তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ... হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায় অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ... হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায় অবিরত…
@mdferdousshah21733 жыл бұрын
Thanks for lyric
@toshirohitsugaya18342 жыл бұрын
description ei lyrics silo -_-
@aymanawshaf2286 Жыл бұрын
এখন ৩য় বর্ষের শেষ দিকে এই গানের মর্ম বুঝতেছি একটা মাস্টারপিস হল লাইফ ❤️🙂
@drRownakJahan4 жыл бұрын
অবশেষে ধূসর সময়ের পরে এই বিদায়ের অরিজিনাল টা। আহ কি শান্তি ❤❤
@hasibulhasanhasib47694 жыл бұрын
Ho
@rafiuddinrafi63714 жыл бұрын
Finally pailam
@sayemhossain70284 жыл бұрын
Areh Rownak apu apni!☺🥀
@drRownakJahan4 жыл бұрын
@@sayemhossain7028 প্রোফাউন্ডলি সায়েম ভাই নাকি?
@sayemhossain70284 жыл бұрын
Jii apu 😇
@mazumderopu89193 жыл бұрын
প্রিয় আর্টসেল, কোন এক অনিকেত প্রান্তরে বসে তোমাকে লিখছি এই চিঠিটা যেখানে ঘুনে খাওয়া রোদ ধূসর সময়ে ঘিরে রাখে এক অপ্সরীকে। আমার গন্তব্যহীন পথচলা কখনোই সেই অদেখা স্বর্গের পানে ছিল না। স্পর্শের অনূভুতি পেতে কখনো অবশ অনুভূতির দেয়াল ছুঁয়ে দেখিনি অন্যসময়ে। উৎসবের উৎসাহে কখনো খুঁজে দেখিনি স্মৃতিস্মারকতুল্য পাথর বাগান। তবু্ও এই বৃষ্টি ভেজা রাতে এখনো ছায়ার নিনাদ শুনি। ইচ্ছে করে শহীদ সরণির পথ ধরে ফিরে এসে লিখি আরেকটা ভুল জন্মের ইতিহাস। অবিমৃষ্যতা আর সংশয়ে ঘেরা এই কৃত্রিম মানুষের জীবনটা সবমসময়ই থাকে অলস সময়ের পাড়ে।এই বিদায়ে আমার চিলেকোঠার সেপাই হয়ে দুঃখ বিলাস ছাড়া আর কিছু করার সাধ্য নাই। ইতি তোমাদের রুপক
@ShekhForid-2 жыл бұрын
❤️❤️❤️
@shahinislamakash434 Жыл бұрын
সেলুট ভাই
@foyezmia81 Жыл бұрын
Wonderful Vai 😅
@rayhan27665 ай бұрын
Nice bro
@masudshake50382 ай бұрын
@@@@aq@a
@rayhanahmed5976 Жыл бұрын
এইসব গান শুনতে একটি রুচির দরকার। সম্মান জানাই এমন রুচিশীল মানুষগুলোকে। যাদের আর্তনাদ বিষাদের মিছিলে বিদায় হয়ে যায়।❤
@rafirahmananabil75144 жыл бұрын
এত্ত শান্তি জীবনেও পাই নাই। Thanks to G Series, ARTCELL এর দুর্লভ এই গানগুলো ফিরিয়ে দেয়ার জন্য।
@afnan5042 жыл бұрын
এইটা দূর্লভ গান!! :3
@rafirahmananabil75142 жыл бұрын
@@afnan504 G series upload deyar age ei gan er original version youtube a chilo na r piracy copy gular sound quality o valo chilo na tai durlovbolechi
@afnan5042 жыл бұрын
@@rafirahmananabil7514 Ohh I see!
