সামাজিক কড়চা । বিএসএনএল ও ভারত সরকার । The Importance of BSNL

  Рет қаралды 191,283

Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা

Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা

4 жыл бұрын

ভারতবর্ষে কিছু সংস্থা আছে, যার নাম প্রজন্মের পর প্রজন্ম ধরে বাচ্চা থেকে বয়স্ক সবাই জানে। বিএসএনএল ভারতের এমনই একটি সরকারি সংস্থা। সেই টেলিফোনের প্রথম যুগ থেকে বর্তমানের স্মার্টফোনের সময় - বছরের পর বছর ধরে এই নামটা ভারতে প্রচলিত। অনেকেই বলেন খুব খারাপ পরিষেবা, কর্মচারীদের ব্যবহার অত্যন্ত খারাপ আবার কেউ বলেন, যে জায়গায় কারুর টাওয়ার পাওয়া যায় না সেখানে বিএসএনএল-এর টাওয়ার আছে। সবটাই সত্যি। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই বিএসএনএল - ভারত সরকারের অন্যতম বৃহৎ একটি সংস্থার অবস্থা এখন এতই খারাপ যে এই দরজায় তালা ঝুলতে চলেছে। কিন্তু এই সিদ্ধান্ত কি সঠিক? তারই বিভিন্ন দিক নিয়ে কথা হবে আজকের পর্বে।
A look into the importance of BSNL as a PSU and the purpose it serves in terms of connectivity across India.
#BSNL #Indiatelecom #bjp
Music by Bensound
Further reads:
164.100.47.193/lsscommittee/Public%20Undertakings/16_Public_Undertakings_24.pdf
timesofindia.indiatimes.com/b...
economictimes.indiatimes.com/...
Three publications
BSNL: A journey from top performer to worst performer
Indian Journal of Economics and Development, November 2018, Anish Gupta
Corporate Governance of State-Owned Enterprises: The Case of BSNL
Economic and political weekly, 10, Oct 2019, by Siddharth Sinha
A Comparison of Corporate Governance Practices
in State-owned Enterprises and Their Private Sector Peers in India, S. Subramanian, 2016

Пікірлер: 610
@Hothatjodiuthlokotha
@Hothatjodiuthlokotha 4 жыл бұрын
নিন সামলান ঠ্যালা। যারা যারা আমাদের বলছেন যে, "আপনারা কিছু জানেন না বা রিপোর্টটা ঠিক নয়" তারা কিন্তু লালকৃষ্ণ আডবাণী এবং বিজেপিকে ভুল বলছেন। আমরা যে রিপোর্টটির কথা বলেছি তাতে ১৪ জনের সদস্যের মধ্যে ৮ জন দেশের শাসক দলের তথা বিজেপির লোক এবং তারই মধ্যে স্বয়ং আডবাণী বাবু সামিল। তারা এটা বলেছেন। আমরা শুধু সামনে রেখেছি। ভাবেন ভাবেন। - হুজুক টিম
@advocateblog9168
@advocateblog9168 4 жыл бұрын
আমি বলতে চাই যে নিগম কি সরাসরি সরকারের অধীনে বা প্রভাবিত? কর্পোরেশন নিজেই অনেক ক্ষমতাবান। তাহলে এতদিন মানে আপনাদের যথা মতো ২০০৯ থেকে ২০১৯ অব্দি কি করলো এই বোর্ড? তাদের কাজের খসড়া কোথায়? টেলিকম মন্ত্রী বিএসএনএলের কর্তা নয়, তার নিচে সব টেলিকম কোম্পানি আসে। তাহলে এত বঞ্চনার কথা গত ১০ বছরে কেন প্রকাশ পায়নি বা ২০১৬ সালে ৪জি আসার সময় কেন এর কর্মীরা এখনকার মত আন্দোলন করেনি? কর্মীরা মূল দায়ী। যার জন্য এর গ্রাহক কমেছে প্রথমে। আর ভাল ব্যবহার ও সততা রাখার জন্য কোনো মার্কেটিং এক্সপার্টের দরকার হয়না। বহু ব্যবসাই কলকাতায় আছে, কোটিপতি অথচ মার্কেটিং তো দূর, ৯-১০ক্লাস অব্দিও পড়েনি। তাই এইসব কারণ দেখিয়ে বুর্জোয়া কমিউনিষ্ট দের মতো কথা বলে কি লাভ। সত্যের মুখোমুখি হতে হবে। যেদিন কর্মচারী কাজ চলে যাওয়ার ভয় আসবে, সেদিনই দেশের সরকারি কর্মীরা কাজে উৎসাহিত হবে, আমার ধারণা।
@rupakdhole8688
@rupakdhole8688 4 жыл бұрын
@@advocateblog9168 apni kichhui janen na. Ba kono khabor rakhen n.a..
