মান্না দে পুলোকবাবু তোমরা চিরদিন বা নগালির হৃদয় বেঁচে থাকবে। এই গানটি শুনলে কান্না ধরে রাখতে পারি না।
@HindustanZindabad-f7q10 ай бұрын
এই গান শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে তবুও শুনেই চলছি কারণ গান টির সাতে আমার জীবন টা অনেক টাই মিলে...😢😢😢😢😢🙏
@mrinalkuity7662 жыл бұрын
কত মানুষ আসবে যাবে এই পৃথিবীর বুকে কিন্তু এই গান গুলো অমর হয়ে রয়ে গেছে আর থাকবে। শুধু দুক্ষ একটা এনাদের যদি আবার ফিরে পেতাম তাহলে যত কষ্ট হোক একটা প্রণাম করে আসতাম।
@ashimroy3967 Жыл бұрын
HUNDRED PERCENT RIGHT ✅
@PrinceBanik11 ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি। মান্নাদে আমার সবচেয়ে প্রিয় শিল্পী। পুলক বন্দোপ্যাধায় এমনভাবে ও মান্নাদে সংগীতের উজ্জল নক্ষত্র হয়ে আমাদের মাঝে বেচে থাকবে।
@SumitTitin4 жыл бұрын
জীবন যেনো একটা অন্য স্রোতে ভেসে যায় এই গানটা শুনলে। প্রভু এনাদের আবার নতুন করে এই ধরনীতে আনুন, তানাহলে গানের জগৎ শেষ হয়ে যাবে। হয়তো গান আছে কিন্তু নেই সুর নেই সেই কন্ট্য....
@tarunkantisaha22733 жыл бұрын
এই গানের রচয়িতার মনের অবস্থা অকল্পনীয়।। বিশ্বের সকল ব্যাথির এটাই হল প্রতিনিধি কণ্ঠ।। অমর হোক এই কথা আর এই অমর কন্ঠ ।।
@roystudio94973 жыл бұрын
Love
@shankarmukherjee39572 жыл бұрын
Aapnar sathe puropuri ak mot
@subhaacharya38632 жыл бұрын
Ekdom satti bolechen
@pakhidas5672 жыл бұрын
Ekdam thik
@Indifishing25083 жыл бұрын
এই গানটা শুনলে গায়ে কাঁটা দেয়। চোখ দিয়ে জল চলে আসে। পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্নাদে কে এভাবেই আমরা হৃদয়ে খাঁচায় বন্দি রাখি🔥❤️
@bisawnathbaidya7855 Жыл бұрын
ʀᴇ❤❤
@prodipbala4640 Жыл бұрын
যত বার শুনি ততবারই কা্ঁদি , পুলক ও মান্না আমার পাঁজর ।
@kabitananda7968 Жыл бұрын
Gggggggģggggģgggg@@prodipbala4640
@subhransughosh-sz6nz Жыл бұрын
মান্না বাবু এবং পুলক বাবু সঙ্গীত জগতের দুই কৃতি পুরুষ। একজন কন্ঠের জাদু দিয়ে আর একজন লেখনীর জাদু তে সঙ্গীত জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে চিরকাল সঙ্গীতপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন একথা বলার অপেক্ষা রাখে না । হে অমর শিল্পী হে অমর গীতিকার তোমাদের দুজনের চরনেই জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তোমরা ছিলে একে অপরের পরিপূরক। সঙ্গীত জগতে এ হেন মেল বন্ধন বড় কম ই দেখা যায়। ..........
