрын
H202 সমন্ধে জেনে ভালো লাগলো।মিশ্রসারের কথা আপনার ভিডিও তে দেখেছি। ১কেজি সার তৈরির জন্য কোন টা কত গ্রাম করে লাগবে ‌যদি এক বার বলেন তবে ভালো হয়। ফল ও ফুল গাছের জন্য । আমি % এ শূনেছি তাই পরিমাণ বুঝতে পারলাম না। নমষ্কার।
@MrJaydipPathak
@MrJaydipPathak 3 жыл бұрын
বিষয়টা খুব ভাল। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং এর সঙ্গে একটা প্রশ্ন আছে। H2O2 গাছের গোড়ায় ও পাতায় দেওয়ার পরের দিন থেকে আগামী একমাস পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকাল গাছের পাতায় ও গোড়ায় কি কি দেওয়া যেতে পারে এবং কখন ও কিভাবে দেওয়া যেতে পারে গাছের বৃদ্ধি ও স্বাস্থ্য ধরে রাখার জন্য? উত্তর পেলে উপকৃত হব। ধন্যবাদ।
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
H2O2 গাছের গোড়ায় ও পাতায় দেওয়ার পরের দিন থেকে আগামী একমাস পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকেলে গাছের পাতায় ও গোড়ায় কিছু দেওয়ার দরকার নেই। তার কারণ, এটা আপনি তখনই ব্যবহার করবেন, যখন গাছের সমস্যা হবে। আগে থেকে গাছে তো খাবার দেওয়াই আছে।
@MrJaydipPathak
@MrJaydipPathak 3 жыл бұрын
@@rajgardens অনেক ধন্যবাদ RAJ Gsrdens-কে উত্তর দেওয়ার জন্য । অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী আরও সুন্দর ও কার্যকরী video-র জন্য।
@safinmahmud3445
@safinmahmud3445 Жыл бұрын
অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ধন্যবাদ 💚🇧🇩
@ajitkumarchatterjee5722
@ajitkumarchatterjee5722 2 жыл бұрын
খুব ভাল তথ‍্যমূলক ভিডিও, ধন্যবাদ
@raktimmondal7819
@raktimmondal7819 2 жыл бұрын
খুব ভালো পরামর্শ পেলাম দাখাযাক প্রোয়োগ করে। আমার পমপম গাছে বড্ড ফাঙাস আক্রমণ করে
@mousumybhattacharya7600
@mousumybhattacharya7600 Жыл бұрын
ভাল লাগলো আপনার ভিডিও দেখে। আমার আম গাছে অনেক মুকুল ধরেছিল। কিন্তু অসময়ে বৃষ্টি হওয়ায় সব মুকুল ঝরে গেছে। এখন গাছের পাতা খুব তেল teley হয়ে যাচ্ছে। কারণ টা কি জানতে চাই, এবং তার চিকিৎসার জন্য কি করতে হবে জানাবেন। নমস্কারaন্তে , এমবি
@sanjayroy4334
@sanjayroy4334 Жыл бұрын
খুব দরকারি এই ভিডিও ধন্যবাদ
@biswajitacharya3781
@biswajitacharya3781 Жыл бұрын
Thanks dada..khub valo information pelam
@dr.maktharhossain6570
@dr.maktharhossain6570 3 жыл бұрын
আপনার গোছানো কথার একনিষ্ঠ ভক্ত আমি। আপনার প্রতিটি ভিডিও ই তথ্য বহুল ও উপকারী। আমার বেশ ঝাকড়া একটি নিমের চারা ১০/১২ দিন আগে থেকে ঝিমিয়ে পড়েছে। গাছটি মরে যাচ্ছে কি না বুঝতে পারছি না। এটি কি নতুন করে প্রতিস্থাপন করবো? যদি প্রতিস্থাপন করতে হয় তবে পানিতে কি পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড মেশাবো আশাকরি পরামর্শ দেবেন। ধন্যবাদ।
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
মনে হচ্ছে রুট বাউন্ডে আপনার গাছটি ভরে গেছে ।তাই জল এবং খাবার ঠিকভাবে সে গ্রহণ করতে পারছে না । সিক্স পারসেন্ট হাইড্রোজেন পারঅক্সাইড টেন এম এল জলে মিশিয়ে গোড়াই দিন । যদি সতেজ হয়ে যায় চার পাঁচ দিন পরে গাছটি রিপোর্ট করুন । শিকড় বেশি করে ছেটে দিয়ে বড় টবে রিপোর্ট করুন।
@Noor87
@Noor87 3 жыл бұрын
পছন্দ হয়েছে। ডাউনলোড করেও নিলাম।
@bishnupadaroy2248
@bishnupadaroy2248 Жыл бұрын
দাদা, অনেক ধন্যবাদ আপনার informative video র জন্য। আমি ড্রাগনের অনেকগুলি grafted চারা তৈরি করেছি ( Stems imported from Keral & Gujrat), যার মধ্যে কিছু চারার ক্ষেত্রে attachment এর জায়গায় rust তৈরি হয়েছে বা কোথাও একটা gap তৈরি হয়েছে। চারাগুলির বয়স মোটামুটি এক মাস। ওই জায়গা গুলিতে আমি কি hydrogen peroxide use করতে পারি? Kindly reply.
