নারায়নগঞ্জ-কুমিল্লা এবং সিরাজগঞ্জ-বগুড়া এই দুটো কর্ড লাইন খুব দ্রুত শুরু ও শেষ করা খুব জরুরি। অনেক ধন্যবাদ ❤️
@NibeerMahmud Жыл бұрын
এই দু'টি প্রবল্প খুবই গুরুত্বপূর্ণ। এই দু'টি চালু হলে শুধু মানুষ পরিবহন না এই অঞ্চলের পণ্যগুলো সহজেই বন্দর নগরীতে পৌঁছানো যাবে-এতে দেশের রপ্তানি আয় বাড়বে-বিদেশি বিনিয়োগও বাড়বে। সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@azadhossin89068 ай бұрын
বগুড়ার সিরাজগঞ্জ কর্ড লাইনের নিউজ চাই
@MdAliKuwait-si1zi Жыл бұрын
নিবার মাহামুদ ভাই কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার সব গুলো ভিডিও আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
প্রস্তাবিত রেললাইনটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ, দাউদকান্দি, লাকসাম ও ফেনী হয়ে চট্টগ্রামে প্রবেশ করলে দূরত্ব সবচেয়ে সংক্ষিপ্ত হবে। এক্ষেত্রে কুমিল্লাকে পরিকল্পনা থেকে বাদ দিতে হবে। এই এক্সপ্রেস লাইনে কুমিল্লাকে ঢোকানো বাস্তবসম্মত হবে না। কুমিল্লাকে আগের লাইনের সাথে সংযুক্ত রাখা উচিত হবে।
খুব আশার কথা , ধন্যবাদ , এগিয়ে যাক প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@awfl507 Жыл бұрын
চট্টগ্রামের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা দরকার। কিন্ত 61 হাজার কোটি টাকা খরচ করে দেড় ঘণ্টা সময় না বাঁচিয়ে দেশে অনেক দুর্বল লাইন আছে যেগুলির উন্নয়ন করলে বেশী ভাল হয় না?
@mohammodhakim5828 Жыл бұрын
একমত
@mdrakibhossain9997 Жыл бұрын
💯
@mmkhan891 Жыл бұрын
একমত না😂😂
@famimhasanofficial Жыл бұрын
1.5hr apnar kase kom mone hote pare tobe eta j ki guruttopurno seta somoyer gurutter manush e bujhe
@Elomelo75 Жыл бұрын
দরকার আছে নতুন রুটের। বছর দুয়েক পরেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হয়ে গেলে ঢাকার সাথে চট্টগ্রাম/কক্সবাজারের সড়ক ও রেলপথে আরো প্রেসার পড়বে। অলরেডি ৪ লেনের সড়কপথকে ৬/৮ লেনে উন্নয়নের প্রয়োজনিয়তা দেখা দিসে। দেড় ঘন্টা সময় কমানোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ এইখানে, নতুন আরেকটা রুট হচ্ছে।
@zillurrahaman6316 Жыл бұрын
এই প্রকল্প আরো আগে বাস্তবায়ন করা উচিত ছিলো। কারণ এটা অতি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। বিশেষ করে যাতায়াত এর ক্ষেত্রে ।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
ঢাকা শহর থেকে চট্টগ্রাম এর দূরত্ব কমাতে হলে আঁকা বাঁকা পথ সোজা করা উচিত লাকসাম থেকে নারায়ণগঞ্জ সোজা করা উচিত
@princenihad1440 Жыл бұрын
কুমিল্লা শহর এবং শহরের পশ্চিম আর উওর এর মানুষ কই যাবে..??
@AnisurRahman-fc5vs Жыл бұрын
রেলপথ কে উন্নত করতে আগে দরকার ডবল রেললাইন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার। আর উন্নয়নের নামে ব্যয় অপচয় রোধ করতে হবে, তবেই হবে উন্নতি।
@Shoaieb-wm9is Жыл бұрын
সহমত
@aestheticfuad8070 Жыл бұрын
চাষাড়া + চর সৈয়দপুর + মুন্সিগঞ্জ + মতলব + চাঁদপুর লাইনের সাথে কানেক্ট করলে একটা স্ট্রং বিকল্প হবে। এবং পদ্মা সেতুর মত মাল্টিপারপাজ ব্রিজ করলে সড়ক পথে ফেনি হয়ে চট্টগ্রাম যাওয়ার একটা বিকল্প পথ তৈরি হবে।
@fahmidasultana5770 Жыл бұрын
১ নং অপশনে দুরত্ব ও খরচ কম! সুতরাং এটিই বাস্তবায়ন করা হোক! এটি না হলে দুরত্ব ও খরচ উভয়ই বাড়বে এবং ঢাকা ও চট্টগ্রামের মাঝে অবস্থিত গুরুত্বপূর্ণ জেলা শহর কুমিল্লা বঞ্চিত হবে রেল সেবা থেকে!
