তিনটি অংশে "পথচলা" গানটা আর্টসেলের প্রয়াত lyricist রূপকের গল্প বলে। রূপক পথচলার প্রথম অংশ (0:00 to 3:27) লিখেছিল তার মৃত্যুর আগে; "অন্য সময়" অ্যালবামের কাজ চলাকালীন সময়। প্রথম অংশে রূপক তার গল্প বাকি রেখে পারি দেয় অন্য ভূবনে। গানের দ্বিতীয় অংশের (3:27 to 4:15) instrumental টি অন্য ভূবনে রূপকের পথচলাকে ইঙ্গিত করে। গানের তৃতীয় অংশ (4:15 to the end) "আমি আজ নেই তবু... ..." অংশটি Artcell এর বাকিরা এমনভাবে লিখেছে যেন রূপক তার গল্পের অসম্পূর্ণ অংশটি শোনাচ্ছে ... ... Chord এর repetition আমাদের জীবনের শূন্য থেকে শুরু হয়ে শূন্যে ফিরে যাওয়ার ইঙ্গিত করে।
@myfunny394 жыл бұрын
Thank you emn kichu crucial fact tule dhorar jonno.. asoleii gaan ta osadharon ar meaningful.
@faysalahmad70044 жыл бұрын
গানটির শেষ অংশ লিখেন অনিকেত প্রান্তর এর স্রষ্টা রুম্মান ভাই 💙
@akmsarwarinam23794 жыл бұрын
Thanks for sharing
@csachairman7544 жыл бұрын
ei kotha gulo ekta interview te bolsilo
@mdrafiqulislam54114 жыл бұрын
@@faysalahmad7004 have ok I am looking to
@Mehedi_HaSan..2 жыл бұрын
স্মৃতি রেখে গেলাম । যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা
@mahbubjewel261 Жыл бұрын
ভাই,চোখে পানি চলে আসে।আমার ছোটকাল।💔
@asifmostofa620 Жыл бұрын
Asen vai besi din hoynai 4 mas matro
@wwe2718 Жыл бұрын
@md.saidurrahman2776 Жыл бұрын
Pls come .. Listen again... Miss this song .. Miss my life... 😢😢
@beautybegum3217 Жыл бұрын
অনিকেতন প্রান্তর গান থেকেই এই গানটি শোনা এগুলো কি কোন গান নয় যেন আহত কোন হৃদয়ের ঔষধ
@shohanahmed25984 жыл бұрын
বিশ্বাস করা যায় এই গানটা Artcell এর "অন্য সময়" এলবাবের যেটা রিলিজ দিয়েছিলো ২০০২ সালে!! অথচ সাউন্ড /কম্পোজিশন/গাওয়ার ধরন শুনলে মনে হয় এখনকার সময়ের গান! Artcell যুগের থেকে ২০ বছর আগাই ছিলো বলতেই হয় 😍😍😍
@harunurrashid74094 жыл бұрын
লিজেন্ডারি গান সবসময়ই চিরসবুজ হয়। গান শুনে কখনোই অনুধাবন করতে পারবেন না সেটা কখন কম্পোজ করা হয়েছে।
@hridoymahmudul37314 жыл бұрын
@Harley Quinn Artcell er jaiga Artcell ar Warfaze er jaiga Warfaze 😊 2tai valobasha🖤 kono compare hbena..
@tohidulislamtanvir35524 жыл бұрын
Legendary
@nightninja81504 жыл бұрын
miles ayub bacchu ki bolben taile vai
@dewanhemayethossain944 жыл бұрын
bro 2002.... amar age tokhon o 1 hoy nai
@thefatkid92984 жыл бұрын
০৯ এ যখন শুনতাম তখনো কেউ ছিল না, ২০ এ এখন যখন শুনি তখনো কেউ নেই। কত খারাপ লাগার সাক্ষী এই গান, কতকিছু পার করে আসছি এই গান শুনে। আর্টসেল কে ধন্যবাদ। একেবারে মন থেকে।
@MdTuhin-zo3ru4 жыл бұрын
আজ ২০২১ আর্টসেলের গান শুনতাম না, আর্টসেল বলে যে কোন ব্যান্ড আছে বাংলাদেশে এটা আমার জানা ছিল না, হঠাৎ করে আমার এক বন্ধু সিয়াম সরকার ফেসবুকেতে আমাকে artcell fans club গ্রুপে ইনভাইট করে,তারপর থেকে আর্টসেলের ফ্যান হয়ে যাও আমি... আর্টসেলের গান যুগ যুগ ধরে বেঁচে রবে... আর্টসেল এর সকল কলাকৌশলীদের কে মন থেকে জানাই অবিরাম ভালোবাসা... আর্টসেলের গানের মধ্যে মানুষের হৃদয়ের কথা রয়েছে... এই কমেন্টটা স্মৃতি হয়ে রয়ে যাবে..
@muntasiroalid43194 жыл бұрын
নিঃসন্দেহে আর্টসেলের সেরা ক্রিয়েশন এটাই! পথচলা জীবনের অনেক বাজে সময়কেও সুন্দর করে তুলেছে। ভালোবাসা আর্টসেল❤
@iftanik46045 жыл бұрын
"আমি আজ নেই তবু কত সুর ওঠে বেজে তোমার ঐ গানের মাঝে"💘 কি অদ্ভুত।একদিন আমি থাকব না, থাকবে শত সহস্র ভাল সময়, শিহরণের জন্ম দেয়া ' পথচলা '। ভাল থাকুক আমাদের ' অনিকেত প্রান্তর' আর অন্যসময়ের আর্টসেল,ভাল থাকুক ভাল সময়ের জন্ম দেয়া মানুষগুলো!