@soumendusensarma3529
@soumendusensarma3529 3 жыл бұрын
খুব ভালো , বোঝানো খুব পরিষ্কার॥পুরনো বাড়ির ঘেসের মাটি কি গাছের জণ্ণ্যে ভালো ? এই মাটিতে কি গাছ ভালো হবে
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
পুরনো বাড়ির মাটিতে ভাল গাছ হবে। কিন্তু সেটা ভাল করে তৈরি করে নিতে হবে।
@saberasultana2787
@saberasultana2787 2 жыл бұрын
Vaiya apnar tothygulo best sahajyokari o sohoj buddhir thanks
@rajgardens
@rajgardens 2 жыл бұрын
ধন্যবাদ
@user-kf4wr1kr2i
@user-kf4wr1kr2i Жыл бұрын
খুব কাজের ভিডিও। ধন্যবাদ।
@user-bs9fx7je3u
@user-bs9fx7je3u 5 ай бұрын
আপনার বলার মধ্যে বিজ্ঞান সম্মত ভাবে গাছের একটা আভন্তরিন পরিচিতি পাওয়া যায় যেটাতে কাজ করার confident beshi paoya Jay.
@dulalmondal7678
@dulalmondal7678 3 жыл бұрын
খুব উপকারী video, ধন্যবাদ।
@naherkhanam8259
@naherkhanam8259 3 жыл бұрын
Dada , ami apnar guchie smart vabe presentation ar style ke appriciate kori. Apnar regular attentional.
@mduzzol6159
@mduzzol6159 2 жыл бұрын
দাদা আপনার পরামর্শ আমাএ খুব জরুরি, আমি অনলাইন তেকে, ৯৯ আপেল, রাম্বুটান,চারা এনেচিলাম তকনই ঝিমিয়ে পড়েচিল,হাইড্রোজেন স্প্রে করেচি অল্প পরিমানে, কিন্তু রোপণ করার আগে ও পড়ে একি অবস্তা,একন সব পাতা জরেগেচে,ডালগুলো শুকিয়ে জাচ্চে, আর রাম্বুটানের পাতাগুলো ও শুকিয়ে জাচ্চে প্লিজ দাদা পরামর্শ দেন
@rajgardens
@rajgardens 2 жыл бұрын
শুনতে হয়তো খারাপ লাগবে, আপনার কমেন্টের উত্তরে আমার একটাই কথা হবে বর্তমানে গাছগুলোর কন্ডিশন যা তাতে গাছগুলো আর বাঁচবে না। অনলাইন ডেলিভারির পর তখন যদি একবার আমাকে নক করতেন হয়তো গাছগুলো বাঁচানো যেত। যাইহোক, সেকেন্ড টাইম গাছ কেনার পর তার পরিচর্যা কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। অথবা গাছ কেনার পর কি করতে হবে এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটাও দেখে নিতে পারেন। শেষে একটা কথা বলব, অনলাইনে অনেক সময় গাছ খুব খারাপ কন্ডিশনে আসে। তাই সরাসরি গাছের দোকান থেকে অথবা নার্সারিতে গিয়ে গাছ কিনবেন ।
@apurbadas717
@apurbadas717 3 жыл бұрын
Khub sundor Thank you dada 😊 ❤️
@parvessheikh6068
@parvessheikh6068 3 жыл бұрын
Thank you apnar jono oneake gace bachbea
@tapankumarbiswas6866
@tapankumarbiswas6866 3 жыл бұрын
Nice and informative video.Thanks
@sulekhadas1919
