অখিলবন্ধু ঘোষ বাবু হীরের টুকরো ছিলেন। এত উচ্চ কোটির শিল্পী হয়েও তেমন সম্মান পান নি। কোথাও পড়েছি জীবনের শেষ বেলায় বহু কষ্টে তাঁর জীবন কেটেছে, এমনকি দু'প্লেট ঘুগনি খায়িয়ে সংগঠকরা সভায় গান গায়িয়েছে, একটা পয়সা দেয়নি। শত ছিন্ন কোট পরে দিন কাটিয়েছেন, অথচ আমরা আজ তাঁর গাওয়া গান বিনামূল্যে শুনছি। হে অতি মানব, আপনি যেখানে থাকুন, আমাদের মত সংগীতপ্রেমীদের সশ্রদ্ধ প্রণাম নেবেন, এর বেশি দেওয়ার মত আর কিই বা সাধ্য মোদের। বিনম্র শ্রদ্ধা নিবেদন করি।এই দরদী শিল্পী চিরদিনের। তাঁর সৃষ্টির দ্বারা উনি আমাদের মধ্যে জীবিত। তাইতো উনি অমর।
@TaraknathPramanik-fy9sbАй бұрын
Pronam janailpi..... dorodi shi 6:10
@tarusarkar719211 күн бұрын
🙏🙏
@chanchalbhattacharyya12284 жыл бұрын
প্রথমেই আমার প্রণাম এই অসামান্য শিল্পী কে। অনেক ধন্যবাদ যিনি গান গুলি আপলোড করলেন। আর তীব্র ধিক্কার জানাই যারা dislike করেছে।
@gopenduchatterjee52464 жыл бұрын
এ সব অসাধারণ স্বর্গীয় সৃষ্টি কে যারা dislike করে তারা আসলে লারে লাপ্পা গানের বিরাট ভক্ত ।
@anisurrahmanmallick26003 жыл бұрын
Extraordinary.Salute
@indranilbiswas10233 жыл бұрын
@@gopenduchatterjee5246 তারা কোনো কিছুর শ্রোতা নয়ই। কারণ অনেক ভালো গান এখনও তৈরি হয়ে চলেছে। তাবলে এগুলোর ধারে কাছেও আসবে না।
@chhandabhattacharya81953 жыл бұрын
Ei gan sona obojhar janya nijek tairi hote hoy
@shankarprasadbhattacharya35863 жыл бұрын
@@chhandabhattacharya8195 right
@rainbowcolor84011 ай бұрын
35:53 কালজয়ী গান গুলো। বর্তমানে এমন একজন শিল্পী নেই! আমি এক মাস থেকে উনার গুলো শুনছি। আর অভিভূত হচ্ছি। গুপ্ত ধন প্রাপ্তির মত মনে হচ্ছে। 🙏💐
@jibandebnath93474 жыл бұрын
এই ধরনের শিল্পী একবারই আসে । অসম্ভব মিষ্টি গলা ওনার । আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ওনাকে ।
@mukuldas50393 жыл бұрын
Àkh8l bàñdñu Gh9sh wa8 beßt singerBeçàseh8ß
@tanusreeneogi26583 жыл бұрын
Y
@md.al-mustanshirbillah77643 жыл бұрын
সত্যিই, এমন আর কেউ নেই...
@ALONEBOY-un1fz7 ай бұрын
9
@jayantadas25934 жыл бұрын
এমন শিল্পীর জন্মশতবার্ষিকী তে আমার সশ্রদ্ধ প্রণাম রইলো। তাঁর এইসব জীবন্ত গানের মধ্যেই আমাদের হৃদয়ে চিরদিন রয়ে যাবেন।
@gourisankar94933 жыл бұрын
Praner shilpi. Srasadhya pranam janai.
@bishwajitsaha63213 жыл бұрын
Pronami janai.