@tirthanandapal6043
@tirthanandapal6043 4 жыл бұрын
ò
@MONEYMAKINGMACHINE167
@MONEYMAKINGMACHINE167 4 жыл бұрын
B.S.N.L. OFFICE GULOTE AGUN KENO LAGCHE POR POR ??? KOKHONO MUMBAI ER OFFICE E TAR PORE KOLKATAR SALT LAKE ER OFFICE E POREI ABAR DILLIR OFFICE E ABAR ODISHA R OFFICE E ....EGULO KIROKOM KAKTALIO NA??? ER PROKITO KARON KI ER OPOR EKTA VIDEO BANALE BHALO HOI
@swapnadeepbanerjee355
@swapnadeepbanerjee355 4 жыл бұрын
@@advocateblog9168 4g use korar jonno 2016 theke andolon kore asche BSNL kormi ra bohubar, kintu sorkarer obohela o jio gosthir proti desh k bikri kore deoar monovab, aj ato boro govt organization k bondh er mukhe dar korieche , shame on u central govt
@maitreyeeganguly3283
@maitreyeeganguly3283 4 жыл бұрын
শেষ ১০ বছর ধরে BSNL ব্যবহার করে আসছি । কাজের সূত্রে ভারতবর্ষের বিভিন্ন দুর্গম জায়গাতে গিয়েছি বহুবার । কাশ্মীরে BSNL ছাড়া কোনো নেটওয়ার্ক কাজ করে না , একসময় আন্দামান বা অসম এসব জায়গাতেও একি অবস্থা ছিল । আজকের দিনে দাঁড়িয়েও ৪২৯ টাকায় (বিভিন্ন সার্কেলে কিছু কমবেশি হতে পারে ) ৩জি পরিষেবা পাচ্ছি , তাও দিনে ৩.২ জিবি করে । সেটার স্পিডও জিও যে ৪জি পরিষেবা দিচ্ছে তার থেকে বেশি । এরমধ্যে একদিন BSNL অফিসে গিয়েছিলাম , নিজস্ব কিছু কাজে , অফিসটা দেখে মনে হচ্ছিল অকাল বার্ধক্যে জর্জরিত হয়ে পড়েছে । কোনো সরকারি অফিসের অবস্থা একরম হতে পারে আমার জানা ছিল না । সরকারের কোনো ভ্রুক্ষেপও নেই কীভাবে এদের বাঁচানো যাবে । জিও কে যা যা সুবিধা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে তার ১০% ও BSNLকে দিলে হয়তো আজকে এই দুর্দশা দাঁড়াতো না ।
@s.09311
@s.09311 4 жыл бұрын
Purulia teo data speed ta vlo kintu network khub problem kore
@pabitrasarkar1631
@pabitrasarkar1631 4 жыл бұрын
Sotti didivai think bolechen
@advocateblog9168
@advocateblog9168 4 жыл бұрын
শুধু এই অফিস নয়, সব সরকারি অফিস ও স্কুলের একই হাল। তাই সরকারি শিক্ষক সরকারি স্কুলে বাচ্ছাদের পড়ায় না। এমনকি সরকারি দপ্তরের পিওনরা বড়বাবু, তারা পরিস্কারও করেনা। কি নোংরা আর কাজে অনীহা। দেখে মনেহয় ভুল করে এদের চাকরি দেয়া হয়েছে, এরা আসলে চায়নি।এর জন্য সরকার কিছুটা দায়ী হলেও কর্মচারীরা মানসিকভাবে ৮০% দায়ী। তাদের কাজের অনীহার কারণেই কিছু হয়নি।
@ultimateboss2084
@ultimateboss2084 4 жыл бұрын
Mam 1 bar rail er workshop a giye dekhun oder unofficial lunch time r tea time nijer chokhe dekhe asun. Dekhben apnar chinta dhara change hoyejabe
@ultimateboss2084
@ultimateboss2084 4 жыл бұрын
Apnake ora photo ba video korteo debena
@souvikpaul6060
@souvikpaul6060 4 жыл бұрын
একদম সঠিক তথ্য গুলো দিয়েছেন, আমার বাবা একজন বি এস এন এল এর কর্মচারী ২০২০ র আগস্ট এ রিটায়ার করবেন , বাবার প্রচন্ড শরীর খারাপ থাকলেও বাবা অফিস গেছেন কোনোদিন কাজে গাফিলতি করেননি , প্রচুর সি এল নষ্ট হয়েছে তবু ছুটি নেননি , এত ডেডিকেশন এর সা থে কাজ করেও আজকে মাসিক বেতন নিয়ে চরম অনিশ্চয়তা , আর কোনো সরকারই এই কোম্পানির ডেভেলপমেন্ট নিয়ে মাথাই ঘামাই নি
@deblifestylevlog.493
@deblifestylevlog.493 4 жыл бұрын
Sune khub kharap laglo but amra Jodi jeo chere bsnl aschi somoy ta paltabe
@subhrendughosh9236
@subhrendughosh9236 4 жыл бұрын
খুবই তথ্য নির্ভর এবং যত্ন করেই বলছেন। BSNL কে কখনওই বেসরকারি হাতে দেওয়া উচিত নয়, সরকারকেই এটা দাঁড় করানোর দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ
@ritikadhar7260
@ritikadhar7260 4 жыл бұрын
অসাধারণ একটি পর্ব । আমার বাবা BSNL কর্মচারী।যদিও সমস্ত কথাগুলো নিরপেক্ষ ভাবে শুনলাম।বর্ণনা ও বিশ্লেষণ খুবই যথাযথ ও যুক্তিযুক্ত।
@chakrisandhanonline3898
@chakrisandhanonline3898 4 жыл бұрын
Tmr baba Ki Akhono salary Pai????
@adri4511
@adri4511 4 жыл бұрын
Amr babao
@chakrisandhanonline3898
@chakrisandhanonline3898 4 жыл бұрын
আচ্ছা যারা কর্মচারী তাদেরকে কোন বেনিফিট দেবে মানে তাদের কি কোন এককালীন টাকা দেওয়া হবে
@sudiptamondal4674
@sudiptamondal4674 4 жыл бұрын
@@chakrisandhanonline3898 ha pay.. casual kormi ra salary pay na.. BSNL ar employee der salary akn aktu mnth ar middle a gia hy.. ager moto akdm time a hyna. but hye jay. salary pa66en na casual worker ra.
@balarammandal4170
@balarammandal4170 4 жыл бұрын
Ei karmochari der jannoi ei abostha,
@mrghosh9492
@mrghosh9492 4 жыл бұрын
আমি এখন bsnl থেকে আপনার ব্লগ দেখছি...485 টাকা তে রোজ 3.7 gb 90 দিনের জন্য আর সাথে ৩০০ মিনিট( প্রেমিকা নেই বলে এতেই কাজ চলে যায়)...bsnl জিন্দাবাদ..."যদিও জম্মু কাশ্মীর এ বিগত ৬০ দিন পরিষেবা দিতে হচ্ছে না" 😃😃😃😃😃
@joymukherjee958
@joymukherjee958 4 жыл бұрын
যা বললেন সবটাই বুঝলাম।কিন্তু আমি যতদূর জনি BSNL এর পরিষেবা বাংলা বাদে সব জায়গায় বেশ ভালো।তাহলে রাজ্য বা কেন্দ্র দুই সরকার কি বাংলার কথা ভুলে গেছে??