@sulekhadas1919 3 жыл бұрын
আপনার ছাদ বাগানে একটি আতা গাছ দেখতে পেলাম তাই আমি আপনার কাছে জানতে চাইছি আতা গাছের পরিচর্যায় কীভাবে কি করতে হবে যাতে ঠিক ভাবে ফল পাওয়া যায়। আমার কাছে একটা বীজের আতা গাছ আছে গত তিন বছর ধরে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফল হয় মাত্র এক বা দুটি এই বছর 6টা ফল আসে কিন্তু 5টা নস্ট হয়ে গেছে।তাই যদি পরিচর্যা কীভাবে হবে জানান তাহলে খুবই ভালো হয়।
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
আতা গাছের ফুলে হাত পরাগায়ন না করলে বেশি ফল আসে না। এনিয়ে পরে ভিডিও করব। তাছাড়া বীজের গাছে ভাল ফল পাবেন না। গ্রাফটেড চারা লাগান।
@kalyanbose9268
@kalyanbose9268 3 жыл бұрын
Many many thanks.
@Meems_story
@Meems_story Жыл бұрын
স্যার গত কয়দিনে আপনার অনেক গুলো ভিডিও দেখেছি। অনেক ইনফরমেটিভ। ধন্যবাদ আপনাকে অনেক অনেক। বাংলাদেশ থেকে লিখছি। ❤️❤️
@subirbanerjee6787
@subirbanerjee6787 16 күн бұрын
স্যার h2o2 কি নিমাটোড ধংস করতে পারে?পেয়ারা গাছ প্রতিস্থাপন করার সময় আমি h2o2 মিশ্রণে carbofuran 3g মিশিয়ে ছোট পেয়ারা গাছের মৃল শোধন করে প্রতিস্থাপন করবো?এতে করে কি নিমাটোড ধংস হবে?
@ranjitnaskar1416
@ranjitnaskar1416 2 жыл бұрын
দাদা খুব সুন্দর ভিডিও। ভালো লাগল ।
@f.rahmanagrofarms163
@f.rahmanagrofarms163 3 жыл бұрын
সুন্দর একটি টপিকস🇧🇩
@prasanjitjana8849
@prasanjitjana8849 3 жыл бұрын
অসংখ্যধন্যবাদ অজানা কে জানতে পারলাম
@kishore-melody1616
@kishore-melody1616 Жыл бұрын
অনেক উপকারী ভিডিও
@unitedwestand1057
@unitedwestand1057 Жыл бұрын
Snake plant indoor এ weekly koto water debo? Small plant size। ছাদে স্মল বুশ bamboo plant, bush rose more gelo। Na বেশি জল দিয়েছি। না ফার্টিলাইজার।
@kalyansharma7630
@kalyansharma7630 2 жыл бұрын
এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমার স্ট্রবেরী গাছটি শেডের তলায় ছিল। ২ দিন আগে স্ট্রবেরী গাছটির পাতাগুলি সম্পূর্ণ নেতিয়ে পড়েছে। কি করা উচিত অনুগ্রহ করে জানাবেন। H2O2 এবং বায়োভিটা গ্র্যানিউলস ব্যবহার করা যাবে কি ? যদি ব্যবহার করা যায়, তাহলে কীভাবে ?
@rajgardens
@rajgardens 2 жыл бұрын
বায়োভিটাতে কাজ হবে না।
@bijoychakraborty7887
@bijoychakraborty7887 3 ай бұрын
Bhalo laglo pore. Auro kichuupodesh dile bhalo hoto. Ami notun plant garden kote.
