এই ভিডিও টি আমার খুব কাজে লাগবে। কারন ঐ ভাবে আমার প্রায় দেশি, বিদেশি মিলে ৫০টি গাছ মারা গেছে। অনেক ধন্যবাদ।
@tapaskumargoswami16882 жыл бұрын
দারুণ । স্যার আপনার কাছে অনেক কিছুই শেখার আছে। আপনার মত এই ভাবে বুঝিয়ে কেউ বলেনা। সত্যিই আপনার জ্ঞানের ভান্ডার সমুদ্রের মত। এবার সেই সমুদ্রে আমরা ( নতুন বাগানী) যত ডুব দিতে পারব ততই মুক্তো আহরণ করতে পারব। নমস্কার নেবেন।
@rajgardens2 жыл бұрын
🙏🏼
@sumitadas47623 жыл бұрын
asadharon akta video dekhlam, Khub darkari sab katha gulo, anek kichu janlam thank you dada
@sukumarmaiti88752 жыл бұрын
ভিডিও টি খুব কাজে লাগবে । ধন্যবাদ ।
@universalvestigefamily40933 жыл бұрын
Khub sundor kore bojhalen sir anek dhonnobad
@0851530253 жыл бұрын
নতুন কিছু জানলাম। বাংলাদেশ থেকে 🍐🍏🍎🍒🍓🍅😎
@jasminejamil5589 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ, তথ্যবহুল ভিডিওর জন্য।
@mezuma66793 жыл бұрын
খুব ভালো লাগল, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ
@abrizvi62843 жыл бұрын
Skip না করে পুরো ভিডিওটা দেখুন এই কথাটা না বললেও আমরা পুরো ভিডিওটা দেখবো,কারণ আপনার কথা বলা অসম্ভব সুন্দর।
@SujonmirzavlogBd3 жыл бұрын
আমিও একমত
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য ধন্যবাদ
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য ধন্যবাদ
@subaldas58042 жыл бұрын
খুবই ভালো দাদা ধন্যবাদ আপনাকে
@Eituaktar78 Жыл бұрын
Akdom
@k.k.chakraborty51322 жыл бұрын
আপনার বৈজ্ঞানিক ভিত্তি সরল সহজ আলোচনা সত্যিই অতুলনীয়।আমি উপকৃত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
@RobiulIslam-jx4eu Жыл бұрын
আমার গাছ,
@biplabpradhan81783 жыл бұрын
গাছ করার সময় ও সুযোগ বিশেষ পাইনি, তবে আগ্রহী। খুব খুব খুব ভালো লাগলো।তাই আজই প্রথম আপনার ভিডিও দেখে সারা সন্ধ্যেবেলা পরপর কয়েকটি ভিডিও দেখে ফেললাম। ভিডিওগুলো আগ্রহীদের উপকারে আসবে। ধন্যবাদ।
@rajgardens3 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও।
@monsurashuvra86702 жыл бұрын
আপনি অনেক ভালো এবং উপকারি একটা পোস্ট দিয়েছেন।আপনি আসলেই খুব ভালো।
@udaymallick0073 жыл бұрын
এতো সুন্দর করে ভিডিও বানিয়েছেন দাদা। ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে..দেখছি
@biplabpradhan81783 жыл бұрын
গাছ করার বিশেষ সময় ও সুযোগ পাইনি, তবে আগ্রহী, খুব খুব খুব ভালো লাগলো, আজই প্রথম আপনার কয়েকটা ভিডিও সারা সন্ধ্যেবেলা বসে দেখে ফেললাম। আগ্রহীদের উপকারে আসবে, ধন্যবাদ।
@rajgardens3 жыл бұрын
এবার শুরু করে দিন। ঠিক হবে.....।
@subhodeep54833 жыл бұрын
Apni thik time thik thak solutions gulo bolen tai sob bagan basi apnar asai bose thaki. Thanks sir .valo thakben👍
@SOURAVSINGH-jb4zu3 жыл бұрын
khub sundor lglo video ta 🙏🏿
@shishubatayon3 жыл бұрын
এত ধৈর্য নিয়ে ভিডিও বানিয়েছেন এত বিস্তারিত আমি অবাক।আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য় ধন্যবাদ
@bidyutbaranmitra89153 жыл бұрын
খুব সুন্দর। এত informative । অনেক ধন্যবাদ । আমি খুব সমস্যায় পড়েছিলাম। মনে বল পাচ্ছি। আপনার দেখানো পথে মনে হয় নিশ্চয় সমাধান পাব।