@subodhbanerjee4490
@subodhbanerjee4490 4 жыл бұрын
ম্যাডাম আপনার বাচনভঙ্গি খুব ভাল।। ব্যক্ত করার কায়দা, ননস্টপ বলার ক্ষমতা।। আমার এবং আশা করি অনেকের ই পছন্দ।।
@chandanlahiri7648
@chandanlahiri7648 4 жыл бұрын
আমি ২০০৩ থেকে BSNL এর দুটি প্রিপেইড মোবাইল কানেকশন ব্যবহার করে আসছি। আগে Land Line ছিল।এই সঙস্থাটির ধীরে ধীরে অধঃপতন দেখছি। BSNL এর অফিস গুলোতে গেলে তাদের শোচনীয় অবস্থা দেখে খুব খারাপ লাগে। অফিস গুলো ও তাদের বিভিন্ন শ্রেণীর অহঙকারী কর্মচারী দের দোড়্দন্ডো প্রতাপ, গ্রাহকদের সাথে জমিদারসুলভ দুর্ব্যবহার, অসম্ভব বামপন্থী ইউনিয়ন বাজী, বিশেষ করে পশ্চিমবঙ্গে, প্রয়োজনের থেকে বেশী কর্মি সঙখ্যা, অত্যন্ত উচ্চহারে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, প্রচন্ড কাজে ফাঁকি, তুলনায় চড়া হারে রেন্টাল ও কল চার্জ, গ্রাহক সংখ্যা বাড়াতে বিগ্যাপন ও মার্কেটিং এর চরম অক্ষমতা ও উৎসাহহীনতা , জটিল ট্যারিফ প্ল্যান, বিভিন্ন কারণে দুর্নীতি, মাথা ভারী প্রসাশন, প্রতিযোগিতা মূলক বাজারে টিকে থাকার গ্যানের অভাব, কল ড্রপ সমস্যা, পুরনো টেকনোলজি ও যন্ত্রপাতি, মোটামুটি এই বৈশিষ্ট্য গুলি সব সময়েই গ্রাহক হিসেবে চোখে পড়ে। এই সবগুলো দোষই দুর করা যায়, একটু কঠোর পদক্ষেপ নিলে। সম্ভবত কেন্দ্রীয় সরকার BSNLএর পুনরুজ্জীবনের সিদ্ধান্ত নিয়েছে। বেতন দেওয়া ও শুরু হয়েছে। বামপন্থী ইউনীয়ন বাজীকে যথাশীঘ্র সম্ভব বন্ধ করা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। BSNL এর পশ্চিমবঙ্গে যতশীঘ্র সম্ভব সব বাধা কাটিয়ে 4G Net Work চালু করতে হবে। লোকসান ও অন্যান্য বাধা বিপত্তি কে কাটিয়ে উঠতে হবে।
@swapnadeepbanerjee355
@swapnadeepbanerjee355 4 жыл бұрын
Apnar ato jinis chokhe porlo , apni akbar o ki modiji ke BSNL er ad e newspaper e chobi dekhechen? Uni private organization JIO er biggapon e keno thakben? Uni ki private prodhan montri naki?
@realmsunshine
@realmsunshine 4 жыл бұрын
এত ভালো বক্তা খুবই কম দেখেছি, অসাধারণ মনে রাখার ক্ষমতার অধিকারিণী আপনি। অসংখ্য ধন্যবাদ এতগুলি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে তুলে ধরার জন্য। একই সাথে আক্ষেপ হয়, বহুদিন ধরে ভিডিওটি সাজেশান লিস্টে আসছে, কিছু শেষমেশ আজ দেখলাম। একই সাথে এই আক্ষেপও আছে, BSNL আজ বন্ধের পথে।
@Groy595
@Groy595 4 жыл бұрын
BSNL যদি ভালো পরিষেবা দিতে পারে তাহলে আবার BSNL দাঁড়াতে পারবে
@abhikdas6305
@abhikdas6305 4 жыл бұрын
সরকার কে সাপোর্ট না করে আসল কথা গুলো বলুন, যেমন BSNL কোন চাপে 4G চালু করলো না ? ভারতের সবচেয়ে বিত্তবান হওয়া সত্ত্বেও আম্বানি কেন 40,000 কোটি টাকা পাওনা BSNL কে দিচ্ছে না ? Basic network হচ্ছে BSNL এর, আর profit করছে জিও, এটা কেমন কথা ?
@sbb786king3
@sbb786king3 4 жыл бұрын
@hariom asadharon bolechen.
@ronittj1668
@ronittj1668 4 жыл бұрын
Taka Chilo na BSNL ar Tai 4g sprectum kinte pareni.Government ar uchit Chilo BSNL ke 4g sprectum kinte sahajyo karar. Ambanir o ai taka dewa uchit Chilo. 4g na thakle je company survive korte parbe na eta BJP netara ra ager thekei bujto. ATA to anek ager thekei taderi gopon chukti Chilo jate BSNL ke Ambani ke bikri kore dewa jai , deshe Raj korar jonnyo .Akhane "BSNL ke sarkar je dekche na" , proshno aschei ba Kno?
@ronittj1668
@ronittj1668 4 жыл бұрын
Jakhan govt ar plan e Chilo BSNL ke bando kore kore beche dewa amra Kno expect korchi je sarkar Kichu korbe jate BSNL ar profit hoi??
@duskysky3184
@duskysky3184 4 жыл бұрын
Setai to
@advocateblog9168
@advocateblog9168 4 жыл бұрын
গোড়ায় গলদ। সরকার এতটা দায়ী নয় এই অবস্থার জন্য। নিগম হল করপোরেশন। সরকারের সোজাসুজি নিয়ন্ত্রণ নেই। তাও কেন এই হাল এইটা জানার চেষ্টা কেউ করছেনা। করপোরেশনের ক্ষমতা অনেক, তা সরকারের দ্বারা কোনো ভাবেই প্রভাবিত নয়, আইন অনুসারে।
@barnalimandal8714
@barnalimandal8714 4 жыл бұрын
পৌলমী দি তোমার ভিডিও দেখার পর ঠিক করলাম আমি bsnl সিম কিনবো।। জানি না এতে bsnl বিক্রি হওয়া থেকে বাচবে কিনা।।
@sumaiya_the_brownee
@sumaiya_the_brownee 4 жыл бұрын
Amio
@nimaidas3399
@nimaidas3399 4 жыл бұрын
@@sumaiya_the_brownee Thank you sir , I am a BSNL Retailer. If any queries pls reply
@barnalimandal8714
@barnalimandal8714 4 жыл бұрын
@@nimaidas3399 sir,sim kinte koto taka lag6e?
@sudiptamondal4674
@sudiptamondal4674 4 жыл бұрын
BSNL sale hbenaaa...... bole dia6e govment.
@onkarbhadra4079
@onkarbhadra4079 4 жыл бұрын
Amiyo
@malinroy3
@malinroy3 4 жыл бұрын
আপনাদের কি মনে হয় না, BSNL এর অধঃপতনের কারন এই সরকারের RELIANCE JIO (মুকেশ আম্বানি) এর প্রতি অতি প্রেম।
@chandankumardeb1203
@chandankumardeb1203 4 жыл бұрын
Exactly so. BSNL is badly suffering due to Govt. partiality towards private operators. Our countrymen should protest against such partiality which is detrimental to telecom service to India.