@sushildrozario48422 жыл бұрын
এত বড় গুনী ও শিল্পী যার গান, সুর শুনে মনটা আল্পুত হয়ে যায়। কিন্তু তিনি সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি পান নাই।
@samirchatterjee1222 жыл бұрын
@@gourisankar9493 মানবেন্দ্র মুখার্জী
@santanuchatterjee29202 жыл бұрын
@@bishwajitsaha6321 👌
@suvankar_art15297 ай бұрын
আমি ভাগ্যবান এই গান আমার জীবন কালে শোনার সৌভাগ্য হলো । আমার পছন্দের শিল্পী অখিল বন্ধু মহাশয়। ❤
@rupalinandi87043 жыл бұрын
আমার অত্যন্ত প্রিয় শিল্পী, স্বতন্ত্র শিল্পী। ওনার প্রতিটি গানই আমার খুব ভালো লাগে।
@cabmirpur88634 жыл бұрын
অখিলেশ বন্ধুর অপূর্ব সৃষ্টি।সুরের যাদুঘর সুর নিয়ে তার কতরকম খেলা একমাত্র জাতগুনি শিল্পীর মধ্যে বিদ্যৃমান।শিল্পীর সুর গানের যে অসাধারণ ভঙ্গিমা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।এমন আত্মার গান বারবার শুনলেও মন ভরে না।এরকম দরদ মনপ্রাণ দিয়ে গান করেছেন খুব কম শিল্পী। তাই তো তিনি ক্ষণজন্মা অবিনশ্বর। অসংখ্য ধন্যবাদ এই গুনি শিল্পীকে।
@bimalghosh23732 жыл бұрын
এমন সুমধুর কন্ঠ স্বর ও উচ্চারণ খুব কম শিল্পী র মধ্যে দেখা যায়, অনেক অনেক প্রণাম, উনার আরও অনেক গান চাই, অতুলনীয়......
@amitabhabasu43024 жыл бұрын
অসাধারণ গান, শিল্পী এবং সুরকার , সকলকেই আমার হাজার প্রণাম
@swatichatterjee55192 жыл бұрын
এমন শিল্পী র গান কে না ভালোবেসে কি থাকা যায়? তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম! আর এই গানগুলি যিনি শোনার সুযোগ করে দিয়েছেন, তাকে অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ!!🙏🙏
@swapanmondal43892 жыл бұрын
অসাধারণ অসাধারণ।এই মহান শিল্পীকে আমার শতকোটি প্রনাম ।🙏🙏🙏
@kmukherjee75413 жыл бұрын
অসাধারণ মানুষ কখনো যোগ্যতার মাপকাঠিতে আসেনা।কারন যোগ্য মানুষ আমাদের দেশে আর দেখা যায়না, থাকলেও তারহাতে ক্ষমতা নেই ।আমরা প্রকৃত মানুষকে নেতা নির্বাচিত করতে পারিনা ,কারন নেতাদের হাতেই সব ক্ষমতা।আমরা যেদিন শিক্ষিত হব সেদিন এই মহান শিল্পীর আত্মাকে অবশ্যই সম্মান দেব।সুধু সময়ের অপেক্ষা।
@bikashbarua5263 Жыл бұрын
তাঁর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানালাম।
@dsinfrastructure61163 жыл бұрын
আমাদের জন্মটা স্বার্থক,এইসব শিল্পীদের গান ছোট থেকে শুনতে পেয়েছি।
@MB-tx6di5 жыл бұрын
অসাধারণ শিল্পী! জীবনে কখনো স্বীকৃতি পাননি, তার পিছনে ছুটতে তাঁর বয়েই গেছিল। এমন আত্মভোলা শিল্পী বহু যুগে একবারই আসে
@rekhashome82994 жыл бұрын
just bhaba jachhe na.asadharan silpi.
@kanasingha24934 жыл бұрын
@@rekhashome8299 TV
@biplabdas85314 жыл бұрын
@@kanasingha2493 Bibb. D cu l whoops employ
@biplabdas85314 жыл бұрын
Singh
@manjusribasu1524 жыл бұрын
@@rekhashome8299 Vf
@radhamandal46944 жыл бұрын
জানলাম আগামী পরশু অখিলবন্ধু ঘোষের জন্মশতবর্ষ।কিন্তু গানগুলো আরো 500 বছরেও এমনই নতুন ই থাকবে! হে মহাজীবন আমার আন্তরিক প্রনাম গ্রহণ করুন!
