নমস্কার ডাক্তার বাবু। ছানির জন্য বলছিলাম। চোখের চশমার পাওয়ার এর হেরফের করলে কি ছানি অপারেশন করতে হবে না? নমস্কার জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু
@Dr.BhaskarDey16 сағат бұрын
নমস্কার। চোখে ছানি পড়ে গেলে, চশমার পাওয়ার বদলে, কিছু দিন দৃষ্টি ভাল হতে পারে। কিন্তু ছানি বেড়ে গেলে অপারেশন করতে হবে।
@RubyDas-t2z19 сағат бұрын
Thanks Dr Sir for this video🎉
@Dr.BhaskarDey19 сағат бұрын
Thank you for your nice comment
@AlhajSeikh19 сағат бұрын
নমস্কার ডাক্তার বাবু। আমার যে চোখটা ছানি পড়েছে সেই চোখটাই আমি ভালো দেখতে পাই খবরের কাগজ পড়তে পারি বই পড়তে পারি। কিন্তু যে চোখটা ছানি অল্প পড়েছে সেটাই ভালো পড়তে পারি না। এর কারণ কি।
@Dr.BhaskarDey19 сағат бұрын
এর কারণ আছে। যে চোখটায় ছানি পড়েছে, সেই চোখে কাছের জিনিস ভাল দেখতে পান। মনে বই পড়া, ইত্যাদি। কিন্তু দেখবেন দূরের জিনিস ভাল দেখতে পারবেন না। এর কারণ ছানি যে চোখে পড়ে, সেই চোখে অনেক সময় মাইনাস পাওয়ার হয়ে যায় তাই। ঠিক পাওয়ার এর চশমা পরলে, দূরের এবং কাছের দুটোই দেখা যাবে। যদি পাওয়ার দিয়ে, দূরের দৃষ্টি না বেশী হয়, তাহলে ছানির অপারেশন করতে হবে।
@arunbanerjee9614Күн бұрын
আমার চোখে একমাস হল ফেকো অপারেশন হয়েছে। ইদানিং কয়েকদিন হল চোখের এক কোনে কালো ঝুলের মত একটা ছোট floater দেখতে পাচ্ছি। চোখ বন্ধ থাকলেও ওটা আসছে। এর প্রতিকার কি?
@Dr.BhaskarDey21 сағат бұрын
এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটার নাম চোখের floaters. ওই ভিডিও টা মন দিয়ে পুরোটা দেখতে হবে। ওই ভিডিওতে floaters er বিষয়ে সব কিছু বলা আছে।
@arunbanerjee961419 сағат бұрын
@Dr.BhaskarDey অনেক ধন্যবাদ। আপনার ফ্লোটার সংক্রান্ত ভিডিও দেখলাম এবং অনেক কিছু জানলাম।
@Dr.BhaskarDey19 сағат бұрын
@arunbanerjee9614 আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
@jhumurbaroi1834Күн бұрын
ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
@Dr.BhaskarDeyКүн бұрын
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ।
@TaslimaAkter-q6rКүн бұрын
Ghum ki kom hoy
@Dr.BhaskarDeyКүн бұрын
Ghum er somosya hote pare
@TaslimaAkter-q6rКүн бұрын
Tv thekeo ki ber hoy blue light
@Dr.BhaskarDeyКүн бұрын
Yes. TV theke ber hoy.
@suman.sarkarКүн бұрын
আপনার ব্যক্তিগত মত অনুযায়ী প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে কোনটি বেশী ভালো চিকিৎসা? (১) চশমা (২) পাইলোকারপিন
@Dr.BhaskarDeyКүн бұрын
চশমা।
@suman.sarkar19 сағат бұрын
@@Dr.BhaskarDey Thank you sir
@suman.sarkarКүн бұрын
কোনও ব্যক্তি প্রেসবায়োপিয়ায় আক্রান্ত হলে সবসময়ই কি চশমা পরা উচিত ??