@poulomimondal6145
@poulomimondal6145 4 жыл бұрын
অবশ্যই। জিওর জন্যে পাতা জুড়ে হাসি মুখে মোদি। bsnl এরজন্য করেছে কিছু?
@onkarbhadra4079
@onkarbhadra4079 4 жыл бұрын
Thik
@sumantapal8432
@sumantapal8432 4 жыл бұрын
Yes, of course!
@parthasarathibhattacharya7195
@parthasarathibhattacharya7195 4 жыл бұрын
১০০%। প্রেমই শুধু নয় প্রভুর পদসেবাও।
@amitdas5182
@amitdas5182 4 жыл бұрын
কোন দিন সকালে উঠে শুনবো INDIAN GOVT. PVT. LTD.
@malinroy3
@malinroy3 4 жыл бұрын
😆😆😆😆😆🤣🤣😂
@masudsyed8627
@masudsyed8627 4 жыл бұрын
একদম তাই
@sumansahoo1242
@sumansahoo1242 4 жыл бұрын
JA BOLECHEN
@profdrjnansil5066
@profdrjnansil5066 4 жыл бұрын
It is already GOI (Pvt) Ltd. with Ambani, Adani & other business tycoons being the major share holders.
@niladrisekharray5750
@niladrisekharray5750 4 жыл бұрын
Before 2014 INDIAN GOVT PVT LTD, now trying to INDIAN GOVT LIMITED
@bikikar8372
@bikikar8372 4 жыл бұрын
🙏ধন্যবাদ আমার বাবা একজন BSNL কর্মী. আমাদের পাশে দানোর জন্য ধন্যবাদ. আমার পুর পরিবার জানি কী ভাবে পুজো টা কাটিয়েছি. ওটা 7মাস না, 9মাস ধরে কোন মাইনে নেই.
@subhendumajumdermain5679
@subhendumajumdermain5679 4 жыл бұрын
সরকার এর দায় সারা কাজ।।। দায়ী সরকার আর কেউ নয়।।।
@mdrajukhan4277
@mdrajukhan4277 4 жыл бұрын
সবার কাছে আমার অনুরোধ যদি আমারা BSNL কে মন থেকে বাঁচতে চাই তাহলে অন্য সিম এর সাথে একটা একটা BSNL এর একটা সিম ব্যবহার করতে হবে।
@jaybhattacharjee8968
@jaybhattacharjee8968 4 жыл бұрын
এর জন্য দায়ী কে ? এক ধরনের অসাধু কর্মচারী এবং অফিসার যারা দিনের পর দিন চুরি করে বিএসএনএল কে সর্বস্বান্ত করেছে। দিনের-পর-দিন বিএসএনএল লাইন থাকা, প্রাইভেট কোম্পানিগুলোর সিগন্যাল উন্নতমানের রাখা এবং বিএসএনএল সিগন্যালকে কম রাখা এর বিনিময়ে এক কোটি কোটি টাকার লেনদেন । এর ফলে বিএসএনএলের হাজার হাজার লক্ষ লক্ষ লাইন মানুষ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এছাড়াও অনেকেই দেখেছেন যে লক্ষ লক্ষ টাকা একটা ডোমেস্টিক বাড়ির বিল, যার কোন ভিত্তি নেই এইসব নানারকম কারণে বিএসএনএলের আজ এই অধঃপতন। যার কোন ওষুধআছে বলে আমার জানা নেই।
@MrKsaha
@MrKsaha 4 жыл бұрын
BSNL EKHON AR PRASGONGIK NOY KASHMIRAY O EKHON PORISHEBA DITAY PAACHE NA LANDLINE O BROADBAND E. OFC GULO EKEBARAY 3RD GRADE STANDARD E KAAJ KORAY
@thesubhaprasad
@thesubhaprasad 3 жыл бұрын
ami bachate chai na, ami ek somoy BSNL use kortam. madam apnake ami roj follow kori youtube e. besh valo lage, valo kotha bolen. kintu madam ami chai na amr taka nia manush kaj na kore furti korbe. job jawar voy ta ante hobe govt job e. tobe gia kaj korbe. job jawar voy nei bole jaa khusi tai korbe "govt employee" bole. ami chai sob private ltd hoy jag. ami jani private hole general people abostha kharap hobe hok, ekhono khub ekta valo nei. amr mone ache line nei castomar care e call korle kotha sune phone kete diche.
@achintyamandal1587
@achintyamandal1587 4 жыл бұрын
অসাধারণ যুক্তিপূর্ণ কথা বার্তা। সরকারের ভেবে দেখা উচিত। আশা করি মূল সমস্যার কথা ভেবে এর আশু সমাধানের প্রয়োজন।
@ranjansarkar2725
@ranjansarkar2725 4 жыл бұрын
আমাদের বাংলায় বেশিরভাগ রিপোর্টার যে একটা কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করে তার মতো ব্যাক্ষা করে থাকে ‌ । শুধু আপনার কাছেই রাজনৈতিক নিরপেক্ষ আলোচনা শুনতে পাই।
@binodbauri5529
@binodbauri5529 2 жыл бұрын
Yes dada🙏🙏
@sanjudas5490
@sanjudas5490 4 жыл бұрын
এই পর্বটা দরকার ছিল..অনেক না জানা তথ্য পেলাম..ধন্যবাদ দিদিভাই🙏
@moumit7189
@moumit7189 4 жыл бұрын
২০০৩ এ ৭ ঘন্টা লাইন দিয়ে যে bsnl sim টা নিয়েছিলাম, সেটাকে ২০১৭ এ পোর্ট করে নিলাম, কারণ অনেকগুলি আছে দিদি, খুব বিপদে পরেই পোর্ট করেছি ।
@ABCD-lj8he
@ABCD-lj8he 4 жыл бұрын
Ki ki karon suni ??
@bapiroy1231
@bapiroy1231 4 жыл бұрын
Ami BBNL er employee amra jotha saddho chesta korchi BSNL k bachiye rakhar, apnarao sakole egiye ashun,. Amra BSNL er Sathe achi ebong thakbo,. Tar sathe prottyk ta sarkari sangwstha er satheo thakbo.
@knmallick9192
@knmallick9192 4 жыл бұрын
2024 r kono ak din sokale uthe dekhbo "Indian govt. PVT LTD"...
@dipenmayacharya3994
@dipenmayacharya3994 4 жыл бұрын
একই অবস্থা দূরদর্শনের বা প্রসার ভারতী এবং আকাশবাণীর।
@thevarity3641
@thevarity3641 4 жыл бұрын
Somoy r sathe bodlay na to ki hobe.