@MrKalpantasil2 жыл бұрын
আমার অসম্ভব প্রিয় এক শিল্পী ওনার কোনো তুলনা হয় না
@creativeanimator98682 жыл бұрын
ওনার গান নিয়ে কোন কথা হবে না ।অসাধারণ ।
@gourgopalbiswas8742 жыл бұрын
ওদের সম্পূর্ণ তথ্য পেলে বোঝা যাবে তারা কোন্ প্রজাতীর।
@MohitRaj-gr8jt7 ай бұрын
Un comparable songs. A great singer.
@ranjitghosh39183 жыл бұрын
অসাধারণ,মন্ত্রমুগ্ধ হয়ে বারবার শুনি।
@Bratin_Basu3 жыл бұрын
OLD is GOLD ❤ Heartiest Thanks to the channel for uploading these EVERGREEN songs.👍🏻😊
@somamukhopadhyay2964 жыл бұрын
এই গান যিনি ইউটিউবে দিয়েছেন, তাঁকে ধন্যবাদ।
@swapandey18292 жыл бұрын
Eto sundar gaan...kono din vola jabe na
@biplobbasu30043 жыл бұрын
অসাধারণ এবং অদ্বিতীয় ।ওঁনার মাধুর্যে ভরা গান আমার জীবন ধারা কে অনেক ভাবে পৣভাবিত করে ।
@kalikinkarmandal21962 жыл бұрын
অপূর্ব সুন্দর ও মোহিত করা কণ্ঠসংগীত আমাকে অন্য ভাবলোকে নিয়ে যায়;সশ্রদ্ধ প্রণাম জানই ।তিনি সুরলোকে থাকলেও আজও বাঙালী জনমানসে অমর শিল্পী হয়ে থাকবেন।
@samirbarandutta4423 жыл бұрын
এই বস্তা পচা সমাজ জীবনে যখন মন হয়ে ওঠে বিষাদময় । তখন অখিল বন্ধু ঘোষের গানগুলি মনকে প্রফুল্ল করে দেয় ।
@bibhutiranjanmishra90802 жыл бұрын
যোগ্য সম্মান না পাওয়া একজন অসাধারণ শিল্পি ৷ অসাধারণ গান ও গায়কি ৷
@achintyasana2838 Жыл бұрын
মন্ত্র মুগ্ধ হয়ে শুনে গেলাম,এখানে কোনো কথা হবে না , শোনা ছাড়া।
@kkbanik20025 жыл бұрын
বাংলা ও বাঙ্গালীর শৈল্পিক মননের উত্কর্ষতায় সৃষ্ট এই সব গান শ্রোতাদের মনে যুগ যুগ ধরে বাজতে থাকবে,শিল্পীও অমর হয়ে থাকবেন অগণিত মানুষের হৃদয়ে ।
@shampabakshi50193 жыл бұрын
Anoboddo ei gaan
@zahedmahmud67493 жыл бұрын
এমন দরদ মাখা কন্ঠ স্বরের অনুভূতি যা প্রকাশ করা অসম্ভব ।প্রনাম ও ভক্তি পূর্ন সালাম রইলো ।
অসাধারন ....এইসব মন ভালো করা কালজয়ী গান সংসারের সব দুঃখ কষ্ট নিমেষে ভুলিয়ে দেয় .....এ এক অন্য অনুভূতি 🧡
@debendranarayanpanda25302 жыл бұрын
উনি সোনালী দিনের একজন সর্বশ্রেষ্ঠ গায়ক, আর কি বলবো।
@MitaliGhosh-d3f10 ай бұрын
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। সত্যি যারা এইসব অতীতকে আমাদের সামনে তুলে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় তাদের শতকোটি প্রণাম আমার তরফ থেকে। ধন্যবাদ You Tube কে। ঋণী হয়ে রইলাম তাদের কাছে যারা এইসব অতীতকে স্মরণ করিয়ে দেন।❤❤
@roysaswati70272 жыл бұрын
অসাধারণ প্রতিভা, সুমিষ্ট গলার শিল্পী কে প্রনাম জানাই। 🙏🙏🙏🙏🙏
@asokghatak86592 жыл бұрын
ব্যতিক্রমী কন্ঠ। রাগ সংগীত অনুশীলনে এমন কন্ঠ মাধুর্য হয়। এমন কন্ঠ আজ বিরল বললে অতুক্তি হয় না।
@sanjupodder94796 жыл бұрын
He rightly deserves to be called 'master of the masters'. Very few are born with such a golden voice. Take a bow.
