২০১২ সালে নুহাশপল্লীতে এই সাক্ষাতকারটি নেয়া হয়েছিলো। নিউইয়র্কে চিকিৎসার মাঝামাঝি সময়ে তিনি দেশে ছুটে এসেছিলেন নিজের মা ও নুহাশ পল্লীকে দেখতে। এরপর আবার নিউইয়র্কে যাওয়ার পর মারা যান তিনি। কি বলেছিলেন সে সাক্ষাতকারে, ১০ বছর পর তা প্রচারের আলোয় আনলাম আপনাদের জন্য।
@mdimtiaz45222 жыл бұрын
অনেক ধন্যবাদ এইটা প্রচার করার জন্য।
@raselkabir11382 жыл бұрын
অনকোলজিস্ট বলেছিলেন ওনি সার্জারী করলে মৃতুর সম্ভাবনা জিরো পার্সেন্ট৷ । ওনি মারা যান ১৮ জুলাই এর মাঝের সময়টুকো জানতে চাই।
@জ্ঞানেরআলো-খ৮শ2 жыл бұрын
❤️❤️❤️
@munirasiddiqua29182 жыл бұрын
অনেক অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই সাক্ষাৎকারটা প্রচারের জন্য
@smmusa85982 жыл бұрын
Jei pani tokhon jorto seta ekhon jhorlo
@jeetray11 Жыл бұрын
অসম্ভব গুরুত্বপূর্ণ সাক্ষাতকার। যারা এটা কষ্ট করে করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ।
@HelloJewel Жыл бұрын
আপনাকেও ধন্যবাদ
@forhadulislammuhon59552 жыл бұрын
মৃত্যু নিয়ে স্যারের সরল কথাগুলোই প্রমান করে স্যার জীবনকে কতটা গভীরভাবে উপলব্ধি করতেন।
@Mawa338462 жыл бұрын
স্যারের মানসিকতা খুবই শক্তিশালী ছিল
@HelloJewel9 ай бұрын
ঠিক বলেছেন। মানসিক শক্তির জোরেই তিনি এতত কথা বলেছেন।
@TanzirRahman2 жыл бұрын
বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া অন্যতম সেরা মানুষ এই একজন..............
@hysagain2 жыл бұрын
True
@starwar4574 Жыл бұрын
I am with you .
@kabookarukaz9 ай бұрын
কতটা মনের জোর থাকলে এমন সহজ ভাষায় মৃত্যুর কথা বলতে পারে তা না শুনলে বুঝা যাবে না তিনি কেমন মনের মানুষ ছিলেন।যতবার শুনি অবাক হই।২০২৪ এ আবার শুনলাম।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুক। আমিন।
হঠাৎ করে স্যারের কথা খুব মনে পড়ছে তাই ভিডিও টা দেখতে আসলাম, এর মধ্যে বুঝা যায় স্যার এখনো বেচেঁ আছেন আমাদের হৃদয়ে ❤
@sahadotrana3114 Жыл бұрын
২০২৩ সালে এসে স্যার এর সাক্ষাৎকার কে কে দেখেছেন সাড়া দিয়ে যান
@Ohiduzzaman-zd8ie9 ай бұрын
জীবনে চলার পথে যখনই আত্মবিশ্বাসের ঘাটতি পড়ে। তখনই হুমায়ূন আহমেদের সাক্ষাৎকারটি শুনি। ভালোবাসা অবিরাম হুমায়ুন আহমেদ।
@joyetajoyeta3034 Жыл бұрын
স্যারের লেখা অনেক বই পড়েছি। তবে আপনার ইন্টারভিউ দেখে বুঝতে পারছি উনি অনেক স্বশিক্ষিত ছিলেন এবং উনার মত একজন মানুষ দেশে বেঁচে থাকার খুবই দরকার ছিল।।😢❤
@kamalrajack1819 ай бұрын
তার কোন বই টা সবার আগে পড়া উচিত বলবেন
@Learnigprocess4 ай бұрын
বাদশাহ নামদার -উপন্যাস@@kamalrajack181
@shafik92919 ай бұрын
এদেশে একজন হুমায়ূন ছিলেন.... যাকে যুগ যুগান্তর ধরে এদেশের পাঠকেরা মনে রাখবে।
@zillurrahman8096 Жыл бұрын
উনাকেও সরকারি হাসপাতালে যেতে হয়েছিল। ভাবা যায়? 'আমি ঋণ নিয়ে বেঁচে থাকার মানুষ না'- এতেই বুঝা যায় উনি আসলেই কত মহৎ মানুষ ছিলেন। আজও কষ্ট পাই উনার প্রয়াণে। আমার বইয়ের প্রতি ভালবাসা উনার হাত ধরেই। আমার বই সংগ্রহের নেশাও উনার বই কিনেই। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
@mithumia23352 жыл бұрын
সাহসীরা একবার মরে ভীতুরা বারবার মরে। স্যার এর যখন মৃর্ত্য নিশ্চিত হয়ে গেছে এটা জানার পড়েও কত সুন্দর করে ভয়হীনভাবে কথা বলছে। একটা বারের জন্যও কান্না করে নাই।
@HelloJewel9 ай бұрын
আমি নিজেও তার মানসিক শক্তি দেখে অবাক হয়েছি।
@farahyeasmin62308 ай бұрын
Uni himu❤
@kanizmumu4671 Жыл бұрын
এই মানুষটাকে কখনোই ভুলা যাবে না .... কতবার দেখা ইন্টারভিউ যতবার শুনি মনে হয় কোন বাণী শুনছি.... মন্ত্রমুগ্ধের মত শুনি....
