এতো বেশি কথা পছন্দ করি না, শুধু এতোটুকুই বলবো ক্লাস করবেন যদি ভালো লাগে তাহলে কোর্সে ভর্তি হবেন। মনে রাখবেন জীবনের শেষ ৩০ টা দিন ভেবেই আপনাকে পড়াশোনা করতে হবে। এত বেশি ডিপ্রেশন এত বেশি ফ্রাস্ট্রেশন কাজ করবে যেটা বলার বাহিরে। যেটা একটা সময় আমার নিজেরও কাজ করেছে। আরে ভাই যা পড়ছি সব ভুলে গেছি এমন একটা সিচুয়েশন। এত এত স্টুডেন্ট আমার কি চান্স হবে? কত চিন্তা যে মাথায় আসতো। কোর্সে ভর্তি যারা হবেন এই ৩০ দিন আমার সাথে পথ চলতে পারবেন। যেকোনো সময় যেকোনো সমস্যা আমার whatsapp আমার টেলিগ্রাম আমার ফোনে কল দিতে পারবেন। সবসময় আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমি ইনশাআল্লাহ থাকবো। কত টাকায় তো কত জায়গা খরচ করেন আশা করি এই ৪০০-৫০০ টাকা আহামরি অনেক টাকা না। এতটুকু বলতে পারি আশা করি হতাশ হবেন না। দরকার হয় Zoom এ আপনাদের সঙ্গে কথা বলবো। ক্লাস লিংক : kzbin.info/www/bejne/Z4emoIF6hZ2JrcU কোর্স ফি- পদার্থবিজ্ঞান -২৯৯ টাকা গণিত -২৯৯ টাকা দুইটি (গণিত +পদার্থবিজ্ঞান) একসঙ্গে নিলে -৪৯৯ টাকা। টাকা সেন্ড মানি করবেন Bikash:01752250809 (What's app) Nagad :01687383918 টাকা অফেরতযোগ্য। টাকা পাঠিয়ে আমার What's app:01752250809 নক দিয়েন অথবা টেলিগ্রামে জয়েন হয়ে থাকিয়েন। টেলিগ্রাম লিংক :t.me/+EbSTVJUrTXdlYmE1 এছাড়া ফেসবুকে পেইজে মেসেজ দিতে পারেন Facebook Page: facebook.com/profile.php?id=100084474275381 Facebook Group: m.facebook.com/groups/464166175258565/?ref=share&mibextid=NSMWBT
@mkforstudy15 сағат бұрын
ভাইয়া DU Tech Unit আর RU C Unit এর exam একইদিনে। আমার দুইটাতেই দেওয়ার ইচ্ছা ছিল, RU তে কিছুটা বেশি। সেইজন্য Technology Unit এর জন্য apply করিনি এখনও। আমার কি Tech Unit এ apply করা উচিত হবে? মানে RU এর অভ্যন্তরীণ সমস্যার কারণে কি ওদের exam পিছাবে? এমন সম্ভাবনা কতটুকু?