Рет қаралды 59,258
#Thai_variety_fruit_garden_overview
আপনাদের যে প্রিয় চ্যানেলটি আপনারা দেখছেন এই ছাদের অনেক ভূমিকা আছে কারণ শুরুর দিকে কোন চ্যানেল সবার কাছে যখন পৌঁছানোর চেষ্টা করে খুব কঠিন কাজ, দীপঙ্কর দার এই ছাদ বাগান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি ছাদ।
তাই আড়াই বছর পর আরো একবার আপনাদের সামনে হাজির করলাম সেই বিখ্যাত ছাদবাগানটি যেটি আমার কাছে আজও স্মরণীয় শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখবেন কারণ যে গাছগুলো ছোট ছিল যে কাজগুলো আমার কাছে অতি পরিচিতি পেয়েছে আজ কিন্তু সবকিছু আপনাদের জন্য সম্ভব হয়েছে বহু ছাদবাগান দেখালেও আমার কাছে সেরা সেরা ছাদ বাগান কিন্তু আজ এই বাগানটি তার কারণ সেরা বাগান যতই হোক না কেন যাদেরকে নিয়ে শুরু হয়েছিল তাদের কথা আজও সবার কাছে তুলে ধরতে চাই আমি নিজেই।
আপনারাও নিজেদের মতন করে বেশ কিছু ফলের গাছ বসান যেগুলি ফল হচ্ছে ফল আমরা দেখতে পাচ্ছি সেই গাছগুলি বেশি করে করুন কারণ বিদেশি ফলের গাছের প্রতি আমরা যতই ঝুঁকি না কেন চেষ্টা করব আমরা আমাদের দেশি ফল গাছগুলোকেও তার সাথে সাথে তুলে ধরা কারণ দেশি ফল গাছে ফল অবশ্যই প্রত্যেকটা কাছে আমরা সময় মত পেয়ে যাচ্ছি তাই ফল গাছের নিয়ে কোন চিন্তা আমাদের করলে চলবে না।
এছাড়া রোজ দুপুর একটায় নতুন নতুন ভিডিও আছে আপনাদের জন্য একটু ফলো করলে ভাল বাগান করা আপনার পক্ষেও সম্ভব হবে তাই রোজ দুপুরে ফলো করুন আপনাদের প্রিয় চ্যানেলটি। ও বাগানের প্রতি আরো নেশা বাড়িয়ে তুলুন।