সেই ৮৭ সালে নাটক টা দেখে ছিলাম।আবছা আবছা মনে আছে, তখন প্রথম ভুতের নাটক বলে মনে হয়েছিল, ভয় পেয়েছিলাম। নাটকটার নাম মনে ছিল না,তবে মনে মনে খুব খুজেঁছি।আজই এতো বছর পর আবার দেখার সুযোগ পেলাম।অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
@Ornobsiu2 жыл бұрын
আমিতো আজও ভয় পাচ্ছি আগেকার নাটকের সাউন্ডগুলো খুব ক্রিন্ঞ্জি
@reverend_shams2 жыл бұрын
আমার জন্ম ৮৮ সালে৷ আমি অলরেডি বুড়া
@SabekunnaherDEEE2 жыл бұрын
Nice drama
@mizanrahman2628 Жыл бұрын
g vy amio dekhsilam but amar full story mone silo bcoz subarnar sob natok amr antore ase
@prokritirkache8144 Жыл бұрын
@@reverend_shamsআরে না, কত হলো? মাত্র পঁয়ত্রিশ?
@mahadihasanjoy952 жыл бұрын
কিশোর সমগ্রতে যারা অন্যভূবন পড়েছেন, তাদের কাছে এই নাটক একটা আলাদা আবেগ। আমি আর আমার এক বন্ধু ক্লাশ সেভেনে বসে একসাথে বসে এই উপন্যাসটা পড়েছিলাম, একজনের এক পাতা আগে শেষ হত, আরেকজনের শেষ হতে একটু দেরী হলেই ঝগড়া বেধে যেত, সেই অদ্ভুত সুন্দর দিনগুলো মনে পরে গেল।
@nikkisundori Жыл бұрын
বাট, অন্যভুবন তো ছিলো তিন্নির গল্প?? সে গাছের ছবি আঁকতো, অন্য গ্রহের স্বপ্ন দেখতো
@prokritirkache8144 Жыл бұрын
@@nikkisundoriyes
@jyotsnadebnath714010 ай бұрын
হুমায়ুন আহমেদ এর নাটক মানেই একররাশ মুগ্ধতা। সুবর্না মুস্তফা যে কতবড় ট্যালেন্ট তার প্রতিটা অভিনীত বই দেখলেই বোঝা যায়
@aliahmod7932 жыл бұрын
শুধু মাত্র রুচিশীল মননের মানুষ গুলো হুমায়ুন স্যারের আবিষ্কার গুলো খোঁজে খোঁজে দেখবে। ২০২২ সালে দেখছি
@tohaalamin81502 жыл бұрын
bi by
@samsunnahar96712 жыл бұрын
আমি একমত পোষণ করছি।
@Briyana766 Жыл бұрын
আমিও সেই রুচিশীলদের মধ্যে এক জন। ২০০৩ এ জন্ম নিয়েও হুমায়ুন স্যারের প্রেমে পরেছি
@hasidaakter9666 Жыл бұрын
2023 saler November a dektechi
@Nusrath12anu4 ай бұрын
2024
@mrk71924 Жыл бұрын
ছোটকালের দেখা নাটক ইউটিউবে পেয়ে নতুন করে দেখছি, মুড়ির মতো গিলছি। ধন্যবাদ যিনি প্রচার করেছেন।
@bullseyeentertainmentbd2672 жыл бұрын
হরর কোন কন্টেন্ট দেখে জীবনে প্রথম ভয় পাওয়াটা খুব সম্ভবত এই নাটক থেকেই শুরু হয়েছিল। টেলিফোনের সেই ঝাঝালো শব্দ, বাতাসে জানালা বাড়ি খাবার মত দৃশ্যগুলো যে ছমছমে আবহ সৃষ্টি করেছিল, তা পরবর্তী অনেকগুলো রাতের ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট ছিল। এখন সারা দুনিয়ার কত হরর কন্টেন্টই না দেখি! কিন্তু এরকম ভয় আর পাওয়া হয়না, আর কখনো হবেও না। ধন্যবাদ আপনাকে, শৈশবের সেই স্মৃতিকে নাড়া দেবার জন্য।