@debanjanghosh19882 жыл бұрын
@@rafirahmananabil7514 PPL to ppppp
@debanjanghosh19882 жыл бұрын
@@rafirahmananabil7514 pl
@anandasenproloy20264 жыл бұрын
আমার আপার সীমানাতে তোমার চিন্হ তবু রবে বেঁচে! প্রথম দুটো এলবাম শুনলে বোঝা যায় আর্টসেলের প্রত্যেকে রুপক ভাইকে কতটা ভালোবাসে! রুপক ভাই ❤ আর্টসেল ❤❤
@saju37913 жыл бұрын
আপার সীমানাতে
@I_am_Tanmoy_D.82 жыл бұрын
কালজয়ী গানের সাক্ষি হিসেবে কমেন্ট রেখে গেলাম।একদিন হয়তো আমি এবং আমরা থাকবো না,কিন্তু মহাকালে এই গান থাকবে ধ্রুবতারা হয়ে💘
@Yae11150 Жыл бұрын
আর্টসেল শুধু একটা ব্যান্ড ই নয়,শত শত মানুষের অনুভূতি,
@rakibulhossain12793 жыл бұрын
কমেন্ট গুলো দেখে এত ভালো লাগা কাজ করছে। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যুগ যুগ বেঁচে রবে আর্টসেল আমাদের মাঝে।
@a.s.m.mahmudulhasan_titu4 жыл бұрын
যত বার শুনি, ভালোলাগা যেনো বাড়তেই থাকে। আর্টসেল শুনে ক্লান্ত হইনা কখনোই, শুনছি সেই ২০০৩ থেকে 💓💓💓 Artcell 🤘🤘🤘
@nafisalsami63032 жыл бұрын
এত্ত জোস! আমার ত মনে হয় Artcell এর সবচাইতে সুন্দর গান এইটা! 🖤 "আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে:) এই লাইন টা! 🖤 আমার অপার সীমানায় সবসময়ই বেঁচে থাকবে" অপরাজিত ফুল "🖤
@shifulahammed3 жыл бұрын
তুমি নীল শব্দ শুনে নির্জনে , ধূসর ধুলো জমা সময়ে ♥️
@antisocialsaif56034 жыл бұрын
সব থেমে যাবে এই বিদায়ে। কিন্তু আর্টসেল সাথে আমাদের পথচলা থামবে না।🤘❤️
@arafatrahmanabir51173 жыл бұрын
typing mistake আর্টসেল হবে
@antisocialsaif56033 жыл бұрын
@@arafatrahmanabir5117 thanks for reminding 😊
@rafeesalman83883 жыл бұрын
মানসম্মত গান শোনার অনেক পাবলিক আছে জেনে ভাল লাগছে। 🥰🥰🥰
@bristimajumder97944 жыл бұрын
love from India 😇 3.07 am
@mortuzaroton781Ай бұрын
Heyy
@nawaznaser9808 Жыл бұрын
Amr artcell er top 2ta gan hochche Oniket Prantor And Ei Bidaye LOVE YOU ARTCELL
@chowdhurymahbubreza62713 жыл бұрын
2:51 to 3:42- Feels like something frm out of this planet! Hats off Ershad Zaman
@Mahmudul_Hasan213 жыл бұрын
😇
@lutfurrahman8192 жыл бұрын
শান্তি💜
@arafataraf30323 жыл бұрын
Tnx G series.. artcel ei gan gula new vabe upload korar jnno
@rezwanahaquekakonclass-5ro2523 жыл бұрын
জীবনের সেরা গানগুলোর মধ্যে অন্যতম প্রধান এটা আমার। আমার মতো খুতখুতে লোকের ছ্যাকা খাওয়া হৃদয়ের প্রতীক হয়ে এই গান রয়ে যাবে হাজারো বছর, হাজারো আমার মতন মানুষের হৃদয়ের অন্তরালে, আর প্রেমিকা রা..... হা হা তা নাহয় নিভৃতেই থাক! সিয়াম!
@mahirsadman4 жыл бұрын
First Comment raikha jaitasi, Jeto bar ashbo eta dekhte pabo.
@fahiimtajrian17502 жыл бұрын
হারিয়ে যাও যত দূরে..... আসবে তবু ফিরে... আমার অজানায়🖤
@bdmusiclover24284 жыл бұрын
এই গানটার অরিজিনাল ট্র্যাক এর অপেক্ষায় ছিলাম বহুদিন। অবশেষে upload করলেন। অসংখ্য ধন্যবাদ G Series কে❤
যখন কেউ হার্ট ব্রোকেন হয় তখন এই লিরিক্স গুলো আরো হৃদয়ে ক্ষত সৃষ্টি করে 🥺❤️ ঐ হার্ট ব্রোকেনের সময় এই বিদায়ে আমার অপার সীমানাতে তার চিহ্ন ঠিকই রয়ে যায় 🥺💔❤️❤️ ধন্যবাদ আর্টসেল কে ❤️❤️
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে ❤️
@zawadhasan18792 жыл бұрын
কি আর বলবো বলার ভাষা নেই মানুষ এর নিষ্ঠুরতা দেখতে দেখতে এই পর্যায় এ। তাই একটু শান্তনা পাবার দরকার ছিল। আর আমার শান্তি আর্টসেল এ 💜💘🌹বিদ্যমান।
@mohammadsohel69024 жыл бұрын
Thank you gseries gan ta upload dewar jonno
@ahmedshahin48803 жыл бұрын
সারাদিন কাজ শেষ করে যখনি ফ্রি হই তাও ক্লান্ত থাকি, কিন্তু ওখন এই গান টা শুনি, আমার ক্লান্ত শরীর কেমন যেন এক জোশ চলে আসে💙 কিছু গান কখনও পুরোনো হবার নয়, ভালোবাসা অবিরাম💘
@parvinshampa90503 жыл бұрын
যা হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায় অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে ভালবাসা রইল লিনকন দা
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে 🖤
@jagannathandey6023 Жыл бұрын
এখনো শুনি আর পুরোনো দিনগুলোর কথা জোর করে স্মরণ করি কত সুন্দর দিন কাটিয়েছি....আমাদের বয়স বাড়ছে কিন্তু এই গান চির সবুজ, চির তরুণ।
@shuponghosh31693 жыл бұрын
বিদায় একদিন সবাইকেই নিতে হবে,,,, 🤗 শুধু থেকে যাবে "এই বিদায়ে" 🖤
@SanaEmon-n8b Жыл бұрын
Ay bidaye ratri❤️
@MAZEDMAHBUB Жыл бұрын
2:50 ❤❤ this the solo i love badly 💓💕💕💞💞
@abirrabin99074 жыл бұрын
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে......