@jerinasfika43034 жыл бұрын
🙃
@humayunrashid67294 жыл бұрын
Last line ta vai...😪😪😪
@My_bio4 жыл бұрын
Ahhh❤️❤️❤️this kind of comments gives me peace
@My_bio4 жыл бұрын
@ift anik
@mohammadfakhruzzaman64474 жыл бұрын
shesher Oi part gula Rupok vhai k dedicate kore likha.... cause eai gaan ta shesher oi part gula chara baki gaan ta Rupok vhai er likha. Pore Artcell team oi last part ta onake dedicate kore complete korsen. Onara Rupok ekta full gaan Rupok vhai k dedicate kore likhse.
@kazisohan19 Жыл бұрын
2007 সালের কিশোর জীবনের সৃতি। গানটি শুনলেই বন্ধুদের কথা খুব বেশি মনে পরে আর মনে পড়ে ফার্মগেট রাজাবাজার ইন্দিরা রোড নিজের এলাকার কথা । লিংকন দা আমাদের কাছে খুবই সাধারণ একজন বড় ভাই ছিল তার কাছে আমরা গিটার ও শিখতাম । হয়ত কোনোদিন বাংলাদেশে আবার যাবার সুযোগ হলে । আবার হয়তো নিজের এলাকা ঘুরে দেখা হবে এবং লিংকন দার সাথেও দেখা হবে ❤️❤️
@TonoyChowdhuryАй бұрын
Bhai, Hamza ke chinen?
@kazisohan19Ай бұрын
@TonoyChowdhury এ নামে কাউকে তো চিনি না ভাই দুঃখিত
@mizanozil56934 жыл бұрын
১১ বছর ধরে ফোনের রিংটোন এই গানটি ই আছে।চেঞ্জ করবো না আর ❤
@pritomroy24583 жыл бұрын
আসলেই কি??
@ochenapothik92883 жыл бұрын
vai amaro same
@shawonchowdhury91893 жыл бұрын
boyoa hoise ni 12
@mizanozil56933 жыл бұрын
@@shawonchowdhury9189 কার/কিসের বয়স এর কথা বলছেন???
@kawsarahommed13063 жыл бұрын
vai nice
@tanishaislam20194 жыл бұрын
আমার পথ চলা আমার পথে যেন বেলা শেষে আকাশ কার মোহে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পায় জীবনের তীর জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান আমার আলোয় আলোকিত হতে চেয়ে আধাঁরে মিলিয়ে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পায় জীবনের তীর জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান আমি আজ নেই তবু কত সুর ওঠে বেজে তোমার ঐ গানের মাঝে এই পথ গেছে মিশে আমার বেলা শেষে স্বপ্ন ফিরে আসে পৃথিবীর দূর দেশে জীবনকে কোনো…
@tanishaislam20194 жыл бұрын
@A A bro eita amar cover practice er jonno
@redwanrahman61434 жыл бұрын
Si what.thanka bro
@nilav37333 жыл бұрын
এক সপ্ন ভেবে?
@raduanhussainmonir3709 Жыл бұрын
@@nilav3733❤❤❤
@Onlyextragaming Жыл бұрын
আর্টসেল বাংলাদেশের কালজয়ী ব্যান্ড।যারা আর্টসেল কে নিয়ে বলে যে তারা গত কিছু বছর ধরে কোনো অ্যালবাম প্রকাশ করেনি,তাদের বলতে চাই আর্টসেলের নতুন অ্যালবামের প্রয়োজন নেই।এই গানগুলো যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে,তা শুধু সেই মানুষগুলোই বুঝে।এই গানগুলোর সাথে মানুষের মনের আবেগ,সফলতা এবং প্রিয় মানুষগুলোকে হারানোর দুঃখের দিনগুলোর স্মৃতি জড়িত। বেঁচে থাকুক আর্টসেল, বেঁচে থাকুক আর্টসেলের কালজয়ী গানগুলো, সর্বোপরি ঈশ্বরের কাছে এই কামনা করি🙏🙏
@fahadhasan15916 жыл бұрын
Jotoi hindi r english suni but ending a amar poth chola diye ses hoy...... gayer lom dariye jay every time i listen to this song. Love (ARTCELL)
@nakibhaque-ti9yl Жыл бұрын
আর্টসেল এর প্রথম এলবাম "অন্যসময়" ২০০২ সালের ৫ মে রিলিজ হওয়ার পর পুরা বাংলাদেশের ব্যান্ড মিউজিককে নাড়া দিয়ে তোলে। এই এলবামের গানগুলোর মধ্যে অন্যতম গান পথচলা। গানটির প্রথমেই যে গিটার প্লাকিং টা সবার মন কেড়ে নেয় সেটা ব্যান্ড এর বেইজ গিটারিস্ট সেজান ভাই এর তৈরি। সেজান ভাই যখন প্লাকিং টির কাজ করছিলো তখন ব্যান্ড এর গান লেখক ছিলো "রুপক"। পথচলা গানটি অর্ধেক লেখা অবস্থায় সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান "রুপক"💔। একটি বড় ধরনের ধাক্কা খায় ব্যান্ডটি। পরবর্তীতে রুপক ভাইয়ের বোন এর থেকে সেই অর্ধেক লিখাটি কালেক্ট করেন ব্যান্ডটির ড্রামার সাজু ভাই। গানটির বাকি অর্ধেক অংশ লিখেছেন রুম্মান আহাম্মেদ ভাই। আর্টসেল এর ভোকাল ও রিফ গিটারিস্ট "জর্জ লিংকন ডি কস্তা" এর মতে "গানটির প্রথম অংশ রুপক আমাদের বলছে আর শেষ অংশ আমরা রুপক কে বলছি।" গানটি যারা শুনেছেন তাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে হঠাৎ গানটির সুর,তাল পরিবর্তন হলো কেমনে? আসলে পথচলা গানটি তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশ রুপক এর লিখা (০ঃ০০ থেকে ৩ঃ২৭ মিনিট)।