@rupaksen96784 жыл бұрын
এই গানগুলো ছোট বেলায় শুনতাম।অনেক বছর পর শুনছি। মনটা ভীষণ নষ্টালজিক হয়ে গেলো।অসাধারণ শিল্পী। প্রণাম।
@nalinighosh7623 жыл бұрын
Ever green songs sang by music king of indian music.🌹🌹🌹
@rnashah49973 жыл бұрын
KISHORI BELAR SEI MEYETAKE AR RADIO TAKAY HATHAT KHUJE DEOAR JONNO AMI KRITAGGO. 📻♥
@ashwinisarkar14554 жыл бұрын
অসাধারণ কন্ঠশিল্পী, তূলনা নাই। জানিনা কারা politics করে এত সুন্দর শিল্পী কে মান্যতা দেয় নাই। এই আমাদের দেশের নোংরা রাজনীতি। তবুও বাংলাদেশের পাবলিক উনাকে চিরদিন অমর করে রাখবেন।
@tornedoayela48993 жыл бұрын
সিপিএম
@ranjankumarmondal2997 Жыл бұрын
চিরস্মরণীয় গায়ক। বিতরণের জন্য অশেষ ধন্যবাদ।
@ramasikder67274 жыл бұрын
মন কেমন করা সব গান,অপূর্ব
@jayantikarmakar4371 Жыл бұрын
সবার আগে ধন্যবাদ জানাই ওনাকে যিনি শিল্পীর এই কালজয়ী গানগুলো আমাদের উপহার দিয়েছেন। আর এই শিল্পীর কথা কি বলব! এমন শিল্পী কটা জন্মায়!
@dusmantashekharmondal61263 жыл бұрын
ঈশ্বর এমন গান শোনার মন দিয়েছেন এ জন্য তাঁকে ধন্যবাদ। শিল্পীকে আমার প্রণাম।
@manindrakumarbasu5012 жыл бұрын
Osadharon comment
@SomaDas-qv9jv9 ай бұрын
9:41 khub sundar@@manindrakumarbasu501
@dasjayoti3 жыл бұрын
প্রাণ জুড়োনো মন ভরানো গান। মন কেমন করা পুরোনো দিন মনে করিয়ে দেয়। বড় দরদী গলা।
@pradipbanerjee45094 жыл бұрын
Immortal. Never ever die one of the finest melody. Remembering my child days. He will never away from our life. He deserve much respect than those artist . Yes, it was politics.
@sandhyaghosh1462 Жыл бұрын
এই গান পুরনো দিন মনে করিয়ে দেয় এ গানের তুলনা হয়না
@tusharghosh49664 жыл бұрын
অসাধারণ গায়কি , সুর ও শিল্পী।
@BhairabMondal-ev2rz Жыл бұрын
I would like to pay my heartiest tribute to my beloved music personality Akhil Bandhu Ghosh. He is one of the gems of music arena in Bengal. We celebrated his birthday centrenary few years ago. He is not only a great music director but also he is a great music composer. The presentation of his various kinds of songs is no doubt excellent. His eternal classical and semi classical songs have enriched the music world. He is proud of us. He would survive forever in his music world so long as the world exits. May his soul rest in peace and happiness!