@aatiquerehman4130 Жыл бұрын
ধন্যবাদ আর্টসেল,সারা জীবন শুনার মত কিছু গান উপহার দেয়ার জন্য। ১৫ বছর আগেও এই গান শুনে কোন এক মানসিক প্রশান্তি খুজতাম।আজও খুজছি।ভবিষ্যতেও খুজব।থ্যাংক এ লট।।
তুমি ছেড়ে চলে যাওয়ার পর! আর্টসেল ই আমার শেষ ভালোবাসা! 😊
@rayhanahmedrabbi65083 жыл бұрын
সব অপূর্নতা মুছে যাবে একদিন গ্লানির আধার রাত কেটে যাবে অবশেষে ভোরের বুক চিরে নতুন সুর্য উঠবে একদিন সেদিন নিয়ে আসবে কাংখিত নতুনত্ব ঝীর্ন মৃত অনুভূতিগুলো বসন্ত ফিরে পারে তবুও সন্ধ্যা গনালে মনের কোনে নাড়াদিবে কোন এক অপ্রাপ্তি। কাটছে কাটবে এভাবেই সময়
@mahmudtalib1754 жыл бұрын
প্রিয় আর্টসেল তুমি কখনো হারাবেনা থেকে যাবে আমাদের হ্নদয়ে,,প্রজন্ম থেকে প্রজন্মে #আমার অপার সীমানাতে আর্টসেলের চিহ্ন তবু রবে বেচে
@mahmudtalib1753 жыл бұрын
Heavy metal theke vai..450 taka
@mahmudtalib1753 жыл бұрын
Dhaka..khulna,,ctg,,tangail...sob jaigay ache
@arafatraz16663 жыл бұрын
2:55 to 3:45 Ershad vai: lets rock on ✊
@walidahammed23504 жыл бұрын
অতীত হানাদেয় আমার আকাশে আর আমার আকাশ জুড়েই থাকে শুধুই আর্টসেল
@mahabuburrahman27893 жыл бұрын
জানিনা আমার সেই পারফিউমের চিহ্ন আজো তোমার দেহে লাগে আছে কি'না!!লেগে থাকুক বা না থাকুক,তোমার বিদায়ে আমি ঠিকই তোমাকে খুঁজে ফিরি আমার এই বিদায়ে!!
@faysalhasan13763 жыл бұрын
Ershad Bhai ❤❤
@pronoybarman45823 жыл бұрын
তুমি নীল শব্দ শুনে নির্জনে.....Lovely
@habibsagor96254 жыл бұрын
wow love u G-series.. oboseshe dhushor shomoy, ei bidaye, obosh onubhutir deyal er original ta pelam
@anikdhali61523 жыл бұрын
আহা!! ফেলে আসা সেই দিনগুলি তখন রেডিও শুনতাম। কত সুন্দর ছিল দিনগুলি। ভাবলেই চোখ ঝাপসা হয়ে আসে। 😢😢😢😢
@milladahmed53013 жыл бұрын
Awesome lyrics..... Eisob lyrics er gaan, shudu matro Bangladeshi Band er pokkhe e somvob..... Live long Artcell....