দ্বিতীয় অংশ ব্যান্ড এর তৎকালীন লিড গিটারিস্ট এরশাদ বিন জামান ভাইয়ের ইন্স্ট্রুমেন্টাল (৩ঃ২৮ থেকে ৪ঃ১৫ মিনিট) রুপকের অন্য ভুবনে চলে যাওয়াকে ইঙ্গিত করে।তৃতীয় অংশ (৪ঃ১৬ থেকে শেষ পর্যন্ত) আর্টসেল রুপকের অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করে। রুপকের স্মরণে বেশ কয়েকটি গান কম্পোজ করে আর্টসেল। তার মধ্যে "অবশ অনুভূতির দেয়াল", "রুপক(একটি গান)", "স্মৃতি স্মারক" অন্যতম। পথচলা গানটির বিষয়ে লিখতে গেলে প্রত্যেকে রুপককে নিয়ে লিখতে বাধ্য হবেন। পথচলা গানটি শুনে বুঝতে পারবেননা যে এটা ১৯ বছর আগের গান। কম্পোজিশন এত পরিষ্কার, সুন্দর ও সুক্ষ্ম যে মনে হবে এটা ২০২১ এর গান।গানটির প্রথমে যে প্লাকিং টা বাজে সেটা শুনলে মন ঠান্ডা হয়ে যায়।
@HaBiB-MoU4 жыл бұрын
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! হাবিব + মৌশী 😍 ভালোবাসি প্রিয় তোমাকে।
গিটারের এন্ট্রিটাই এনাফ, it's really tough to see artcell breaking out, they are the legends of Bengali music
@drmadhurimadhu48943 жыл бұрын
কেমন আসেন ভাই)?) ২০২১ থেকে
@mdtarek1201 Жыл бұрын
@@drmadhurimadhu4894eito
@fmseoul Жыл бұрын
এই ইন্ট্রোটা সেজান ভাইয়ের করা
@mdfaruque56764 жыл бұрын
এই গানটি তোমাকে হারানোর পর থেকেই আমার অনুপ্রেরণা, ভালো থেকো তুমি!ভালো থাকুক আমাদের আর্টসেল,ভালো থাকুক অনিকেত প্রান্তর, অন্যসময়ের সকল ভক্তরা♥
@dr.alaminsarker72473 жыл бұрын
২০০২ থেকে ২০২১-১৯ টা বছর পেরিয়ে গেল। তবুও এই গানের উন্মাদনা শেষ হয়নি আজ ও।ভাল থাক আজীবন এভাবেই-প্রিয় আর্টসেল।
@azimmahmud2644 Жыл бұрын
Artcell এর এমন যুগান্ততকারি সৃষ্টির পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে বন্ধুত্ত্ব। লেখক, গিটারিস্ট, বেিজস্ট, ভোকাল, ড্রামর সবাই যখন একে অপরের বন্ধু। তখন "অন্য সময় " অনিকেত প্রান্তর "এর মতো দূর্ধর্ষ এ্যালবাম যে তৈরি হবে সেটা সাভাবিক।Always Artcell 🤘
@zahidulamin97127 жыл бұрын
গায়ের লোম দাঁড়িয়ে যায় শুধু এরশাদ ভাইয়ের লিডের আওয়াজ শুনলেই।
@afferentarteriole21174 жыл бұрын
বাংলাদেশে লেজেন্ডদের মূল্যায়ন করা হয় না।
@ambivalentrants3 жыл бұрын
Artcell left an indelible impression on me. I studied in DMC (K-63) but I had the honour and privilege to learn from Lincoln. More power and lots of love to all of Dhaka and Artcell. Junaid, Kashmir.
@sharifjilani9683 жыл бұрын
⚘⚘⚘
@dust_bearer3 жыл бұрын
Take love 😊
@mnraihan2 жыл бұрын
Love kashmir کشمیریت زنده باد
@adrikajyoti22722 жыл бұрын
You look like Hrithik roshan
@misfitkid0482 жыл бұрын
DMC r part nen mia 😂
@abdussamad33114 жыл бұрын
আমার প্রিয় গান বলে। ঐ গানটা তুমি সবসময় শুনতে। মাঝে মাঝে দুইজন একসাথে শুনতাম। আজ তুমি নাই তবুও আমার পথচলা থেকে নেই। ভালো থাক মায়াবতী
@fahimmondol28532 жыл бұрын
Artcell- একটা বিষ্ময়কর ব্যান্ডের নাম🖤🥀
@majedasultana23994 жыл бұрын
এই গান কখনো মলিন হবেনা, চিরসবুজ থাকবে মানুষের হৃদয়ে #Artcell❤
@saidulshak36754 жыл бұрын
হুমম
@mdrafaz10182 жыл бұрын
তবে বর্তমান সময়ের হাইব্রিড পোলাপান এতোটা বুঝতে চায়না এমন গানগুলোকে কেমন আনন্দোময় সময় কাটিছি হারিয়ে যাওয়া প্রিয় বন্ধুদের সাথে আজ সবাই কোথায় কোথায় হারিয়ে রয়েছে যখনি গানটা শুনা হয় তখনি চোখ জল টলমল করতে থাকে আর কেমন জানি সবকিছু থাকার পরও নিজেকে অসহায় মনে হয় হারিয়ে যাওয়া বন্ধুদের চাড়া ভালো থাকিস যে যেখানে আছিস
@rajibgazi83562 жыл бұрын
পথ চলতে অসংখ্য স্মৃতি পিছনেই পড়ে রয়েছে। এই গানটা ওই স্মৃতিগুলোকে আরো সুন্দর করে তোলে 🖤
@shazzadjaman49433 жыл бұрын
"আমি আজ নেই তবু কত সুর ওঠে বেজে তোমার ঐ গানের মাঝে.." ভালো থেকো প্রিয় রুপক 💔
@arnabstudent92764 жыл бұрын
সবসময় একটা ফিলিংস কাজ করে। কেন জানিনা বুকটা খুলে একবার চিৎকার করে গাইতে মন চায়, 'আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাঁধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলভন কষ্টের প্রতিটি ক্ষন শোনায় তার আহ্বান।' ডিপ্রেশনে থাকা মানুষের অন্যতম প্রেরণার নাম ই আর্টসেল❤💔
@kokkhopoth18307 ай бұрын
রাত ১ টা। গানটা প্রথম শুনেছিলাম ৮ বছর আগে ভাইয়ার কাছ থেকে। আর এখন জীবনের সাথে কতো মিল ছন্দে মিলে যায় গভীর রাতে। "জীবনকে কোনো এক স্বপ্ন ভেবে আমি কার আশাতে?'😅