@uttammukherjee57393 жыл бұрын
খুব চমৎকার লাগলো গানটি শুনতে। শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
@mahabubulislam27103 жыл бұрын
Who has no ABCD knowledge about lyrics and music, only they can dislike this songs, nothing else
@sanjuktasen31113 жыл бұрын
কি অপূর্ব মিষ্টি গলা মন প্রাণ ভরে যায় যা আজকালকার বেশিরভাগ শিল্পীর মধ্যে পাওয়া যায় না
@marziabegam83262 жыл бұрын
Hi 👋
@aruppaul59442 жыл бұрын
@@marziabegam8326 Ź
@nilotpaldey21242 жыл бұрын
A jibane ar habena prithibi jatodin bache thakbe cira amar hoye thakbe
@bharatpathik9036 Жыл бұрын
হিন্দুস্থান রেকর্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ এই মরমী এবং অবহেলিত শিল্পীর দুর্মূল্য সৃষ্টিগুলোকে রেকর্ডে ধারণ করার জন্য, নতুবা এই "শিল্পীর শিল্পী" হয়তো চিরদিনের জন্য আমাদের অগোচরেই রয়ে যেতেন।
অসাধারণ শিল্পী অখিলবন্ধু ঘোষের এই সব অনবদ্য গানগুলো শুনে সব সময়েই মন আনন্দে ভরে ওঠে । শিল্পীকে সশ্রদ্ধ প্রণাম জানাই ।
@raghunathbanerjee68374 жыл бұрын
Outstanding melodious voice which touchs our heart and is never forgettable also nostalgia comes back in mind. We are so fortunate to have this class of priceless musician .
@asimbanik53544 жыл бұрын
ggforgfffffrgrfftortfggfRGr
@jeshudebbiswas9868 Жыл бұрын
অসাধারণ প্রতিভা, অসাধারণ গান ও গায়কি, তাঁর সুরের ভিতর যে অলংকার দিয়ে অলংকিত করেছে যা আজও কোন শিল্প দিতে পারে নাই । তিনি কাউকেই অনুকরণ করেননি, স্বকীয় বৈশিষ্ট্যে সমোজ্জ্বল।
@sandipkanjilal82623 жыл бұрын
Oh God,bring this type of singer and writer so that people may change,I am very very lucky hearing these songs-ধণ্যবাদ
@aljubayerkhalid95762 жыл бұрын
আহা,,,কি কথা আর সুর 💟।শুনে প্রাণ জুড়িয়ে গেল। আর কি পাওয়া যাবে এই সুর?😑
@manjurulhaque9702 жыл бұрын
সুন্দর ও হৃদয়গ্রাহী কণ্ঠস্বর ইশ্বর প্রদত্ত। ইশ্বর যাকে ভালবাসেন শুধু তাকেই এমন কণ্ঠ দান করেন।
@satyamodak128411 ай бұрын
Ata ki kono kota
@dibyendumaity87629 ай бұрын
অসাধারন গান ও সুর। এগুলো কোনোদিন পুরোনো হবে না। শিল্পীকে আমার শ্রদ্ধা ও প্রনাম জানাই 🙏🙏🙏
@subratapaul83044 жыл бұрын
My childhood comes back.Sweet and heart touching.👌👌👌
@parimaldas35143 жыл бұрын
অসাধারণ সত্যের সন্ধানে সংগিত সাধনা আজ ও জয়ি ।আজ আমাদের মধ্যে উনি নেই কে বলছে ? আমাদের অন্তরের মধ্যেই অবস্থান করবেন চিরকাল। আবারও রইল সত্যের সন্ধানে সংগীত শৃষ্টির নায়ক আনন্দ লোকে অমর রহিবে প্রয়াত অখিল বন্ধু ঘোষ। শত কোটি প্রনাম রইল।
@bimalendugoswami85563 жыл бұрын
অসাধারণ শিল্পী। অপূর্ব।
@khetrahalder24974 ай бұрын
বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। এক কথায় অতুলনীয় অনবদ্য। দূর্লভ হৃদয়ের মহান শিল্পী কে আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা জানাচ্ছি।। সত্তরের দশকে এবং আশির দশকের প্রথমার্ধে ভবানীপুর টার্ফ রোডের দোতলা ঘরে বসে ওনার কন্ঠে এই সব গান শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ১৭ বছর বয়সে এই সব গান শুনে ঠিক যতটা রোমাঞ্চ অনুভব করেছি আজ ৬৭ বছর বয়সেও সমান অনুভূতি হচ্ছে।। গান গুলি আপলোড করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ০৯/০৬/২০২৪ 🌻🌻🌻🌻🌻🌻🙏🌻🌻🌻🌻🌻🌻