@hakunamatata39352 жыл бұрын
কী অদ্ভুত সুন্দর নাটক। আজকালকার নাটক এর পাশে দাঁড়াতে পারবে না। দয়া করে মিসির আলীর আরো নাটক আপলোড করুন। অসংখ্য ধন্যবাদ। 💖💖
@geminitubeb4 ай бұрын
kzbin.info/www/bejne/nnu9gqWnjZ2ZncU
@shofilularefin562 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এই নাটক টা খুজতে ছিলাম।মা বাবা কাছে এই নাটকটার কাহিনি শুনে ছিলাম কিন্তু আমার মা বাবা উনারা ও এই নাটকের নামটা ভুলে গিয়েছিল তাই খুজে পাই নাই।আজকে পেলাম নাটকটি দেখে খুবই ভালো লাগলো।
@queenoooo31742 жыл бұрын
মিসির আলির একেকটা উপন্যাস পড়ে শেষ করতাম, কিন্তু মনের মধ্যে সেটা নিয়ে ভাবনার শেষ হত না। সারাদিন মাথায় সেই গল্প ঘুরত! কাল্পনিক চরিত্র হলেও তাঁর প্রতি আলাদা এক শ্রদ্ধাবোধ তৈরি হয়ে গিয়েছিল।
@abdullahwarid3895 Жыл бұрын
Where are you from..?
@anupbarua6408 Жыл бұрын
same here. Amar fav character.
@muhammadrifatulrohan2 жыл бұрын
13:44 আগ্রহ করে কেউ যখন গল্প বলে তখন তা শুনতে হয়,ভালো না লাগলেও শুনতে হয় 💛
@Nkniamul-ry3ef5 ай бұрын
আবুল হায়াত অভিনয়ের মাস্টার। কি অসাধারণ অভিনয় তার। সবাই দারুন অভিনয় করেছে। ফাটিয়ে দিয়েছে একদম।
@binoybarai686311 ай бұрын
আল্টা এইচডির যুগে আমি খুজে ফিরি আমার জন্মের আগের ১৪৪ পিক্সেলের অসাধারণ চিত্রকর্ম ২০২৪ এ দেখলাম
@nicemelody33142 жыл бұрын
আবুল হায়াৎ স্যার অসাধারণ অভিনয় করেছেন। আরো কিছু ভালো অভিনয় দেখবো বলে আশা করছি।ধন্যবাদ।
@tausifalfaruk2120 Жыл бұрын
আবুল হায়াৎ চাচাকেই একদম পুরোপুরি মিসির আলী মনে হয়েছে। কি সুন্দর ভাবে আধপাগলামী, খামখেয়ালিপনা ও উদাসীনতা ফুটিয়ে তুলেছেন তা এক কথায় অসাধারণ। এরপর যারা এ চরিত্রে এসেছেন তাদের কেউ উনার ধারেকাছেও নয়।
@prokritirkache8144 Жыл бұрын
মিসির আলীর গল্প পড়লে ধারণা বদলে যেতে পারে।
@shameemahmed5909 Жыл бұрын
কি জাদুকরী নির্মাতা ছিলেন কথা সাহিত্যিক হুমায়ুন স্যার কতো বছর যাবত ওনার নাটক মুভি দেখছি তবুও তার মুগ্ধতা হ্রদয় ছুঁয়ে যাওয়ার মতো আমার বিশ্বাস যুগের পর যুগ মুগ্ধ করে যাবে অগণিত রুচিশীল মানুষের মন আমি গর্বিত আপনার সব কাজগুলো দেখার মতো সৌভাগ্য হয়েছে ভালো থাকুন প্রিয় হুমায়ুন স্যার ওপারে [[ এক হুমায়ুন স্যারের ভক্তের পরিচয় শমাীম আহমেদ কটিয়াদি থানা কিশোরগঞ্জ জেলা মসুয়া মোড়ল পাড়া বাড়ি একদিন হারিয়ে যাবো এই ধরণী থেকে কিন্তু আমার কথাগুলো রয়ে যাবে]]
@rajoyanulraton37382 жыл бұрын
অসম্ভব সুন্দর নাটক ❤️ কদম ফুলের কৌতুহল রয়েই গেলো!