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@FurkanMolla-qf3oy7 ай бұрын
Right👍👍👍👌👌
@FurkanMolla-qf3oy7 ай бұрын
আমাদের জন্য ভালো হবে।। মুরাদনগরবাসীদের জন্য 🥰🥰
@drimraj6126 Жыл бұрын
আমারও এই প্রশ্নটি আগে ছিল চট্টগ্রাম রেললাইন সোজা না গিয়ে কেন এত ঘুরে যায়।? আশা করি এর সমাধান হবে। এটা খুবই ভালো উদ্যোগ।
@jayantasengupta11299 ай бұрын
এই প্রকল্পটি চালু হলে সত্যিই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া খুবই কম সময়ে এবং আরামে তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। খরচ ও অনেকটা কমে যাবে।
@moinsharif2438 ай бұрын
রেল লাইন তৈরি করেছে মূলত ব্রিটিশরা, খাজনা আদায়ের সুবিধার্থে, তারা সর্বচ্চো সংখ্যক জেলার যেতে চেয়েছে, এজন্যই ঘুরে যাওয়া।
@sksakibshariar440 Жыл бұрын
মাশাআললাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ খুব সুন্দর ও ভাল হবে।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
@shohidmiah4976 Жыл бұрын
এই কাজ টা খুব দরকার এত দিন পর হইলেও সরকার চিন্তা ভাবনা করছে সরকার কে ধন্যবাদ
@themasteradditiongaming8461 Жыл бұрын
যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে অর্থ দেশের সামাজিক অবস্থার দ্রুত উন্নতি হবে এবং দেশ এগিয়ে যাবে।
@NibeerMahmud Жыл бұрын
সহজ যোগাযোগ ব্যবস্থা হলে দেশের উন্নয়নও সহজ হয়। সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@RuhulAmin-r5x9s10 ай бұрын
1@@NibeerMahmud
@zainalabedin446311 ай бұрын
সত্যিই হতাসার কথা,বাংলাদেশ মানুষকে উন্নত রেল যোগাযোগের কথা না বলে এখনো সেই ব্যাকডেটেড রেললাইন নির্মানের কথা কেন ভাবছে তা বুঝতে পারছি না। বিশ্বের প্রতিটি দেশই এখন দ্রুত গতির রেলের চিন্তা করে। তাই যতটা সম্ভব আধুনিক যুগের রেলপথ নিরমান এর জন্য অনুরোধ করছি।
@TalibBinHossain-e4p8 ай бұрын
এই সংবাদে চট্টগ্রামবাসী হিসাবে আমি ভীষণ আনন্দিত। অনেক ধন্যবাদ সাংবাদিক ভাইকে❤
@NibeerMahmud8 ай бұрын
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন,ভালো থাকবেন সবসময়।
@hridoyahmmedkhan9080 Жыл бұрын
আপনার চ্যানেলটা আমার অনেক ভালো লাগে। কারন এই চ্যানেলে রেল/ট্রেনের অনেক আপডেট দেওয়া হয়,তাই আমার অনেক ভালো লাগে। তাছাড়া আমি একজন ট্রেন লাভার।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
@pingkusaha3488 Жыл бұрын
ঢাকা- চট্টগ্রাম এবং সিরাজগন্জ- বগুড়া এ দুটি রেল পথ প্রকল্প যত তাড়াতাড়ি শেষ করা যায় তাতেই মঙ্গল।
@HarryDejuna Жыл бұрын
Shutup dhaka to Chittagong need to short tume
@mdmahmudsharif200511 ай бұрын
(Shutup ) you can't use this type word TO ANY ONE.............. Me From STATE OF CUMILLA
@alimulazim68199 ай бұрын
এক নাম্বার প্রস্তাব ঠিক আছে আমার মতে
@NibeerMahmud9 ай бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ।
@MDSelim-vr6vm6 ай бұрын
দূরত্বের , সাথে, কাজ , চালু করা, প্রয়জন, ধন্যবাদ।
@prettyflora35611 ай бұрын
খুব ভাল খবর !!এটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি পরিমান উপকার হবে তা অল্প কথায় বুঝিয়ে বলা সম্ভব নয়,দেশ এগিয়ে যাচ্ছে উন্নত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
দেশ স্বাধীনের পর যদি এক ইঞ্চি নতুন রেললাইন তৈরি করা হলে অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই ঢাকা - লাকসাম chord line করা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট বলা হলেও গত পঞ্চাশ বছরেও এটি গুরুত্ব পায়নি ফলে এখনো প্রকল্পটি সমীক্ষা পর্যায়েই আছে....