@mahamudhassan14438 ай бұрын
আমি যখন অনেক ছোট , তখন ডিজিটাল রেডিও বের হয়েছিলো দুই বেটারীর তখন থেকে ,একটু কিলিয়ার সাউন্ড আবার মাঝে মাঝে ,ঝাপসা তখন থেকেই গান টা শুনি ,এই গান টায় অনেক আবেক আছে ,আমার সখের নারী খুব পছনের গান এটা ,ধন্যবাদ ❤
@nusratjahananne80824 жыл бұрын
কষ্টের প্রতিক্ষণ, শোনায় তার আহ্বান!! 😇💔💘
@FAHIMAHMED-oc2lr4 жыл бұрын
😍
@mdrafaz10182 жыл бұрын
যদি সবকিছু আগের মতো ফিরে পাওয়া যেতো তাহলে জানিনা বলে বুঝানো সম্ভব নয় আহারে 😂😂
@hasibulhasib44134 жыл бұрын
Artcell songs are like red wine🖤 The older its gets,the better it is🖤
@monkeydluffy22962 жыл бұрын
lol
@overlord2558 Жыл бұрын
Haram.
@Kaustuv250MVA4 жыл бұрын
Uff, fadeout ta magical.... 6:12 theke alada i Love from Kolkata 🌹
@muhammadsakib7303 жыл бұрын
হিরো আলমের কোনো গান বের হলে মানুষ মজা নেওয়ার জন্য ঠিকি দলে দলে গিয়ে ভিউ বাড়ায়। কিন্তু এখানে যারা গানটি শুনতে এসেছে তারা সত্যি গান কে ভালোবাসে।🌸 বাংলাদেশের ব্যান্ড সং একদিন ঠিকি পৌঁছে যাবে সবার কাছে!🤟🖤
@fahimahmed52423 жыл бұрын
dorkar nai vai, amader ei gan sobar jonno na, ei masterpiece gula nahoy thak amader jonnoi, egula jodi onnanno normal ganer moto viral hoy taile ar er speciality ki roilo bolen?? valo thakben Happy listening
@muhammadsakib7303 жыл бұрын
@@fahimahmed5242 ঠিক বলছেন ভাই ❤️
@alimmohammad89763 жыл бұрын
Vai hero alom jdi vuleo ei ganer cover kore ore ami maira e felmu hater kase paile
@csegrowth2 жыл бұрын
@@alimmohammad8976 🤣🤣🤣
@sabinalucky33172 жыл бұрын
Hum
@tamz05N3 ай бұрын
২০১৫ তে কক্সবাজার যাওয়ার সময় এই গানটি শুনি। ভোর এর দিকে বাসটি পাহাড়ি আকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। বাহিরের দৃশ্য দেখছিলাম আর পথচলা গানটি শুনছিলাম। মনে হচ্ছিল গানটি ওই সময় শোনার জন্যই বানানো হয়েছিল।
@avijitchowdhury70193 жыл бұрын
Artcell হলো ভালোবাসার ব্যান্ড সুস্থ সাভাবিক মানুষের ব্যান্ড ভাইরাল হলেয় সেটা ভালো গান না সময়ের সাথে ভাইরাল একসময় হারায় যায়। ভালোবাসা জেনারেশন পর জেনারেশন থেকে যায় 💖💖
@sumoflearning6682 жыл бұрын
This song is very memorable to me. When I was in college I solve math and listened to this. And now in BUET, I solve Mechanics and hear this song regularly. Love Artcell, Poth cola ❣️❣️
@Insta_gram-u8g Жыл бұрын
Inspired 😍😍
@md.khalidhasanmilu276611 ай бұрын
19এ যখন শুনতাম তখনো কেউ ছিল না, 24 এ এখন যখন শুনি তখনো কেউ নেই। কত খারাপ লাগার সাক্ষী এই গান, কতকিছু পার করে আসছি এই গান শুনে। আর্টসেল কে ধন্যবাদ। একেবারে মন থেকে।
@jobaeromerkhan88234 жыл бұрын
গানটা প্রথম শুনেছিলাম ২০১৪'য়, FM রেডিও তে! হুম বাটন ফোনে রেডিও শুনতাম অনেকটা নিয়মিত। তখন এটা শুনে রেকর্ড করে রেখেছিলাম। পরে ভুলেও গিয়েছিলাম ধীরে ধীরে। আজ প্রায় ৬ বছর পর ইউটিউবের কল্যানে আবারো শুনছি! যেকোনো সময়ই ছুটে এসে স্মৃতিগুলোকে স্মরণ করতে পারছি :3 #৮ই_অক্টোবর_২০২০
@salmantechtube754 жыл бұрын
আর্টসেলের একুশ পূর্তি আজকে। ভালোবাসা অবিরাম 😍
@gseriesproduction58504 жыл бұрын
G Series World Music চ্যানেলে Artcell এর (Original Track) 1.Dhushor Shomoy (ধূসর সময়) 2.Chile Kothar Shepai (চিলে কোঠার সেপাই) 3.Ei Bidaye (এই বিদায়ে) 4.Opshori (অপ্সরী) 5.Leen (লীন) 6.Kandari Hushiar (কান্ডারী হুশিয়ার) 7.Bangladesh Smriti O Amra (বাংলাদেশ স্মৃতি ও আমরা )।আসছে খুব শীঘ্রই Artcell এর প্রিয় Original Track গুলো। আছে অন্যান্য প্রিয় ব্যান্ডের Original Track ও মিউজিক ভিডিও। listen to the original track & enjoy🖤🖤🖤
@shamsuddinraj56334 жыл бұрын
*গানটার মধ্যে এমন কি লুকিয়ে আছে? গিটারের সুর শুনলেই মনে হয় কিছু সময়ের জন্য কোথায় যেন হারিয়ে গেছি।*
@bignatrorashfi-rs1vf6 ай бұрын
Ekhon Inter 1st year a pori...DMRC college a, ami ei song ta 7-8 a thakte shunsilam amar ekta shopno ase DU te jokhon chance pabo tokhon hall a dhuke ei song ta ar Oniket prantor song ta shunbo. Thank you artcell family😭Hardly miss yooooou🥺
@khairulbasharnice4 жыл бұрын
আর্টসেলকে ভালোবেসে, কমেন্ট টা রেখে গেলাম স্মৃতি হিসেবে। আজ ১৫’ ই জুলাই ২০২০ !
