আদাপ ও স্যালুট জানাই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বাঙলা দেশ কুমিল্লা জেলা হতে, খুবই গুরুত্বপূর্ণ কথা ও মূল্য বান পরামর্শ দেয়ার জন্য, ইতোপূর্বে এমন সুন্দর ভাবে কেউই বুঝিয়ে বলেনি, সুস্থ থাকুন শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে মুহতারাম,
@Dr.BhaskarDey21 күн бұрын
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
@sandipbiswas73272 ай бұрын
Very precise smart presentation
@Dr.BhaskarDey2 ай бұрын
Thank you so much.
@jalalakbar7972Ай бұрын
Your presentation is excellent and extremely informative , Thank you .
@Dr.BhaskarDeyАй бұрын
Thank you so much for your nice comment
@utpalghosh55742 ай бұрын
Sir, আমি একজন গ্লুকোমার পেসেন্ট। আমি দীর্ঘদিন কলকাতা Medical College এ ( RIO ) দেখাচ্ছি। আমার দু চোখেই অপরাশন হয়েছে। বাঁ চোখে অপারেশন হয়েছে রেটিনা ডিটাচমেন্টের জন্য এবং ডান চোখ অপরেশন হয়েছিল ছানির জন্য। কিন্তু বাঁ চোখটা আমার অন্ধ হয়ে গেছে। ডান চোখে দেখতে পায় কিন্তু কিছুদিন হলো floaters হচ্ছে এবং তখন দেখতে খুব অসুবিধা হয়। আসতে আসতে ঠিক হয়ে যায় কিন্তু কিছুদিন পর আবার হয়। আমি ডাক্তার বাবুদের বলেছি। ওনারা বলেন মাঝে মাঝে হবে আবার ঠিক হয়ে যাবে। আপনি যদি কোনো সাজেশন দেন floaters এর ব্যাপারে খুব ভালো হয়। আমাকে যে ওষুধ গুলো দিয়েছেন Dorzolamide +Timolol, Travoprost, Nepafenac, Ripatec, CMC., আশা করি জানাবেন। আর floaters এর ব্যাপারে যদি কিছু জানান। ধন্যবাদ। ভালো থাকবেন।
@Dr.BhaskarDey2 ай бұрын
চোখ না পরীক্ষা করে ঠিক বলা যাবে না। আপনাকে একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে। RIO ঠিক আছে। খুব ভাল হাসপাতাল। Floaters এর বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। ওই ভিডিও টা দেখে নিতে হবে।
@sudipchakraborty18252 ай бұрын
খুব পরিচ্ছন্ন ব্যাখ্যা। আপনাদের মতো ডাক্তারবাবুদের কাছে সমাজ ঋণী।
@Dr.BhaskarDey2 ай бұрын
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
@rabindranathmanna88322 ай бұрын
Many many thanks for your valuable information.
@Dr.BhaskarDey2 ай бұрын
You are most welcome. Thank you.
@SubhajitBanerjee-j8v2 ай бұрын
Very nice representation
@Dr.BhaskarDey2 ай бұрын
Thank you so much
@jayantimukharjee60152 ай бұрын
Dhanyabad Namaskar shunlam janlam
@Dr.BhaskarDey2 ай бұрын
নমস্কার, আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
@mrinalsikder508Ай бұрын
🎉
@Dr.BhaskarDeyАй бұрын
👍
@SirajulHaque-m6g14 күн бұрын
Glaucoma surgery cost??
@Dr.BhaskarDey14 күн бұрын
Cost is variable. You'll have to ask the hospital.