@Dr.BhaskarDeyКүн бұрын
শুধু presbyopia থাকলে সব সময় পড়ার দরকার নেই। শুধু কাছের জিনিস দেখার সমর ব্যবহার করা যেতে পারে। কিন্তু presbyopia র সাথে দূরের পাওয়ার থাকলে সব সময় পড়া উচিৎ।
@suman.sarkar19 сағат бұрын
@@Dr.BhaskarDey Ok sir
@massivejishan3756Күн бұрын
R - S.E -1.50 L - S.E - 1.75 PD.65.0 Age;21 আমার চোখ ঠিক আছে স্যার?
@Dr.BhaskarDeyКүн бұрын
চশমা লাগিয়ে ভিশন কত টা লেখা নেই।
@massivejishan375623 сағат бұрын
@Dr.BhaskarDey R Sph 1.00 VA 6/6 L Sph 1.00 VA 6/6। ডাক্তার চশমা সাজেস্ট করেছে। কিন্তু আমি যদি চশমা না পরি তাহলে কি চোখের আরো অবনতি হবে?
@Dr.BhaskarDey21 сағат бұрын
চোখ লাগিয়ে Vision কত?
@Dr.BhaskarDey20 сағат бұрын
চশমা চোখে লাগিয়ে ভিশন কত?
@massivejishan375620 сағат бұрын
@@Dr.BhaskarDey চশমা এটাই প্রথম নেয়া হবে। ডাক্তারের সেখানে চোখ চেকিং এর চশমা পরিয়েছিল কিন্তু ভিশন টাইপ কিছু বলে নাই।
@FarzanaKhanamlovlyКүн бұрын
স্যার মাইগ্রেন তাকলে গর্বদারন কি হয় বলবেন
@Dr.BhaskarDeyКүн бұрын
মাইগ্রেন থাকলে গর্ভধারণ করা যায়, কিন্তু G &O ডাক্তারবাবু কে জিজ্ঞেস করতে হবে যে গর্ভধারণের সময় মাইগ্রেন ওষুধ চালান জানে কি না।
@FarzanaKhanamlovly23 сағат бұрын
আমি sentix0.5খাই
@swapankumardey7735Күн бұрын
Very useful guidance
@Dr.BhaskarDeyКүн бұрын
Thank you for your nice comment
@kuntalgoswami4759Күн бұрын
Cartoon
@Dr.BhaskarDeyКүн бұрын
বুঝলাম না।
@SKSohag-qb9hdКүн бұрын
স্যার, আমার ডান চোখে আঘাত লাগার কারণে চোখে ইনফেকশন হয়, চক্ষু চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে আমি এখন সুস্থ, কিন্তু আমি বাম চোখের চেয়ে ডান চোখে হালকা ঝাপসা দেখছি, ডাক্তার বলেছে চোখের কর্নিয়ায় সরিষার দানার সমান একটা সাদা স্কেচ হয়ে গেছে, তার কারণেই চোখে ঝাপসা দেখছি, স্যার এইটা কি ঠিক হবে, চোখের দৃষ্টি কি আবার পূর্বের অবস্থায় আসবে..?
@Dr.BhaskarDeyКүн бұрын
চোখ না পরীক্ষা করে কিছু বলা উচিৎ নয়। এই প্রশ্নটা যিনি চোখ পরীক্ষা করেছেন, ওনাকেই জিজ্ঞেস করতে হবে।
@TaslimaAkter-q6rКүн бұрын
Arekta video koi
@Dr.BhaskarDeyКүн бұрын
Kiser video?
@KulsomAkther-g8lКүн бұрын
Amk tuh docter dce porikka kre power dxe. 6.6...( 2.). Eye Amr karaf lge besikkon diye rakle abr na dileo ami kico dekinh aita cara age shb dektam...bujtecinh ki krbo😔
@Dr.BhaskarDeyКүн бұрын
Ei channel e ekta video ache, zetar nam different operations for myopia. Oi video ta dekhte hobe.
@Osmangani-nu6mm2 күн бұрын
I could not but appreciate you.