@md.kawsarmia5720 Жыл бұрын
Tura nastiker baccara aesob sun ar dek nastik sune nastiker kota
@suhanachowdhury5333 Жыл бұрын
স্যারের যে সম্মান পাওয়া উচিত ছিল তিনি সেটা পাননি। পারিবারিক কারণে, সামাজিক কারণে।। খুব কষ্ট লাগছে। আমার প্রিয় লেখক
@mdfoyshalrahmanshohag59972 жыл бұрын
স্যার বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে!
@zakirahmed124 Жыл бұрын
অবাস্তব কথা বার্তা
@samirrpa49457 ай бұрын
@@claudiaclaudia8011 kar choritro horon korlo aktu jodi bolten
@shahanazbegumtripte2 жыл бұрын
স্যার এর অনেক গুলো কথার মাঝে ২ টি বাক্য... ১/ তোমরা যদি দেশের প্রতি দায়িত্ব পালন করো তো আমার প্রতি দায়িত্ব পালন হয়ে যাবে। ২/ যেদিন আমাদের দেশের মানুষ শিক্ষা-বঞ্চিত অবস্থা থেকে উন্নতি করে আসল শিক্ষায় দীক্ষিত হবে সেদিন দেশ পরিবর্তন হয়ে যাবে।।
@HelloJewel Жыл бұрын
ঠিক বলেছেন
@Your_Mohim Жыл бұрын
২ নাম্বার বেষ্ট❤
@shsumon994 Жыл бұрын
অদ্ভুত নাহ? এই মৃত মানুষটি আজও আমার অনুপ্রেরণা।🥺❤️❤️
@farjanarahmanomi1672 жыл бұрын
কথা গুলো খুব মন দিয়ে শুনলাম,স্যার বেঁচে থাকবেন তার বইয়ের প্রতিটি অক্ষরে ❤️
হুমায়ূন আহমেদ স্যার কে যতই দেখছি,,ততই মুগ্ধ হই,তিনি আসলেই আমার চোখে রহস্যময় পুরুষ। মিস ইউ স্যার।😍🖤
@HelloJewel2 жыл бұрын
তিনি নিজেই ছিলেন একজন মিসির আলী
@MoidulIslamMollah2 жыл бұрын
@@HelloJewel হিমু
@আগামীরপথে-ম৬চ2 жыл бұрын
আল্লাহর রাসুল বলেছেন,আল্লাহ কে ভয় করো সবচেয়ে বড় আবেদ হতে পারবে।
@mukhtamonamanobobdhormo4662 жыл бұрын
@@আগামীরপথে-ম৬চ বাল
@activeboy378 Жыл бұрын
@@HelloJewel humayon sir er natok e ki kono JADU ace naki nesar moto sob ti naok .probase teke o sobmoy onar natok dehi .ki je valo lage .............. poro pare valo takben sir 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
@Kaniz_Mumu2 жыл бұрын
এত বছর হয়ে গেছে! এখনো এই মানুষটাকে দেখলে এত কষ্ট হয়!