@antarlinadatta5741
@antarlinadatta5741 4 жыл бұрын
Akashbani ba durodorshon "bodlay" na bolei ota akhno nirvorjogoyo
@gamingwithxan1430
@gamingwithxan1430 4 жыл бұрын
@@antarlinadatta5741 এই সংবাদটা কি শুনেছিলেন? হ্যাঁ এটা 2019 এরই লোকসভা নির্বাচনের পূর্বের ঘটনা। thewire.in/politics/doordarshan-election-commission-congress-bjp
@shantanu1984
@shantanu1984 4 жыл бұрын
দূরদর্শন এ কি দেখবো?একশো টা চ্যানেল খুলে রেখেছে।ছবি জঘন্য।ডলবি সাউন্ড নেই।কি সব অনুষ্ঠান।বুড়ো লোকেদের বসিয়ে রাখে।
@niveditahalder8893
@niveditahalder8893 4 жыл бұрын
bsnl er moto doordarshan keo emon anek program broadcast korte hoi, jeta private channel gulo k korte hoina. ebong sarkarer daesarar jonno worldcup cricket broadcast korar permission paena.
@parthopratik7687
@parthopratik7687 4 жыл бұрын
Didi your team is doing a great job. Keep it up. But please make the same videos in english too or atleast include subtitles. People who doesn't understand bangla cannot understand the content of the video. Only doing it in bangla is limiting the number of audience to which otherwise such valuable information should have reached.
@thejr.engineer5662
@thejr.engineer5662 4 жыл бұрын
Many many thanks for covering our news madam🙏.. Chokhe jol ese gelo. Sab kata point ekdom true. Subho bijoya❤️❤️
@shyamdebnath8327
@shyamdebnath8327 4 жыл бұрын
একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম ।আপনাকে ধন্যবাদ ।
@santubairagi7789
@santubairagi7789 2 жыл бұрын
দিদি আপনার কথায় আমি মুগ্ধ তাই বেশি করে সবাইকে জানাতে সেয়ার করছি এবং সকলকে বেশি করে শেয়ার করতে অনুরোধ করছি।
@jagadishchandradas8709
@jagadishchandradas8709 2 жыл бұрын
প্রকৃত কাহিনি সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ
@khitishroy3259
@khitishroy3259 4 жыл бұрын
এদের আর কি বলা যায় ......এরা সরকারটাকেও কম্পানির কাছে বিক্র করে দেবে
@keyboardroaster7147
@keyboardroaster7147 4 жыл бұрын
Jio asar Onek ager thekei bsnl obostha khrap..ektu ghete dekhun
@satyajitsaha2882
@satyajitsaha2882 4 жыл бұрын
Mindblowing Presentation Sister,Hats Off To You. Thanks And Regards For Uploading The Video For BSNL Topic.🙏🙏🙏🙏
@sangeetaroy7205
@sangeetaroy7205 4 жыл бұрын
Amar baba BSNL Ex CAO ... Apnar katha gulo sunlam.. katha golu khubi logical.. try karleo akhon je parjaye problem gulo chole geche tate ata solve kara khubi muskkil... Govt. ja condition tate desher janagan kei kon beche deye..
@anirbanmukherjee8855
@anirbanmukherjee8855 4 жыл бұрын
Very informative video, it will be great if you can suggest some revival measures.
@debasissengupta
@debasissengupta 2 жыл бұрын
দারুন বিশ্লেষণ ৷
@itimazumdar7551
@itimazumdar7551 4 жыл бұрын
Darun , kintu perle ai video ta hindi te din ,ai bisoi ta sobber jana dorker,anek dhanyobad
@somnathchatterjee1613
@somnathchatterjee1613 2 жыл бұрын
ম্যাডাম আপনার কথাগুলো খুবই ভালো এবং যুক্তিপূর্ণ। কিন্তু আমি মনে করি কোনো একটি জায়গার ক্ষতি আর এক জায়গায় লাভ করে তুলতে হয়। আমি একটি গ্রামে থাকি। ২০০০ সালের আগে যথেষ্ট গ্রাম। মাননীয় শ্রী তপন শিকদার মহাশয় প্রত্যেক গ্রামে ফোন দিলেন। আমার বাড়িতেও ফোন এলো। কিন্তু কয়েক বছর পর তার সার্ভিস খারাপ হতে লাগলো। সারেন্ডার করে দিলাম। সিকিউরিটি ডিপোজিট এখনও ফেরত পাইনি। নিলাম মুঠো ফোন। সরকারি কানেকশন। বাড়ির বাইরে না বেরিয়ে কথা বলা যায় না। বাধ্য হয়ে ভোডাফোন কানেকশন। ভাবুন কলকাতার ৫০ কিলোমিটার দূরে এই অবস্থা। ফোন তো সাজিয়ে রাখার জিনিস নয়। কাজের সময় কাজে না এলে মানুষ তার থেকে দূরে যাবেই। L
@you.tube5072
@you.tube5072 4 жыл бұрын
BSNL বন্ধ হচ্ছে না দিদি...গতকালই আমার দুটি BSNL নম্বরেই অফিসিয়াল নম্বর থেকে message করেছে .
@SOHINIDANCE3208.
@SOHINIDANCE3208. 4 жыл бұрын
Thank you didi. Anek ajana tathya jante parlam. Ajo ekti BSNL sim use kore aschhi. Pariseba valo na paoyar janya birakta o hochchhi. 14 year age 1000 takay line diye sim ti nite hoyechhilo. Kintu...
@nikhatparveen1982
@nikhatparveen1982 4 жыл бұрын
aami sob kichhu to bujhte pari ni,kintu eita aekdom sotti kotha je bangla aekti khubi mishti bhabsha,aar aapni onek bhalo bhabe,porishkarbhabe bolchhen...amar mone hoy aami apnar video dekhe aami onek kichhu sheekte paari,,aamar mone hochhe je jodii kichhu din aage apnar video dekhte petam ,aekhon projonto aamar bangla bojhar aar bolar khomota bede jeto.. dhonnobad didi....
@sudhirsarkar8104
@sudhirsarkar8104 2 жыл бұрын
চমৎকার ধারাভাষ্য ৷ ম্যাডাম - আপনি কি উকিল ?