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@mirkabir1132 Жыл бұрын
আপাততঃগভীর সমুদ্র থেকে কিভাবে দেশের মূল রেল লাইন এর সাথে সংযোগ করা যায়,অগ্রাধিকার ভিত্তিতে এটাই চিন্তা করা উচিৎ রেল মন্ত্রনালয়কে।
@tamannachowdhury7075 Жыл бұрын
ভাই আপনার সব ভিডিও গুলো আমি দেখি।ভালো লাগে। তাই আপনার মাধ্যমে জানাতে চাই ঢাকা কক্সবাজার টিকিট কালোবাজার কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে একটা ভিডিও করেন।
@Safaet1971 Жыл бұрын
Rajniti mukto drishtikon theke video korar jonno apnake oshonkho dhonnobad ashun shobai miley amra deshtakey pran vorey valo bashi
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
@karinulbhuiyan3029 Жыл бұрын
ভালো ও সময়োপযোগী উদ্যোগ।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@MdMintu-qs6do3 ай бұрын
খুবই ভালো উদ্যোগ এটা হাইওয়েতে যেভাবে গাড়ি বাড়ি গেছে ট্রেন চলাচল তাই ভালো হবে আমাদের জন্য
@ShahjahanAli-lb5fs8 ай бұрын
সিরাজগঞ্জ বগুড়া রেললাইন এর কাজ খুব দূত শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মা কে অনুরোধ করছি
@NibeerMahmud8 ай бұрын
কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে জমি অধিগ্রহণ করা হচ্ছে। আমাদের চ্যানেলে এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে-চাইলে দেখতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন-ভালো থাকবেন সবসময়।
@shaheeduddin-pn7zg Жыл бұрын
সিদ্ধান্ত যত তাড়াতাড়ি নেবে ততই মঙ্গল। সোনার বাংলা একধাপ এগিয়ে যাবে।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@surajitbarua9510 Жыл бұрын
It is a very good news in 2023 Nibeer bhai. take care. May Allah bless you.
@MDSelim-vr6vm6 ай бұрын
কবে, কাজ শুরু হবে,জানাবেন।
@MDSelim-vr6vm Жыл бұрын
ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী।কে। ঢাকা থেকে। নারায়ণগঞ্জে কুমিল্লায় কেণটারমেন। লাকসাম। রেল যোগাযোগ।করা। জন্য। রেল মন্ত্রণালয়। রেল। মন্ত্রী।কে।উওটঊব।
@MDSelim-vr6vm Жыл бұрын
ভালো।বাসি। চেনেলটিভি। ধন্যবাদ।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
ঢাকা মহানগর থেকে চট্টগ্রাম রেল যোগাযোগে টাকা ব্যায় করেন অসুবিধা নেই কিন্তু সারা দেশে রেলপথ উন্নত ও ভাবল লাইন স্থাপন করা উচিত কারণ ব্রিটিশ সরকার রেলপথের জন্য যে জমি সম্পদ রেখে গেছেন তাহা দিয়ে সারা দেশে ডাবল লাইন স্থাপন করা সম্ভব হবে, এটা করা জরুরি বলে মনে করি ধন্যবাদ সবাইকে আসসালামুয়ালাইকুম ইতি অধম গুনাগার ডাক্তার রফিকুল।
@nabonitasarker6698 ай бұрын
😊😊😊😊😊
@g.ktransport29988 ай бұрын
নোয়াখালীর সুবর্ণচর চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন চালু করলে হাতিয়ার মানুষের কোটি কোটি গুণ উপকার হবে।
@MobassaraBagum Жыл бұрын
চট্রগ্রাম সব দিক দিয়ে গুরুত্ব পুর্ণ
@NibeerMahmud Жыл бұрын
শতভাগ সঠিক। সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@NazrulIslam-xe9kt11 ай бұрын
Very very important vedio Dhaka to Chittagong real line road this is one of the best popolar and Business City I'm Nazrul Islam Dubai UAE
@NibeerMahmud11 ай бұрын
thank you so much
@KhadizaMs-j5z Жыл бұрын
🎉সবচেয়ে ভালো হবে বানছরামপুর জেই বৃজ হবে তার পাশে এই রেল লাইন ও রেলওয়ে বৃজ হলে
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@mdfarukhosain1106 Жыл бұрын
নারায়ণগঞ্জ কাচপুর ব্রীজ থেকে কুমিল্লা রেলগেইট পর্যন্ত সড়কের মাঝে সড়কদ্বীপ রয়েছে এই সড়কের মাঝখানে পিলার করে রেলের উড়ালপথ করলে ব্যায় বহুলাংশে কম হবে
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
