Рет қаралды 206,349
গান- এই তো সেদিন তুমি আমারে বোঝালে
Song- Ei To sedin tumi
কন্ঠ- প্রত্যয় বড়ুয়া
cover- Prattay Barua
কথা- পুলক বন্দ্যোপাধ্যায়
সুর ও মূল শিল্পী - শ্রদ্ধেয় মান্না দে
Original Artist- Manna dey
তবলা- রুপ্লব গুপ্ত
পারকিউশন- জয়ন্ত দেব
পিয়ানো- অভি
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না।।
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে।
কণাটুকু তার আমি শুধিতে পারিনি
ব্যাথা দিয়ে তাই আর বেঁধো না বেঁধো না।।
অনেক হারাতে হল জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি।
বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই
স্বরলিপি ভুল করা শেষের এই গান
স্মৃতির বীণায় সেধো না সেধো না।।
🚩CONTENT DISCLAIMER :- If u have a complaint about something or find your content is being used incorrectly, please send a private KZbin message for deleting your content before making copyright claim. Please contact us any infringement was not done no purpose and done will be rectified to all parties satisfaction.
------------------------------------------------------------------------
✅Follow us on Facebook : / prattaybaruaavi
✅Follow me on Instagram : / prattay_barua_avi
✅Follow us on Twitter : / prattayavi
📳Contact with us:
Whats app : +8801818140516
#এইতোসেদিন #EiToSedinTumi #MannaDeySongs #PulokBanerjee #OldBengaliSongs
#PrattayBaruaAvi #Ei_To_Sedin_Tumi #মান্না_দে
#প্রত্যয়_বড়ুয়া