@biplobbasu3004
@biplobbasu3004 2 жыл бұрын
খুব সুন্দর দিদিভাই আপনার প্রতিবেদন ।
@koushikpal9396
@koushikpal9396 4 жыл бұрын
ম্যাডাম।।। দারুন হয়েছে ভিডিও টা একটা ইন্ডিয়া পোস্ট নিয়ে ভিডিও চাই
@chakrisandhanonline3898
@chakrisandhanonline3898 4 жыл бұрын
সত্যিই ভারতীয় ডাক নিয়ে একটা ভিডিও তৈরি করুন
@bhaskartalukder600
@bhaskartalukder600 4 жыл бұрын
thanks for this feature docu, but one thing U missed that their is a peril for nefarious circles (read Pvt Operators) to intercept our sensitive defense informations through mobile informatics......
@debajyoti.guha_bong
@debajyoti.guha_bong 4 жыл бұрын
5:16 হালকা করে চেঁটে দিলেন :)
@saikatdutta8952
@saikatdutta8952 4 жыл бұрын
আমি এখনও একজন বি এস এন এল গ্রাহক।
@tanmoybijumahato
@tanmoybijumahato 4 жыл бұрын
এই ভিডিওটা BSNL এর সিমে দেখছিলাম একঘন্টা হয় গেছে এখনও শেষ হইনি... আমিও দেখছি কখন শেষ হয়।।ছাড়বোনা।।
@jayantadas9186
@jayantadas9186 4 жыл бұрын
kinto amar toh 24 min e Sesh hoye galo , BSNL 3g sim e
@aftabhossain3171
@aftabhossain3171 4 жыл бұрын
BSNL is great, I love this company
@swapanchatterjee2989
@swapanchatterjee2989 2 жыл бұрын
Beautiful, beautiful analysis by Ms Poulomi. Carry on
@anirbanchowdhury4301
@anirbanchowdhury4301 4 жыл бұрын
আপনি তো তেইশ মিনিটে অনেক কিছুই বললেন কিন্তু একটা কথা বলুনতো সরকার এর শুভ বুদ্ধির উদ্যোগ এর অভাবে এই দুর্দশা নয় কি ?
@Bangalianaa
@Bangalianaa 4 жыл бұрын
BSNL er internal reconstruction kora uchit and bsnl ke idipendent vabe kaj korte dite hobe jeta kono plan jai anuk na kano..trai chara ono kono montri ono karor permition lagbe na arokom babostha korte hobe..
@smkgan70
@smkgan70 4 жыл бұрын
Jio didi bhai...Keep it up....Dekho kmn lage~~~😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐
@suchoritabhattacharya2298
@suchoritabhattacharya2298 4 жыл бұрын
আপনার সব কথা গুলো হয়তো ঠিক... কিন্তু আমি গ্রামে বাস করি আমি জানি শুধু আমাদের গ্রাম কেনো আমাদের আশপাশের কোনো গ্রামে telephone exchange নেই... আমাদের গ্রাম যথেষ্ট উন্নত কিন্তু আর এখানে প্রায় 2 হাজার কি তার বেশি লোক বসবাস করে... আমাদের সব থেকে কাছের telephone exchange আছে আমাদের গ্রাম থেকে 4km দূরে... 😊
@parthasarathibhattacharya7195
@parthasarathibhattacharya7195 4 жыл бұрын
মহকুমা ভিত্তিক মানে সাব-ডিভিশন গত ভাবে কেন্দ্রগুলো তৈরি করা হয়। তাই এটা নিছক বিজ্ঞাপন হিসাবে নেবেন না।
@amithazra7699
@amithazra7699 4 жыл бұрын
Few phrases still i remember when i used to visit bsnl office 1. Taka gulo sajiye din 2. Change nai baire theke kore anun 3. Haath chala no jabe na... 4. Busy in chatting with colleagues while customer standing in a queue. 5. Pay the line man baksis so that if any fault arises in connection it will be at earliest. Ja korche besh korche govt private na hole k o kaaj korte chai na. R ekta kotha boli govt bank gulo kichu kichu staff nijeke larger than life bhabe whereas in pvt bank so much customer Friendly.
@subhajithalder1241
@subhajithalder1241 4 жыл бұрын
Amit Hazra exactly the same prblm i hv faced .. i was using bsnl landline since 2004 -05 ..
@BJ-zg8ch
@BJ-zg8ch 4 жыл бұрын
Thik bolechhen, je rokom seva sei rokom saza
@subratamondal3156
@subratamondal3156 4 жыл бұрын
ami dariye dekhechhi BSNL kormi muri khachchhe r tar delay er karon e amar half day hoye jachche
@ABCD-lj8he
@ABCD-lj8he 4 жыл бұрын
Video r suru tei bola Holo kichu staff kaj Kore na eta sottie ... Sedik theke MLA , MP rao maximum ghumiye katay parliament e , Minister ra maximum criminal kono kaaj toh korei na... Tahole Parliament tao bondho Kore din na ... Aapnar haat e fora holey aapni fora ta thik korben naki haat tai kete baad diye deben ??? r private private korchen , kono private company public welfare dekhe na.. r faaki private company gulo o marey ...
@swapnadeepbanerjee355
@swapnadeepbanerjee355 4 жыл бұрын
Dada private poriseba apni hoyto nite parben, kintu apnar mto sobar obostha noi, deser ato gorib manus mathe mara jabe , sudhu nijer dik ta dekle hobe dada!
@amitdey426
@amitdey426 4 жыл бұрын
Madam khub sotti kotha . Eta amr khub vlo laglo....Amr baba ekjon BSNL kormochary ......👍👍👍👍👍👍👍👍👍
@sujoynaskar8676
@sujoynaskar8676 4 жыл бұрын
Osadharon discussion.
@sujitmondal7037
@sujitmondal7037 4 жыл бұрын
এই বিষয়ে আমার বা আপনার কিছুই করার নেই। আমরা জানি যে কোনো সরকার বেসরকারি করণ রোধ করতে চায় না। আমি সেই দিন টা র অপেক্ষায় আছি যেদিন সব কিছু বেসরকারি হবে।
@parthasarathibhattacharya7195
@parthasarathibhattacharya7195 4 жыл бұрын
নিজের পায়ে হাঁটেন খাবার খান তাহলে চিন্তাভাবনা বা কাজের বেলায় কেন ঠুঁটো জগাদার মতন হচ্ছেন? নিজের সামর্থ অনুযায়ী মত দিন। আর তার অনুসরণ করুন।
@soumitrabhattacharjee2120
@soumitrabhattacharjee2120 4 жыл бұрын
Madam, khub bhalo vabe bolechen
@SurajitDas-gd4nn
@SurajitDas-gd4nn 2 жыл бұрын
ম্যাম , নমস্কার । BSNL এর ঠিকা শ্রমিকরা গত দুই বছরের ওপর বেতন পান নি । কিন্তু তাঁদের নিয়ে কোনো খবর হয় না ! প্রায় 24 - 25 মাস 5000 এর ওপর শ্রমিকের বেতন নেই (শুধুমাত্র calcutta telephone) । কেউ খোঁজ নেয়না । আমিও BSNL কর্মী ...