@Dr.BhaskarDey2 күн бұрын
Thank you
@MdsaadUddin-x7c2 күн бұрын
দুরে দেখা যায় না স্যার চশমা ব্যবহার করতেছি
@Dr.BhaskarDey2 күн бұрын
ভাল। চশমা ঠিক মত ব্যবহার করতে হবে।
@MdsaadUddin-x7c2 күн бұрын
@Dr.BhaskarDey কোন চশমা ভাল স্যার
@tarundas59083 күн бұрын
আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো আপনাকে নমস্কার জানাই ডাকবো আমার অপারেশন হবে আমার 59 বছর বয়স আমি ডাক্তার বাবু কে দেখিয়েছি পরবর্তী মঙ্গলবার ডাক্তার দেখাব এবং অপারেশন করিয়ে নেব আপনার নিয়মগুলি মেনে চলবো আমি তাই আপনার ভিডিওটি আমার whatsapp-এ ডাউনলোড করে রেখেছি প্রয়োজন পড়লে পুনরায় দেখব ধন্যবাদ নমস্কার নেবেন
@Moshiurshorts4 күн бұрын
Sir treatment ta details a bole dile valo hoi .
@Dr.BhaskarDey4 күн бұрын
চোখ পরীক্ষা না করে details এ ট্রিটমেন্ট বলা যায় না। তাই বলা হয় নি।
@shyamaliroy67854 күн бұрын
ডাক্তারবাবু আপনি কোন জায়গায় চেম্পারে বসুন আমাদের আপনার সাথে দেখা করার বিশেষ দরকার
@Dr.BhaskarDey4 күн бұрын
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা বা আমার ফোন নম্বর নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: [email protected]
@DdfdjffvgggGsgdgdjhf4 күн бұрын
ধন্যবাদ আপনাকে ❤❤❤
@Dr.BhaskarDey4 күн бұрын
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ।
@Tayiba1005 күн бұрын
আমি বাম চোখে ঝাপসা ও বস্তুর রং কিছোটা গারো দেখি
@Dr.BhaskarDey5 күн бұрын
একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে
@Tayiba1002 күн бұрын
🥰❤🥰
@Dr.BhaskarDey2 күн бұрын
@Tayiba100 🙏
@DdfdjffvgggGsgdgdjhf5 күн бұрын
চা কপি খেলে কি চখের সমস্যা হবে
@Dr.BhaskarDey5 күн бұрын
বেশী খেলে হতে পরে।
@mdnozrul2945 күн бұрын
নমস্কার স্যার আমার আম্মুর সানি অপারেশন করিয়েছি। তার পর ভালো বাভে দেখতে ও পায়। দুই মাস পরে চোখে হাতের চাপ লাগে তার পর ভালো ভাবে দেখতে পায় না। তার পর ডঃতরের কাছে নিয়ে গেলাম।ডঃ বলে কিছু করা সম্ভব নয়। কোনো উপায় আছেনি স্যার। দয়া করে জানাবেন
@Dr.BhaskarDey5 күн бұрын
মনে হয় হাতের চাপের জন্যে চোখের ভিতরে রক্ত জমে গেছে। এটা ছাড়াও অন্য় কিছু ক্ষতি হতে পারে। চোখ না পরীক্ষা করে কিছু বোঝা যাবে না। আপনি ওনাকে কোনোও চোখের হাসপাতালে দেখান
@gautamsanyal22245 күн бұрын
Thank You Doctor for Your Pertinent Expression.
@Dr.BhaskarDey5 күн бұрын
Thank you for your nice comment
@shyamalghosh6605 күн бұрын
Thanks for nice analysis .
@Dr.BhaskarDey5 күн бұрын
Thank you for your nice comment
@HumayunKabir-qo2ss5 күн бұрын
দূরের জিনিস ভালো দেখা যাবে স্যার?