@diptendusinha3766 Жыл бұрын
বাংলা সংগীত জগতের অন্যতম শ্রেষ্ঠ গায়ক। গানগুলোর যেমন কথা, তেমন সুর, তেমনি গায়কি। অখিল বন্ধুরা সচরাচর জন্ম গ্রহণ করে না।
@krishnakaliniyogi21133 жыл бұрын
For a moment we are going back old days ,what a voice and lyrics. Thanks to the gentleman for uploading. We remain to be bengalee
@kh-pw3kx2 жыл бұрын
গানের ভাষা আর গায়কী দুটোই অসম্ভব সরল সাবলীল, অথচ কালজয়ী, হৃদয়গ্রাহী। Disliker রা ফিরে এসো বাছারা।
@suvrahaldar4761 Жыл бұрын
শুধু গান নয়, এ যেনো মনের কথাগুলো সুরের মূর্ছনায় , মায়াবী কন্ঠে গান হয়ে ,অসাধারন অনুভূতি জাগায় ৷ যোগ্য সন্মান না পাওয়া এক অসাধারন শিল্পী অখিল বন্ধু ঘোষ ৷আমার সস্রদ্ধ প্রনাম জানাই তাকে ৷ এবং যিনি এই হারিয়ে যাওয়া এই অসামান্য গানগুলি আমাদের কাছে তুলে ধরেছেন ,তার প্রতি অনেক কৃতজ্ঞতা রইলো ৷
@mrashokpaul23713 жыл бұрын
এতো চিরদিনের শ্রেষ্ঠ গান গুলুর মধ্যে অন্যতম তবুও শিল্পী সেরকম পাননি সম্মান পাননি
@ananyabanerjee43583 жыл бұрын
Satokoti pranam a sab silpir paye
@antardasanurag37942 жыл бұрын
হে মহাপ্রাণ। তব চরণে লহো মোর শতকোটি প্রণাম। 🙏🙏🙏
@rubysanyya16616 жыл бұрын
ছোট বেলায় শুনেছি... এখনো শুনছি... কি অপূর্ব মুগ্ধতা...
@sunilkar0110 ай бұрын
Excellent old song .I like very much these type of song and because of this I enjoy .Lyrics, music are excellent . These are Indian wealth. The people those who dislike are advised to realise the meaning of songs.
@dilipgupta73473 жыл бұрын
Those who are dislike these songs of legend artists they have no sense.
@sabitasarkar55193 жыл бұрын
অসাধারন , আমাদের ভাবনার বাইরে।
@aniruddhachakrabarti64974 жыл бұрын
he is a classical artist at the first place trained by the maestro s by tarapada chakraborty and Chinmoy Lahiri etc a fan of kumar Sachin Dev Burman he chose classical.raga based modern songs and what a top class performance he will be remembered even after 100 yrs by the Bengali population all over the world
@ArchismanMozumder2 жыл бұрын
A true flag bearer of the talent of Kumar Sachin Deb Burman. Effortless & heartfelt singing.
@clockwatch35416 жыл бұрын
এখনো পর্যন্ত ২০০ জনের বেশি dislike করেছে। এই গানও যারা dislike করে, তারা কি ধরনের প্রাণী, খুব জানতে ইচ্ছা করে।
@runaghosh79115 жыл бұрын
এরা ছাগল
@enamelahi75944 жыл бұрын
এদের মা-বাবার শিক্ষা নাই, তাই তারা ও নূন্যতম শিক্ষাও পায় নাই।
@rupaksen96784 жыл бұрын
অসংস্কৃত।
@dipendranathbhowmick65774 жыл бұрын
Tara adhikangsha alpobayeshi bangali. Jara Parke grahan korte pare ni kintu apanke hariechhe
@anupambandyopadhyay90924 жыл бұрын
Er thekei bojha jai aamaader paschimbonge shikshyar maan taa kothai poinchhechhe.