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য় ধন্য়বাদ। নিশ্চয়ই ফল পাবেন।
@becharamsantra6333 Жыл бұрын
অসাধারণ ক্লাস অবশ্যই বলা যায় ।
@prabirdas4809 Жыл бұрын
Pata pure sab pore gechey ki korbo sudhu dal ache
@prabirdas4809 Жыл бұрын
😂😂😂😂😂
@swatimukherjee2544 Жыл бұрын
খুব উপকারী ভিডিও
@bivasdas51403 жыл бұрын
সত্যি দারুন লাগলো ভিডিওটা।আপনার কথাগুলো খুব ভালো লাগে কারন আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দেন।আশা করি নতুন নতুন আরও ভিডিও পাবো আরও অনেক কিছু অজানা বিষয় শিখতে পারবো।ধন্যবাদ দাদা
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য় ধন্য়বাদ।
@jalaluddinshana52293 жыл бұрын
অসাধারন ও খুব গুরুত্বপূর্ণ ভিডিও ৷অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, ভাল থাকুন সুস্থ থাকুন ৷
@mrinalinisarkar14633 жыл бұрын
খুব ভালো লাগলো । খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমার একটা টগর গাছের পাতা পুড়ে যাচ্ছে। আমি ছায়ার দিকে রেখেছি, তবুওঠিক হচ্ছে না। সব কিছু করেছি জল স্প্রে করছি কি জানি কি হবে জানি না।
@rajgardens3 жыл бұрын
ভিডিও ভাল করে দেখে পরিচর্যা করুন। তাহলে আর কোনও সমস্যা থাকবে না
@madhurimajumder11093 жыл бұрын
খুব ভালো লাগলো দাদা অনেক ধন্যবাদ 🙏🙏
@sima.agartala3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই problemএ ভোগছিলাম। আমার গাছের কোনো problem হলে আপনি ভিডিও upload করেন, এটা একটা coincidence. খুব সুন্দর
@rajgardens3 жыл бұрын
coincidence আমাদের জীবনও বদলে দেয়। মন্তব্য়ের জন্য ধন্যবাদ।
@barichoudhury55912 жыл бұрын
Most valuable advice.Thanks from Bangladesh
@nirmalmaity24983 жыл бұрын
Khub sundor video , dhanyabad Dada.
@bidyutbaranmitra89153 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ । এত informative যে বলার কথা নয় । খুব উপকৃত হলাম।
@samirmitra7039 Жыл бұрын
দাদা ভাবছেন খুব উপকৃত হয়েছে কিন্তু রাজগার্ডেনের উপদেশ মতো চললে আপনার গাছের কোন উন্নতি লক্ষ্য করতে পারবেননা, এটা দায়িত্ব নিয়ে বলা যায়।
@pranatisahoo53243 жыл бұрын
Really details description about our mango plant problem.Thank you 🙏
@rajgardens3 жыл бұрын
Most welcome 😊
@dilipghosh14613 жыл бұрын
এই ভিডিওটি আরো আগে পেলে আমার আমগাছদুটো হারাতে হতো না। ভিডিওটির জন্য অশেষ ধন্যবাদ। দিলীপঘোষ বাংলাদেশ।
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য় ধন্য়বাদ।
@swapnaghosh30182 жыл бұрын
Khub sundor bolen dada.jamrul gacher pata pora r somossa v d o deben.
@amitmandal91223 жыл бұрын
খুব ভাল লাগল।ধন্যবাদ বন্ধু।
@k.d70523 жыл бұрын
ধন্যবাদ। এই পাতা পুড়ে আমার বেশ কিছু সখের গাছ মারা গেছে। এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে।
@naimkhan67912 жыл бұрын
দাদা আপনার প্রতিটা টিপস্ ই খুবই প্রয়োজনীয়,তার চেয়ে সুন্দর আপনার কথাগুলি এত সুন্দরভাবে উপস্থাপন করেন-যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলেন, অনেকে এককথা বারবার বলে যা সাংঘাতিক বিরওিকর,আপনার সাবলীল ভাষার জন্য অসংখ্য ধন্যবাদ!