@samialzabir22242 жыл бұрын
Right😢😢
@arafatali7323 Жыл бұрын
১ টি স্টেপ থেকে শুরু হয় ১ হাজার মাইলের যাত্রা...! স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️❤️❤️
@nahidaakther8761 Жыл бұрын
স্যারের কথা গুলো শুনতে ভালো লাগছে তবে কস্ট লাগছে স্যার মৃত্যুর আগে কতোটা সাহস নিয়ে স্যার কথা বলছে স্যারের জন্য দোয়া করি আল্লাহ জেনো বেহেস্ত বাঁশি করে আমিন 🤲 আজকে শুনলাম স্যারের কথাগুলো
@onindorudro22499 ай бұрын
ক্ষনজন্মা এই মানুষটির জন্য অফুরন্ত ভালোবাসা।যেখানে-ই থাকুননা কেন স্যার ভালো থাকুন। 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤।। 😢😢😢😢😢😢😢😢😢😢
@our_dream_আমাদের_স্বপ্ন2 жыл бұрын
"তোমাদের দায়িত্ব দেশের প্রতি। আমি দেশের একজন মানুষ। দেশের প্রতি তোমারা যদি তোমাদের দায়িত্ব পালন করো সেটাই আমার প্রতি দায়িত্ব পালন করা হবে। আলাদা করে আমার প্রতি তোমাদের কোন দায়িত্ব নাই" - হুমায়ূন আহমেদের শেষ সাক্ষাৎকার
@HelloJewel Жыл бұрын
কি সুন্দর কথাগুলো , তাই না?
@mohorvlog11 ай бұрын
❤❤❤😂
@ferdosibegum48112 жыл бұрын
সৎ , সহজ সরল নিরহংকার মহান একজন মানুষ ছিলেন । আল্লাহ এই মাটির মানুষ কে আপনি বেহেসতের সর্বউচ্চ স্থান দান করুন ।
@HelloJewel Жыл бұрын
আমিন
@mukimshah94288 ай бұрын
উনি প্রেমের কবি ছিলেন অনেক বই পড়েছি ছোটবেলায় পড়ার মধ্যে অনেক মাদ্ধতা থাকে পড়ার মত করতে পারলে প্রেম শিখে অনেক কিছু থেকে বাঁচা যায়।
@MasumBhuiya-jn5ru9 ай бұрын
স্যারকে খুব কাছে থেকে দেখেছি ওনার গ্রামের স্কুলে আসছিল।আমি বাড়ি পাশের গ্রামে ওনার একই ইউনিয়নে। ধন্যবাদ সবাইকে
@jabedhossain854929 күн бұрын
২০২৪ সালের ১১ নভেম্বর হঠাৎ স্যারের কথা মনে হলো ইউটিউবে সার্চ করে উনার সাক্ষাৎকার টি শুনছি। স্যারের কথা গুলো শুনছি আর মন থেকে দোয়া করছি আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক।
@kothaokahini19939 ай бұрын
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ লেখক। একবার ওনার লেখা পড়েছেন এরকম যে কোন মানুষের মনের মণিকোঠায় উনি চিরদিন রয়ে যাবেন।
@sheikhabir62 Жыл бұрын
কিংবদন্তি 🖤 কোটি ভক্তের হৃদয়ে থাকবেন আজীবন ।
@HelloJewel Жыл бұрын
right u r
@asifiqbal4923 Жыл бұрын
ভাল থাকবেন স্যার। যেখানেই থাকুন। আপনি আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। কেননা " মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। "
@surayaakter25552 жыл бұрын
আল্লাহর রহমত থাকলে আল্লহই বাঁচিয়ে রাখেন।ওনার সময় আমিও এ রোগে আক্রান্ত হই।বাংলাদেশের ডাক্তার চিকিৎসা করেন । আল্লাহ বাচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। রহমত
@ShoptoKonika-d2f2 жыл бұрын
ক্যান্সারের অনেক স্টেজ আছে ভাই।
@hredoykhan68482 жыл бұрын
Apu tumar nambar ta dao
@Raiyansmile12 Жыл бұрын
Apni tokon kon Stage a cilan
@md.tajulislamsamrat788328 күн бұрын
আপনার কি সমস্যা হত এই রোগে