@Mama-un7gm3 жыл бұрын
kzbin.info/www/bejne/iZnRn3uNnZySn8k
@rofik42643 жыл бұрын
U
@alokdebnath73193 жыл бұрын
প্রায় ১ বছর হতে চললো আপনার কমেন্টের 💙
@khairulbasharnice3 жыл бұрын
@@alokdebnath7319 ভালোবাসার পরিমাণটা যেন আরো বেড়েছে! ❤
@nasifkhan31593 жыл бұрын
@@khairulbasharnice thik e bolechen bhai!
@Hasan-vc1ew4 жыл бұрын
"পথচলা" হয়তো তোমার সাথে আর হবে না, তবুও পথচলি কল্পনায়। love you #ARTSELL ❤
@jessepinkman61522 жыл бұрын
bananda thik kor bhai age tiktok theke artcell fan hoile emoni hoi
@siamsajid48292 жыл бұрын
@@jessepinkman6152 also its not a romantic song
@mahedimikat Жыл бұрын
সালা বলদ! আর্টসেল এর নাম ও এখনো ঠিক করে লিখতে পারিস না। আবার কমেন্ট করিস। আর গানের কাহিনী না জেনে প্রেমিকার প্রতি ট্রিবিউট করছিস।
@jaforiqbal38843 жыл бұрын
His voice is just so raw and real. Probably one of the few songs I've heard where I prefer the acoustic over the album.
@anconcosta981010 ай бұрын
একটি নোটিফিকেশন আমাকে আবারো ফিরিয়ে নিয়ে আসবে এই গানের কাছে সাথে কিছু স্মৃতি ❤️🩹
@furhath7 жыл бұрын
Guitar er entry tai enough ........ one of my fav song, great old time! Hard to see Artcell breaking out :) --- End of an era, my era
@RonyAhammed-s7rАй бұрын
২০ বছর বয়সে গান টা শুনতেছি আজ থেকে ৩০ বছর পর যখন আমার ছেলে এসে আর্টসেলের গানগুলো শুনবে তখন সে ভাববে আমার বাবার রুচি কতটা সুন্দর ছিল🌺🦋
@Mridulmusic67Ай бұрын
কেউ আবার শুনতে আসলে আমাকে আবার ডাকবেন। আবার শুনবো।
@alaminalislam3293Ай бұрын
২০০৬ সাল। ভার্সিটির ছাত্র আমি Artcell এর গান শোনা। চোখ বন্ধ করতেই চলে গেলাম প্রিয় ক্যাম্পাসে, প্রিয় বন্ধুদের মাঝে। প্রিয় সময়ে🥹🥹
@shamsuddinraj56334 жыл бұрын
*মজার ব্যপার হল গানটা আজো আমার কাছে নতুনের মতই লাগছে। আপনার*
@Rakib_unofficial4 жыл бұрын
Same bro
@alexborhum40574 жыл бұрын
Khub mojar bepar
@nazmussakib11254 жыл бұрын
এতে মজার কি আছে ভাই?