@SaifulAlamSikder-ng8cb Жыл бұрын
ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ যায়গা। কিন্তু অপ্রিয় সত্য যে সেই চট্টগ্রামকে উন্নয়নের পথ থেকে অনেক পিছিয়ে রাখা হয়েছে শুধুমাত্র প্রতিহিংসার বশীভূত হয়ে ফলশ্রুতিতে,বাংলাদেশের (তলাবিহীন,অপরিকল্পিত,অর্থ-লুটপাটকারী)উন্নয়ন কবরস্থানে আলোকসজ্জার মত হয়েছে।
@Haider595 Жыл бұрын
এই সরকার সবচেয়ে বেশি প্রজেক্ট নিয়েছে চট্টগ্রাম কেন্দ্র করে। একটু ঘাটাগাটি করে দেখেন, সবচেয়ে বেশি সরকারী প্রজেক্ট চলছে চট্রগ্রামে। না জানা থাকলে জেনে নিন।
@nishathaque8345 Жыл бұрын
Thank you for your reckless ignorant comments. When you to Chittagong last time
@MDSelim-vr6vm Жыл бұрын
নারায়ণগঞ্জে থেকে। কুমিল্লায় কেণটারমেন। রেলওয়ে স্টেশন।
@KabirAhmed-pp1yq10 ай бұрын
Thanks your excellent comments on environment and notice to public awareness.
@mashiurrahman7567 Жыл бұрын
Dhaka Narayanganj duel gauge rail line has been stagnant this should be completed at an early date.people are suffering so much.
@saifulbhuiyan5990 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। জয় বাংলা।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
@mohammadsyfulislam4913 Жыл бұрын
অর্থনীতির লাইফ লাইন ঠিক রাখতে হলে টাকা ও চট্টগ্রাম রেল যোগাযোগ তারাতাড়ি উন্নত করা উচিত
@tkhan101 Жыл бұрын
আশা করি আমাদের বিদ্যুতায়ন হবে
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@MDSelim-vr6vm Жыл бұрын
ধন্যবাদ। মোঃ সেলিম।
@MDSelim-vr6vm9 ай бұрын
ঢাকা। নারায়ণগঞ্জে কুমিল্লায় কেণটারমেন চট্টগ্রাম কক্সবাজার। রেল যোগাযোগ চাই ধন্যবাদ সবাইকে।
@NibeerMahmud9 ай бұрын
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন,ভালো থাকবেন সবনময়।
@abcd_8482 Жыл бұрын
এইটা হলে আমরা চাদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী সবাই উপকৃত হবো
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
@tapasroy5469 Жыл бұрын
দারুণ হবে।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@dogoodjob Жыл бұрын
রেললাইন টি চাঁদপুরের রোডের সাথে কানেকশনের অপশন রাখেনি, সেটা করলে খরচ কম হতো
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@mahamudulkadir2301 Жыл бұрын
এটার সাথে বগুড়া সিরাজগঞ্জ রেললাইন জরুরি।এটা হলে, রাজধানীকে মধ্যে রেখে উত্তর থেকে দখিনে চিটাগং পর্যন্ত নিরবচ্ছিন্ন রেললাইন চালু হবে।সময় ও পণ্যের যোগান দিতে এবং বাজার এবং বহির্মুখে রপ্তানি আমদানির ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে।
@NibeerMahmud Жыл бұрын
ঠিক বলেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@shaheedsarwer11637 ай бұрын
বর্তমানে ঢাকা চট্টগ্রাম সড়ক পথের মাঝখানে রোডডিভাইডার অনেক প্রশস্থ,,, মনে হয় খুব অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে নারায়নগঞ্জ থেকে ফেনী পর্যন্ত সোজা রেলপথ তৈরি করা যায়।
@masumbillah53669 ай бұрын
কবে কাজ সুরু হবে
@haqkotha2640 Жыл бұрын
শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেই সম্ভব❤💚
@rjtofik254211 ай бұрын
😂😂😂😂😂
@timur3dec82 Жыл бұрын
ঢাকা - চট্টগ্রাম কর্ড লাইন নারায়নগঞ্জ হয়ে শুরু করার কথা সেই ১৯৯৬ সাল থেকে শুনেছি। ঠিক যেমনটি কক্সবাজার রেললাইনের কথা শুনেছিলাম। আশার কথা কক্সবাজার রেল লাইন চালু হয়েছে। ঢাকা - চট্টগ্রাম কর্ড দ্রুত বাস্তবায়ন করা হোক। চালু হোক ঢাকা - চট্টগ্রাম হাই স্পীড ট্রেন।
@RajibB82779 ай бұрын
আপনি নব্বইয়ের দশক থেকে শুনছেন। আর আমি শুনছি আমার বাবার মুখে, সেই ব্রিটিশ আলমে সার্ভে করা হয়েছে!