@Bangalianaa
@Bangalianaa 4 жыл бұрын
Ar sathei koyekta jinis bola dorkar...Trai er employe rao... kaj thik thak korche na. jio jei vabe high profit sector e expand korche near future e kono talecom operater y bache thakbe na jio chara ata control kora khub basi proyojoniyo
@swapnadeepbanerjee355
@swapnadeepbanerjee355 4 жыл бұрын
TRAI er onek officer suspend hoyechen jio r biruddhe angul tolar jonno , google it
@thebongteacher001
@thebongteacher001 4 жыл бұрын
Dhonnobad, eto tottho deoyar jonno.
@dipanjanrej
@dipanjanrej 4 жыл бұрын
Kotha gulo 💯% realistic 😊
@aranichakraborty141
@aranichakraborty141 2 жыл бұрын
অনেকে বলে থাকেন, BSNL এর কর্মীদের এই কাজ না করার মনোভাবের জন্য দায়ী তাদের অপর্যাপ্ত মাইনে.. কথা টা কতটা ঠিক?
@bikashsarkar9636
@bikashsarkar9636 4 жыл бұрын
Very informative episode.
@rasagolla
@rasagolla 4 жыл бұрын
Please make a video on Labour Code before Privatisation of ESIC and EPF.
@prolayranjandas2100
@prolayranjandas2100 2 жыл бұрын
It was a lovely explanation for us the common people. Why can't u people, I mean on the behalf of ur channel, draft a strong letter of pm? I guess it might bring some difference. U have all the informations to point out through the letter. I being the citizen of my country definitely requesting u to do this. Hope u understand my point. Thanks
@rafiqueahmed9152
@rafiqueahmed9152 4 жыл бұрын
Lot of things Lot of thanks
@Bangalianaa
@Bangalianaa 4 жыл бұрын
bcz indian economy emnitei tolomolo obostha bsnl bondho hole or employe charao.. onek subsidery loker o income bondho hobe like employe,tower maintainer,recharge
@rabisankeracharya6233
@rabisankeracharya6233 2 жыл бұрын
Thank you didi onak kitchu jante parlam.
@Bangalianaa
@Bangalianaa 4 жыл бұрын
Je tar fol hisabe amra dekhchi...jio abeer customeer dr theke ioc charge niche ata kono kharap jinis na.. jodi markeet e ono operater na thakle seta indian marketer jono voyonkor poristhiti hoye jabe.
@tbiswas821
@tbiswas821 4 жыл бұрын
Excellent discussion mam
@ramkrishnapal5701
@ramkrishnapal5701 2 жыл бұрын
BSNL এখন সবচেয়ে কম টাকায় ভালো পরিষেবা দেয়
@mehboobrabbani7950
@mehboobrabbani7950 4 жыл бұрын
Apni eto sundor kore bojhalen, etei bojha jai apnader kotota research kore ek ekta episode banate hoi.
@itssencollection250
@itssencollection250 4 жыл бұрын
ঘটনাটি সত্যি দুঃখজনক আমরা সবাই চাই সরকারি কোম্পানি দেশীয় উদ্যোগ বৃদ্ধি পাক বড় হয়ে উঠুক কিন্তু বিশ্বায়নের যুগে প্রধানত দুই তিন টি কারণে দেশীয় উদ্যোগ মার খাচ্ছে প্রথমটি বিদেশি কোম্পানির সাথে পরিষেবা ও মূল্যে পেরে না উঠা যেমনটি হয়েছে মাইক্রোম্যাক্স কোম্পানির সাথে চীনা কোম্পানির ঠেলায় তা আজ তলানিতে ঠেকেছে বলা যায় চিনা প্রডাক্ট এর সাথে ভারতের কোন দেশীয় উদ্যোগ ই আর পেরে উঠছে না যার ফলে প্রায় সমস্ত বাজার ই চীনা মালের দখলে এই কারণটাখুবই দুঃখজন কিন্তু দ্বিতীয় কারণটা ও ভয়ানক সরকারি সংস্থাগুলো র বেশিরভাগ কর্মচারীর ডিউটি না করার মনোভাবের জন্যই এমন অবস্থায় দাঁড়িয়েছে যেরকম আপনি বি এস এন এল কথা বললেন যারা বিএসএনএল ব্যবহার করে তাদের বেশীরভাগেরই অভিজ্ঞতা কোন না কোন সময় তিক্ত হয়েছে এছাড়া যেরকম ধরুন সরকারি প্রাইমারি স্কুল যেখানে পড়াশোনার মান দিন দিন কমছে মাস্টারদের না পড়ানোর মন ভাবে তাই ছাত্রদের সংখ্যা কমছে ,,, তেমনই অবস্থা সরকারি হাসপাতাল , সরকারি অফিস ,সরকারি ব্যাংক , আর বর্তমানে সরকারি এইসব পরিষেবা গ্রহণ করতে বাধ্য হয় যাদের টাকা পয়সার অভাব আছে ধনী লোকদের কথা আলাদা তাদের জন্য সবকিছুতেই লাক্সারি ব্যবস্থা আছে ,,,, এছাড়াও সরকারি উদাসীনতা একটি প্রধান কারণ ,,, প্রধান কথা হল মানুষ চায় একটি ভালো পরিষেবা সেটা যে কোন কোম্পানিই দিতে পারে সরকারি বা বেসরকারি বা বিদেশী ,,, আর সেটা যদি সরকারি সংস্থা দেয় তাহলে তা দেশ ও দশের জন্য ভালো ।
@uttamkrdutta8568
@uttamkrdutta8568 2 жыл бұрын
Mahanagar Telephone Nigam Limited (MTNL) was founded in 1986 and Bharat Sanchar Nigam Limited (BSNL) in 1980. Not 2000 Madam....