@hasanmahamud26872 жыл бұрын
আমি হুমায়ুন আহমেদের নাটকে প্রেমে পড়ে গেলাম,,,🥰🥰ওনার লেখার সব নাটক খুঁজে খুঁজে বের করে দেখি 🤔🤔??
@imrun32 жыл бұрын
উপন্যাসের মিসির আলীর সঙ্গে নাটকের মিসির আলী চরিত্র মস্তিষ্ক অনেক চেষ্টা করেও মিলাতে পারছে না। উপন্যাসের মিসির আলী কঠিন কথা গুলো বিনয়ের সঙ্গে অবলিলায় বলতেন। কল্পনা পরিপূর্ণ বাস্তবে রুপান্তর করা অসম্ভব।
@SabekunnaherDEEE2 жыл бұрын
Boi sate je sob milbe ta noi karon natok make korte onek kico nia tori korte hoi
বহুদিন ধরে খুঁজতেছিলাম, অনেক, অনেক অনেক ধন্যবাদ আপলোড দেওয়ার জন্য ।
@digbijoychoudhury71402 жыл бұрын
A tele-film by Humayun Ahmed.......... And it cannot but be a fantastic film. Abul Hayat.....needs no encomium or plaudit from anyone. He is an outstanding class by himself. May I convey my respectful regards to him through this medium !
@rezwan9329 Жыл бұрын
Can not believe I found this. My earliest memories. Remember seeing it in early 90s was scared to death
@MonirHossain-px9bp2 жыл бұрын
আহা কি রুচিশীলতা.... হুমায়ুন আহমেদ স্যার❣️
@murtuzaruman589910 ай бұрын
শিক্ষকতা করতে করতে সবাইকে তুমি বলতে ইচ্ছে হয়,,, ডায়লগ টা ভাল লাগছে
@makjilany Жыл бұрын
#আবুল_হায়াৎ হচ্ছেন পারফেক্ট #মিসির_আলী .......🙌🙌👌👌💯💯💚💚❤❤❤❤💚💚... মনে পড়ে এই নাটকটি দেখার পড়ে যখন হুমায়ুন সাহিত্য পড়া শুরু করলাম আরোও ৩/৪ বছর পর থেকে, মিসির আলী চরিত্রের বেলাতে আমার চোখে ভাসত #হায়াত স্যার.....
@jakiashanta67112 жыл бұрын
বহুব্রীহি শেষ করেই এটি দেখা শুরু করলাম ❤️স্যারের নাটক যতোই দেখি মন ভরেনা
@ayeshaeshal60472 жыл бұрын
Bohubrihi kuthay dekhlen?
