Рет қаралды 409
প্রখ্যাত চিত্রশিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি পরিচয় দেয় ওনার নিজের সৃষ্ট গানগুলি। কথা যেমন তার প্রাঞ্জল, তার সুর তেমনই মিষ্টি। আজ তাই তাঁর সেই সৃষ্টিসত্তাকে সম্মান জানাতে আমার একটি ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদের ভালো লাগবে।
কথা ও সুর : সুযোগ বন্দ্যোপাধ্যায়
চিত্রগ্রহণ : অনির্বাণ গুহ
কণ্ঠ : অনির্বাণ গুহ
আন্তরিক সহযোগিতায় : ইন্দ্রনীল সরকার