@ranjitghosh80514 жыл бұрын
সত্যি বলতে কি কি যে এক অদ্ভূত ভালো লেগেছে গানগুলো শুনে।
@tapandey7135 Жыл бұрын
অমর গায়ক , মৃতু্য কোনদিন হবে না , অমর কন্ঠ 🙏🏼
@anandamohanmandal940711 ай бұрын
মনের মাঝে গেঁথে যায় এই সুর। কালজয়ী সৃষ্টি অখিল বন্ধু ঘোষ মহাশয়ের।
@nanditadas62073 жыл бұрын
Ami MA er kache pratham onar name Sunechi ar ajke onar gaan sune nijeke dhyanya mone korchi. MA ke sonate parle khub anandya deya jeto MA ke. Sei afsosta roye gelo. Thank you very much for giving ALL THESE BEAUTIFUL SONGS.🙏👍👍👌👌🙏🌹🌷🥀🧡💙💜❤
@topeshmisra9 ай бұрын
প্রথমবার "তোমার ভুবনে" গান টা বাবার গলায় শুনি। আমি তখন mid 20's । স্বাভাবিক ভাবেই, গানের পছন্দের তালিকায় তৎকালীন গান গুলি স্থান পেতো। কিন্তু কোনো কারণে এই গানটা মনে ধরে। তারপর ইন্দ্রনীল সেন এর গলায় "ও দয়াল বিচার করো" শুনি।
@04aishanimajumder4b34 жыл бұрын
All these sweet songs may be the asset of my precious collection.
@pranabghosh4600 Жыл бұрын
অমর শিল্পী স্বর্গীয় অখিল বন্ধু ঘোষ। প্রচার বিমুখ হয়ে শুধু গান গেয়ে গেছেন। আমাদের সৌভাগ্য যে ছোটবেলায় তাঁর গান শুনে বড় হয়েছি। জীবিত অবস্থায় তাঁর সঠিক মূল্যায়ণ হয়নি এবং সেভাবে সম্মান হয়তো পাননি কিন্তু তাঁর গান অমর হয়ে থাকবে চিরকাল। তাঁর উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
@dr.subhashchandraroy4231 Жыл бұрын
আখিলবন্ধু ঘোষ যত বড় মাপের শিল্পী, ততটা সমাদর তার জীবদ্দশায় জোটেনি। আমার রেটিং এ 1নম্বর।
@KumareshHalder-iu4cl3 ай бұрын
অসাধারন সুন্দর মনোমুগ্ধকর সঙ্গীত ❤️❤️❤️❤️🙏❤️❤️❤️❤️
@quamrulsiddiqui80116 жыл бұрын
অখিল বন্ধু ঘোষ, বিযোগান্তক সুর-গল্পের এক মহানায়ক।
@swapanghosh86055 жыл бұрын
যুগন্ধর গায়ক। আর একজন এলেন না!
@shyamaprosadadhikari86312 жыл бұрын
অসাধারণ ভাল শিল্পী ।কিন্ত তার নাম বা স্বীকৃতি দৃশ্যপটে আসেনি যেটা খুবই অন্যায় কাজ হয়েছে। আমি সেলুট করি তাকে।
@sanjayghosh20583 жыл бұрын
অপূর্ব সুন্দর গান যতবার শুনি মনটা ভালো হয়ে যায়
@mithusen6013 жыл бұрын
আহা... বিনম্র শ্রদ্ধা ও প্রনাম জানাই শিল্পীকে 🙏🙏🙏
@chanchalsen42624 жыл бұрын
One of the most versatile singers we ever had in bengal....he never got the recognition and popularity which he deserved. It is high time that we pay him our gratitude for his beautiful compositions and unparalleled singing style which propelled the music industry 🙏
@santwanachatterji48554 жыл бұрын
Khoob bhalo
@রৌদ্রছায়া-খ৪প4 жыл бұрын
বাংলা গানের সম্পদ ইনি।মাথায় করে রাখার মত শিল্পী।এদের মর্যাদা না দিতে পারলে নিজেরাই ছোট হোয়ে যাবো।
@sangeetadey13 жыл бұрын
Yes..Indeed..