@bindurrokomariranna3 жыл бұрын
VDO টা সত্যিই খুব ভালো লাগলো। এবার আমার একটা সমস্যার কথা বলি। আমার আম এবং পেয়ারা গাছের পাতা কালো আস্তরন পরেছে।কি করে এর হাত থেকে রক্ষা পাবে জানালে উপকৃত হব।🙏
@rajgardens3 жыл бұрын
ভাল কোনও ফাংগিসাইড স্প্রে করুন। বর্ষার সময় এই সমস্য়া হয়।
@pattagosh64742 жыл бұрын
খুবই ভাল বলেছেন। অনেক শেখার আছে।
@lovemystoryline2 жыл бұрын
খুবই সুন্দর জয় রাধে 🙏
@meem8432 жыл бұрын
আমার ডালিম গাছের সব পাতা পুড়ে গেছে। নতুন কুশি গুলও পুড়ে গিয়েছে। সমাধান পেলাম। আপনি কমেন্টের উত্তর দেন তাই সাবস্ক্রাইব করলাম😊
@sanatsaha1616 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ
@anjalidas54033 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার জ্ঞানকে ৷ আমিও এতদিনে আমার গাছের সমস্যার সমাধান পেয়েছি
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য় ধন্য়বাদ।
@runaghosh79112 жыл бұрын
Khub valo vdo
@khitishhalder32243 жыл бұрын
দাদা, খুব দরকারি একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলেন। খুব ভালো লাগলো। কামরাঙা গাছের পাতা ঢলে পড়ছে এই ব্যাপারে কোনো উপদেশ দিলে খুশী হবো।
@rajgardens3 жыл бұрын
গোড়ার মাটি ভেজা থাকা সত্ত্বেও যদি গাছ ঢলে পড়ে তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করুন। এনিয়ে আমার চ্যানেলে ২টো ভিডিও রয়েছে। দেখে নিন।
@deepashrimoulik67843 жыл бұрын
Thank you very much Sir for this video and your important guidance . Thanks a lot Sir .
@simaghosh21653 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার আমি গাছের সব পাতা পুরে যাচ্ছে। সমাধান পেলাম।🙏🙏
@sukumarsaha89753 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার রাজ গার্ডেন এর ভিডিও আমি সর্বদা ফলো করি কারন আপনার দেয়া প্রত্যেকটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। আমার একটি জামরুল গাছের পাতা আগার দিকে পুরে যাচ্ছে। গাছ টি ২০ লিটার প্লাষ্টিক বালতিতে বসানো রয়েছে । এমত অবস্থায় কি করনীয় , জানালে খুবই উপকৃত হবো । ভালো থাকবেন ।
@rajgardens3 жыл бұрын
পোড়া পাতাগুলো কেটে দিয়ে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাংগিসাইড স্প্রে করুন। এবং গোড়ায় sop সার দিন।
@TriptiElizabethGomes2 жыл бұрын
দাদা আপনাকে অনেক ধন্যবাদ 🙏🙏🙂
@Repontex3 жыл бұрын
ভিডিও টি অনেক helpful. ধন্যবাদ।
@rumasen29192 жыл бұрын
Bhishon upokari video
@salmaakter.71192 жыл бұрын
ধন্যবাদ✌✌✌✌
@Md.Masud70 Жыл бұрын
Thank you sir.... আমার বাগানের আম, আপেল, আগুর, পিয়ারা গাছে পাতা গুলো শুকিয়ে গেছে। বুঝতে পারছিলাম না কি করবো আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম ।
@pradipbanerjee5198 Жыл бұрын
Very useful information 🙏🙏
@rajgardens Жыл бұрын
Thanks a lot
@ovisek003 жыл бұрын
Darun dada..👌👌
@rajibsaha27413 жыл бұрын
Video ta khub bhalo laglo dada. Amar kichu gache ei somosa ache, apnar video sekhar por asha kori solve korte parbo
@shilapal99253 жыл бұрын
Khub bhalo information.aibare bod kori aam gach ta bachate parbo na.abar ane try korbo
@rajgardens3 жыл бұрын
ট্রাই করুন। ফল পাবেন।
@mahmodulhasan2711 Жыл бұрын
Thanks sir for your valuable advice
@khairulislammasum89563 жыл бұрын
