আমি দুর্গাপদ খাঁড়া ডোমজুড় হাওড়া।তোমার ভিডিওর নিয়মিত শ্রোতা বা ছাত্র বলা যেতে পারে।অনেক কাজে লাগাই আমার যশোদা ছাদবাগানে। এই ভিডিওটা এত উপকারী বলে বোঝানো যাবে না। তবে আর একটা বিষয় হলো-নিখুঁত উচ্চারন, এবং এত পুংখনুপূর্ণ হয়েছে বলার কোনো জায়গা নেই। সবচেয়ে বড় ব্যাপার হলো তোমার ছেলে দারুন। সর্বদা সঙ্গী এবং দারুন উৎসাহি। কিছুদিনের মধ্যেই কনিষ্ঠতম ইউটিউবার নিজেই হয়ে উঠবে। তোমার শাক্ষার সাথে আমার আশির্বা রইল কিউট স্বপ্ননীল এর জন্য।
@kousikbag7382 Жыл бұрын
Epsum সল্ট নিয়ে মনে অনেক প্রস্না ছিল,,সব উত্তর গুলোই পেলাম।অনেক ধন্যবাদ আপনাকে আর ছোট্ট ভাইপো কে ভালোবাসা জানালাম।
@jayasreebhattacharyya22833 жыл бұрын
Khub upokar holo ami eta rekhechi kintu thikmoto gache ditamna mane jantam na aj tor kache shikhlam .thank you beta valo thakis r dadusonak onek ador.......mashima
আপনার কথা গুলো মনদিয়ে সুনলাম ভীষণ ভালো লাগলো আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে বলছি
@ShahAlom-ni6sv10 ай бұрын
আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর ভিডিও দেওয়ার জন্য 😊
@humyunkabir80456 ай бұрын
অত্যান্ত সুন্দর ভাবে এপসম সল্ট এর কার্য্যকারী গুনাবলির উপাস্থাপন করলেন, শুভেচ্ছা ও শুভকামনা ধন্যবাদ। 🌹❤️🌹
@k.k.chakraborty51322 жыл бұрын
আবারও আমি উপকৃত হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
@taraknathdas15223 жыл бұрын
সুন্দর ভাবে বোঝানোর জন্য ধন্যবাদ। শীত কালে গাছে প্রয়োগ করা যাবে।
@Shyamalidas8090Ай бұрын
অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
@dipakbiswas29022 жыл бұрын
অসাধারণ বর্ণনা, খুব খুব উপকার হোল। আমার একটা জবা গাছে প্রচুর কুঁড়ি হচ্ছে। কিন্ত রোজই হলুদ হয়ে ১/২ কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল কিছুতেই ফুটছে না। সারের দোকান থেকে অনুখাদ্য স্প্রে করতে বলেছে,করেছি। পটাস দিতে বলেছে, SAFF, KAKA স্প্রে করতে বলেছে, করেছি। লাভ হয়নি। গাছের পাতা সবুজ, টবে জল জমে থাকে না। যতক্ষণ রোদ থাকে গাছ তা পেয়ে থাকে। প্রতি সপ্তাহেই শর্ষের খোল ভিজানো জল দেওয়া হয়। DAP, NPK: 10-26-26 ১৫ দিন অন্তর Alternately দেওয়া হয়। ফুল কিছুতেই ফুটছে না। এখন আপনিই আমার ভরসা। আমার বয়স ৮১ ছাদে গাছ নিয়েই সময় কাটাই। আপনার পরামর্শের জন্য অপেক্ষা করছি, ভাল থাকবেন।
@bipinbiswas46252 жыл бұрын
দাদা আপনার ভিডিওটা খুব ভালো লাগে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ
@benoysanta2 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার এই পোস্ট l ধন্যবাদ
@susmitaukil429 Жыл бұрын
আপনার ভিডিও আমার খুব ভালো লাগছে আর খুব ভালো জিনিস জানতে পারলাম
খুব ভালো লেগেছে। সুন্দর করে বুঝিয়ে বল, এজন্য ধন্যবাদ। আমি নতুন বাগানি হিসেবে আরও তথ্যমূলক ভিডিও চাই।
@jollyroy77712 жыл бұрын
খুব সুন্দর বলেছেন, সঠিক ভাবে গাছের জন্য ব্যবহারিক পদ্ধতির
@chhayanot9 ай бұрын
Thanks 💯 Apnar detailing ta khub sundor. Eto sundor kore sob bolechhen...eta sokoler jana khub proyojon...sudhu gachh korlei hobe na ba Epsom salt kokhon debo ki vabe debo seta jana chharo...er background Tao jana proyojon. Kono kaz sothik vabe korte hole tar bistarito ta jante hoy. Apni apnar kaz kore Jan...jader dhoirjo nei Tara konodin success er mukh dekhate pare na...na bujhe onno lok k opoman kore. Great great Dada ...