@RajdharRaj-sh2oo8 ай бұрын
অপূর্ব সূরের উচ্চারণ,তালের/লয়ের কণ্ঠে আবেদন অসাধারন, ভাব/ভাষা আবেদন অসাধারন বলে শেষ হবে না , এই সূর যার মনের অর্গল খুলতে পারেনা সে খুব কঠিন হৃদয়ের,,,এধরনের মানুষ , মুহুর্তেই খুন করতে পারে
@shyamalpanigrahi36314 жыл бұрын
Tragic king of Bengali modern songs. A beautiful voice with mass appeal.
@tapanchattopadhyay2169 Жыл бұрын
Wonderful songs! So nostalgic! A truly great singer and music-maker.
@leelachatterjee46102 жыл бұрын
Jibanananda Dash did not get recognition during his lifetime, so was Akhil Bandhu Ghosh. I listened to his songs during my teenage but didn't realize what a great artist he was .Pronam to Akhil Bandhu Ghosh.
@udaychakraborty10723 жыл бұрын
Oshadharon Gaan Montai bhorai gelo Emon Mahan Shilpi Parshu Gayak Swargobash Shri Akhil Bandhu Ghosh kokil Kontho Gaan valo legaichai thanks you Tube.
@KM140033 жыл бұрын
অসাধারণ l শুধুই শিল্পী! বার বার শুনছি আর ভাবছি কি সহজ ভাবে গেয়েছেন l
@swapnabasu13513 жыл бұрын
পুরানো সেই দিনের গান, কিন্তু কখনও পুরোনো হবেনা। বার বার শুনলেও আবার শুনতে ইচ্ছে করবে।
@gourichakraborty33353 жыл бұрын
খুব ভালো লাগছে
@GitaSarkar-ms3mm5 ай бұрын
AK kathay Anondo.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GitaSarkar-ms3mm5 ай бұрын
Dardi komte mon vore galo.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selimahmed93255 жыл бұрын
VERY GENIUS AND TUNED AND ALL SONG ARE ON RAGS///SORRY I MISSED YOU AKHIL BANDHU GHOSH MY BENGALI BROTHER---SELIM AHMED CHOUDHURY FROM BANGLADESH IN 2019 IN JULY---20 MORNING
@quamrulhassan82053 жыл бұрын
এমন সুর-পুরুষ যখন অজ্ঞাতনামার তালিকায় চলে যান, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামে। থামতেই চায় না।
@sulagnachatterjee11173 жыл бұрын
Darun bolechen
@jayeetaghosh89203 жыл бұрын
এই গানেও যারা dislike দিতে পারে তাদের বোধ শক্তি বলে কিছু মাত্র অবশিষ্ট আছে কিনা তার যথেষ্ট সন্দেহ আছে
@pratimachakrabarty91742 жыл бұрын
এইসব সোনা ঝরা গান যারা অপছন্দ করেন তাদের গুরুত্ব না দেওয়াই ভালো। কারণ প্রকৃত পক্ষে অন্ধ। সবাই কি আর রত্ন চেনে?
@asitmukherjee-59316 ай бұрын
আপনি ঠিক বলেছেন।
@pradipbaidya1973 жыл бұрын
oh ! my god. kii madhuri mishano gaan. asadharon ----- tumake hajaro pronam .
@jagabandhudolui8349 Жыл бұрын
Heart touching song .I have heard these songs innumerable times and everything they appeared as new.I convey my deep regards to this immortal artist.
@HindusthanRecordBengali Жыл бұрын
Thanks. Do subscribe.
@kohinoorchatterjee60432 жыл бұрын
অসাধারণ গান শুনতে। গভীরতা বেশি। তখনকার মানুষের শ্রদ্ধা যথেষ্ট পেয়েছেন। আমাদের সময়ে প্রায় সর্বত্র তিনি আদৃত ছিলেন। একটা বিশেষ শ্রেণীর সঙ্গীত প্রেমিক তার অনূরাগী ছিলাম। শতবর্ষে প্রনাম জানাই।