@Dr.BhaskarDey5 күн бұрын
কমেন্ট পড়ে মনে হচ্ছে ভিডিও থাম্বনেল ভাল করে পড়া হয় নি, এবং ভিডিওটা ও মন দিয়ে দেখা হয় নি। ভিডিওতে সব বলা আছে। আর একবার মন দিয়ে দেখতে হবে।
@pandabnandi44946 күн бұрын
আমার চোখের সামনে মাটির মতন উঠতে দেখি এবং আবছা দেখি ।এর সারানোর উপায় কী।
@Dr.BhaskarDey6 күн бұрын
এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটার নাম চোখের ফ্লোটারস। ওই ভিডিওটা দেখে নিতে হবে।
@rabeyabosry46097 күн бұрын
স্যার আমার চোখের সমস্যা আছে,, আমি আপনার সাথে কন্ট্রাক্ট করবো কি ভাবে,,
@Dr.BhaskarDey7 күн бұрын
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা বা আমার ফোন নম্বর নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: [email protected]
@omarfarukrana7 күн бұрын
স্যার ম্যাকুলার ডিস্ট্রফি নিয়ে ভিডিও চাই
@Dr.BhaskarDey7 күн бұрын
ঠিক আছে।
@masumaparvin26537 күн бұрын
..m
@pmmafiagaming98987 күн бұрын
Sir amar choker power -5 ata kivabe puro puri thik hobe
@Dr.BhaskarDey7 күн бұрын
অপারেশন করাতে হবে। এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটার জন্য ময়োপিয়ার জন্যে বিভিন্ন অপারেশন। ওই ভিডিও টা মন দিয়ে পুরোটা দেখতে হবে।
@pmmafiagaming98987 күн бұрын
Sir amar viral caratitis hoye che doctor ke dekhi ye chi choke bollo aghat hoye kintu bhule gechi karon onek din agee hoye che akhon medicine cholche Sir ata eta thik hote kotodin somoy lagbe khub problem a achi arr ami medical a ratina doctor ke dekhi ye chi
@Dr.BhaskarDey7 күн бұрын
এটা ঠিক হতে এক এক জনের সময় বেশী লাগে। ওষুধ ঠিক মত লাগিয়ে যান। ঠিক হয়ে যাবে।
@bibekanandapati99168 күн бұрын
Very useful. Regards
@Dr.BhaskarDey8 күн бұрын
Thank you so much for your nice comment
@KalyaniBhattacherjee8 күн бұрын
কি ভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব
@Dr.BhaskarDey8 күн бұрын
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা বা আমার ফোন নম্বর নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: [email protected]
@architamaity67298 күн бұрын
Sir ami sob dekte pachi kintu choke pressure porche amr ki kora dorkar
@Dr.BhaskarDey8 күн бұрын
একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে। অনেক সময় চোখে ঠিক দেখতে পেলেও cylindrical power এর জন্যে এই রকম হয়। একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে।
@KhadijaAkter-n6o8 күн бұрын
ডাক্তার ব্লু কার্ট চশমা ব্যবহার করতে বললে কি ব্যবহার করা যাবে
@Dr.BhaskarDey8 күн бұрын
কোনোও চক্ষু বিশেষজ্ঞ নিজে থেকে ব্লু কাট লেন্স ব্যবহার করতে বলেন না। ARC লেন্স ব্যবহার করতে পারেন।
@KhadijaAkter-n6o8 күн бұрын
@Dr.BhaskarDey স্যার আজকে আমি চক্ষুবিশেষজ্ঞ ডাক্তার দেখায়েছি ওই প্রেসক্রিপশন এ ব্লু কালারে টিক দিয়ে দিছে। এখনো আমি চশমা বানাই নি, এখন আমার করনীয় কি , কোনটা বানাবো।প্লিজ জানাবেন। আমারে (-0.50)পাওয়ার দিছে।আর এঙ্গেলস দিছে 80°
@Dr.BhaskarDey8 күн бұрын
আমি যা বলার ভিডিওতে বলেছি। এবার আপনাকে চিন্তা করতে হবে যে চোখ দুটি কার? ক্ষতি হলে কার হবে? সেই অনুযায়ী decision নিতে হবে।
@skrakibul67579 күн бұрын
আচ্ছা স্যার স্মার্টফোন চোখের জন্য এত ক্ষতিকর কেন
@Dr.BhaskarDey9 күн бұрын
স্মার্ট ফোন ক্ষতিকারক নয়। কিন্তু স্মার্ট ফোন অতিরিক্ত ব্যবহার করার জন্যে এবং নিয়ম না মেনে ব্যবহার করার জন্যে চোখের ক্ষতি হতে পারে। এই বিষয়ে, এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটার নাম Dry eyes. Oi ভিডিওটা দেখে নিতে হবে।
@soumenmahato907510 күн бұрын
Amar headache ache amr ki chasma porle thik hobe? dr blue cut chasma porte boleche, ki korbo ?