@jakiashanta67112 жыл бұрын
BTV professional KZbin channel a
@rakibrahman5455 Жыл бұрын
আমি ৮৭ সালের একজন, তখন দেখেছি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ায় এখনো বেচে আছি, হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন আরো অনেকের প্রত্যকটা নাটক ধারাবাহিক নাটক সবগুলো দেখেছি, তারপর ও আমার সেইসব দিনগুলো মনে পড়ে,এজন্য বার বার এই নাটক গুলো দেখি, আর আমার সেই সোনালী রুপালি দিন গুলোতে ফিরে যাই,আহা কিজে সান্তি লাগে আমার হারানো দিন গুলো।
@muhammadrussell2341 Жыл бұрын
অসাধারণ অভিনয় করেছেন বুলবুল আহমেদ 🙌💫
@FaisalBinAsik4 ай бұрын
রবীন্দ্রনাথ আর নজরুলের পরে হুমায়ুন আহমেদই সেরা সাহিত্যিক। নাটকে হুমায়ুন আহমেদ বাংলাদেশের সর্বকালের সেরা
@shahidbro18782 жыл бұрын
মিসির আলি,, হুমায়ূন আহমেদ এর বই পড়ার পর সবার প্রথম দেবী চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী কে মিসির আলির চরিত্র দেখা,,সেখা শান্ত সভাবের বুদ্ধিমান মিসির আলি ফুটিয়ে তুলেছেন।এটাও ভালো হয়েছে আবুল হায়াতের অভিনয়। যেহেতু আমি চঞ্চল চৌধুরীর অভিনয় আগে দেখেছি সেহেতু মিসির আলির কথা ভাবলে তার মুখ ভেসে উঠে।😇😍
@ZiaUddinAhmad2 жыл бұрын
চঞ্চল চৌধুরীর ছবিটিতে, কণ্ঠটি কিন্তু দিয়েচিলেন আবুল হায়াত-ই।
@shahidbro18782 жыл бұрын
@@ZiaUddinAhmad বাল,,আপনি তাইলে কিছুই জানেন না,,চঞ্চল নিজে ভয়েস দিছে,,একটু সুর টা চেঞ্জ করে কথা বলছে আরকি।হাওয়া সিনেমায় আবার অন্যরকম, বিভিন্ন অভিনয়ের উপর ভিত্তি করে সুরের পরিবর্তন করতে হয়।
@sanwerrasel1524 Жыл бұрын
মিসির আলীর চরিত্রে আবুল হায়াতের কাছে চঞ্চল চৌধুরী কিছুই না।
@prokritirkache8144 Жыл бұрын
গল্পের মিসির আলীর সাথে আবুল হায়াতের চরিত্রের মিল নেই সেরকম।
@smmustak49256 ай бұрын
অসম্ভব সুন্দর একটা নাটক ❤।
@subratakarmakarsk77292 жыл бұрын
প্রিয় @Shoeb Mahbub ভাই, অনেক দিন থেকেই দেখে আসছি আপনার BTV এর পুরোনো কালেকশন খুব সুন্দর আর দুর্লভ। জানি না আপনি কিভাবে এগুলো পেয়েছেন আর পাচ্ছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। দাবী একটাই আমাদের ৮০ আর ৯০ দশকের বিটিভির সকল নাটক, বিজ্ঞাপন আর অনুষ্ঠান ক্রমান্বয়ে আপলোড দিবেন। আর স্পেশাল রিকোয়েস্ট রইলো আবুল খায়ের স্যারের গাছ নিয়ে করা বিখ্যাত সেই জনসচেতনতা মূলক বিজ্ঞাপনটি। ' আমি ওষুধ বানাবো কি দিয়া' প্লিজ প্লিজ প্লিজ 🙏🙏🙏
@rajureja8002 жыл бұрын
ঐটা তো আবুল আবুল হায়াতের ছিল না। "সব গাছ কেটে ফেললে আমি ঔষধ বানাবো কী দিয়ে"
@subratakarmakarsk77292 жыл бұрын
@@rajureja800 আবুল খায়ের, আবুল হায়াত নয়
@nasrinakterjuijui66552 жыл бұрын
আবুল খায়ের
@MizanurRahman-fi9sl6 ай бұрын
রুচিসম্মত অভিনয় হুমায়ুন আহমেদ এর অনবদ্য সৃষ্টি ❤
@lovelesssafayet76335 ай бұрын
আহ কি সাবলীল অভিনয়,,হুমায়ন আহমেদ best
@romanticmode062 Жыл бұрын
আমার জন্মের ১১ বছর আগের নাটক। আমি বড় হচ্ছি কিন্তু এই নাটক কখনো পুরনো হয় না☺️
These drama. .Was telecast before my birth. ..Wow. .Wonderful drama. .👍💐💝💖😓😰👍
@faysalkhan65342 жыл бұрын
নাটকটা দেখা শুরু করি নি ।।। হুমায়ুন আহমেদ এর নাটক ভালো হবেই।।।।😍Thanks for upload...