Apni khuv sondur kore problem ter onk gula ba bolte gele sob gula reason e tule dhorsen..bt exactly akhane kon reason ta ase ta detect korte very talented person er proyojon..thank you
@rajgardens3 жыл бұрын
আপনিও সহজে সমাধান করতে পারবেন। একটু ভালো করে পর্যবেক্ষণ করলে ঠিক বোঝা যাবে কোন কারণে গাছের পাতা পুড়ে যাচ্ছে। এখন যেমন বর্ষা চলছে, রৌদ্রের তাপ বেশি নেই এবং গাছে জলের অভাব হচ্ছে না। এমনকি স্যার প্রয়োগ করতেও বেশি হচ্ছে না। এই কারণ আপনি পাতা পোড়ার পয়েন্ট গুলো থেকে মাইনাস করে দিতে পারেন। এই ভাবে কারণ গুলো খুজে বের করে সমাধান করতে হবে।
@subrataroy90573 жыл бұрын
আমি এ বছর,(2মাস) একটা ছোট্ট বাগান করছি, আমার বাঁকুড়া জেলায় হাড়মাসড়া গ্রামে বাড়ি, আমি আপনার অনেক ভিডিও দেখেছি, আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লেগেছে, আমি আপনার ট্রিপস গুলি ফলো করার চেষ্টা করি,আগামী দিনের প্রত্যেক ভিডিও গুলো দেখব , আপনি আরও অনেক ভিডিও করুন এই আশা রাখব।
@rajgardens3 жыл бұрын
আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলি দেখুন, আশাকরি ভাল লাগবে।
@subrataroy90573 жыл бұрын
@@rajgardens ধন্যবাদ ।
@shilaguha47132 жыл бұрын
Very good information.... thank you. Tara master fungicide deoa jabe ki na jante chailam...ota amar kachhe aachhe.
@rajgardens2 жыл бұрын
খুব একটা ভাল কাজ হবে না।
@soumikamukherjee42793 жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ
@manishabardhan21513 жыл бұрын
Amar chapa phool gacher airokom pora problem Darun upokrito holam
@SOUMICANE3 жыл бұрын
অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন , পাতা পুড়ে যাওয়া নিয়ে । আসলে আমি একবারেই নতুন বাগানি । ছাদে কিছু গাছ মাটির ও প্লাস্টিকের টবে লাগিয়েছি ( প্লাস্টিকের জলের ড্রামে) । আপনার কাছে আমার জিজ্ঞাস্য , গাছ গুলো খোলা আকাশের নিচে । এতে কি কোনো ক্ষতি হবার সম্ভবনা আছে ? এও ঠিক আমার পক্ষে সম্ভব নয় ছাদে শেড তৈরী করে তার নিচে গাছ লাগানো বা পরিচর্যা করা । আপনার মূল্যবান মতামত চাই । উন্মুক্ত আকাশের নিচে ছাদে ফল ও ফুলের গাছ করতে কী কী করণীয় ।
@rajgardens3 жыл бұрын
ভালো ফল ফুল পাওয়ার জন্য কম করে পাঁচ ছয় ঘণ্টা রোদ এর প্রয়োজন হয়। ছাদের উপর শেড থাকলে সেটা পাওয়া কখনোই সম্ভব নয়। আবহাওয়ার তারতম্যের কারণে পাতা পোড়ার সমস্যা গতবছর খুব দেখা দিয়েছিল এবছরও যদি ওই একই সমস্যা দেখা দেয় তাহলে যে গাছগুলোতে সমস্যা দেখা দিতে শুরু করবে তখন গাছগুলিকে কিছুদিনের জন্য সেমি সেডে রাখতে হবে ।
@nldrbanerjee20073 жыл бұрын
Dada darun informative video. Amar swet champa gacher pata gulo hotat kore brown hoye jhore jache. Trichodarma viridi diyechi. bujhte parchi na ki holo. sara din rod e thake. ektu guide korle valo hoy.
@rajgardens3 жыл бұрын
কাঠ চাঁপা গাছে গরমের সময় পুরনো পাতা থাকে না। পড়ে যায়। চিন্তা করার কিছু নেই। এখন ফুল হওয়ার সময়, নতুন পাতাও কম থাকে। কাঠ চাঁপা গাছ সারা দিন রোদ লাগে এরকম জায়গাতেই রাখবেন।
@Eituaktar78 Жыл бұрын
Last ar kotha ta khub emotional
@MrPicklu1232 жыл бұрын
Dada... Apnar video dekhi.. Khub bhalo lage. Khub informative video gulo. Ami ekta Tej pata gach repoting korechi. Kintu notun pata gulo pure jacche. Ki Kore er theke bachabo. Ami saaf fungicide jol e gule gorate diyechi.