@Dr.BhaskarDey10 күн бұрын
Video te blue cut lenser bishoye sob kichu bola ache.
@somamondal403311 күн бұрын
Sir apnar contact number powa jabe Ami apnar kache cokher jonno jetam
@alobardhan316711 күн бұрын
আমার চোখের অবস্থা ছোট থেকেই খারাপ, high minus power. এখন বয়স 50+ হওয়ার কারণে কাছের দৃষ্টিও দুর্বল। Lasic operation এর advice আছে গত বছর May থেকে। কিন্তু সঠিক অপারেশনের অভাবে পুরোপুরি অন্ধত্বের কবলে পরার ভয়ে অপারেশন করাতে পারছি না। বেশী খরচ সাপেক্ষ অপারেশনের সামর্থ্য নেই। কিভাবে, কোথায় গেলে আমি সঠিক দিশা পাবো?
@Dr.BhaskarDey11 күн бұрын
এই চ্যানেলে তিনটে ভাল ভিডিও আছে: 1. পশ্চিমবঙ্গের 10 টি শীর্ষ স্থানীয় চোখের হাসপাতাল। 2. ভারতের 10 টি শীর্ষ স্থানীয় চোখের হাসপাতাল। 3. মায়োপিয়া র জন্যে বিভিন্ন অপারেশন। ওই ভিডিও তিনটি মন দিয়ে দেখে নিন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
@the_dreamer25.12 күн бұрын
স্যার আমি একজন স্টুডেন্ট আর আমি online through preparation নিচ্ছি so আমাকে daily 7-8 hour laptop আর সামনে spend করতে হয়, 2 মাস থেকে আমি screen এর দিকে তাকাতে পারছি না চোখে খুব জালা করছে , চোখ দিয়ে জল গড়াচ্ছে যদিও আমার RE- SPH( - 0.25 ) and LE- CYL( -0.75) AXIS 90° তাহলে আমার করণীয় কী যদি একটু বলতেন খুব ভালো হতো 🙏
@Dr.BhaskarDey12 күн бұрын
যে গুলি করতে হবে, সেই গুলি হচ্ছে: 1. ল্যাপটপ e কাজ করার সময় চশমা পরে কাজ করতে হবে। 2, চশমার পাওয়ার এক বছরের বেশি হয়ে গেলে নতুন করে পাওয়ার পরীক্ষা করাতে হবে। 3. এই চ্যানেলে দুটো ভিডিও আছে। একটার নাম কম্পিউটারে কাজ করলে কি কি নিয়ম মেনে চলতে হবে। আর অন্যটি হল চোখ থেকে জল পড়ার চিকিৎসা। ওই ভিডিও দুটো মন দিয়ে পুরোটা দেখতে হবে। ওই গুলিতে বাকী নিয়ম বলা আছে।
@rahulmanna215712 күн бұрын
Amr duto chokhei hoyechee oporer patay o nicher patay hoyeche ki korbo aktu bolben
@Dr.BhaskarDey12 күн бұрын
একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে
@shyamalsoo643412 күн бұрын
স্বাস্হ্য সাথী কার্ডের মাধ্যমে কি ট্রিটমেন্ট হয় কি??
@Dr.BhaskarDey12 күн бұрын
Hospital গুলির ফোন নম্বর দেওয়া আছে। ফোন করে জেনে নিতে হবে।
@ShaonCryptoEarning12 күн бұрын
আমি আজকেই বানাতে দিয়েছি
@Dr.BhaskarDey12 күн бұрын
ভুল করেছেন।
@banashreesengupta999013 күн бұрын
Dr babu amr retinar somosha ache
@Dr.BhaskarDey13 күн бұрын
একজন Retina Specialist কে দেখাতে হবে।
@SirajulHaque-m6g14 күн бұрын
Glaucoma surgery cost??
@Dr.BhaskarDey13 күн бұрын
Cost is variable. You'll have to ask the hospital.