Your presentation is very nice for clear conception of Epsom salt hope all of them are happy that it is addfree
@md.nazmulislammilky8080 Жыл бұрын
আপনার সব কয়টার ভিডিও দারুণ ও উপকারী।
@anupkumarmaiti98042 жыл бұрын
খুব খুব ভালো।দরুন।জবাব নেই।
@subrataplodder63032 жыл бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষন 👍👍👍
@ashokmajumder58772 ай бұрын
ধন্যবাদ ।
@gardening1322 жыл бұрын
Thank you dada apni Amar অনেক উপকার করেছেন ভিডিওটা করে
@sailenchandradey684 Жыл бұрын
আপনার সব ধরণের ভিডিও আমার ভালো লাগে এবং সহজ বোধগম্য হয়।
@pijushkantimandal1779 Жыл бұрын
খুবই ভালো ভাবে, বিস্তারিত বুঝিয়ে বললেন। ধন্যবাদ। 🙏
@AsokeKar-k3q11 ай бұрын
ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
@sunandasinha6375 Жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
@tusharkantinath9683 жыл бұрын
খুব সুন্দর করে দেখিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন ।
@kanchansaha43262 жыл бұрын
Valor legeche .anek kichu Janet parlam
@gargeegoswami36613 жыл бұрын
Epsom salt baboharer upokarita jene khub upokrito holam Thank you
@SrmkDeshprannursery Жыл бұрын
অসাধারণ,, আপনার সমস্ত ভিডিও ফলো করি🙏🙏🌷🌻
@jagobandhupaul38493 жыл бұрын
Khub e upokari VDO Thank u
@soumenmukherjee63442 жыл бұрын
Apnar video dekhe anek experience holo dada. Thanks 🙏
@BijoyBarman-q3bАй бұрын
অসাধারণ।
@msalam344411 ай бұрын
অসংখ্য ধন্যবাদ
@munmunmukherjee35668 ай бұрын
Vhison upokari video hoyeche. Thank you bhai 😇 🙏
@shahidullahmahmud35662 жыл бұрын
অনেক সুন্দর তথ্যবহুল ভিডিও। এই ধরনের আরো কিছু ভিডিও চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@উড়ুউড়ুমন-ঞ৮ঘ8 ай бұрын
khub bhalo ekta vedeo. khub upakar hobe
@dipalidas32664 ай бұрын
দাদা খুব ভালো লাগলো আপনার পরামর্শ খুব ভালো লাগলো
@subhankarmodak15523 жыл бұрын
Epsom salt niye eto detailed information age dekhini.. osadharon ...onek subhechha👍
@suvankarbardhan61023 жыл бұрын
Apnar video dekhe ami o Amajon theke 2kg Epsom salt purchase karechhi, Jeman classroom e pratekti bisayer upar bojhano jay, apni o temni apnar videor madhyame bojhabar chesta karechhen, Dhanyabad
@aktar64703 жыл бұрын
Thanks onek Kichu notun Janlam
@rajdeep85352 жыл бұрын
আপনার ভিডিও খুবই ভাল লাগে, কিন্ত মাাফ করবেন আমি কোনোদিন আপনাার ভিডিও পূর্ন দেখার মতো ধৈর্য রাখতেই পারিনি। আমি একজন সাধারণ বাগিনি তাই গাছের বিজ্ঞান নিয়ে অতো বুঝিনা। সোজা ভাবে এপসন সলট কি কাজে লাগে কখন দেওয়া এবং কি পরিমান দেওয়া উচিত, এই কটি টিপস খুব অল্প সময় নিয়েও ভিডিও করা যেতে পারে। বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার
@ranjanaghosh36742 жыл бұрын
Khoob valo laaglo vedio ta 👍👍
@ismatarahaque8186 Жыл бұрын
Onek dhonnobad.
@arupbhattacharya21763 жыл бұрын
খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন।
@nandadulalsaha09272 жыл бұрын
খুব ভালো লাগলো জেনে।
@abutahersarker79942 ай бұрын
Very good video. Thanks.
@chinmoyeeganguli44062 жыл бұрын
খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ।
@IsratJahan-kc5qe3 жыл бұрын
খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ! অনেক ধন্যবাদ আপনাকে !