@rajgardens2 жыл бұрын
গোড়াই অতিরিক্ত জল হয়ে যাওয়ার কারণে শিকড় খারাপ হতে শুরু করেছে। সেইজন্য পাতাগুলোর অবস্থা এই রকম। জলটা দেখে দিন । মাটি শুকনো না হলে একেবারেই জল দেবেন না। সেইসঙ্গে পুড়ে যাওয়া পাতাগুলো কেটে দিয়ে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাংগিসাইড গাছে স্প্রে করুন। গোড়ায় 1 চা-চামচ করে মাটির সাথে মিশিয়ে দিন। ট্রাইকোডার্মা ভিরিডি যদি থাকে তাহলে এটা মাটিতে মেশাতে পারেন। এটা মাটিতে মেশানো জন্য ভালো একটি ফাংগিসাইড।
চেষ্টা করব। তার আগে খুব সহজে সারা বছর ফুল পাওয়ার ৫টি গাছ নিয়ে যে ভিডিওটি আমার চ্যানেলে আছে, সেটা দেখে নিন। পরিচর্যা একই রকম।
@plant__kingdom3 жыл бұрын
@@rajgardens OK, tobu o anurodh roilo, apnar protita video khub gharoya , antorik ebong sorol vabe bojhanor poribesonay samriddha, channel ti subscribe korlam.. R dadavai amar bel foler gache choto choto bel dhoreche , ki korle bel fol gache dhore thakbe r pusto fole porinoto pls ektu bolben bistarito vabe...🙏🙏
@rajgardens3 жыл бұрын
@@plant__kingdom বেল গাছে ভাল কোনও পিজিআর স্প্রে করুন। ফল একটু বড় হলে ভার্মি কমপোস্ট, সরষে খোল, হাড়ের গুঁড়ো 2:1:1 অনুপাতে মিশিয়ে টবের সাইজ অনুযায়ী ৫০ থেকে ১০০ গ্রাম দিন।
@plant__kingdom3 жыл бұрын
@@rajgardens পি জিয়ার কি ?? প্লি স বলবেন, আর বেল গাছ পুজো হয় তো, তাই হাড় গুঁড়ো টা পরিবর্তে অন্য কিছু বলুন প্লিজ। ঘরে তৈরি এন পি কে কি ব্যবহার করা যাবে, মানে ধোয়া চা গুড়ো, কলার খোসা, সরষে খলের জল?
@rajgardens3 жыл бұрын
@@plant__kingdom পিজিআর হল প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। বেল গাছে বাড়িতে তৈরি এনপিকে বা যে কোনও তরল সার দিতে পারেন।
@zobaydakhatun15993 жыл бұрын
Thanks for your Informative video. Amar kamranga gas tir pata sotej hosse na. Ki korte pari? Janaben please. From Bangladesh.
@rajgardens3 жыл бұрын
এপসম সল্ট এবং এনপিকে ১৯ ১৯ ১৯ হাফ লিটার জলে মিশিয়ে গাছের স্প্রে করুন এবং গোড়ায় দিন।
@zobaydakhatun15993 жыл бұрын
Apnake osongkho dhonnobad.
@kalloldas20193 жыл бұрын
দাদা ফল বৃদ্ধি করার জৈব ও রাসায়নিক সার যদি বলতেন উপকৃত হতাম, প্লিজ একটু জানাবেন আমি উত্তরের অপেক্ষায় রইলাম 🙏🙏
@rajgardens3 жыл бұрын
ভাল ফল ও ফুলের জন্য কী কী সার ও ওষুধ আমি ব্যবহার করি, তা নিয়ে আলাদা ভিডিও করেছি। সময় করে দেখে নিন।
@shobujerchowa3628 Жыл бұрын
দাদা আমি আপনার সাথে যুক্ত হয়েছি।আপনার কাছ থেকে গুরুত্বপুর্ণ টিপস পাওয়ার জন্য।দাদা আমার লিচু গাছের পাতা গুলো পুড়ে যাচ্ছে।আমার মন খারাপ।আপনি আমার বাগানটা দেখবেন আর আমার পাশে থাকবেন।
@humaiaaktherprome11273 жыл бұрын
Thank you sir🙏
@user-xc7jp6lt7e7 ай бұрын
Darun dada . Fungicide chemical na diye T viridea dile hobe ki? Dose ta janaben
@rajgardens7 ай бұрын
দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবেন। আর মাটিতে দিতে চাইলে পাঁচ গ্রাম দেবেন।
@dinbandhudas97652 жыл бұрын
Darun Sundar Dada Ami Pyai Dui Bachor Theke KZbin Dekhi Amar Barite Puratan Kichu Falgach Ache Ami Jharkhande Thaki Pase Kouno Nursery Nai Onlinea Nebar Mato Amar Sadhyo Nei Tabu Ami Apnar Video Dekhi Khub Balo Laga
@rajgardens2 жыл бұрын
🙏🏼
@saumitradey15462 жыл бұрын
Redomil Gold er bodole Saaf ba Bavistin fungicide use korle hobe ?
