গ্রেফতার করতে পারেন আপনিও! Citizen's Arrest । ফৌজদারি কার্যবিধি ধারা ৫৯ [Citizen's Arrest]

  Рет қаралды 356

Law Help BD

Law Help BD

Жыл бұрын

কিছু ক্ষেত্রে একজন সাধারণ ব্যাক্তিও চাইলে একজন অপরাধীকে গ্রেফতার বা করতে পারে:
এই বিষয়ৈ উল্লেখ আছে আমাদের ফৌজদারি কার্যবিধিরি ৫৯ ধারায়; যেখান বলা হয়েছ একজন সাধারন ব্যক্তি / Citizen (আইন -শৃঙ্খলা বাহিনীর নয় এমন) এমন একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে যখন সেই (অন্য) ব্যাক্তি -১. Cognizable offense, non bailable [offender] করে ;
এমন অপরাধ যেখানে দেখলেই বুঝা যায় যে মারত্বক অপরাধ হয়েছে যেমন; খুন, চুরি - ডাকাতি, ধর্ষন, এমন আঘাত যা দেখলেই বোঝা যায় যে তা কোন পারমানেন্ট ড্যমেড করেছে.. চোখে, মুখে, কানে, হাড্ডিতে, যৌন ক্ষমতায়, ইত্যাদি। বা
২. যখন কোন ব্যক্তিকে সরকার Proclaimed offender ঘোসনা করে;
গ্রেফতার কিভাবে করবে?
(১) কথা দ্বারা (আপনাকে এরষ্ট করা হচ্ছে), আটক করে বা স্পর্শ করে (ধরে) বা এমন কিছু করে গ্রেফতার করবে।
(২) গ্রেফতার এড়াতে চাইলে - আটক বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার করা যাবে।
(৩) মৃত্যূদন্ড প্রাপ্ত আসামী ছাড়া গ্রেফতার করতে গিয়ে মেরে ফেলা যাবে না / গুলি করা যাবে না / মেরে ফেলার মত কিছু করা যাবে না।
গ্রেফতার করার পর কি করবেন?
এরেষ্ট/ গ্রেফতার করার পারে যত দ্রুত সম্ভব অপরাধিকে একজন পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করতে হবে। যদি পুলিশ অফিসার না পাওয়া যায় তবে তাকে নিকটস্থ পুলিশ স্টেশনে হস্তান্তর করতে হবে।
যেসব বিষয় খেয়াল রাখতে হবে
১. নিজের চোখের সামনে ঘটলেই বা অপরাধ সম্পর্কে নিশ্চিত হলেই কেবল এমন এরেস্ট করা উচিৎ
২. অতিরিক্ত বল প্রয়োজ করা উচিৎ নয়, যা করলে আপনিও একটা অপরাধ করে ফেলতে পারে
৩. দ্রুত পুলিশকে জানাতে হবে, পুলিশের কাছে নিতে হবে বা থানায় নিতে হবে।
যে কোন আইনি প্রফেশনাল হেল্প পেতে
আমাদের ফেসবুকে নক করুন এই লিংকে: / lawhelpbd​
অথবা ই-মেইল করুন এই ঠিকানায়: lawhelpbd@gmail.com, adv.rayhanulislam@gmail.com অথবা
আমাদের সাইট ভিজিট করুন -
আমাদের মেইন (ইংরেজি)ওয়েবসাইট: www.lawhelpbd.com​
আমাদের বাংলা ওয়েবসাইট: bangla.lawhelpbd.com
---------------
রচনা ও উপস্থাপনায়
অ্যাডভোকেট রায়হানুল ইসলাম
প্রধান সম্পাদক, ল হেল্প বিডি
পরিচালক, আইন পাঠশালা
সময় নিতে যোগাযোগ করুন: +8801711386146 (বিকাল ৫ - রাত ৯ টা)
#citizen's_Arrest #গ্রেফতার #Bangladesh #arrest

Пікірлер: 2
@Rupom83
@Rupom83 Жыл бұрын
মোটরসাইকেলের নতুন নীতিমালা নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। মানে যা ইচ্ছে তাই করছে!!!
@LawHelpBD
@LawHelpBD Жыл бұрын
ইচ্ছেতো হয় অনেক কিছু্ই বলি কিন্তু কি লাভ বলেন। দেশের আইন কানুন করছে আমলা কিছু ব্যক্তি স্বার্থে; দু:খ জনক।
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 25 МЛН