নিউজ টোয়েন্টিফোর (NEWS24) এর সাপ্তাহিক এর আয়োজন হে বন্ধু হে প্রিয়। Today's Guest: Mita Haque, Host: Imdadul Haq Milon. On Aired 24th August, 2017
Пікірлер: 19
@shaibalchowdhury96893 жыл бұрын
যতদিন বাঙালি থাকবে ততদিন রবীন্দ্রনাথের গান থাকবে। থাকবে মিতা হকের গাওয়া রবীন্দ্র সংগীত। কে কি বললো তাতে কারো কিছু যায় আসে না। নিন্দুক সব সময় ছিল, আছে, থাকবে।
@prabirdatta86423 жыл бұрын
এত আন্তরিক সাক্ষাৎকার আমি শুনিনি।এ অনুষ্ঠান থেকে আমি কেবল যে সদ্য প্রয়াতা মিতা হককে জানলাম তা নয় আমি সবার রাজা সেই রবিঠাকুরকে নোতুন করে চিনলাম।
@joltorongo86993 жыл бұрын
ইমদাদুল হক মিলনের এতো সুন্দর উপস্থাপনা মুগ্ধ না হয়ে থাকা যায় না। প্রোগ্রামটা বড্ডো ছোট। আমার মনে হয়, তার একটা নিজস্ব ইউ টিউব চ্যানেল থাকলে ভাল হয় যেখানে তিনি ইচ্ছা মতো, সময় নিয়ে এবং মনের যত রকম প্রশ্ন আছে তা উজাড় করে মেলে ধরে একটা খুবই অর্থপূর্ণ এবং মনোমুগ্ধকর সাক্ষাৎকার পরিবেশনে সফলতা অর্জন করতে পারবেন। কে জানে, আমার ইচ্ছেটা হয়তো একদিন ফলেও যেতে পারে এবং আমার কথাটা যে হাড়ে হাড়ে ঠিক সেটা প্রমাণও হয়ে যাবে। মিতা হকের গাওয়া গান আমার বরাবরই খুব প্রিয়। তার আরো অনেক কিছুই দেবার ছিল। তার বিদেহী আত্মা শান্তিতে থাকুক এই কামনা করি।
@prosenjitbiswas.excellent.49744 жыл бұрын
Mita haque madam explained Rabindranath Tagore excellent widely... Nicely. A huge thanks. Namaskar.
@pradipmusic67543 жыл бұрын
শুভ নববর্ষে প্রথমেই অনন্যা শিল্পী মিতা হকের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।উনি যে লোকেই থাকুন না কেন গানের মধ্যে উনি বেঁচে থাকবেন।এমন একটা অনবদ্য সাক্ষাৎকার গ্রহণ এবং প্রকাশের জন্য শ্রদ্ধেয় ইমদাদুল হক ভাইকে অশেষ শুভেচ্ছা,অভিনন্দন ও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুদীর্ঘ্যজীবি হোন।
@prabhasray46623 жыл бұрын
আজ রবীন্দ্রনাথের গানে আবিষ্ট শিল্পী মিতা হকএর অকাল প্রয়াণে খুব কষ্ট পেলাম।গানে গানে তিনি ভৌগলিক সীমারেখা ভেঙে দিয়েছেন দুই বাংলার। গানের ভিতরেই তিনি চিরকালীন হয়ে রইলেন।
@apuchowdhury5804 жыл бұрын
AMAZING DEPTH OF FEELINGS.
@mdafsarali93504 жыл бұрын
পশ্চিম বাংলা থেকে বলছি মিতা আপু যখন আমাদের পশ্চিম বাংলাই টিভি তে porogram করেছিলেন তখন দেখেছি
@triptidutta43314 жыл бұрын
আমার খুব প্রিয় গানের দিদি
@sreemantiray56754 жыл бұрын
Didir katha khub valo laglo. Onek kichu jante parlam.
@pulintaron19793 жыл бұрын
Tomar gan rabindrachetna ami maneprane sraddha kori.
@md.murshedislamakanda69613 жыл бұрын
❤️❤️
@pareshbala6183 жыл бұрын
হে গুণী চলে গেলেন চিরতরে।আর পাবো না ফিরে।
@priyankar11473 жыл бұрын
Du ekti montobbyo khub osichin o obibechak er moto mone holo. Jara likhelen tader monone kii sei uttoron hoyechhe?
@rajuhonest22585 жыл бұрын
কি রবীন্দ্রনাথ কিসের রবিন্দ্রনাথ এসব এখন কে শুনে কার এত অবসর আছে গানগুলো কে আধুনিক করা দরকার