@shamsuddinraj56334 жыл бұрын
@@nazmussakib1125 😊
@kazimohammadtushar57724 жыл бұрын
বড়ভাই মেয়াদ উত্তীর্ণ কিছু সেবন করিয়াছেন বোধহয়
@hossainakrafi33 Жыл бұрын
কত সুখ কল্পনায়, কত মিথ্যে প্রলোভন! ❤
@DurbeenSchool4 жыл бұрын
আজ ৩০ শে জুলাই। লিংকন দার জন্মদিন। শুভ জন্মদিন জর্জ লিংকন দ্যা কস্তা💝 আর্টসের শোনতে শোনতে ছাত্রজীবন থেকে চাকরী জীবনে এসেছি। জীবন চলবে, আর্টসেল চলবে...🎵
@ahmedkabbo28873 жыл бұрын
আর্টসেলের গান শুনে আমি আমার সব দুঃখ,সব আশঙ্কা,সব ভয়,সব হতাশা ভূলে যাই।আর্টসেলের গান আমাকে সবসময় বেচে থেকে শ্বাস নেয়ার মুহূর্তটার মূল্য বোঝায়। ভালোবাসি আর্টসেলকে❤️
@clashwithtonmoy36564 жыл бұрын
( 1:37 to 2:02 ) ভালোবাসা এর থেকে ভালো ভাবে বর্ণনা করা সম্ভব নয়!❤️ Artcell এর মত ব্যান্ড এর দ্বারাই এমন লিরিক্স সম্ভব 🖤🖤
@farhaferdousprottasa65683 жыл бұрын
Right
@mdotheet66774 жыл бұрын
একটা গানের সুরের পাশাপাশি একটা নিজস্ব অস্তিত্ব থাকে; সে জায়গা থেকে যদি উপলব্ধি করা যায় তাই আপনি স্বার্থক স্রোতা।
@SirajMedia2 жыл бұрын
মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই। অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায়! 🙂💔
@mahemmahtab28202 жыл бұрын
Right
@onle52952 жыл бұрын
Well said
@JuddhojahajOfficial9 ай бұрын
প্রচুর কিছু শেখার আছে আপনাদের থেকে। শুরুতে কিভাবে prelude দিতে হয়, কম্পোজিশন, ঠিক সময়ে ঠিক ইনস্ট্রুমেন্ট এর ব্যবহার, দুটো লাইনের মাঝে কিভাবে মিউজিক ইনপুট করতে হবে। একদম শেষ অবধি মনে লেগে থাকার মতো। আর শেষ হলেও যেনো বারবার শুনতে ইচ্ছে করে। অসাধারন আর্টসেল।🖤💙
@alsamssiam58223 жыл бұрын
ভালোবাসা অবিরাম তাই একটা comment রেখে গেলাম😊 এক সময় নাতি নাত্নিরা দেখবে বলবে দাদুও এই গান গুলো শুনতো😊🙃
@whoami54944 жыл бұрын
যে সুরে,লিরিক্সে,কম্পোজিশনে অন্তঃসত্ত্বার ব্যকুল দ্বারে ঠাই না পাওয়া হৃদয়ের চূড়া মিলিয়ে দেয়,এর থেকে বড় প্রাপ্যের কিছু আছে কী আমার জানা নেই।
@SadMan-yn6tx6 ай бұрын
শ্রদ্ধা জানাই সেই নারীকে যার জন্য এই গান আমার রোজ শুনতে হয়। 🥀💔
@explore_our_humanity2 жыл бұрын
আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান🥰
@jannatintazri40534 жыл бұрын
এখন আছি শুধু এই গানগুলোকে নিয়ে।সে অন্য কারো হইয়ে গেছে।ভালবাসি আর্টসেল। তোমার গানগুলো কে নিয়েই আমার মত অনেক মানুষ বেঁচে আছে।ভালোবাসা অবিরাম।
@mehedikhan2453 жыл бұрын
Artcell মানেই মনের শান্তি ❤️
@johnkruger6224 жыл бұрын
Artcell makes raw bangla rock.. These tunes are so unique and Bangladeshi.. ❤🤘
@safebd29842 жыл бұрын
আর্টসেল অন্যান্য গানের থেকে পথচলা গানটির ইতিহাস একটু ভিন্ন । আর্টসেল এর প্রথম এলবাম "অন্যসময়" ২০০২ সালের ৫ মে রিলিজ হওয়ার পর পুরা বাংলাদেশের ব্যান্ড মিউজিককে নাড়া দিয়ে তোলে। এই এলবামের গানগুলোর মধ্যে অন্যতম গান পথচলা। গানটির প্রথমেই যে গিটার প্লাকিং টা সবার মন কেড়ে নেয় সেটা ব্যান্ড এর বেইজ গিটারিস্ট সেজান ভাই এর তৈরি। সেজান ভাই যখন প্লাকিং টির কাজ করছিলো তখন ব্যান্ড এর গান লেখক ছিলো "রুপক"। পথচলা গানটি অর্ধেক লেখা অবস্থায় সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান "রুপক"💔। একটি বড় ধরনের ধাক্কা খায় ব্যান্ডটি। পরবর্তীতে রুপক ভাইয়ের বোন এর থেকে সেই অর্ধেক লিখাটি কালেক্ট করেন ব্যান্ডটির ড্রামার সাজু ভাই। গানটির বাকি অর্ধেক অংশ লিখেছেন রুম্মান আহাম্মেদ ভাই। আর্টসেল এর ভোকাল ও রিফ গিটারিস্ট "জর্জ লিংকন ডি কস্তা" এর মতে "গানটির প্রথম অংশ রুপক আমাদের বলছে আর শেষ অংশ আমরা রুপক কে বলছি।" গানটি যারা শুনেছেন তাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে হঠাৎ গানটির সুর,তাল পরিবর্তন হলো কেমনে? আসলে পথচলা গানটি তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশ রুপক এর লিখা (০ঃ০০ থেকে ৩ঃ২৭ মিনিট)।