@KhairulIslam-bs9de Жыл бұрын
উনি যে বাড়িতে জন্মালেন,বড় হলেন সেখানে আমার জন্ম।কিন্তু তার সাথে সরাসরি কখনো দেখা হয়নি।অসাধারণ একজন মজার মানুষ। তার লেখায় যেমন বিমহিত হয়েছি আজ তার কথা শুনেও যারপরনাই বিমহিত।
@kamrul52863 ай бұрын
আমরা এতটাই অভাগা জাতি যে ভালো মানুষ ও দেশের এমন সম্পদ গুলো আমাদের মাঝে বেশিদিন থাকে না
@hamidahamida92036 ай бұрын
স্যারের বাচনভঙ্গি শুদ্ধ উচ্চারন মুগ্ধ করে মন!এমন প্রতিভাবান মানুষ বেঁচে থাকলে সমাজের কতই না কল্যাণ হতো।
@sobujsel36049 ай бұрын
স্যারের ভিডিওটি দেখার পর আবেগ আপ্লুত হয়ে পরলাম ভালো থাকবেন স্যার ওই পরে❤
@sohelrana7824 Жыл бұрын
আহা কি অমায়িক মানুষ ছিলেন স্যার ❤ খুব খারাপ লাগছে আমার সময়ে এমন মানুষকে আমি পেলাম না 😪 তার প্রতিটি লেখা তাকে বার বার মনে করিয়ে দেয়, বেঁচে রবে সারাজীবন এভাবেই আমাদের পাঠকের হৃদয়ে ❤️
@mahmudaakter297411 ай бұрын
আপনাকে খুব মিস করি স্যার, আপনার মতো লেখক এখন আমাদের খুব প্রয়োজন ছিলো। আমি আপনার নাটক, সিনেমা এবং গান সব সময় দেখি, মিস ইউ স্যার😭😭
@IrfanAhmed-c2s10 ай бұрын
উনি একমাত্র পরিচালক যার নাটক নিয়মিত এখনো খুঁজে খুঁজে দেখি
মৃত্যু তো অনিবার্য কিন্তু ওনাকে ভগবান বড় তাড়াতাড়ি নিয়ে গেলেন, ওনার থেকে অনেক কিছু পাওয়া বাকি রয়ে গেল 😢
@MunnaHossain-kh4zb27 күн бұрын
Vai mittu bole ase na jekono somay mara jete pare manus
@TajrianFatema42692 жыл бұрын
কত সুন্দর করে কথা বলত।মুগ্ধ হয়ে শুনলাম
@SurmiSurmi-zr2ll7 ай бұрын
২০১২ সালে খুব ছোট ছিলাম। বিষয় গুলা বুঝিনি , একজন কবি মারা গেছেন এতো হৈ হুল্লোড় কিসের! আর এখন ইনার লেখা গুলাই আমার সঙ্গী । ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যার ।❤️
@@md.solaymanhossain5359 ki kory bujlen ? na jyhy kotha bolen na plse.
@nba_crackplatoonАй бұрын
@@md.solaymanhossain5359বেশি বুঝো একলাইন। ওনার লেখা পড়া তাঁর সমালোচকও বললে তিনি আল্লাহভীরু ছিল।
@SadikMustafa-dk4tx9 ай бұрын
স্যার,অনন্ত নক্ষত্র বীথি তে হারিয়ে যাননি আপনি এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আপনি এক সমুদ্র শ্রদ্ধা আপনার জন্য♥️
@sanjitbiswas37942 жыл бұрын
বাংলা সাহিত্যের এক অমর স্রষ্টা। ভীষন ভালো লাগার একজন মানুষ। মিস ইউ স্যার।
@HelloJewel Жыл бұрын
একমত, ঠিক বলেছেন।
@overthinker_dwe Жыл бұрын
After watching this interview with Humayun Ahmed, sir, I couldn't hold back my tears. He is truly incredible. May Allah be upon him. Rest in peace. The real truth is money can’t buy a life!😢
@ridahossain1718 Жыл бұрын
বাঁচা মরা সব ই মহান আল্লাহ তায়ালার উপর,,
@desireofmine4058 Жыл бұрын
এরকম হুমায়ুন আহমেদ বাংলাদেশে আরও দরকার❤
@kazisunjidakhatunrumpa Жыл бұрын
কি সুন্দর কথা আমি ঋণ নিয়ে বেঁচে থাকার মানুষ না, তোমার দেশের প্রতি দ্বায়িত্ব পালন করলে আমার প্রতি দ্বায়িত্ব পালন করা হবে...