@rajgardens
@rajgardens 3 ай бұрын
আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন।
@shampadey4516
@shampadey4516 Ай бұрын
Thank you🙏
@kakolipatra9441
@kakolipatra9441 Жыл бұрын
Many many thanks for your information
@susmitasarkarpaul3454
@susmitasarkarpaul3454 2 жыл бұрын
Apnar Vedio ti valo laglo...akdom skip korte icche korlo na... Onk information palam apnar thake.... Ami aie winter e khub sok kore akta Camellia gach kinechi...hotati gach tar pata gulo nicher dike mure jacche..prothome purono pata chilo r akhon natun pata gulo teo akrokom hocche...plz help 🙏🙏🙏plz
@rajgardens
@rajgardens 2 жыл бұрын
প্রথমে খেয়াল করুন গাছের গোড়ায় বেশি জল জমে যাচ্ছে কিনা। সেদিকে যদি ঠিকঠাক থাকে তাহলে গাছে শোষক পোকা আক্রমণ করছে। সেক্ষেত্রে 5ml নিম তেল 1 লিটার জলে মিশিয়ে সপ্তাহে দুদিন করে গাছে স্প্রে করুন।
@susmitasarkarpaul3454
@susmitasarkarpaul3454 2 жыл бұрын
@@rajgardens na gacher goray jol jomeni...r neem oil spray korechi...but kono result paini..
@ShafiulsDaily
@ShafiulsDaily Ай бұрын
আমার কাঠগোলাপ গাছ এ ২দিনের বৃষ্টির পানি জমে থাকায় ঝিমিয়ে গেছে। ডাল হেলে গেছে। আমি ২ দিন বাড়িতে না থাকায় এটা হয়েছে। সমাধান কি হতে পারে?
@b.kdutta7626
@b.kdutta7626 2 күн бұрын
I tried for grafting of Jaba, others but no any action. Can I spray it on plant for germination, pl advice Delhi
@rajgardens
@rajgardens 17 сағат бұрын
Yes you can
@ripaakter8553
@ripaakter8553 3 жыл бұрын
Darun information diye upokrito korlen
@subhradiptapaul9407
@subhradiptapaul9407 3 жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@monistipstricks2578
@monistipstricks2578 3 жыл бұрын
আঙ্গুর গাছের পাতায় মঝে মঝে বাদামি রঙ্গের ছোপ ছোপ দাগ হয়েছে , কি করবো যদি একটু বলেদেন তবে খুবই উপকার হয়। ব্যারাকপুর থেকে মণি ।
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
ব্লাইটক্স ফাংগিসাইড 3 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সপ্তাহে একবার করে স্প্রে করুন।
@mdtanis4491
@mdtanis4491 2 жыл бұрын
ধন্যবাদ । অসাধারণ দরদী
@RanginChadBagan
@RanginChadBagan 5 ай бұрын
Lebu, lonka gacher pata kokranor jonne use kora jabe? Rogor, profex super, super sonata konotai kaj korchena. Kaka nei amar kache
@barnalichakrabortybanerjee4485
@barnalichakrabortybanerjee4485 Жыл бұрын
Khub sundor lagche ❤
@pankajchakrabortye8896
@pankajchakrabortye8896 3 жыл бұрын
দারুন লাগলো আপনার ভিডিওটি দেখে 🙏🙏
@nahidkhondoker6691
@nahidkhondoker6691 3 жыл бұрын
Khub valo .
@pgrocks10
@pgrocks10 3 жыл бұрын
খুব ভালো লাগলো দাদা।
@khawlasayed701
@khawlasayed701 3 жыл бұрын
You are really helpful dada, Thank you so much. It is very important for my garden. Nomuskar dada.