@bipuldhali85712 жыл бұрын
যখনই এই গান টা শুনি , তখন হৃদয়ের অন্তর থেকে কান্নায় চোখে জল চলে আসে। আর এই সমেয় নিজেকে মায়ের পদতলে অনুভব করি। পুলক বন্দোপাধ্যায় ও মান্না দে, এই দুজন বিখ্যাত বাঙালি কে আমার শত কোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🙏🙏💐💐💐🎼🎼🎼🎼🎼🎼🎼💐🎼💐🎼💐🎼💐🎼💐🎼💐🎼🎻🥁💐🎼💐🤯
@anjandebsarkar4232 Жыл бұрын
যখন এই গানটি শুনি তখন নিজেকে ধরে রাখতে পারিনা। প্রতিটি লাইন যেন খুবই প্রাসঙ্গিক নিজের জীবনের সাথে। তার জন্য শ্রদ্ধেয় পুলক বন্দোপাধ্যায় কে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
ওহ কি গান 😢😢😢 অপূর্ব সুর, মানুষের জীবন কত কষ্টকর কতটা যন্ত্রণাময়। গানটা শুনলে চোখে জল চলে আসে
@shreyasangeet16449 ай бұрын
এই গান যেন হৃদয় ছুঁয়ে যায় অসাধারণ গান❤❤❤❤
@Sffsgji4677ghosalАй бұрын
আত্মীয় স্বজন,পরিবার বর্গ,প্রিয়জন সবাই স্বার্থ টাই খোঁজে সবাই দেখে বাইরেটা কিন্তু ভেতরটা কেও দেখে না অনেক অপমান,লাঞ্ছনা শুনে শুনে যখন জীবন বিষাক্ত হয়ে উঠে মনে হয় কাদের জন্য বেঁচে আছি শেষ করে ফেলি এই জীবন, তখন এই গান শুনি মনে হয় সত্যিই তো আমার মা তো আছেন😊, এই সব বাস্তবিক জীবনের ঘটনার মাধ্যমে মাধ্যমে মা আমাদের বার বার বোঝায় যে আমি ছাড়া তোর আর কেও নেই,কিন্তু তবুও আমরা বারবার একই ভুল করি
@masudmahamod4295 Жыл бұрын
মান্না দে পুলক বাবু তোমরা চিরদিন বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে। এই গানটি শুনলে কান্না ধরে রাখতে পারি না।
@Aspirants108 Жыл бұрын
আমি তো আছি , মা গো ... এটাই যথেষ্ট চোখে জল আনার জন্য । 🙏❤️🙏
@pintudas-nn4ey9 ай бұрын
❤❤
@milankantidebmilandeb6477 Жыл бұрын
এই গানটির কথা ও সুর এবং গায়কী সব মিলিয়ে শ্রদ্ধেয় মান্না দের একটি অনন্য সাধারণ গান। গানটি হৃদয় কে স্পর্শ করে।
@purnachandragiri4730 Жыл бұрын
জগৎ জননীর অপার করুণা ভালোবাসা কৃপা না থাকলে এই সব কিছু সম্ভব নয়
@ronijash3911 Жыл бұрын
ভালোবাসার অপর নাম মান্না দে স্যার।।।miss u sir,,,,,,,,🖤🖤🖤
@shankarlalmukherjee248311 ай бұрын
Joy Prabhu Narayan. Joy Maa Kali. Aha ki apurba gaan geyechhen Manna De sir. Gaaner Samrat jokhon gaayok tokhon emon e sundar shrishti hoy. Jemon sundar kotha temni sundar sur aar temni e golar bhaktimishrito karukarjo. Ei gaan shunley mon bhorey jaay baar baar ei gaan shuntey ichchha hoy. Geetikar surokaar o Amar sangitshilpi Manna De Sir ke aamar Pranam.
@educationkutir57548 ай бұрын
আজ সন্ধায় মা বাবা কে নিয়ে প্রকৃতির কোলে বসে গানটা শুনছি, অনবদ্য গান ও লেখা, কমেন্ট টা রেখে গেলাম।🥰😍
@bhupendrakumardas35582 жыл бұрын
যতবারই শুনি ততবারই নতুন বলে মনে হয়। এ শোনার যেন শেষ নেই।
@tourwithmukherjee83322 жыл бұрын
যত বার "শুধু লাঞ্ছনা" এই লাইন টা গাইতে শুরু করি চোখে জল ধরে রাখতে পারি না!