@meejannur7825 ай бұрын
সালটা মনে নাই, গ্রামে একটি মাত্র টিভি ছিল সেটা চলত ব্যাটারি দিয়ে, ছোট ছিলাম, বাবার সাথে সেই টিভিওয়ালার বাড়িতে এক রাতে এই নাটকটি দেখেছিলাম। আহ স্মৃতি!
@JoyAmin6666 ай бұрын
ki shob din chilo, btv te dekhe raat a bhoye ghumate parinai
@ronshaz6466 Жыл бұрын
খুব হতাশার ব্যাপার যে মিসির আলীর আর কোনো নাটক হুমায়ুন আহমেদ পরিচালনা করেননি। আবুল হায়াৎ এখনো (৬.১.২০২৪) বেঁচে, সুস্থ , মিসির আলীর চরিত্র একমাত্র তাঁর মতো জাত অভিনেতারাই ফুটিয়ে তুলতে পারেন। আফসোস, হুমায়ুন আহমেদ বা অন্য কেউই এই উদ্যোগ আর নিলেন না। আর এখন তো "ব্যাচেলর পয়েন্ট" আর "ব্যাড অ্যাস" নাটকের যুগ...
@princessmenuka6873Ай бұрын
এই নাটকের পরিচালকও হুমায়ূন আহমেদ নন।হয়ত হুমায়ূন আহমেদ চেয়েছে যেন মিসির আলী চরিত্র শুধু পড়েই অনুভব করি আমরা।
@ripondas96032 жыл бұрын
অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল ভাই।
@dr.lingkonsingha8529 Жыл бұрын
অসাধারণ।
@mdsanoar26182 күн бұрын
২৩-০১-২০২৫ সালে দেখলাম। অসাধারণ❤❤
@muhammadrussell2341 Жыл бұрын
আবুল হায়াত চমৎকার অভিনয় করেছেন 🙌
@bipulpri66262 жыл бұрын
we love Misir Ali .
@SanchitaSultana-i4c5 ай бұрын
হুমায়ূন আহমেদের অবসর নাটকটি দেখতে চাই।
@ishratjahan92172 жыл бұрын
Lovely 🌹 with lots of love ❤️💚💛
@MdNahid-tx1bj2 жыл бұрын
মিসির আলী মানেই যে এক অন্য ভুবন
@beautyaktar1712 жыл бұрын
onek din theke sir er natok gulu khuje khuje dekhci. akhon r o kichu dekhar baki ache kina janina. amader deshe onek valo valo natok hoy kintu sir er natok gulu dekhe kuno birokti kokhonoi aseni sudhu valo laga. ai natok amar jonmer age bananu ato ager sir er natok chilo ta amar jana chilona akta comment dekhe bujte parlam.opare allah sir ke onek santite rakho amin.
@sophiaeasel15612 жыл бұрын
কি অসাধারণ একটা নাটক ❤️❤️❤️❤️
@murtuzaruman589910 ай бұрын
হুমায়ুন স্যার,,❤️❤️❤️
@gulshanbegum76774 ай бұрын
স্যার না থাকলে আমরা কিভাবে যেন বড় হতাম,
@nrwithnskofficial71692 жыл бұрын
আমার মতো কে কে হুমায়ূন স্যারের নাটক খুঁজে খুঁজে দেখেন
@KbEntertainment2410 ай бұрын
Perfect Misir Ali ,, which I always Imagine is matched
@arafatiqbal62302 жыл бұрын
Shoeb vai ami apnake salute kori…please accept my gratitude.
@shoebmahbub32442 жыл бұрын
Thank u.
