Рет қаралды 76,463
#Thai_variety_fruit_garden
এখন সবাইকে ডেকে ডেকে বলার পালা এসে গেছে ছাদে কি হচ্ছে দেখুন তার কারণ প্রত্যেকটা গাছে ছাদ বাগানে বিশেষ করে যদি আমরা ফল ধরাতে পারি এর থেকে ভালো খবর আর কি হতে পারে। দেশ-বিদেশ বা বাড়ির আশেপাশে বিভিন্ন লোক আমাদেরকে বিভিন্ন রকম ভাবে অপমান করে থাকে এই ছাদে বাগান করা নিয়ে সেই অপমানের যোগ্য জবাব দিতে একটি পদক্ষেপ আমাদের সকলকে নিতে হবে তার কারণ এখন প্রত্যেককে ছাদে বিশাল বড় বাগান আর সেই বাগানে ফলমূল-সবজি এত পরিমান ফল হচ্ছে যেটা ডেকে ডেকে বলারই দরকার ঠিক বললাম কি বন্ধুরা।
অসম্ভব সুন্দর বাগান আর সেই বাগান আমরা পরিদর্শন করব যেমন লেবু ড্রাগন বিভিন্ন ধরনের লেবু এছাড়া এখানে আছে জামরুল গাছে প্রচুর জামরুল এবং সাদা জামা কালোজাম পেয়ারা অসম্ভব সুন্দর সেই সমস্ত কর্মকাণ্ড দাদা এখানে করছে শরিফুল দা তিনি একজন ব্যবসায়ী মানুষ তারপরে কি করে সময় দিচ্ছে এই বাগানের প্রতি কতটা ভালোবাসা আছে সেই বাগানের জন্য সেটা কিন্তু আজ আমরা একটু হলেও আপনাদের প্রিয় চ্যানেলের সাথে আমি মেপে নেব।
ভালো বাগান আমাদের সকলের পড়তেই হবে আর সেই ভালো বাগান করতে গেলে যা যা কিছু দরকার কিভাবে এই বাগান করা হয়েছে কিভাবে সাজানো হবে বাগান কি কি গাছ দিয়ে ফল পাওয়া যাচ্ছে কোন গাছে ফল আসছে না তার খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কিন্তু রোজ আলোচনা করি এ আলোচনা করি যে কোথায় গেলে আপনারা ভালো মানের ফল গাছ পাবেন এর সাথে ফল ধরা অবস্থায় কোথায় গেলে গাছ পাবেন সে নিয়েও আমরা বিশাল একটি আলোচনা করেছি বা রোজ দুপুরে একটু ফলো করলে সেগুলি আপনাদের পক্ষে সম্ভব হবে তাই কোন কিছু চিন্তা না করে নিজের মনের পছন্দ মতন বেশ কিছু গাছ বসানো তার সাথে সাথে গাছের পরিচর্যা করে নিন শিখে নিন কিভাবে আমরা কাজ করছি কিভাবে আমরা গাছ বসাচ্ছি কোন কোন গাছ আমরা বসে আছি তার সব কিছু খুঁটিনাটি পাবেন আপনাদের এই প্রিয় চ্যানেলে।
শরিফুল দার বাগানে গিয়ে আমি একটু অবাক হয়ে গেছিলাম বাগান তিনি আগে থেকেই করতেন কিন্তু এতটা পরিমাণে নয় যখন থেকে লকডাউন শুরু হয়েছে তখন থেকে গাছের নেশা তাদের মধ্যে বেশি পরিমাণে দেখা দিয়েছে এবং সেটা এই মুহূর্তে আর কোন রকম ভাবে কমানো সম্ভব নয় কারণ আমরা যারা একবার এই গাছের প্রেমে গাছের প্রতি ভালোবাসায় আমাদের জন্য যায় সেটা কিন্তু আজীবন থেকে আমাদের মধ্যে।
অনেকের ধারণা থাকে যে ছাদে কোন রকম ভাবে ফল বাগান করা সম্ভব নয় আবার অনেকে এইভাবে বাগান করতে ভয় পান তাদের সকলকে হেল্প করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা যে সব কিছু খুব সহজ ভাবে সম্ভব হচ্ছে আর সমাজের সমস্ত শ্রেনীর মানুষ এই বাগান করার জন্য এগিয়ে আসছে।
শুরুর দিকে একটু অসুবিধা হয় যারা নতুন আমরা বাগান করি কিন্তু যদি ধীরে ধীরে আপনি গাছের সঙ্গে সময় দেন সময় কাটান তাহলে আর কোনো অসুবিধা হবে না আর যদি অসুবিধা হয় আমরা তো সব সময় আপনাদের সাথে আছি আপনাদের অসুবিধা গুলি আমাদের সঙ্গে শেয়ার করবেন সবসময়।
সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভাল লাগবে এছাড়া রোজ দুপুরে নতুন ভিডিও পাবেন একটু খেয়াল করলে আপনার বাগান ও হবেই।