@dipchandbar50145 ай бұрын
😊
@dipchandbar50145 ай бұрын
😊❤
@dipankarpramanik920117 күн бұрын
বেঁচে থাকার প্রেরণা❤️
@subrataroy87594 жыл бұрын
এই গানটি পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর শেষ লেখা গান যেখানে তিনি তাঁর গানের কথাগুলি বাস্তবের সাথে একাঙ্গী করে গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা গেছেন
@Indifishing25083 жыл бұрын
একদম ঠিক খবর 👍🏻🙂
@krishnendumondal90013 жыл бұрын
হ্যা
@jayantabera21263 жыл бұрын
Thik
@asmitaneogi82882 жыл бұрын
Hm
@pinkimitra3667 Жыл бұрын
হ্যা।
@banibratachaudhury2162 жыл бұрын
পুলক বন্দোপাধ্যায় গঙ্গায় আত্মহত্ম্যা করেছিলেন এই গান গুলো লেখার পরেই । বন্ধু মান্না দের কাছে গিয়ে এই গান গুলর সুর দিতে অনুরোধ করেছিলেন । কিন্তু মনের কোনো কথা বলে যাননি ।
@sujoybhattacharya1033 Жыл бұрын
সত্যি এক খানা গান,, যেটা মন প্রাণ কে শান্তি দেয়
@bholanathdas316711 ай бұрын
এই গানটি আজকাল অনেকেই গাইছে,কিন্ত এক মুহূর্তের জন্যও আপনার মন টাকে একটা ভক্তিমূলক জায়গায় নিয়ে যেতে পারবেনা কান্না তো দূর।কিন্ত ওই একই লাইন গুলো আপনি মান্নাদের গলায় শুনুন কেঁদে ফেলবেন।
@কুমারমিলন2 жыл бұрын
গানটা যত বার শুনি আমার গায়ে কাঁটা দেই।অসাধারণ সৃষ্টি
@SUMANMAHANTA-vh6rr11 ай бұрын
Sur er ostad manna dey chara ei gun imposible ❤
@munmunsarkarmandal6562 жыл бұрын
অসাধারণ একটি গান। যখনই গান টি শুনি মনে হয় যেন অন্য জগতে চলে গেছি । কোন কথা হবে না।🙏🙏🙏🙏🙏
@uk-uttamkumar Жыл бұрын
গানটা আমি প্রতিদিন ১০ বার অথবা তার বেশি শোনা হয়
@bhupendrakumardas35583 жыл бұрын
এতো সুন্দর গান। বার বার শুনলেও মন ভরে না।
@Indifishing25083 жыл бұрын
'অবশেষে তিনি গঙ্গায় ঝাঁপ দিলেন' -পুলক বন্দ্যোপাধ্যায় 🥺🥺 বন্ধুরা এই গানটি বাস্তব কাহিনী দ্বারা রচিত একটি গান। 🙏🙏🙏
@digitalindia68873 жыл бұрын
Ha
@digitalindia68873 жыл бұрын
Shilpi mn je broi sangbedanshil ...🥺😔
@digitalindia68873 жыл бұрын
Pulak babu badhyo hye Maa Gangay jhap dilen ...😔😔
@chanchalchatterjee33343 жыл бұрын
So sad
@maheswarmaheswar611310 ай бұрын
সত্যি অসাধারন ❤
@dibyendu57304 күн бұрын
One of the best singer composer and music director in bengali industry.. Love you manna dey ❤🌹🙏
@sumidey300925 күн бұрын
😭😭😭😭আজ ভীষণ মা বাবার কথা মনে পড়ছে। কিন্তু তারা যে আর এই পৃথিবীতে নেই। খুব খুব কষ্ট হচ্ছে।
@debanjanvlogs70344 жыл бұрын
amar jiboner sathe eii song tar kotha gulor khub mil ache
@n.p.sfilmproduction541410 ай бұрын
কতটা কষ্ট পেয়ে গান টা লিখেছেন তা জানার চেষ্টা করলে , বেঁচে থাকার আনন্দ টা হারিয়ে যায়। আমাদের মতো হত ভাগ্য ছেলে মেয়েরা জন্ম জন্মানতর এ গান ভেবে যাবে, আসলে যে এগুলো জীবনের যন্ত্রণা এ গুলো অনেকেই ভাবনাতীত।
@MonoranjanMistri-h2qАй бұрын
Ma sara ai prithibta ar kau nai ❤❤❤❤❤
@dreamgirl36102 жыл бұрын
গান টার সাথে বাস্তব জীবনে র অনেক মিল খুজে পাই......
@SMV774 Жыл бұрын
হ্যা।।।
@sanjaydey891211 ай бұрын
জীবন ঠিক এই পর্যায়ে এসে গেছে।
@chittaranjnhaldar80392 жыл бұрын
গান টা শুনে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে মনে হয় আমি আর লিখতে পারলাম না আমার চোখ জল এসে গেল
@hemkantibiswas13265 ай бұрын
শিল্পীর শিল্প কলমের কোলে, ভুবন মাঝে ত্রিভুবন পিতৃধন দোলে।
@mrinalkuity7662 жыл бұрын
Manna dey my all time best singer।।। Mon kharap hok vlo enar gaan ekta onno duniyate niye jai,,, kono kotha hobe na 🙏🙏🙏🙏🙏 lot's of love sir ❤️❤️❤️ jekhane thakun vlo thakun😭😭😭😭
Pulok sir koto ta kosto peye aii kotha likhechen. Tarpor Pulok sir akakitto sojjo na korte pere jibon ta die dilo. Parakia se kaleo chilo, parakia akhon to permanent hoye geche. " Jokhon valo basa bohu path ghure chale jai dur theke dure".
@baidyanathhaldar67224 жыл бұрын
Amar pochonder gan
@khoconkhocon Жыл бұрын
Anek nice song.
@abhijitmondal82492 жыл бұрын
Ai ganta sunle joto mone dhukho kasto take sob muse jai