@মানুষচেনা2 жыл бұрын
আগের নাটক গুলো খুব সুন্দর
@lovelylovely3263 Жыл бұрын
অসাধারন ❤❤❤
@ShohidulIslam-cz1tj4 ай бұрын
২০২৪ এ এসে সেই মিসির আলি শুনেই দেখতে বসে গেচি।
@farjanaahmedsrabon638 Жыл бұрын
মিসির আলি দেখার উদ্দেশে বসলাম।যদি ও আমার জন্ম দু'হাজারের পর তবুও হুমায়ুন আহমেদ স্যার প্রতি আমার অসীম শ্রদ্ধা ভালোবাসা।আমি হিমু কে খুজি,শুভ্র কে খুজি,মিসির আলি কে খুজি কিন্তু পাই না,তাই তাদের রহস্যের উদঘাটন করার চেষ্টায় আছি।🙂
@A2kExploreBangla7 ай бұрын
Great
@Rahad5292 жыл бұрын
মাষ্টার পিস অভিনয় অসাধারণ
@মিথিলা-wmАй бұрын
আমার ৮৭ সালে ছিলো ৩ বছর। কিভাবে মনে আছে আমার এই নাটক? আশ্চর্য। ঠিক করে দেখেন তো নাটকটা আসলেই ৮৭ সালের কি না?
@unityofficialcommunitybang939 Жыл бұрын
Natok ta khubi osadharon ami ei jamanar chele amar varsity er head of the dept sir amake ei natok ta dekhar jonne bolesilen aj 18/07/2023 ami ei natok ta dekhtesi jara amar comment ta dekhtesen sobai ekti kore like diye diben 😊
@tintin64552 жыл бұрын
মিসির আলি হিসেবে আবুল হায়াৎ ই বেষ্ট
@rashabintemohiuddin10 ай бұрын
কি শুদ্ধ বাংলা আর কি ভদ্র ভালো হাজবেন্ড!
@RoshidHardware6 ай бұрын
থাকি সাউথ আফ্রিকায় এই নাটক দেখছি রাত 21:17 মিনিটে (চলমান) 28/07/2024. এই ভয়ংকর নাটক এই সময়ে এই দেশে থেকে দেখলে ভয়ে জিহ্বা বেরিয়ে আসবে,কেমন ভয়ে ভয়ে সময় পার হচ্ছে.
@RukiyaKhatun-y7o2 ай бұрын
Boi er sathe mil dekhsi nah first theke but valo legese😊
@ranadipadhikary5309 Жыл бұрын
মাত্র ১৯৮৭ সালের নাটক, কিন্ত print এর এই অবস্থা কেন !!! হুমায়ূন সাহেবের প্রত্যেকটা সৃষ্টি এক একটি দলিল, যথাযুক্ত সংরক্ষণ দরকার।
@jasimuddin-j4q7 ай бұрын
আমি এই নাটক টা দেখেছি ১৯৮৭ তখন আমি ৪থ শ্রেনীর ছাত্র। ভয় পেতাম এই নাটক টা দেখে 🎉🎉🎉🎉
@aditehalder728011 ай бұрын
১১ ই ফেব্রুয়ারী, ২০২৪ সালে এসে নাটকটি দেখছি। ❤
@mahamudaaktarrakhi222211 ай бұрын
24/ 02/ 2024 Humayon Ahmed ❤
@jhumur638 Жыл бұрын
সেই ছোট্ট থাকতে টিভিতে দেখে ভয় পেয়েছিলাম, ২০২৩ এ ১৫ অক্টোবর দেখলাম
@SumaiyarohmanSurovi10 ай бұрын
2024 a... Amr 18 yrs. Misir ali... Jodi bastobe ak ber dakha patam. Kisu na hok,amr vitor colte thaka ai depuration er akta nam ontoto khuje patam.😊
@mnraihan Жыл бұрын
1990 দশক এ btv তে দেখেছি ❤
@popyakter67574 ай бұрын
২০২৪ এসে আমিও নাটকটি দেখলাম সময় রাত ১২.০৫.