@mdkawser-pv3jg2 жыл бұрын
কি সুন্দর করে কথা বলতেন! আহা, মানুষের শেষ মুহূর্তে, পাহাড় সমান মানুষ ও কতো অসহায় হয়ে উঠে! হুমায়ুন স্যার তার কাজের মাধ্যমে অনেক বছর বেঁচে থাকবেন। আল্লাহ উনাকে জান্নাত নসীব করুক।
@msmohima42022 жыл бұрын
Amin
@purposeofname9794 Жыл бұрын
@@msmohima4202 ও আল্লাহয় ,পরকালে বিশ্বাসী ছিলোনা তুই কার জন্য কিসের জান্নাত চাস? আল্লাহ্ তোকে হেদায়তে দেক
@msmohima4202 Жыл бұрын
@@purposeofname9794 Apnar kotha ta tik bujlam na . Jodi ektu bujiye bolten valo lagto.
হুমায়ুন আহমেদ স্যার আমাদের দেশে গর্ব ---মিস ইউ হুমায়ুন স্যার 😢😢😢
@HelloJewel Жыл бұрын
একমত, ঠিক বলেছেন।
@roopjalalshah1148 Жыл бұрын
দেখতে দেখতে এগারো বছর হয়ে গেলো। মনে পড়ে সেদিন রাতের একটা পর্যন্ত 'দখিন হাওয়া' র সামনে দাঁড়িয়ে ছিলাম। কী অদ্ভুত শূন্য ছিলো সব কিছু। তাঁর মরদেহ তখনো সেখানে আসেনি।
@akhikhan81642 жыл бұрын
প্রায় সার আপনি যেখানে থাকেন আল্লাহ যেনো আপনাকে খুব ভালো রাখে।
@SagorDewan-w9y17 күн бұрын
আমার পছন্দের লেখক,,, যারা যারা উনার এতো সুন্দর এই ভিডিওটি রেখেছেন তাদের মনের ভেতর থেকে শ্রদ্ধা করি🙂
@keyamim11582 жыл бұрын
কি strong মানুষ ছিলেন যেন জান্নাতবাসী হন তিনি
@HelloJewel Жыл бұрын
আমিন
@protimasarker8442 Жыл бұрын
হুমায়ূন স্যারের মত লেখক আর দেখব না তিনি আমাদের সকলের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তাকে আমরা মিস করি।
@sujanbhattacharjee83562 жыл бұрын
স্যার খুব মনে পরছে আপনাকে। আপনার নিজের নিশ্চিত মৃত্যুর গল্প আপনার লেখা কাহিনিকেও হার মানাল। এমন ভাবে উপস্থাপন করলেন যেন খুব সামান্য একটা ব্যাপার। আপনার মতো মনের শক্তি দুনিয়ায় বেশী মানুসের হয়না। এমন ভাবে বর্ননা করলেন যেন আপনার পরের সিনেমার কোন কাহিনি। আপনাকে গভীর শ্রদ্ধাভরে স্মরন করি।
@HelloJewel Жыл бұрын
একমত, ঠিক বলেছেন।
@rumaruma7947 Жыл бұрын
স্যার এর যে প্রথম জীবনে অত্যন্ত সুন্দর আর পরিপূর্ণ পরিবার ছিলো এটা নিয়ে একটা কথা ও বললেন তারা ও তো তাদের বাবা কে কতোটা ভালোবাসে
@raziasultana698910 ай бұрын
মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি মহান আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন।আমিন
হিমু এবং মিসির আলি পরে আমি আপনার ফ্যান হলাম। তারপর শুভ্র ও কোথাও কেউ নেই উপন্যাস এবং ছোটগল্প, বিশেষ করে ভৌতিক গল্প গুলি, অসাধারণ সুন্দর স্যার। আমি মন্ত্রমুগ্ধ। জানতে পারেনি আপনি এই পৃথিবীর বুকে নেই, তাতে আমার কোনও ক্ষোভ নেই কারন আপনি আমাদের হৃদয়ে আছেন এবং থাকবেন। ❤ কোলকাতা, ভারত থেকে.........