@zunaidshafin214 жыл бұрын
ei gan eto din Spotify te suntam ekon johon KZbin e asse tohon jan santi hoilo😉 thx G Series
@azizarrahman58464 жыл бұрын
Hmm vai
@mdotheet66774 жыл бұрын
ভালোবাসা রবে সর্বদায়। ছেলে-মেয়ে হলেও তাদের বলবো আর্টসেলের গান শুনতে আর আমি শুনতে শুনতে অতীতে পারি দিবো। (নিজে ত শুনবোই,সবাইকে শুনার উৎসাহ দেবো)
@shaon002 Жыл бұрын
আমার ৩০ বছরের জীবনে সব থেকে বেশি বার শুনা গান। হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়.......
@riyadkhan754 жыл бұрын
Hello stranger, You have a good choice of music. Have a great day!
@m.hasanriyad17513 жыл бұрын
যদিও আমি আগন্তুক নই। তবুও আপনার মেসেজটা মনে রাখার মত❤️
@riajulriju7323 жыл бұрын
❤️❤️
@riyadkhan753 жыл бұрын
@@m.hasanriyad1751 ❤️
@riyadkhan753 жыл бұрын
@@riajulriju732 ❤️
@hasibtalukdar91026 ай бұрын
এই গানটা আন্ডারেটেডই থাকুক নাহলে কিছু শ্রেনীর মানুষ লোফি মিউজিক বানানিয়ে গানটার ১২টা বাজাইয়া ফেলবে
@shihab-khanАй бұрын
সেরা বলছেন ভাই। কিছু বো**দা পাবলিক আছে সব গানের লফি ভার্সন বানায়।ঐদিন দেখলাম সোনার বাংলা সার্কাসের 'অন্ধ দেয়াল' গানটারে লফি বানায়া ফেলছে। বলেন মেজাজটা কেমন লাগে 😕।
সময়টা সম্ভবত ২০০৭ তখন চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজার অডিও ক্যাসেটের দোকানে সপ্তাহে অন্তত একবার করে যেতাম, খোঁজ নিতাম আর্টসেলের নতুন এলবাম এসেছে কিনা দেখার জন্য। প্রতিবারই হতাশ হয়ে ফিরে আসতাম। ফেলে এসেছি সেইসব দিন, কিন্তু তবু্ও আর্টসেল রয়ে গেছে আশেপাশে নিরন্তর....
@nermoidboy67822 жыл бұрын
Sai vai....🖤🖤🖤🖤🖤🖤🖤tnx for making it available in utube
@mdMunna-fk3go Жыл бұрын
আরটসেল তুমি কি আমাকে পড়ছো কখনো জানি পড়োনি কিন্তু আমি তোমার চিন্তাধারা গুলো পড়ছি। তোমার আবেগ গুলো চিরান্তন সত্য আর গানের মাধ্যমেপ্রচার আমাদের কাছে আর একটা ভালোবাসা।
@akibistiak25844 жыл бұрын
Beche thakte artcell ke eivabe hariya jete dekhte parbo na...thnx for uploading those songs again Smriti sharok...rahur grash... obosh onuvutir deyal.... rupok...eigulao upload korar onurodh roilo🙏.and sobai plz gangula beshi beshi share korben.amader band culture amaderi tikai rakhte hobe😔
@bluebhot43552 жыл бұрын
আহ! 🧡
@zxgaming48233 жыл бұрын
বয়স মাত্র ১৬ এই বয়সেই artcell প্রতি অন্য রকম ভালোবাসা
@kanchikapendo-1439 ай бұрын
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ... হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায় অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ... হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায় অবিরত…
@Pochaiya Жыл бұрын
বিচ্ছেদের ৯ মাস আমি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছি অনেক কিছু থেমে গেছে কিন্তু কোরবানের ঈদের আগে তার বিয়ে আমি জানি থেমে থাকা সবকিছু আবার থামবে 🌸💖
@banglaamerpriyo80722 жыл бұрын
Artcell e kono koshto nei shudhu valo laga❤️🌼
@zadeedhossainkazemi553 жыл бұрын
Shei!!!