@mdbejoymia3614 Жыл бұрын
আসাদুজ্জামান নুর ভাইকে মিসির আলির অভিনয়ে রাখার দরকার ছিল
@refatkhan797214 күн бұрын
২০২৫ সালে এসে ও দেখতেছি।
@adminzone-19494 күн бұрын
অন্যভূবন ঝড় তুলেছিল
@csehabibmonir4121 Жыл бұрын
হুমায়ূন আহমেদের সব নাটক খুঁজে খুঁজে বের করে দেখছি 2024 সালে
@crgr832 жыл бұрын
শেষ দৃশ্যের রাস্তাটা দিয়ে কত হেটেছি, পাশের মাঠটিতেই এখন বঙ্গবন্ধু নভথিয়েটার এবং আর্মি মিউজিয়াম।
@shahidbro18782 жыл бұрын
এটা কোথায়,,ধানমন্ডি নাকি
@debdbhat2 жыл бұрын
আচ্ছা হিমু সিরিজ এর কোনো নাটক বা সিনেমা কি তৈরী হয়েছে বাংলাদেশে। যদি হয়ে থাকে তাহলে দয়া করে লিঙ্ক টা দেবেন প্লিজ।
@PaNdaaaaaaa.24 Жыл бұрын
হুমায়ূন আহমেদের নিজের ডিরেকশনে হিমু তৈরি করেছে যদিও এইটার ভালো প্রিন্ট পাবেন না 😢
@soumyasarkar958510 ай бұрын
KZbin এ হিমু কে নিয়ে কয়েকটা এপিসোড দেখেছিলাম, যেটাতে মোশারফ করিম হিমু করেছেন, আশা করছি হিমু লিখে সার্চ করলে পেয়ে যাবেন।
@sherlock_bd6 ай бұрын
বইয়ের আসল কাহিনী অবলম্বনে তৈরি করলে ভাল হতো,কিন্তু হিমু নিয়ে হুমায়ূন আহমেদ কোন নাটক তৈরি করেননি
@mohammadmamunurrashidkanch60313 ай бұрын
ওইজা বোর্ড নাটকে হিমুর মতো একটা চরিত্র আছে।
@tarikmahmood4463 Жыл бұрын
এই নাটকে আবুল হায়াতের কথা বলার ধরণ অনেকটা হুমায়ুন আহমেদের মত।
@shahadathussainmunna38042 ай бұрын
Bhai btv er akta natok mon ak shet kopoti tazin er atar akta porbo o ki dawa jabe pls
দুই মেয়ে (বিপাশা আর নাতাশা) বুড়ি হয়ে গেলো, বুল্বুল আহমেদ সেই কবে মারা গেলো, কিন্তু আবুল হায়াৎ চাচা এই নাটক এর সময় (১৯৮৭ শাল) থেকে এখন সেই একইরকম এ আছে যেভাবে উনার জন্ম হয়েছিল আজ থেকে ২৩৪ বছর আগে - টাকমাথা আর দাড়িসহ 😬😬
@habibajaved97942 жыл бұрын
আবুল হায়াত কে তখন তার বয়সের চে বেশী বয়স বানানোর জন্য বুড়ো মানুষ এর মেকআপ দেয়া হয়েছিল।
@hakunamatata39352 жыл бұрын
😂😂😂
@sumaiyafarah6122 жыл бұрын
উনাকে সামনাসামনি দেখেছি বছর ২ আগে, একই রকম আছেন। স্বাত্তিক জীবন যাপন করেন, ঘড়ি ধরে। এজন্যই হয়তো এরকম আছেন।
@nodikotha73132 жыл бұрын
uni sudhu lal atar ruti khey thaken
@Dr.selenophilee Жыл бұрын
Onar nam er moddhei hayat ache jeta onar ses hocchena
@asokmukherjee61572 жыл бұрын
সোয়েব মেহবুব সাহেব, আমার নমস্কার নিন। আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার উপকণ্ঠ সোদপুর থেকে বলছি। আশির দশকের শুরুর দিকে ( সালটি ঠিক মনে নেই ) বি. টিভি. তে প্রচারিত সুবর্ণা মোস্তফা অভিনীত আকাশ কুসুম নামক একটি ধারাবাহিক নাটক দেখতাম। ওনার অভিনীত চরিত্রটির নাম ছিল মৌরী। সেই নাটক টি কি আপনার এই চ্যানেলটি তে দেখানো যায়? ওই নাটক টি upload করলে চিরকৃতজ্ঞ থাকবো।
@shoebmahbub32442 жыл бұрын
ধন্যবাদ দাদা। আকাশ কুসুম নাটকের নাম আমিও শুনেছি অনেক কিন্তু এটা সংগ্রহে নেই।
@sobuzhossain1542 Жыл бұрын
২০২৩ এ দেখলাম,মন ছুঁয়ে যাওয়ার মত
@Akash_hossen9213 ай бұрын
ব্যাচেলর পয়েন্ট নাটক দেখা পাবলিক গুলোকে এই নাটক গুলো জীবনে একবার হলেও দেখা উচিত, তাহলে তারা বুঝতে পারবে , নাটক আসলে কি.?