@MuhammadJumman5120 күн бұрын
আল্লাহ তা'আলা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন।
@Kobisafarali4 ай бұрын
হে আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন - আমিন।
@amarbisu11 ай бұрын
আমার একজন প্রিয় লেখক হুমাযূন আহমেদ।
@pallabray5124 Жыл бұрын
স্যারের যে কত ভক্ত তা এখন বোঝা যাচ্ছে।যেমন আপনি।মন থেকে বলছি আপনি বিগ ফ্যান।
@HelloJewel Жыл бұрын
আমিও
@xeeebon2 жыл бұрын
তার যে মেধা ও যোগ্যতা ছিল তাতে তিনি একটু চেষ্টা করলে শুধু 'জাতীয় লিজেন্ড' না থেকে 'আন্তর্জাতিক লিজেন্ড' হতে পারতেন বলে আমি বিশ্বাস করি । নিজের প্রতি তিনি বড় অবহেলা করেছেন। নিজের যোগ্যতার সঠিক ব্যবহার তিনি করেননি বলেই আমি মনে করি।
@HelloJewel2 жыл бұрын
তিনি বেচে থাকবেন অনেক কাল
@আগামীরপথে-ম৬চ2 жыл бұрын
অধিকহারে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র।( তিরমিজি -আবুহুরায়রা)
@sanatan_upadhyay2 жыл бұрын
Tumi koro bhi
@umarfaruqueenayan459 ай бұрын
মানুষের চিন্তাশক্তি কোন লেভেলের হলে এত টা আত্মবিশ্বাস নিয়ে চলা যায়। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুণ।। ❤
@عبدالله-ع8ر6د6 ай бұрын
আমিন।।
@Jamiul0929 күн бұрын
Ameen
@Antor936 Жыл бұрын
একজন জাদুকরের কথা শুনছিলাম 🖤
@shahinur7488 Жыл бұрын
খুব আফসোস হয়,,, কেন ২০১২ র আগে এতো ছোট ছিলাম। কেন আগে এখনের মতো বুঝিনি🥺। অথবা কেন স্যার এখন বেঁচে নেই😥। আগে বুঝার মতো বয়স হলে কিংবা এখনো স্যার থাকলে স্যারের সাথে দেখা করতাম।আজন্মের সলজ্জ এক অপূর্ণ স্বাদ💔।
@obayedrafi1820 Жыл бұрын
খুব সুন্দর আকুতি
@disharibiswas614 Жыл бұрын
Same to you
@AlAminHassanSourov7 ай бұрын
আপসোস 😢
@akibmir42527 ай бұрын
সেইম অনুভূতি ভাই আমার স্যার আমার জেলার মানুষ অথচ আমরা স্যার কে দেখতে পারলাম না, খুব বেশি আফসোস 😢😭 ২০১২ সালে তখন খুব ছোট আমি😢
@timescommunications55662 жыл бұрын
কি সোজা সাপটা কথা চমৎকার মানুষ অবাক লাগলো এই মানুষ টাকে কেউ বলেনি টাকার জন্য চিন্তা করেননা যা লাগবে দেশের সব সামর্থ বান ভক্তরা দীবে বোঝায় যাচ্ছে তার কথায় সে তার সব টাকা পয়সা খরচ করে দার নিসিলো তার মত এতো ভক্ত এতো কান্নাকাটি কিন্তু দেবার বেলায় কেউ নাই আহারে আমাদের দরদ,,,,,
হুমায়ূন স্যার জীবন কে উপভোগ করে গেছেন। যখন যা ভাল লেগেছে তাই করেছেন। এরকম মানুষ ভাগ্যবান। যারা নিজেদের পছন্দ মতো কাজ করতে পারেন। আমরা তা পারিনা। আমাদের ইচ্ছাএ বিরুদ্ধে অনেক কাজ করতে হয়। অনেক শখ চাপা দিতে হয়।
@HelloJewel2 жыл бұрын
হ্যা, দুর্দান্ত একটা জীবন পার করেছেন তিনি।
@আগামীরপথে-ম৬চ2 жыл бұрын
যারা দুনিয়ায় জীবনে ঝুঁকে পড়েছে,জাহান্নামই হবে তার চিরস্থায়ী ঠিকানা। সুরা (৭৯ঃ৩৭-৩৯)
@আগামীরপথে-ম৬চ2 жыл бұрын
@@HelloJewel সুরা আযযারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ বলেছেন,আমি মানুষ কে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।
@kamranparvesevan9262 жыл бұрын
@@আগামীরপথে-ম৬চ আপনি এখানে ইবাদত করতে এসেছেন নিশ্চয়ই। আপনি তো চেলচেলাইয়া বেহেশতে যাবেন