@surajitbarua892 жыл бұрын
খুব সুন্দর ভাবে আপনি বোঝান, অসংখ্য ধন্যবাদ
@surmimukhopadhyay22292 жыл бұрын
Khub sundor bojhalen chhotobhai..gachh somporkito proti ta khetre er bebohar apni tule dhorechhen.. upokar pabo bolei mone hoy.. prochur porashuno ebong valobasa thakle emon kore bojhano jaay..khub upokaree vdo..khub valo hok apnar
@mousumibasu84752 жыл бұрын
KHUUUB upokar holo dada. Ei niom gulo jantam na
@bablusen35173 жыл бұрын
দাদা খুব ভালো বললেন ধন্যবাদ আপনাকে । চেষ্টা করব ।
@munnyaktr32322 жыл бұрын
দাদা আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে । আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ আপনাকে।
@panchmishalirannaghorbysipra2 жыл бұрын
Khub sundor vabe bolar jonno dhonnobad....🙏
@jayasreechakraborty13752 жыл бұрын
Khub sundor vabe bojhalen dada.🙏
@gulshahanarashahana85253 жыл бұрын
আপনার ভিডিওর সাথে অন্য কোন ভিডিওর তুলুনা হয় না।খুব ভালো লাগ ছে।।
@suranjan116011 ай бұрын
দারুন দাদা।বাংলাদেশ থেকে ❤❤❤❤❤❤❤❤
@pampasaha-kx5kq Жыл бұрын
খুব উপকারী ভিডিও
@helpstudy1233 жыл бұрын
এত সুন্দর ভাবে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ 🙏
@bholanathchatterjee8751 Жыл бұрын
Thank u,your advice❤
@aparnadas77182 ай бұрын
Khub উপকারী ভি ডি ও
@barnalitalukdar7983 жыл бұрын
বহুত ভাল লাগিল ।
@sukumarmaiti88753 жыл бұрын
অসম্ভব ভালো লাগলো ভিডিও টি । শুভেচ্ছা রইল ।
@pombhandari34123 жыл бұрын
আপনার ভিডিওগুলো সত্যিই দারুণ লাগে। আপনি খুব সুন্দর ভাবে কথাগুলোকে বলেন আর সেগুলো সম্পূর্ণভাবে কার্যকারী হয়। ধন্যবাদ দাদা আমার ছাদ বাগানে একটা সমস্যা ছিল চন্দ্রমল্লিকা গাছের পাতা সব মরা মরা হয়ে যাচ্ছে কি ব্যবহার করলে এটা হবে না
@kalpanachowdhury1962 жыл бұрын
Khub velo laglo
@joyoshri4365 ай бұрын
ভালো লাগলো
@pranabkumardas2332 Жыл бұрын
প্রয়োজনীয় ভিডিও 👌
@indramukherjee72423 жыл бұрын
দুর্দান্ত ভিডিও ।
@nepobhuiyannepolion87973 жыл бұрын
আপনার সব ভিডিও গুলাই অনেক ভালো আর উপকারি হয়।
@sanjibbiswas19263 жыл бұрын
কিছু মনে করবেন না।আপনার ভিডিওগুলো যথেষ্ট উপকারী। কিন্তু ভিডিওগুলো অযথা বড় করে ফেলেন!!
@mdwahidulislam58753 жыл бұрын
এক কথা বার বার বলেন
@helpstudy1233 жыл бұрын
আপনাদের কথায় আমি একমত হতে পারলাম না ।কারণ একজন শিক্ষক মানুষের বোঝানোর ধরণটাই এরকম হয়ে থাকে , হওয়া উচিত ।যাতে কোন ছাত্র ছাত্রীদের বুঝতে অসুবিধা না হয় । যদিও আমরা ছাত্রছাত্রী নই তবুও ওনার বোঝানোর ধরণটা তো একই থাকবে। হ্যাঁ, এইভাবে বোঝালেই তো সকলের মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবো আমরা । কিছু কথা মুখে আর কিছু কথা পেটে থাকলে কি আমাদের সুবিধা হবে? আমাদের মনে অনেক প্রশ্ন আসবে তার উত্তর পেতে পেতে অনেক দেরী হয়ে যাবে , ততদিনে গাছের অনেক ক্ষতিও হবে ,হয়তো গাছকে আর বাঁচাতেও পারবো না ।তাই একবারেই বিশদভাবে তুলে ধরা ই ভালো ।
@sanjibbiswas19263 жыл бұрын
