Рет қаралды 121,481
অসাধারণ বাগান। সহজ পদ্ধতিতে প্রচুর ফল ভরিয়েছেন টবের মাটিতে। এত সহজ ভাবে ফল পাওয়া যায় আমি সত্যি দেখে অভিভূত। মাটি আর ভার্মিকম্পোস্ট মিশিয়ে সুন্দর মাটি তৈরি করেছেন। মাটি টি বেলে দোআঁশ মাটি। খেতে দেওয়া হয় সবজি পচা তরল সার সরিষার খোল ভেজানো জল এগুলি। সবজি পচে তরল সার যখন আপনারা ভেজবেন সেই তরল সার এর সাথে আরো 5 লিটার 1 লিটার এর সাথে 5 লিটার জল মেশাবেন না হলে আপনার গাছ মারা যেতে পারে। সরিষার খোল ভেজাবেন 1 লিটার জলে 100 গ্রাম তার সাথে আরও 15 লিটার জল অ্যাড করে গরমের সময় গাছকে দেবেন।এখানে সমস্ত বালতি ও রঙের গ্রামের মধ্যে ফল গাছ গুলি করা হয়েছে। আঙ্গুর ফল ডালিম বা বেদানা পেয়ারা শসা কুল নানা ধরনের ফুল গাছ সুন্দর কিছু বনসাই। চেরি গাছ সাথে আরও নানা ধরনের ফল গাছ সহজভাবে করছেন মালবিকা দি। বাগান করার সহজ বারবার বলি কিছু জায়গা আছে বা কিছু জায়গার মাটি আছে সেইভবে ফল ধরাতে পারেন না বা নানা ধরনের সমস্যা থাকে কেউ খাবার বেশি দিয়ে ফেলে কেউ খাবার জল বেশি দিয়ে ফেলে।এইগুলি জলখাবার কীটনাশক যদি আমরা মেইনটেইন করি ঠিকঠাকমতো তাহলে খুব সহজেই একটি বাগান আমরা গড়ে তুলতে পারি বাগান করা খুব সহজ আমরা এটা বলি মানে এই নয় যে বাগান করতে আপনারা পারবেন না বাগান খুব সহজেই আপনারা করতে পারবেন একটু চেষ্টা করলেই কারণ সকলের চেষ্টায় আজ আমরা দূর-দূরান্তের বাগান বা ভিডিও গুলো তুলে ধরতে পারছি। ত্রিপুরা যে জায়গায় দিদি বাগানটি করেছেন প্রচন্ড রৌদ্র পায় তাই সেইভাবে কীটনাশকের উপদ্রব বা পোকামাকড়ের উপদ্রব নেই তাও দিদি একটি সুন্দর নতুন কীটনাশক তৈরি করেছেন সেটা ভিডিওর মধ্যে বলা হয়েছে আপনারা অবশ্যই যদি ভিডিওটি সম্পূর্ণ শোনেন দেখেন তাহলে বুঝতে পারবেন।এই ধরনের বা গানগুলি আমাদের অনুপ্রাণিত করে বা একটি বাগান দেখে আমরা আরো একটি বাগান খুব সুন্দর ও সহজ পদ্ধতিতে গড়ে তুলতে পারি।আগামী দিনে আমরা অনেক অনেক বাগান আপনাদের সামনে নিয়ে আসবো যে বাগান দেখে আমরা নতুন নতুন বাগান তৈরি করতে পারবো একটি দেখে আরো একটি।গাছ করতে গেলে কিছু জিনিস অবশ্যই খেয়াল করতে লাগে যেমন গাছের পাতার নিচে পোকা হচ্ছে কিনা কোন জায়গায় জল বেশি হচ্ছে কিনা টবের মাটিতে জল বসছে কিনা এই রকম কিছু সমস্যা থেকে যায় তাই নতুন করে সাজাতে না সৃষ্টি হয় তাই গাছগুলির কাছে গিয়ে অবশ্যই একটু খেয়াল অবশ্যই করবেন। সমস্ত গাছ দিদি কেনেন এখানে অনলাইন থেকে সেটি ফল গাছ হোক বা ফুল গাছ।অনলাইনের বিভিন্ন সাইট আছে আপনারা সেখানে গিয়ে যদি গাছের ব্যাপারে খোঁজ বা চেকিং করেন তাহলে অবশ্যই করতে পারেন।এর সাথে সাথে দিদি বাড়ির লোকের সাপোর্ট পান যেমন দিদির হাজবেন্ড প্রচুর পরিমাণে সাপোর্ট করেন। ফল কাজ করতে গেলে একটু বড় জায়গা লাগে সেটা আপনি বড় গ্রাম বড় বালতি ব্যবহার।তবে ফল গাছ সাথে সবজি গাছের একটি আলাদা মজা আছে যারা করেন তারাই একমাত্র বুঝতে পারেন তবে আপনারা হাল ছাড়বেন না চেষ্টা করে যান বাগান আমাদের কাছেও হবে বড় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।