ধন্যবাদ স্যার, বিষয় হলোঃ বিক্রেতা/দাতার কোন নামজারী থতিয়ান/রেকর্ডিয় খতিয়ান কোন টাই নাই সে দলিল মূলে ধরুন আমার কাছে বিক্রি করছে, সেই ক্ষেত্রে নামজারীতে এই দাতার নাম/বিক্রেতার নাম, দাতার তত্রে পূরন করা যাবে কি ? জানাবেন স্যার
@gausul_azam4 ай бұрын
দাতার ক্ষেত্রে সব সময় রেকর্ডীয় খতিয়ানের মালিকের নাম অথবা নামজারি খতিয়ানের মালিকের নাম হবে
@BondhuTips4 ай бұрын
@@gausul_azam ধন্যবাদ স্যার, রিপ্লে দেওয়ার জন্য
@khokababu14782 ай бұрын
স্যার একটা প্রশ্ন অপর তাহার যোগ্য পাওয়ার অ্যাটর্নি থেকে আমি একটা জমি কিনতে চাচ্ছি এখন জমির রেজিস্টার পর মেইন মালিক ছাড়া আমি কি নামজারি আবেদন করতে পারবো
@gausul_azam2 ай бұрын
পাওয়ার দাতার নামে নাম জারি বা খতিয়ান থাকলে আপনি পরবর্তীতে নামজারি করতে পারবেন
@gausul_azam2 ай бұрын
পাওয়ার দাতার নামে খারিজ খতিয়ান বা নামজারি করা থাকলে আপনি মালিক ছাড়াই নামজারী করতে পারবেন
@tonaykhan2344 ай бұрын
আমার ফুফু গত বছর মার্চে আমাদের জায়গা বিএস রেকর্ড করিয়ে ফেলেছে। আমার বাবা কোন বিএস রেকর্ড করা নেই। আমার বাবা ১৯৮০ সালে এসে পর্চা নামজারি করা আছে। আমার বাবা এখন জীবিত নেই ২০১৮ সালে মারা গেছে, আমাদের ওই জায়গা টোটাল ৩০ শতাংশ সবার জায়গায় নামে নামে দলিল আছে, এখন আমাদের করণীয় কি মিস কেস করব। এটা তো মনে হচ্ছে এখন ৪২ এর ক বিধি জালিয়াতি প্রতারণা করা।
@gausul_azam4 ай бұрын
খতিয়ান যদি চূড়ান্তভাবে প্রকাশিত না হয় তাহলে ৪২ এর ক বিধি প্রযোজ্য