@robertdas88624 ай бұрын
Chittagong thake stright narayangong jaour system ta ki by train
@mdsharifulislam7649 Жыл бұрын
ট্রেন স্পীড বাড়াতে মনোযোগ দেয়া উচিৎ
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@shohagrana72348 ай бұрын
Vai dhaka to mymensing 2 lane rail road cai
@NibeerMahmud8 ай бұрын
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন,ভালো থাকবেন সবসময়।
@OhidurRahman-ty4fl Жыл бұрын
Thanks for this new development massage
@jimmyctg9489 Жыл бұрын
ঢাকা চট্টগ্রাম দেশের লাইফ লাইন। সড়ক বা রেল দুই ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত ছিল এই পথেই যেটা হয়নি। এখন শুধু দূরত্ব কমানোই না হাই স্পিড ট্রেন চালু করাও সর্বাধিক অগ্রাধিকার দিয়া উচিত যাতে দেড় থেকে দুই ঘন্টায় যাতায়াত করা যায়
@Imran-cl5kj7hs2s Жыл бұрын
যোগাযোগের স্বাথে অবশ্যই রেলপথটি দরকার।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@KhalidBinkamal-d5p7 ай бұрын
Narayanganj to laksham cod line hoba ki New update chai
@KhalidBinkamal-d5p7 ай бұрын
Nibir bi cod line hoba ki New update chai
@user-you78643 Жыл бұрын
Good News, from Malaysia..
@NibeerMahmud Жыл бұрын
thank you so much for your valuable feedback. you take care
@mianasir7731 Жыл бұрын
রেল পথের নতুন নতুন আপডেট দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেন ব্যাপারে কিছু জানাবেন কি?
@NibeerMahmud Жыл бұрын
আপতত ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন হচ্ছে না। তবে হাই স্পিড ট্রেন বা বৈদ্যুতিক ট্রেনের বিষয়ে কাজ চলছে। বৈদ্যুতিক ট্রেন নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেয়া রয়েছে-চাইলে দেখতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
Thanks for your information.i hope next video will be 5/6 minutes .