@@helpstudy123 আপনি আমার সংগে একমত নাই হতে পারেন।কিন্তু মনে রাখবেন,স্তাবকতা বা অযথা প্রশংসার থেকে সমালোচনামূলক প্রশংসা অনেক শ্রেয়!এপসাম সল্ট নিয়ে ২০ মিনিটের ভিডিও একটুও বেশি মনে হয়েছে!!চাইলে ২০০ মিনিটও বলা যায়।কিন্তু সবাই চায় Power pack presentation. সকলের হাতেই সময় এখন কম।Skip করে দেখলে যিনি ভিডিওটা বানিয়েছেন, তার সময়ের মর্যাদা বা সঠিক মূল্যায়ন হয় না।তার প্রতি অবিচার করা হয়!!তাই তাকেও বিষয়টা স্মরণে রাখতে হবে। আর শিক্ষকতার কথা বলছেন!!পড়ুয়ারা অমনোযোগী হয়ে পড়লে বা বিষয়বস্তু জটীল হলে, তাদেরকে মনোযোগী করার জন্য বা মনটা বিষয়ে ফিরিয়ে আনতে ভূমিকা বা গল্পের প্রয়োজন হয়।কিন্তু ভূমিকাটাই যদি বিষয়বস্তুর থেকে বেশি হয়ে যায তাহলে পড়ুয়ারা বোরিং ফিল করে!!!ক্ষমা করবেন ম্যাডাম,শিক্ষকতার সংগে যুক্ত থাকার ফলে লব্ধ অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম!! আরেকটা কথা, গাছের সমস্যার ক্ষেত্রে এত দেরীতে react করলে কিন্তু গাছ বাঁচাতে পারবেন না!!!ধন্যবাদ,ভালো থাকবেন...🙏
@rupaliroy3572 жыл бұрын
@@sanjibbiswas1926 একদম ঠিক বলেছেন
@tapanchandra46152 жыл бұрын
@@mdwahidulislam5875 po
@aparnadas77182 ай бұрын
অনেক কিছু জানলাম
@sukrishnamukherjee2863 жыл бұрын
খুব উপকৃত হলাম,
@ETCBD-tm8bh2 жыл бұрын
বাংলাদেশ থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি।অত্যন্ত উপকারী এবং তথ্যবহুল ভিডিও। আমার সমস্ত গাছ পুরোপুরি ইনডোরের। বাসায়/বারান্দায় কোথাও ১ মিনিটের জন্যও রোদ আসেনা!!! ছাদ বন্ধ থাকে সর্বদা!!!! আমি কি আমার গাছগুলোতে ইপসম লবণ ব্যবহার করতে পারব?????
@dipakbiswas29022 жыл бұрын
ভিডিওটা দেখে উপকৃত হলাম। একটা কথা বলছি ,- সাবস্ক্রাইব, লাইক সবই করেছি কিন্ত কোন পরামর্শ চাইলে তার উত্তর পাওয়া যায়না। তিন মাস আগে একটা পরামর্শ চেয়েছিলাম কিন্ত পাইনি। লাইক সাবস্ক্রাইব করে লাভ কি?
@parimalkumarmallick45762 жыл бұрын
খুব ভাল লেগেছে অনেক ধন্যবাদ 👌
@arupbhattacharya97292 жыл бұрын
শিখলাম।
@anirbanbiswas61252 жыл бұрын
খুব ভালো ও প্রয়োজনীয় আলোচনা । কিন্তু একটা ব্যাপার । আপনারা অনেকেই দেখছি এই জিনিসটা কে বলছেন এটা লবন নয়। এটা table salt বলতে আমরা যে লবন কে বুঝি সেই লবন নয়। কিন্তু লবন মানে ই তো আর শুধু table salt নয়। লবন এর বিশেষ definition আছে রসায়ন শাস্ত্রে। সেই অনুযায়ী বেশ কিছু যৌগ কে লবন বলা হয়েছে । এগুলোর মধ্যে সোডিয়াম ক্লোরাইড নামক লবন টি আমরা খাই, তাই এটি আমাদের বেশি পরিচিত। ম্যাগনেসিয়াম এর এই লবন টি অন্য একটি লবন । তুঁতে বলে যে জিনিসটাকে আমরা চিনি ওটাও তো একটি লবন । কপার সালফেট লবন ।ক্যালসিয়াম ক্লোরাইড ও একটি লবন । সোডিয়াম ক্লোরাইড ও লবণ। এটা এটা আমরা খাদ্য উপাদান হিসেবে ব্যবহার করি। অন্য লবন অন্য কাজে লাগে । কিন্তু যে জিনিস chemically লবন , তাকে লবন ই বলতে হবে ।
@sali5363 жыл бұрын
Excellent explanations on use of Magnesium sulphate heptahydrate. Thank you for the great insights!!
@ajantasingha23612 жыл бұрын
খুব ভালো লাগলো
@binodbujarbaruah8 ай бұрын
Excellent. Please continue it.
@yotibiswas21433 жыл бұрын
সম্রাট দা আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক.. কয়েক বছর আগে পূর্বস্থলীতে ছবি তুলতে গিয়ে প্রথম আপনার সাথে আলাপ হয়েছিল আমার.. আপনার হয়তো মনে নেই , তবে আপনাকে আজ আমার একটি ইচ্ছের কথা জানানোর জন্য এই কমেন্ট টি করছি, সেটা হল দাদা আপনি নাস্পতি আর এপ্রিকট গাছ নিয়ে একটি করে ভিডিও যদি বানান তাহলে খুব ভালো হয়..😊😊😷😷