@minhazurrahmanrupak80303 жыл бұрын
ভাই অসাধারণ লিরিক্স + আবেগী ভয়েস গানটাকে মাস্টারপিস এর কাতারে রেখেছে❤️🥀
@mdselimhossain80824 жыл бұрын
আহা এই বিদায়ে 😍😍😍
@mdazam59952 жыл бұрын
কখনোই পুরোনো হবার নয়, ভালোবাসার প্রিয় আর্টসেল এর সবগুলো সৃষ্টিই অনেক সুন্দর। হৃদয় জুড়িয়ে যায় 🖤🖤🖤
@nahidkazi3304Күн бұрын
বছর শেষ হোক বন্ধুত্ব নয় ❤
@meglatonu91423 жыл бұрын
Artcell ar stha kno kisur tulona hoi nh Ami onikat prentor thka artcell bend ar nem suni thn asta asta sunta thki protita song Dusor somoy Ai biday Dukkho bilas Ai bristy bijha rat 😘😘😘😘😘
@itz_salman0153 жыл бұрын
Proyato agamir chiriti dhore ❤️
@mukulalzaeem52813 жыл бұрын
1:50 to 2:08 that sounds surely cames from heaven😍😍😍
@tafsirahamed92803 жыл бұрын
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেচে🔥❤️
@sisters76663 жыл бұрын
সবচেয়ে পছন্দের গান❤❤ অনেক স্মৃতি জড়িয়ে আছে 🙂 🙂
@mdrafaz1018 Жыл бұрын
এখন আর আগের মতো করে শুনতে পারিনি খুবই কস্ট হয় পুরোনো সবকিছু মনে পড়ে যায়
Onk khujechi original version ta. Finally … Ei bidaye 🖤🖤🖤🖤
@sheikhfardin24453 жыл бұрын
আর্টসেল তো এক অনুভূতি
@Tufazzal-bg4sg5 ай бұрын
Sotti Bai ai onobuti bujano jabe na 🖤🥺
@shakhawatmir2013 жыл бұрын
বিদায় কেউ বলে না!চলে যাই ও বলে না!কিছু না বলেই চলে যায়।সবাই'এ চলে যায়।তুমি গেলে কেন!তুমি তো সবার থেকে আলাদা ছিলে।দেবীর মত উঁচুতে রেখেছিলাম তোমাকে।ভাল থেকো প্রিয়🖤
@MdRony-mq5yj3 жыл бұрын
🖤🖤🖤🖤
@mdnaeemuddin24163 жыл бұрын
কথা গুলো স্পন্দন জাগায় মস্তিষ্কের নিউরনের গহ্বরে গহ্বরে।❤️
@mtdkmitthu624 жыл бұрын
হৃদস্পন্দন এর আগে জায়গা দিলাম,💖💖💖💖💖 তবুও ধন্য আমি,ভালোবাসা অবিরাম🎶🎶🎶🎶🎶 ছিলাম সাথে থাকব চিরকাল💖💖💖💖💖
@Moshfiqur4 жыл бұрын
মনের গহীন কোণে চিরদিন বেঁচে থাকবে আর্টসেল 🖤
@AyatAhmed-l1m2 ай бұрын
রাত ২:২৫ প্রবাসে বসে আছি বেলকনিতে ,হাতে এক মগ চা, একটা বেনসন ঠোঁটের কোণে, কানে হেডফোন অমৃত জীবন সুন্দর 💙
@ranasr2087Ай бұрын
Where live?
@parantanchangya537711 ай бұрын
প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ আসবে যাবে, কিন্তু এই গানটা কখনো পুরনো হবে না,আর হবে বলে মনেও হয় না,গানটা শুনলে মনের মাঝে অন্য রকম এক ভালো লাগা কাজ করে, আর কখন যে গুনগুন করে গাই আমি নিজেও জানি না🖤🖤
@prosenjitsutradhar62873 жыл бұрын
যা কিছু ছিলো থেমে থাকা, আবার থামবে এই বিদায়ে... 💙
@riadahmed578411 ай бұрын
i just lost my best friend yesterday, i found comfort in this song thank you artcell
@niniyeadarefin65553 жыл бұрын
"এই বিদায়ে"- গানটি আমার অন্যতম পছন্দের একটা গান। আমার মনে আছে ২০১৫ সালে এক সিনিয়র বড় ভাইয়ের গায়ে হলুদে শুধু বাংলা রক ব্যান্ড গুলোর করা হয়েছিল। যেহেতু সেই ভাই বাংলা রক ব্যান্ডের পাগল ভক্ত তাই উনি নিজেও সেই রাতে তার নিজের গায়ে হলুদে নিজেই প্রায় ৮-১০ টা গান করেছিলেন যার মধ্যে জেমস এর তেরো নদী সাত সমুদ্দুর, মাইলস- নীলা, ধিকিধিকি, ফিরিয়ে দাও, আইয়ুব বাচ্চু- মেয়ে, ঘুম ভাঙা শহরে, হাসতে দেখো, সেই তুমি, ওয়ারফেজ- অবাক ভালোবাসা, তোমাকে, যতদূর, অর্থহীন- অদ্ভুত সেই ছেলেটি, চাইতে পারো, বিজয়ের গান, আনমনে ১ও২, আর্টসেল - এই বিদায়ে, অন্য সময়, রাহুর গ্রাস, তোমাকে, পথচলা ইত্যাদি গান গুলো ছিলো যতদূর মনে পরে। #artcellforever