দ্বিতীয় অংশ ব্যান্ড এর তৎকালীন লিড গিটারিস্ট এরশাদ বিন জামান ভাইয়ের ইন্স্ট্রুমেন্টাল (৩ঃ২৮ থেকে ৪ঃ১৫ মিনিট) রুপকের অন্য ভুবনে চলে যাওয়াকে ইঙ্গিত করে।তৃতীয় অংশ (৪ঃ১৬ থেকে শেষ পর্যন্ত) আর্টসেল রুপকের অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করে। রুপকের স্মরণে বেশ কয়েকটি গান কম্পোজ করে আর্টসেল। তার মধ্যে "অবশ অনুভূতির দেয়াল", "রুপক(একটি গান)", "স্মৃতি স্মারক" অন্যতম। পথচলা গানটির বিষয়ে লিখতে গেলে প্রত্যেকে রুপককে নিয়ে লিখতে বাধ্য হবেন। পথচলা গানটি শুনে বুঝতে পারবেননা যে এটা ১৯ বছর আগের গান। কম্পোজিশন এত পরিষ্কার, সুন্দর ও সুক্ষ্ম যে মনে হবে এটা ২০২১ এর গান।গানটির প্রথমে যে প্লাকিং টা বাজে সেটা শুনলে মন ঠান্ডা হয়ে যায়। লেখাঃ Nagib Mahmud Prottoy
@fayzanhasan43034 жыл бұрын
এই গানটা শুনার ও গাওয়ার অনুভূতি কাউকে বোঝাতে পারবোনা 🖤 Just like I'm addicted with wine ❤️
@rumi11474 жыл бұрын
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
@md.jannatulmuid6983 жыл бұрын
কত সুখ কল্পনা,, কত মিথ্যে প্রলোভন....!💙 আমার জীবনের সেরা মিউজিক ব্যান্ড Artcell🤘💕 শতাব্দী পেরিয়ে যাবে কিন্তু বেঁচে রবে অনিকেত প্রান্তরে💕💕💕 30/04/2021
@anikdhali61523 жыл бұрын
এই পথ চলতে চলতে, কত মানুষ হারিয়ে গেলো,কত মানুষ নতুন আসলো। আবার তারাও চলে গেলো। তবুও পথচলা'র থামে না,"পথচলা" চলছেই। 💝💝💝💝
@mayedamumtahina13374 жыл бұрын
আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান আমি আজ নেই তবু কত সুর ওঠে বেজে তোমার ঐ গানের মাঝে☺🙂🙂
@MR-UNKNOWN..3 жыл бұрын
এই গানটার প্রতি কতটা ভালবাসা তৈরি হয়েছে এই সময়ের মধ্যে তা বলে বোঝানো যাবে না। আর আর্টসেল কে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তারা সব সময় ই মনের মধ্যে জায়গা করে নিয়েছে, নিচ্ছে ! ইন শা আল্লাহ একদিন সব কিছুর ই মাশুল দিতে হবে সবাইকে 🙂
@mdotheet66774 жыл бұрын
10/06/2020 তারিখটা রেখে গেলাম,পুরান হতে দেবো না অটল থাকবে যুগের পর যুগ❤
@azadiemon36213 жыл бұрын
কিছু গান শোনার চাহিদা কখনো ফুরিয়ে যাবে না🙂 আমার পথ চলা 🙂 যতবার শুনি ততবারই অনুপ্রেরণা পাই এখনকার আমিটাতে ধন্যবাদ আর্টসেলকে এরকম একটা গান আমাদের মাঝে রেখে যাওয়ার জন্য 😊
@rabidraihan75484 жыл бұрын
আর্টসেল এর পথচলা যেন আর না থামে।।ব্লাডসেল 😊😊😍
@ArafDiaz2 жыл бұрын
আহা হার্টসেল-আর্টসেল...❤️ আর্টসেল ছাড়া একসময়ে কিছু বুঝতাম না। আর্টসেল জীবনের একটি অংশ ছিল। এখন লাইভে গান গুলি শুনলে লিংকন দার অবস্থা দেখে, মনে করি আর্টসেলের ডাইরেক্ট লাইভ শো অফ করে দেয়া উচিৎ। তানাহলে নতুন জেনারেশন এই কালজয়ী গান গুলি প্রথম বারের মত লাইভে শুনলে গানগুলির মর্ম, গান গুলি কেন এত জনপ্রিয় তা বুঝবেনা।😔😔
@arefinzim94594 жыл бұрын
No man no this song can never be old. Masterpiece in one word.❤️
@mdimamsiam16744 жыл бұрын
এই গানটা শোনার পর আমি এই গানটার কাহিনী বুঝতে পারলাম। অনেক ভালোলাগল। এই গান অনেক আগের,তার পরও আমার কাছে অনেক ভালোলাগে কারণ এই গান এর সুর শোনা মাএ মন ভালো হয়ে যায়।অতীতের অনেক গান এর মধ্যে এই গান আমার কাছে best মনে হয়। Thanks for Artcell Band.18 September 2020. aro 50 bosor por ai ganta jano pai.