@chandrashakhor46232 жыл бұрын
পুরাতন নাটক তাও যদি হয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা বা পরিচালনা ; এককথায় হীরা বা সোনা সমতুল্য।
বুলবুল আহমেদ এর ইডিয়ট নাটক টা আমি ও খুঁজছি। বহু বছর ধরে।
@sumaiyaafrin81964 ай бұрын
সবার কমেন্ট পড়তেছি। এত আকর্ষণীয় শুনে নাটকটা দেখতে শুরু করলাম
@pushpitazaman7239Ай бұрын
Eta kon Boi theke neya hoyeche?
@mariavlog53122 жыл бұрын
এখনকার নাটক ব্যাচেলর পয়েন্ট বস্তাপচা সব অভিনেতা আর কাহিনি
@crazy-noob71freefiregaming64 Жыл бұрын
ভাই আমি নিজেও বাংলা নাটকের ৯৮℅ হুমায়ূন আহমেদ এর নাটক। কিন্তু ভাই সবার পচ্ছন্দের ব্যাপার টা আলাদা হয়ে থাকে। তার জন্য অন্যদের নিয়ে বাজে মন্তব্য হুমায়ুন আহমেদ এর কোন নাটকের মাঝে আমি পাইনি। বলতে পারেন আমি স্যার এর নাটক দেখার পাশাপাশি অনার রচনা বই গুলো পড়া হয়ে যায়। আমি ক্ষমা চাইছি কারণ আমি বললাম আমার মতো করে। যেটা আপনার পছন্দ নাও লাগতে পারে। ছড়ি। কাউকে ছোট করার জন্য না। স্যার এর নাটক দেখার জন্য একটা সুন্দর মন লাগে। নাহলে উনার চরিত প্রতিটি নাটক বার বার দেখি। ভালো লাগে। জানি না কেন 😍
@rakibhossenr9590 Жыл бұрын
একটা জিনিস খেয়াল কর-লাম,ফেসবুকে প্রায় সবার হাতের লেখা একই রকম!🙂
@prokritirkache8144 Жыл бұрын
লে হালুয়া
@alnoman83242 жыл бұрын
মিসির আলি পড়ে যতটা মজা পেয়েছি। দেখে তার ১ ভাগ মজাও পেলাম না।😑 আমার সবচেয়ে পছন্দের একটি উপন্যাস মিসির আলি🥰🥰 আর মিসির আলি চরিত্রে ওনাকে মোটেও মানায় নাই😑
@md.mohiuddinrone99802 жыл бұрын
Amio Bhai misir alir style tai hoy nai.
@ahladdipu77832 жыл бұрын
আমার মত ২০২২ সালের শেষের দিকে এসে কে কে এই নাটক টা প্রথম দেখছেন?
@sanjidatasnim82993 ай бұрын
😢😢😢😢😢
@MdAshik-tp5cj Жыл бұрын
কদম ফুলের ব্যাপারটা থেকপ গেলো শেষ হয়েও হইলো না শেষ 😐😐😐