@khadijajamal4490 Жыл бұрын
আলহামদুলিল্লাহ কাজ করার সুযোগ দিন। সহযোগিতা করুণ। ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে । আন্দোলন করে কাকে আনবেন যে আসবে ঐ একটাই সবাই বাংলাদেশের চরিত্র গুলো খুবই চেনা। তাই আর পাচ বছর দেখুন ।এরপর সিদ্ধান্ত নিন। আল্লহ কে বলবো আমাদের দেশের জন্য ভাল যে করবে সেই আমাদের জন্য কাজ করার সুযোগ পাউক ।
আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কুমিল্লা কড লাইনে যে কাজটা শুরু হয়েছে সেটা খুবই ভালো একটা উদ্যোগ। এখানে তিনটা অপশনের কথা বলা হয়েছে আমি আরো একটা অপশন যোগ করতে চাই। একটা মানচিত্র সামনে রেখে ব্যাপারটা দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন বিষয়টা। বর্তমানে যে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ আছে সেটা মুন্সিগঞ্জ পর্যন্ত বর্ধিত করে মুন্সিগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত যদি একটা ডুয়েল গেজ ডাবল লাইন করা হয় এবং চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত রেল সংযোগ করা আছে । সেটাকে ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করা হলে জমি অধিগ্রহণ বাবদ অনেক টাকা বেঁচে যাবে। দয়া করে বিষয়টা রেলপথ মন্ত্রণালয়ে জানানোর ব্যবস্থা করেন।
@Aporupa_2004 Жыл бұрын
১ নং অপশনে দুরত্ব ও খরচ কম! সুতরাং এটিই বাস্তবায়ন করা হোক লাকসাম সব দিক দিয়ে গুরুত্ব পুর্ণ ধন্যবাদ।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
@mahbubal-islam38277 ай бұрын
সকল নতুন রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা মেট্রোরেলের আদলে আনতে হবে। এই বিষয়টি রেলওয়ে এর মাথায় থাকতে হবে।
@SubrotaRoy-cm3em10 ай бұрын
NICE DETAILS
@faysalahmedkafaysalahmedka44069 ай бұрын
অপশন ৩ টাই সঠিক,একটু খেয়াল করে দেখুন প্রথম প্রায়োরিটি হলো দুরত্ব কমানো,,আর ঢাকা নারায়ণগঞ্জ থেকে সোজাসুজি লাকসাম জংশনে সঞ্জুক্ত করা গেলে ঢাকা চট্টগ্রামের মধ্যে টোটাল দুরত্বে জে হতাশা আছে সেটা ঘুচবে,,মানে সবৌচ্চ্য দুরত্বটা কমবে,,,,,আর ১ নাম্বার অপশন হলে রেললাইন টা একটু গুরা হয়ে যাবে,ম্যাপে খেয়াল করে দেখেন,এতে আংশিক কুমিল্লাবাসী একটু বেশি লাভবান হবে কিন্তু দেশের সারবিক জনগণ উপকৃত হবেনা,,,
It is a good & low cost time saving trajectory from Dhaka to chittagong bypassing bhairabbazar & to catchup our old fashioned towns narayanganj & Munshiganj. Thanks .
@NibeerMahmud Жыл бұрын
thank you
@sajjadtowhid2772 Жыл бұрын
Narayanganj to Chandpur railline connect korlai to distance kome jay.Laksham porjonto tana lage na.R akta holo Choumuhoni theke lakshmipur hoye railway bridge die barishal to khulna connect kora jay....ai line niao advisor firm niyog kora uchit.
@tawsifrezachowdhury7478 Жыл бұрын
অপসন ৩ ভালো। কারণ টাকা কম
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@princenihad1440 Жыл бұрын
ভিডিও ভালো করে দেখন আগে, অপশন ১ সব দিক থেকে কম খরছ সময় দূরত্ব, সবই কম
@kuahmed18 ай бұрын
এটি সবচাইতে বুদ্ধিমান সিদ্ধান্ত। খানিকটা নয় বিশাল ইউ আকৃতির পথ পাড়ি দিতে হচ্ছে। সুতরাং আট লেইন মহাসড়ক চিন্তা বাদ দিয়ে চারলেনে এই নতুন পথ চালু হলে ঢাকা চট্টগ্রামের যোগাযোগ বিশাল পরিবর্তন হবে। তাছাড়া এ রুটের গুরুত্ব আপনার ভাষায় অতি সুন্দরভাবে ফুটে ওঠেছে। তারপর আমি মনে করি এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হবে।
@NibeerMahmud8 ай бұрын
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন,ভালো থাকবেন সবসময়।
@abdulbaribabul6268 Жыл бұрын
যে অপসনে যাতায়ত সময় কমবে তা গ্রহন করলে উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হবে।
@NibeerMahmud Жыл бұрын
সাথে থাকার জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবসময়।
@Safathmemes3 ай бұрын
Very much good news for us
@zahidhosssin9811 Жыл бұрын
সিরাজগন্জ বগুড়া রেলপথের কি খবর।।এটা অনেক গুরুত্বপূর্ণ।।
@NibeerMahmud Жыл бұрын
আমাদের সাথেই থাকবেন দেখতে পাবেন সিরাজগঞ্জ টু বগুড়া রেলপথের আপডেট ভিডিওচিত্রটি। ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন- ভালো থাকবেন- সবসময়।
@JoynalAbedinSiddique8 ай бұрын
অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কে ধন্যবাদ। এ-ই রেললাইন এ-র করার উদ্যোগ গ্রহণের জন্য, যত তারাতাড়ি সম্ভব কাজ শুরু করুন।
@NibeerMahmud8 ай бұрын
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ-কৃতজ্ঞতা। নিরাপদে থাকবেন,ভালো থাকবেন সবসময়।