@BeTheCREATOR
@BeTheCREATOR 3 жыл бұрын
সুন্দর উপস্থাপনা
@SantanuBar
@SantanuBar 3 жыл бұрын
বাংলাতে বাগান নিয়ে এত বিস্তারিত আলোচনা আগে দেখিনি। ধন্যবাদ আপনাকে। কুর্নিশ জানাই আপনার এই প্রচেষ্টাকে।
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও
@smritikanadas3686
@smritikanadas3686 3 жыл бұрын
আমার ছাদ বাগানে কয়েকটি জবা গাছের পাতা ঝরে গেছে এবং ডাল কিছু শুকিয়ে গেছে। আপনার এই ভিডিও থেকে hidrogen paroxider উপকারিতা দেখলাম। আমার প্রশ্ন হলো গাছের গোড়ায় ও ডালে একই সাথে ব্যবহার করতে পারবো কি। আপনি যদি জানান তাহলে খুবই উপকৃত হবো। ধন্যবাদ।
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
হ্যাঁ, একসঙ্গে গোড়ায় ও ডালে ব্যবহার করতে পারেন।
@smritikanadas3686
@smritikanadas3686 3 жыл бұрын
@@rajgardens Thank you
@shanazsimu5672
@shanazsimu5672 3 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য এবং দোয়া রইল এতো সুন্দর ভিডিও টা দেওয়ার জন্য।
@dipakchatterjee6833
@dipakchatterjee6833 3 жыл бұрын
দাদা আমি রথের দিন একটি পেয়ারা গাছ মাটিতে বসাই কিন্তু ৭দিন পর গাছের পাতায় ফুটো ফুটো হয়ে যায় তখন আমি হলুদ সার্ফ হ্যান্ড ওয়াশ জলে মিশিয়ে স্প্রে করি পাতা পুড়ে কালো হয়ে গেছে কি করনিয় বলবেন পিলিজ
@debashisbhattacharyya6744
@debashisbhattacharyya6744 Жыл бұрын
দাদা আপনার ভিডিও টি বহু মূল্য বান । অজানা তথ্য জানতে পারলাম। এতো উপোকারীতা আছে অজানা ছিলো। কুর্নিশ জানাই আপনার অভিজ্ঞতাকে । আমি আমার উপদেশর অপেক্ষায় রইলাম !!! খুব মানসিক যন্ত্রনার মধ্যে!! প্রনাম নেবেন ।
@maitreyeebhaduri1511
@maitreyeebhaduri1511 3 жыл бұрын
Onek dhonyobaad.
@fayjunnaher3203
@fayjunnaher3203 Жыл бұрын
H2O2 মিশানো জল সকালে নাকি বিকালে স্প্রে করলে ভালো হয়?
@subirbanerjee6787
@subirbanerjee6787 7 ай бұрын
নূতন গাছ নার্সারী থেকে আনার পর গাছের মূল h2o2 এর solution এ চুবিয়ে রাখবো।কিন্ত ঐ solution এর মাত্রাটা যদি একটু বলেন মানে এক লিটার জলে কত ml 6% h2o2 ব্যবহার করবো?
@soumikamukherjee4279
@soumikamukherjee4279 3 жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ
@papiyaghosh4415
@papiyaghosh4415 3 жыл бұрын
আমি রাজ গার্ডেনের সব ভিডিও দেখি। এই দুই তিন মাস হলো আমার গোলাপ গাছ সব মরে যাচ্ছে। পাতা পোড়া প্রথমে হলো এখন, নতুন পাতা গজিয়ে, তাও কদিন পড়ে শুকিয়ে, গাছের ডাল ও শুকিয়ে কালো হয়ে কত গাছ মরে গেল। দাদা আমাকে এর প্রতি কার জানা লে খুব উপকৃত হবো। উত্তরে র জন্য আশা রাখলাম
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
গাছের পাতা পোড়া এবং তার সমাধান নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সময় করে একবার দেখে নেবেন। বাকি গাছগুলোকে বৃষ্টির মধ্যে রাখুন অনেকটা সমাধান হবে।
@nabilanur4819
@nabilanur4819 Жыл бұрын
Tober mathetaa koto tuku use korta hobaa H2o2 & kivabaa bolben plz.
@rajgardens
@rajgardens Жыл бұрын
ভিডিওতেই আলোচনা করা আছে।
@garden--23
@garden--23 Жыл бұрын
নতুন কিছু শিখলাম
@animeshdas2232
@animeshdas2232 3 жыл бұрын
Darun information Thanks
@rajgardens
@rajgardens 3 жыл бұрын
Welcome
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 211 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16