Рет қаралды 945,095
প্রকৃতির অপরুপ সমাহার হাতিয়া উপজেলা। দেশের মূল্যবান সম্পদ স্বর্ণদ্বীপ ( Sarna dip ) , নিঝুমদ্বীপ ( Nijhum Dip ) ও ভাসানচর দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবেও পরিচিতি লাভ করেছে। এ ৩টি দ্বীপ-ই হাতিয়া উপজেলায় অবস্থিত।
হাতিয়ার চর্তুদিকে বর্তমানে ১৫টি চর ছাড়াও আরও অর্ধশতাধিক ডুবোচর জাগছে। হাতিয়ার উত্তরে মেঘনা নদী, পশ্চিমে হাতিয়া নদী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে বিশাল বঙ্গোপসাগর ( Bay of Bengal )। খাদ্যশস্য, মৎস ও পর্যটনের জন্য বিখ্যাত হাতিয়া। সরকারি হিসেবে নোয়াখালীর আয়তন ৪২০২ বর্গকিলোমিটার। এরমধ্যে শুধুমাত্র হাতিয়া উপজেলার আয়তন ২১০০ বর্গকিলোমিটার। অর্থাৎ নোয়াখালী ( Noakhali ) এর অপর ৮টি উপজেলার আয়তনের সমান হাতিয়া উপজেলা।
বাংলাদেশকে স্বনির্ভর ও একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। যার ধারাবাহিকতায় ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মীরসরাইতে ৩০ হাজার এক ভ‚মিতে বিশাল আয়তনের ’বঙ্গবন্ধু বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তোলা হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারের মহেশখালীতে চলছে বিশাল কর্মযজ্ঞ। এক্ষেত্রে হাতিয়া ও সুবর্ণচরের বিশাল ভূমি শিল্পকারখানা স্থাপনে উপযোগী।
দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে ফসলি জমি ও শিল্প কারখানা স্থাপনে ভূমি ক্রমান্বয়ে সঙ্কুচিত হচ্ছে। অপরদিকে হাতিয়া উপজেলার আয়তন বৃদ্ধি পাচ্ছে। যা দেশের জন্য সুখবর বটে।
তথ্যসূত্রঃ দৈনিক ইনকিলাব।
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