@paritoshbiswas5281
@paritoshbiswas5281 4 жыл бұрын
দেশ টা আস্তে আস্তে বিক্রি হতে চললো।
@piku0061
@piku0061 4 жыл бұрын
সেতো আগেই হয়েছে এখনো বাঁচানোর চেষ্টা হচ্ছে। BSNL লস কি ২০১৪ পর থেকে হচ্ছে নাকি? ভালো করে খবর নিন।
@rahamatalimondal4796
@rahamatalimondal4796 2 жыл бұрын
সরকার কেন প্রাইভেট সংস্থার পক্ষ অবলম্বন করে? ওদের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন।
@Bangalianaa
@Bangalianaa 4 жыл бұрын
ay rokom loker o kintu incomee kombe.. internal and external reconstruction chara ar kono .. upai nei
@Soumya1989
@Soumya1989 3 жыл бұрын
তোমার বক্তব্য গুলো সত্যি ভীষণ ভালো।
@sagarmahato2376
@sagarmahato2376 4 жыл бұрын
আমাদের জেলাইএখনো bsnl sim পাওয়া যায় না ঠিক ভাবে ।কিন্তু নেটওয়ার্ক ফুল থকে ঠিকানা. LALPUR.MANGURIA LAIPUR.HURA.PURULIA.(W.B) PIN 723101
@s.09311
@s.09311 4 жыл бұрын
Purulia town a to bsnl sim pawa jai.
@bidhandatta3950
@bidhandatta3950 4 жыл бұрын
Apurbo explanation
@videossong561
@videossong561 4 жыл бұрын
Didi apnar vidieo khub valo lage
@akashgouri9321
@akashgouri9321 4 жыл бұрын
খুব খুব সুন্দর আপনাদের পব গুলি।
@skandagupta6475
@skandagupta6475 4 жыл бұрын
Khub bhalo laglo video ta.keep it up madam
@pcgamerindia
@pcgamerindia 4 жыл бұрын
All bsnl customer care number is blocked ...cant call BSNL
@anjalichakraborty3071
@anjalichakraborty3071 4 жыл бұрын
অন্য পর্ব গুলোর মতই এই বিষয়ে আপনাদের উপস্থাপনাটিও সমান মনোগ্রাহী।
@anjalichakraborty3071
@anjalichakraborty3071 4 жыл бұрын
আশা করি এই বিষয়ে আরো বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা সময় করে দেবেন।
@saptarshichaudhuri2956
@saptarshichaudhuri2956 4 жыл бұрын
didi amar baris bsnl broad brand diner por din kharap. ektu bolben ora jodi thik kore dey. thik korte ki PM asben ?
@AnimeshDas11
@AnimeshDas11 4 жыл бұрын
Apparently rational analysis. কিন্তু বারবার বিজেপি বিজেপি উল্লেখটা অপ্রয়োজনীয় মনে হল! Roaming concept টা বোঝাতে গিয়ে “রোয়াব” বলতে হল?- usage fee নিশ্চয় দিত! বাকী point গুলো acceptable-কিন্তু একটু impartial হলে ভাল হবে।
@ABCD-lj8he
@ABCD-lj8he 4 жыл бұрын
Partiality kothay pelen ?? BJP j Kal gulo koreche sekhane toh BJP kei mention korte Hobe..
@swapnadeepbanerjee355
@swapnadeepbanerjee355 4 жыл бұрын
Er theke neutral journalism india te!!! Impossible
@sabanurrahmanbrinto981
@sabanurrahmanbrinto981 4 жыл бұрын
Jeno keu keu ojotha Nehru k blame na krte pare tar jnnei bujhie deya....je partial report grohonjoggo na🙂
@rajeshchand868
@rajeshchand868 4 жыл бұрын
Hoyto jodi abar suru korara chestao kora hoy tahole hoyto etay hobe actually# make in India . #Thanks
@gautamnaskar8025
@gautamnaskar8025 4 жыл бұрын
Thanku,,good,morning
@biplab41
@biplab41 4 жыл бұрын
Wonderful lecture
@arijitpatra9273
@arijitpatra9273 4 жыл бұрын
4G spectrum er kotha to kichui bollen na. BSNL er permanent employee ra salary pujo te payeche akno pachhe.jara contractual Tara salary pachhe Na.
@bluesmart251
@bluesmart251 4 жыл бұрын
sohoj bapar ta amra khub valo kore jani. akdin govt sector thkbe na.. sob company hoa jabe. apnar kotha akdom khati. i respect you. thank you
@skgupta43
@skgupta43 4 жыл бұрын
সরকার BSNL ও MTNL কে বন্ধ করবে না এটাই আমার আশা। তবে, সাথে সাথে এদের কর্মসংস্কৃতি ও বিপনিকরণের ক্ষেত্রে উন্নতি হলে সংস্থাগুলি লাভজনক ও স্বনির্ভর হয়ে উঠবে।
@prosenjitbaidya6502
@prosenjitbaidya6502 4 жыл бұрын
দিদি এয়ারটেল নিয়ে কিছু বলুন। হঠাৎ করে রিচার্জে দাম এত চড়াও করার কি কারণ।
@arijitbarman7525
@arijitbarman7525 4 жыл бұрын
খুব সুন্দর বলেছেন দিদি ।
@nasminakhatun1745
@nasminakhatun1745 4 жыл бұрын
Very good
@parthabala7098
@parthabala7098 2 жыл бұрын
কই আমাদের গ্রামে তো কোন টেলিফোন এক্সচেঞ্জ নেই ৷
@sudipghoroi3570
@sudipghoroi3570 4 жыл бұрын
Amio Telecom r 6ele a6i...akdom sothik ..kintu Ami jantam na je optical fiber a6e.r akta kta amra jantam je BSNL network bhara diye Chole Jai...pls rply
@parthasarathibhattacharya7195
@parthasarathibhattacharya7195 4 жыл бұрын
ইন্টারনেট ল্যাণ্ড লাইন কানেকশন ওয়াই ফাই রাউটার অপ্টিকাল ফাইবার মারফতেই প্রসারিত হয়। জিও তাইই করছে এখন।
@dipeshbose3979
@dipeshbose3979 4 жыл бұрын
ম্যাম বলছি যে ,যদি চাকরি চলে যায়,তবে তো আবার সমোলচনা শুরু হবে
@biprajitpaul4582
@biprajitpaul4582 4 жыл бұрын
চাকরি না গিয়ে বা বেতন বন্ধ না করেও আরেকটা তৃতীয় পথ হয়। ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা প্রদান। তার কোন ব্যবস্থা কখনো হয়েছে কি? কর্মচারীরা কাজ করে না। এর জন্য audit team করা যেত। অনেক কিছুই করা সম্ভব ছিল। কিন্তু করা হয়েছে কি??
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 37 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
Middle Class FOOLED Once Again? | Budget 2024 | Dhruv Rathee
20:09
Dhruv Rathee
Рет қаралды 13 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 37 МЛН