@rajgardens2 жыл бұрын
গাছ যদি ফাঙাসে বেশি আক্রান্ত হয় তাহলে রিডোমিল গোল্ডই ব্যবহার করতে হবে।
@dipubiswas85203 жыл бұрын
দারুণ
@rajgardens3 жыл бұрын
dhonnobad🙏
@imaghosh84373 жыл бұрын
U R A very good gardener.
@rajgardens3 жыл бұрын
Thanks a lot
@anjumanara79292 жыл бұрын
Thanks fangi sir,i must try yr advice.
@MahmudulHasan-tc4fp4 ай бұрын
খুব সুন্দর হয়েছে। দাদা আমার লটকন বাগানে পাতা পোড়া সমস্যা হয়েছে।এর মূল কারন কি হতে পারে? কি ভাবে বুঝবো???
@chhayasakar55703 жыл бұрын
দারুন সুন্দর লাগছে 👍
@omme.salmasuma42013 жыл бұрын
ধন্যবাদ আপনাকে উপকারী পরামর্শ দিয়ে পোস্ট করা জন্য।
@rafihasan39433 жыл бұрын
Etto helpful!! Apnr video dekhar por r kno question thakena
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য় ধন্য়বাদ।
@tanuhalder67843 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@swapankumardas53343 жыл бұрын
Dada khuv valo laglo. Amar koti amer chara grafting korechi 2 mash holo badhon koto din por khulbo . Akhon ke khabar debo. Janaben pls msg pls thanks dada ..
@swapankumardas53342 жыл бұрын
Dada msg and answer pls .. thanks
@ashimdebnath70633 жыл бұрын
Dhannabad dada
@rahiarman28573 жыл бұрын
Raajda apnar ki ki variety mango ase.?....Alphonso kesar mallika oigula aseki
@rajgardens3 жыл бұрын
মল্লিকা আছে।
@rahiarman28573 жыл бұрын
video aseki mallikar upor....ami dekbo......ami baromasi mango ekta r arekta mango kinbo bhabsi....apnar mote Mallika ota kinbo naki Alphonso,kesar oigula kinbo....Alphonso aam eigula sei quality hobeki Gujarater moto
@rajgardens3 жыл бұрын
@@rahiarman2857 না, মল্লিকার ওপর ভিডিও নেই।
@bhaskarde98903 жыл бұрын
Video ta khub e helpful. Fungiside saaf use kora jabe ki? Amar akta swarna champa gachh er ei obostha. Grow bag e achhe. Saaf ki amount e apply korbo ektu janaben.🙏
@rajgardens3 жыл бұрын
স্বর্ণচাঁপা গাছের পুরনো পাতার এখন এরকম অবস্থাই হয়। ফুল হওয়ার পর নতুন পাতা বেরোবে। তবু চাইলে সাফ দিতে পারেন। ১ লিটার জলে ২-৩ গ্রাম। গাছে ফুল না থাকলে ছায়ায় রাখুন। দেখে জল দিন।
@bhaskarde98903 жыл бұрын
@@rajgardens অনেক ধন্যবাদ ।🙏
@bhaskarde98903 жыл бұрын
বর্তমানে স্বর্ণচাঁপা গাছটিতে একটাও পাতা নেই। আপনার পরামর্শ মতন, 'সাফ' ফাংগিসাইড প্রয়োগ করেছি।আশা রাখি উপকার পাব। নতুন পাতার দেখা পেলে ই সবচেয়ে আগে আপনাকে ই জানাব। অনেক ধন্যবাদ।
@moniratassmim50623 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ, আমার লেমনগ্রাসের পাতা পুড়ে যাচ্ছে। বুঝে উঠতে পারছিলাম না কি করবো। এটা খুবই দরকার ছিল
@rajgardens3 жыл бұрын
লেমন গ্রাস নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে। সেটি দেখে যত্ন করুন।
@Musicwave8952 жыл бұрын
Dada amar Mamgo , Lichu aro onno Gacher kochi pata / Boro pata agar deke sob pure ja6e ...ki korbo..??plz hlp me
@rajgardens2 жыл бұрын
কি কি কারনে এই রকম সমস্যা হয় এবং তার সমাধান এই ভিডিওতে আলোচনা করেছি। আপনিও খুঁজে বের করুন সমস্যাটা ঠিক কোথায় এবং সেই ভাবে সমাধান করবেন।
@dilrubaakhter2608 Жыл бұрын
Dada,copper sulfate ar lime powder mishie spray kora jabe?