@younuskhan546324 күн бұрын
সার চোখের স্টেম সেল থেরাপি কি একটা ভিডিও দিয়েন
@Dr.BhaskarDey24 күн бұрын
চোখের স্টেম সেল থেরাপি এখনোও full proof হয় নি। তবুও আমি কয়েকদিন পরে একটা ভিডিও করব।
@dipanwitasasmal245020 күн бұрын
এই রোগের ড্রপ কি রোজ কি একিই টাইমে দিতে হয়
@Dr.BhaskarDey20 күн бұрын
Glaucoma রোগের চোখের ফোঁটা রোজ একই সময়ে দেওয়া ভাল।
@namaskarworld65062 ай бұрын
আমার প্রনাম নেবেন ডাক্তারবাবু ।। আমি নিয়মিত আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে ।। রেটিনা ডিটাচমেন্ট (RD) অপারেশন successful হবার পর ঐ চোখে ৩৬০ ডিগ্রি লেজার করা হয়েছে এবং লেন্স বসিয়ে দেওয়া হয়েছে ছানির কারনে ।। পেসেন্ট বর্তমানে গ্লুকোমার শিকার ।। এই চোখের গ্লুকোমার ক্ষেত্রে Dorzox-T এর পরিবর্তে কি Brinzox-T ব্যাবহার করা যেতে পারে ?? উভয় ড্রপ দুইটির মধ্যে পার্থক্য কি ?? দয়াকরে যদি আমাকে জানান তাহলে আমি ভীষন ভাবে উপকৃত হব ডাক্তারবাবু ( পারলে যদি দুইটি ড্রপের পার্থক্য বা তফাৎ নিয়ে একটি ভিডিও বানান, তাহলেও হবে ) ।। লেজার করার পরেই একটা কুয়াশার মতোন কিছুটা অস্পষ্ট লাগে সবকিছু । কিন্তু Dorzox-T এর পরিবর্তে আমি Brinzox-T কয়েকদিনের জন্য একটু Apply করেছিলাম, তাতে দেখেছিলাম যে ঐ কুয়াশা ভাবটা যেনো সামান্য একটু কম মনে হয় ।। আমি কি তাহলে Dorzox-T ব্যাবহার করা ছেড়ে দিয়ে তার পরিবর্তে যদি Brinzox-T Apply করি তাহলে কি কোনো অসুবিধা হতে পারে ?? দুটো কি একই ড্রপ ?? নাকি এটা আমার জন্য Harmful হতে পারে ??
@Dr.BhaskarDey2 ай бұрын
দুটো একই ওষুধ নয়। একটু আলাদা। তবে, একই গ্রুপের ওষুধ। আমার মতে একটার বদলে আর একটা ব্যবহার করলে খুব বেশী অসুবিধা হবে না। কারণ দুটো ওষুধই একই কাজ করবে। চোখের প্রেশার কমিয়ে রাখবে। কিন্তু এটা আমার মত জানালাম। কিন্তু একজন অন্য ডাক্তার বাবু আপনার চিকিৎসা করছেন। ওনার মত নেওয়াই সব তবে ভাল। গ্লকোমার কোনোও ওষুধ শুরু করার আগে যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন, ওনার মতই আসল। ওনাকে জিজ্ঞেস করতে হবে।
@syamsundarpal474315 күн бұрын
শ্রদ্ধেয় ডাক্তারবাবু আমি চার-পাঁচ বছর গ্লুকোমায় ভুগছি। প্রেসক্রিপশন অনুযায়ী আমি ব্যবহার করছি Brinzox, xalatan,raiki কিন্তু দৃষ্টিশক্তি ডান চোখে প্রায় নেই। বা চোখ টা ভালো আছে, সেটাও কি খারাপ হয়ে যেতে পারে? এখন কি করা উচিত
@Dr.BhaskarDey15 күн бұрын
আমি e mail এ আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। ওই টা দেখে নিতে হবে।
@ihshakib383327 күн бұрын
হ্যালো DR. BHASKAR DEVNATH স্যার,ডাক্তারবাবু বলতেছে আমার মায়ের বাম চোখে গ্লুকোমার কারনে চোখের দৃষ্টি চলে গেছে,এখন ইন্ডিয়া নিয়ে গেলে কি এটার কোন চিকিৎসা আছে?অথবা গ্লুকোমার কারনে বাম চোখে যে দৃষ্টি চলে গেছে এটার কি চিকিৎসা করানো উচিত কি করলে ফিরে আসবে স্যার?আর ডান চোখটা কিভাবে ভালো রাখা যাবে প্লিজ কমেন্টটা দেখে সাজেশন দিবেন কষ্ট করে
@Dr.BhaskarDey26 күн бұрын
এই সব Glaucoma ভিডিওতে বলা আছে
@jisanboss4019Ай бұрын
স্যার গ্লুকোমা রোগ ছাড়া কী চোখে ঝাপসা দেখা যায়
@Dr.BhaskarDeyАй бұрын
চোখের অনেক অনেক রোগ আছে যাতে ঝাপসা দেখা যায়।
@mithumukhopadhyay8432 ай бұрын
Glaucoma এ দৃষ্টিশক্তি চলে গেলে তার কি কোনো চিকিৎসা নেই ?