@legendarysaad35024 жыл бұрын
The national anthem of bangla music for 2000 era❤
@ashfickshafin54674 жыл бұрын
Oniket prantor is the one
@mehedihassandidar60394 жыл бұрын
এই গানগুলো আরো ২০ বছর পর ও ভালো লাগবে😊😍
@tousifbinalam17653 жыл бұрын
সেই ২০০২ সাল থেকে-ই এই গানটা শুনছি৷ আজ ২০২২ এ এসেও গানটা continuously শুনেই যাচ্ছি৷ কি অসাধারণ এবং নিখুঁত একটা কম্পোজিশান। এই গানটা সম্ভবত জীবনের শেষ দিন পর্যন্তও চিরতরুণ-ই থাকবে। লং লিভ আর্টসেল। ❤️❤️❤️
@shafindhali0535 Жыл бұрын
২০০২ সালে গাওয়া গান ! গাওয়ার ধরন শুনলে মনে হয় এখনকার সময়ের গান ! Artcell 👏💙
@xeroxsayeem2 жыл бұрын
পথচলা গানের রূপক ভাই এর লেখা পার্ট টুকু সহজ ভাষায় জটিল চিন্তা দেয়। ওনার চিন্তাধারা অসাধারন ছিলো। প্রতিটা লাইন এক একটা বিভ্রম।
@ehad_evan4 жыл бұрын
সাধারণত মানুষ গান শুনে কেন তা আমার জানা নেই, আমাদের বয়স যখন ১৩-১৯ এই সময়গুলো মনের আনন্দে কাটাই আমরা, কিন্তু যখন আমাদের বয়স ২০ কিংবা ২১ হয়, আমরা মাথায় চিন্তা আসে বাবা মাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, নিজের ভবিষৎটাকে নিয়ে তখনই শুরু হয় আমার পথচলা, হয়তো কারো আরো আগে থেকে শুরু হয় ; এই সময়টাতে আবার প্রেম করতেও ইচ্ছে হয়, কিন্তু সবকিছু মাথায় রেখে প্রেমে পড়া বারণ, কারণ আমার পথচলা আমার পথে ;
@alviahamed900815 күн бұрын
২০২৪ সালে প্রথম শোনা তারপর প্রতি রাতের এবং ঘুমের সঙ্গী হয়ে রয়েছে ❤
@khushnurakter39973 жыл бұрын
ভালোবাসা অবিরাম আর্টসেল💙🤘🤘🤘
@obaidullahnazif074 жыл бұрын
অতুলনীয় একটা গান। আমার শোনা আর্টসেলের প্রথম গান। এখনো এর স্বাদ এক বিন্দুও কমে নি।😊
@gseriesproduction58504 жыл бұрын
G Series World Music চ্যানেলে Artcell এর (Original Track) 1.Dhushor Shomoy (ধূসর সময়) 2.Chile Kothar Shepai (চিলে কোঠার সেপাই) 3.Ei Bidaye (এই বিদায়ে) 4.Opshori (অপ্সরী) 5.Leen (লীন) 6.Kandari Hushiar (কান্ডারী হুশিয়ার) 7.Bangladesh Smriti O Amra (বাংলাদেশ স্মৃতি ও আমরা )।আসছে খুব শীঘ্রই Artcell এর প্রিয় Original Track গুলো। আছে অন্যান্য প্রিয় ব্যান্ডের Original Track ও মিউজিক ভিডিও। listen to the original track & enjoy🖤
@Marcooliviax7 ай бұрын
২০২৪ সালে এসে নিজের ছোট বেলাটাকে অনেক মরে পড়ছে কতো সুন্দর ছিল দিন গুলো না ছিলো কিছু হারানোর ভয় শুধু ছিলো বড় হবার চিন্তা কিন্তু এখন তো সেই বড় হবার ইচ্ছাটা পূরণ হয়ে গেলো কিন্তু এখন মনে আবার কেনো ছোট হতে মন চায় 🖤🖤😔 বেহুলা মন
@ShayedHasan-xm7zr10 ай бұрын
ভালো দিনের আশায় প্রিয় মানুষটার জন্য অপেক্ষায় কারওতো ভালোবাসাই একটা অংশ। ভালোবাসা সব অংশ বা দিককে উপভোগ না করলে ভালোবাসাও একটা নিদিষ্ট সময় পর গাছের পাতার মতো ঝড়ে যাবে। আমার বিশ্বাস, কষ্টের স্বাদ অবশ্যই মিষ্টি হয়। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো সব সুখ দরজার ওপারে তোমার অপেক্ষায় আছে। রেখে গেলাম লাইন গুলো, ভালোবাসা পূর্নতা পেলে ভালোবাসার মানুষের সাথে আবারও শুনবো।
@nafisalsami63032 жыл бұрын
যেদিন বুঝে যাবেন 'আমার পথ চলা আমার ই পথে' সেদিন আর পিছুটান অনুভব করবেন না :)
@GoldDear-w8k4 жыл бұрын
আর্টসেল এর নিক নেইম চিরসবুজ কেই ভালো মানায়। কারন আজ থেকে ১৯বছর আগে এমন গান লেখা বা গাওয়া যা আধুনিক বর্তমান কে ও হার মানায়। সত্যি একশো বছর পরে ও এই গান গুলো সেরা দশে থাকবে 🥰🥰🥰🥰
@shimulafsary81774 жыл бұрын
Pure piece of art.The guitar entry was soul touching.
@islamrabbi71714 ай бұрын
Gaan ta jotoi shuni totoi valo lage❤️
@sahelkhan84154 жыл бұрын
এই পথ গেছে মিশে... আমার বেলা শেষে স্বপ্ন ফিরে আসে।💌
@fattahahmed3525 Жыл бұрын
আমি এই গান প্রথম শুনেছিলাম ২০০৯ এর দিকে। আজও শুনি। গান শোনার তেমন অভ্যাস নেই কিন্তু যখন শুনি এই গানটা শোনা হয়ই। অন্যরকম ভালো লাগা আছে এ গানটায়.....
@MM311234 жыл бұрын
যে আর্টসেলের গান শুনে তার জন্য ১/২মাস ঘড়ে বসে কাটিয়ে দেওয়া ব্যাপার না... :) #ফ্যাক্ট_করোনা_ভাইরাস।
@KrishnenduBiswas4 жыл бұрын
Sotti bhai ekdom ja bolechen. Love u Artcell from India Kolkata.
@apurbo0o4 жыл бұрын
vai ami 9 din dhoira room er moddhe, shara din artcell er gaan e shuni
@shahriartusher42434 жыл бұрын
😍😍
@jerinasfika43034 жыл бұрын
Ami 27days sunsi in home quartine
@shuvomondol28314 жыл бұрын
Songe pet o cholte hobe..🤣🤣tahole sob ok..tk na thakle kivabe gaan sunbo😂
@ArnobExe4 ай бұрын
Artcell er pothcholai sathe chilam & sob somoy e thakbo🤍
@md.paiker27984 жыл бұрын
An amazing change in rhythm of music...it makes me nostalgic.
@Abdullah12-j2l2 ай бұрын
আমার পথ চলা, আমি এই পথে, একা সময় অতিবাহিত মুহূর্ত একা আমি নাই। খুবই অদ্ভুত