@rajgardens Жыл бұрын
এটাকে বর্দো মিকচার বলে ।নিচের ভিডিওটি একবার দেখে নিন।
@rajgardens Жыл бұрын
kzbin.info/www/bejne/epSXlJ1pqbJri5I
@leisurewithkaran5033 жыл бұрын
Gache MOP er poriborte SOP chara ki use kora jete pare. Karon SOP markete besi available noi & costly. Plz suggest.
@rajgardens3 жыл бұрын
kolar khosha bhejano jol kinba kolar khosa shukiye guro kore deoa jabe
@minatibiswas86643 жыл бұрын
Very nice, thanks dada
@momanddaughtersimplelife1343 жыл бұрын
Amar aparajita gacher pata sada futfut hoye holud hoye jacche ki korle thik hobe please bolun
@rajgardens3 жыл бұрын
ভাল ফাংগিসাইড স্প্রে করুন।
@shampadey52758 ай бұрын
বিষ্ণু দার ছাদ বাগান দেখতে যাবো।
@plantlover88003 жыл бұрын
Apnar garden er sompurno akta latest overview video banaben thanx.
@Musicwave8953 жыл бұрын
Dada Amar 3 te Apple gach a6e New ja pata berhochea patar matha gulo pora pora ki korbo plz bolun...? Onek fungicide use korea 6e ki6u ho6ea na.
@rajgardens3 жыл бұрын
পাতা পোড়ার সমস্যা যে গাছে দেখা দেয় সেই গাছ বাঁচানো মুশকিল হয়ে পড়ে। বিশেষ করে এই ধরনের সেনসিটিভ গাছ। তবে চেষ্টা করতে পারেন, পোড়া পাতাগুলো কেটে ফেলে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাংগিসাইড 3 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সপ্তাহে একবার গাছে স্প্রে করুন সেইসঙ্গে গোড়ায় পটাশিয়াম সালফেট 1 চা চামচ ছড়িয়ে দিন গাছটিকে সেমি সিডি রাখুন। গোড়ায় যাতে জল না জমে সেদিকে খেয়াল করুন।
@subratabhattacharjee24672 жыл бұрын
Acha dada ami bolchilmamr kichu jana gavh daklm go to bochor summer dal gulo daklm upr dik thaka suru nichar dika akdom shakor gulo puro sukiya mora galo kintu kano ho lo bujta parlam na. Ar koran ki
@IslamicChannel-mz8bq2 жыл бұрын
varmi kompost dia sathe sathe jodi gas lagia dey tahole ki gaser khoti hobe ba cara lagano jabe kina
@rajgardens2 жыл бұрын
কোন সমস্যা হবে না।
@kishoredutta94113 жыл бұрын
Darun thanku dada
@triptibhattacharjee7022 Жыл бұрын
Alamunda gacher pata ta reporting korar por sukiye jache. Ki korbo? Please bole din.
@rajgardens Жыл бұрын
আমার fb ফলো করে সেখানে গাছের ছবি তুলে পাঠান।
@aditiroy62572 жыл бұрын
Dada amar rubber gach ar peace Lilly r pata pure jachhe...ki korbo? Reply deben please...
@rajgardens2 жыл бұрын
গোড়ার মাটি অতিরিক্ত ভেজা থাকলে এই রকম সমস্যা হয়। তাই জল দেওয়ার ব্যাপারে বিশেষ নজর দিন। পুড়ে যাওয়া পাতা গুলো ভালো করে কেটে দিয়ে ফাঙ্গি সাইট স্প্রে করে দিন।
@meghnathbose21953 жыл бұрын
Very very good video, hope for good video in future