@Dr.BhaskarDey2 ай бұрын
না। Glaucoma রোগ এ চিকিৎসা শুরু করার আগে যে দৃষ্টি চলে গেছে সেটা আর ফেরত আসে না।
@ihshakib383316 күн бұрын
ডাক্তার বাবু ছানি অপারেশন হয়েছে আজকে ৬ দিন, আজকে নামাজ পড়ে মুনাজাত করার সময় কান্না করে দিছে তার ফলে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এতে কি কোন সমস্যা হবে ডাক্তার বাবু?
@Dr.BhaskarDey16 күн бұрын
অল্প জল পরলে কোনোও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বেশী জল পরলে সমস্যা হতে পারে। আমার মতে যে ডাক্তারবাবু অপরেশন করেছেন, ওনাকে একবার দেখিয়ে নেওয়া উচিৎ।
@diptichoudhary8062 ай бұрын
Amar glaucoma ase ami bisadvabe Jante Pere upakrito halum
@Dr.BhaskarDey2 ай бұрын
Apnar comment er jonye apnake dhonyobad janai.
@NajifaJannati2 ай бұрын
ফ্লটার্স এন্ড ফ্লাসেস কোন চিকিৎসা আছে কিনা আমি বাংলাদেশ থেকে বলছি চিকিৎসা থেকে থাকে আমাকে জানাবেন কলকাতায় হলেও জানাবেন
@Dr.BhaskarDey2 ай бұрын
এই দুটি বিষয়ে দুটো আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। ওই ভিডিও দুটো দেখে নিতে হবে।
@pranabghorui63092 ай бұрын
গ্লুকোমা ছাড়া অন্য কোনো কারণে চোখের প্রেসার বাড়তে পারে?
@Dr.BhaskarDey2 ай бұрын
খুব ভাল প্রশ্ন। কিছু কিছু কারণে Glaucoma ছাড়াও চোখের প্রেশার বাড়তে পারে। এই গুলির মধ্যে বিশেষ কয়েকটি হল: 1. Ocular hypertension - এই অবস্থায় চোখের প্রেশার বেশী থাকে, কিন্তু দৃষ্টির ক্ষতি করে না। 2. চোখে আঘাত লাগলে, চোখের প্রেশার বাড়তে পারে। 3. Uveitis নামে চোখের একটি রোগ হলে। 4. ওষুধের দোকান থেকে কিনে স্টেরয়েড দেওয়া ওষুধ চোখে দিলে ইত্যাদি।
@sanchitadey80372 ай бұрын
ফোন নম্বর পাওয়া যেতে পারে? চোখ দেখানোত প্রয়োজন ৷
@Dr.BhaskarDey2 ай бұрын
না ফোন নাম্বার পাবেন না। তবে আপনার সমস্যা জানিয়ে আপনি আমাকে e mail করতে পারেন। মেইল অ্যাড্রেস: bdey1138@gmail.com
@MamotazKhatun-bk1fy2 ай бұрын
আপনার চিকিৎসার স্থানের ঠিকানা?
@Dr.BhaskarDey2 ай бұрын
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা বা আমার ফোন নম্বর নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: bdey1138@gmail.com
@SreeBimol-id5fe2 ай бұрын
স্যার নমস্কার। স্যার আপনার পুরো কথা আমি মনোযোগ সহকারী শুনেছি। আমার চোখের সমস্যা আমি সাইট এখনো দেখি না। কাছে সমস্যা তাই আমার পরীক্ষার রিপোর্টগুলো আপনার কাছে কিভাবে পাঠাতে পারি আপনি আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন।আপনার ইমু নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন।
@Dr.BhaskarDey2 ай бұрын
আপনি আমাকে email করতে পারেন। মেইল অ্যাড্রেস: bdey1138@gmail.com